জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার (মেসেজ এবং কোড ডায়াল করে)

বাংলাদেশের স্বনামধন্য মোবাইল নেটওয়ার্ক অপারেটর গুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীণফোন। দিন দিন তাদের গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। অন্যান্য নেটওয়ার্কের তুলনায় গ্রামীণফোনের গ্রাহকদের কল এবং ইন্টারনেটের প্রচুর খরচ তারপরেও গ্রাহক জিপি সিম ব্যবহার করে থাকে।  কেননা গ্রামীণফোনের একের পর এক নজরবিহীন সার্ভিস গ্রাহকদের আকৃষ্ট করে ফেলে। আর এসব সার্ভিসের জন্য  গ্রাহক সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। 

জিপি থেকে জিপি এমবি ট্রান্সফারের এক অনন্য সার্ভিস সম্পর্কে আজকে আলোচনা করব।  আপনার ব্যালেন্সে যদি এমবি শেষ হয়ে যায় এমতবস্থায় আপনি এমন পরিস্থিতিতে আছেন যেখানে কোন রিসার্চ সিস্টেম নেই সেই অবস্থায় জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার করতে পারবেন খুব সহজে।  আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার করতে হয়। 

এক জিপি সিম থেকে অন্য জিপি সিমে এমবি ট্রান্সফার দুটি উপায়ে করা যায়। একটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশন থেকে মেসেজ পাঠানোর মাধ্যমে অপরটি হচ্ছে নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে এক জিপি থেকে অপর জিপি সিমে এমবি ট্রান্সফার সিস্টেম। তবে এখানে আরেক একটি কথা লক্ষ্যণীয় যে আমরা চাইলেই যে কোন পরিমাণ এমবি ট্রান্সফার করতে পারবো না।

গ্রামীণফোনের নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী আমরা এক গ্রামীন সিম টু অন্য গ্রামীন সিমে এমবি ট্রান্সফার করতে পারবো। আর কথা বাড়াবো না এখন চলুন কিভাবে আমরা এমবি ট্রান্সফার করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আমরা প্রথমে আলোচনা করব মেসেজের মাধ্যমে কিভাবে এম্বি পাঠানোর হয়।

জিপি টু জিপি ৪ এমবি ট্রান্সফার

জিপি টু জিপি ৪ এমবি ট্রান্সফার করার জন্য আপনাকে প্রথমেই মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করতে হবে এবং লিখতে হবে 

IGIFT <স্পেস> 4 MB <স্পেস> যাকে সেন্ড করবেন তার নম্বর <স্পেস> আপনার নাম। তারপর এই মেসেজটি পাঠাতে হবে ৫০০০ এই নম্বরে।

মেসেজ পাঠানো হয়ে গেলে একটি কনফারমেশন টেক্সট পাবেন। প্রতিবার এমবি ট্রান্সফার করার জন্য আপনার সিম থেকে ২ টাকা কেটে নেয়া হবে। এমবি ট্রান্সফার সম্পন্ন হলে রিসিভারের নাম্বারে একটি কনফারমেশন এসএমএস পাবে। 

তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যেই সিমে এমবি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই সিমটি অবশ্যই গ্রামীন কিনা অর্থাৎ গ্রামীন সিম ব্যতীত অন্য কোন অপারেটরে এমবি ট্রান্সফার করতে পারবেন না।

জিপি টু জিপি ৭৫ এমবি ট্রান্সফার 

জিপি টু জিপি ৭৫ এমবি ট্রান্সফার করার জন্য মেসেজের সাহায্য নিতে হবে। অর্থাৎ মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে 

সব গুলো বড় হাতের লেটার IGIFT <স্পেস> ৭৫ MB  <স্পেস> যাকে সেন্ড করবেন তার নম্বর <স্পেস> আপনার নাম। তারপরও এই মেসেজটি পাঠাতে হবে ৫০০০ এই নম্বরে।

৭৫ এম বি পাঠাতে একটি মেসেজের জন্য ২ টাকা কেটে নেওয়া হবে।

উদাহরণঃ IGIFT 75 01712000000 Sujun এরপর পাঠিয়ে দিতে হবে 5000

জিপি টু জিপি ২৫০ এমবি ট্রান্সফার করার নিয়ম

আমরা উপরে যেভাবে মেসেজের মাধ্যমে এমবি পাঠানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি ঠিক সেই পদ্ধতি অবলম্বন করে জিপি টু জিপি ২৫০ এমবি ট্রান্সফার করতে হবে।

