মা দিবস কবে ২০২৪

যিনি আমাদেরকে জন্মদানের মাধ্যমে পৃথিবীর আলো দেখায় তিনি হলেন মা। মা হচ্ছেন গর্ভধারিনী মা হলো একজন যোদ্ধা যিনি সন্তানকে লালন পালন করেন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসেন। মা হচ্ছেন আমাদের প্রথম শিক্ষক যার হাতেই আমাদের শিক্ষা শুরু হয়।

পৃথিবীতে মায়ের মত আপন কেউ হয় না। ইসলামে মায়ের মর্যাদা দিতে গিয়ে বলা হয়েছে “মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত”। তবে আমরা অনেকেই জানিনা বাংলাদেশে মা দিবস কবে পালন করা হয়। নিচে মা দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

মা দিবস কবে

সারা বিশ্বে মায়েদের সম্মান প্রদর্শক অনুষ্ঠান হিসেবে মা দিবস পালন করা হয়। প্রথম বারের মত ১৮৭০ সালের দিকে জুলিয়া ওয়ার্ড প্রতিবছর মা দিবস উদযাপন করার ডাক দেন। তার নেতৃত্বে ১০ বছর মা দিবস উদযাপিত হওয়ার পর তা বন্ধ হয়ে যায়।

জুলিয়া ওয়ার্ড এর পরে ১৯০৫ সালে আমেরিকার স্কুল শিক্ষিকা আনা জার্ভিস তার মাকে ভালোবেসে মা দিবসের প্রচলন শুরু করেন। অতঃপর ১৯০৫ সালে তার মা অ্যান মেরি রিভস জার্ভিসের মৃত্যুর পর তিনি আরো বড় সড় আকারে একটি মা দিবসের আয়োজন করেন। যেখানে ৪০৭ জন শিশু ও তাদের মায়েরা যুগ দিয়েছিলেন।

মা দিবস কত তারিখে ২০২৪

বর্তমানে মা দিবস একটি আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। যার কারণে বাংলাদেশ সহ বহির্বিশ্বে অনেক দেশে মা দিবস পালন করা হয়ে থাকে। মে মাসে আন্তর্জাতিক মা দিবস পালন করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশে আগামী মে মাসের ১২ তারিখে আন্তর্জাতিক মা দিবস পালন করা হবে।

মা দিবস কি বারে

মায়েদের সম্মান ও মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশের দিবস হিসাবে আন্তর্জাতিক মা দিবস পালন করা হয়। বাংলাদেশ সহ বহির্বিশ্বের অনেক দেশে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়ে থাকে। বাংলাদেশে মে মাসের ১২ তারিখ রবিবার মা দিবস।

এছাড়া আমেরিকান প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৪ সালের ৯ই মে দ্বিতীয় রবিবার মা দিবস পালন করার জন্য একটি আইন পাস করেছিলেন। তার এই আইন পাশের পর থেকে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়।

মা দিবস বাংলা কত তারিখে

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দিন মা দিবস পালন করা হয়ে থাকে। যেমন বৃটেনে মার্চ মাসের চতুর্থ রবিবার ও থাইল্যান্ডের আগস্ট মাসে মা দিবস পালন করা হয়। তবে বাংলাদেশের অনেকেই জানতে চায় বাংলা কত তারিখে মা দিবস পালন করা হবে। বাংলা বছরের প্রথম বৈশাখ মাসের ২৯ তারিখে মা দিবস পালন করা হবে।

কবে থেকে মা দিবস শুরু হয়

বাংলাদেশে মা দিবসকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে অনেকেই কবে থেকে মা দিবস শুরু হয়েছিল সে সম্পর্কে জানতে চায়। ১৮৭০ সালে প্রথম মা দিবস পালনের সূচনা হলেও ১৯০৮ সাল থেকে ধীরে ধীরে সারা বিশ্বে মা দিবস পালন করা শুরু হয় যা এখনও চলমান আছে।

শেষ কথা

আপনারা যারা মা দিবস কবে জানতেন না আশা করছি তা জানতে পেরেছেন। পশ্চিমা বিভিন্ন দেশগুলোতে কার্ড, ফুল দিয়ে অথবা কেক কেটে মা দিবস উদযাপন করার প্রচলন রয়েছে। বাংলাদেশেও অনেকে মা দিবস পালন করে থাকেন। তবে শুধুমাত্র নয় প্রতিদিনই মাকে সম্মান ও ভালোবাসা উচিত।