  • প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে IGIFT
  • তারপর একটি স্পেস দিয়ে লিখতে হবে এম্বি পাঠানোর পরিমান
  • এরপর একটি স্পেস দিয়ে লিখতে হবে আপনার কাঙ্খিত জিপি মোবাইল নাম্বার
  • এখন  আপনার নাম লিখুন
  • এবং পাঠিয়ে দিন 5000 নাম্বারে।

সবকিছু ঠিকঠাক থাকলে এই মুহূর্তের মধ্যে এই এমবি ট্রান্সফার হয়ে যাবে।  এমবি ট্রান্সফার কনফার্ম হলে আপনাকে একটি ফিরতে এসএমএস এর মাধ্যমে ট্রানজেকশন রিপোর্ট জানিয়ে দেওয়া হবে।

জিপি টু জিপি ১ জিবি ইন্টারনেট ট্রান্সফার

জিপি টু জিপি ১ জিবি ইন্টারনেট ট্রান্সফার করার জন্য আপনাকে উপরের অংশটুকু ভালোভাবে পড়তে হবে।  কেননা আমরা উপরের অংশে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিয়েছে।  আমি আশা করি এক জিবি ইন্টারনেট জিবি টু জিপি পাঠাতে আপনার কোন সমস্যা পড়তে হবে না। তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরছি.

কোড-ডায়াল-করে-জিপি-টু-জিপি-এমবি-ট্রান্সফার.

  • প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে IGIFT
  • তারপর একটি স্পেস দিয়ে লিখতে হবে এম্বি পাঠানোর পরিমান অর্থাৎ ১ জিবি
  • এরপর একটি স্পেস দিয়ে লিখতে হবে আপনার কাঙ্খিত গ্রামাণ মোবাইল নাম্বার
  • এখন  আপনার নাম লিখুন
  • এবং পাঠিয়ে দিন 5000 নাম্বারে।

আপনি যদি চান 500mb এই নিয়মে পাঠাতে পারবেন।  মনে রাখবেন প্রতিবার এমবি ট্রান্সফার করতে প্রতি মেসেজের জন্য দুই টাকা করে কেটে নেওয়া হবে।  তাই বেশি পরিমাণে এমবি পাঠানোর জন্য একবারেই এক জিবি ইন্টারনেট ট্রান্সফার করে দিন। 

কি পর্বে আমরা জানবো কিভাবে কোড ডায়াল করে জিপি টু জিপি এমবি ট্রান্সফার করা যায়।

আরো জানুনঃ

কোড ডায়াল করে জিপি টু জিপি এমবি ট্রান্সফার

কোড ডায়াল করে জিপি টু জিপি এমবি ট্রান্সফার সিস্টেমটি যদি আপনি জেনে না থাকেন তাহলে পুরো আর্টিকেলটি সুন্দরভাবে পড়তে থাকুন।  এখানে আমরা সকল কিছু বিস্তারিত আলোচনা করব।  তবে কোড ডায়াল করার মাধ্যমে ১০,২৫,৬০ এম্বি বেশী পাঠাতে পারবেন না। কোড ডায়াল করে এমবি ট্রান্সফারের অন্যতম সুবিধা হচ্ছে এখানে মেসেজ পাঠানোর কোন খরচ নেই অর্থাৎ দুই টাকা করে অতিরিক্ত কেটে নেওয়া হবে না।

  •  ১০ এমবি পাঠানোর জন্য আপনাকে এই কোডটি লিখতে হবে  *141*712*11*রিসিভার মোবাইল নম্বর# ।   উদাঃ  *141*712*11* জিপি মোবাইল নাম্বার # এর সেন্ড করতে হবে
  • জিপি টু জিপি ২৫ এমবি ট্রান্সফার করার জন্য এই কোডটি ডায়াল করতে হবে *141*712*9*রিসিভারের মোবাইল নম্বর# ।
  • ৬০ এমবি ট্রান্সফার করার জন্য মোবাইল ফোনে কল অপশন এ গিয়ে এই ইউএসএসডি কোড ডায়াল করতে হবে *141*712*4* কাঙ্খিত জিপি নম্বর# ।

সর্বশেষ কথা

আমরা এই পোস্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করেছি কিভাবে জিপি টু জিপি এমবি ট্রান্সফার করতে হয়।  এই ইন্টারনেট ট্রান্সফার করতে কোনরকম সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা রাখছি আমি যেভাবে ট্রান্সফার পদ্ধতি দেখিয়েছে সেইভাবে কাজ করলে মুহূর্তের মধ্যে জিপি টু জিপি ইন্টারনেট ট্রান্সফার হয়ে যাবে।

Comments are closed.