জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম। গ্রামীণফোন এক্সক্লুসিভ সার্ভিস গ্রাহকের প্রমোড থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীন সিম থেকে গ্রামীন সিমে ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম। এই সার্ভিসটি ব্যবহার করে গ্রাহক তাদের আপনজনদের বিপদের সময় ব্যালেন্স পাঠাতে পারে।
গ্রামীনফোনের ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস গ্রাহক আনন্দের সাথে উপভোগ করছে। কেননা তার আপনজনদের মধ্যে যদি এমন অবস্থায় থাকে যেখানে রিচার্জ এর কোন ব্যবস্থা নেই। কোন মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারছে না। সে ক্ষেত্রে আপনি তাদের একান্ত সহযোগী হতে পারেন।
অনেকেই ভাবছেন জিপি ব্যালেন্স ট্রান্সফা্র সিস্টেম শুধু গ্রামীন পরিবারের মধ্যে সীমা বদ্ধ। জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না। তাদের ভূল প্রমাণ হবে আজকের পোস্টের মাধ্যমে। জিপি থেকে বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার, জিপি থেকে রবি তে ব্যালেন্স ট্রান্সফার সহ সকল অপারেটরের ব্যালেন্স পাঠানের নিঞ্জা টেকনিক শেয়ার করব।
মাইজিপি আপ্স এবং জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড ব্যবহার করে কিভাবে এক সিম থেকে অন্য সিমে টাকা পাঠানো যায়। সেই বিষয়ে এই আর্টিকেলে আলোচনা করব। তাহলে চলুন পোস্টটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেই।
জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার
এখন থেকে প্রয়োজনীয় মুহূর্তে আপনি খুব সহজেই জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আমাদের মাঝে অনেকেই দুইটি করে বা তারও বেশি সিম ব্যবহার করে থাকে। অনেক সময় দেখা যায় একটি সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রয়েছে কিন্তু অন্য সিমে ব্যালেন্স নেই। ঠিক সেই সময় আপনি জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার করে আপনার প্রয়োজন মেটাতে পারেন।
এই সেবাটি সকল জিপি গ্রাহকদের জন্যই প্রযোজ্য। এটির জন্য সর্বপ্রথম আপনাকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আপনি খুব সহজেই my gp apps এর মাধ্যমে জিপি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস রেজিস্ট্রেশন করতে পারবেন। নিচের অংশে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
ব্যালেন্স ট্রান্সফার করতে সিম রেজিষ্টেশন
ব্যালেন্স ট্রান্সফার করতে সেম রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি আপনি মেসেজের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করতে চান। তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার পর ব্যালেন্স পাঠ পাঠাতে পারবেন।
জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনার জিপি সিমটী নিবন্ধন করে নিন। সিমটি রেজিষ্টেশন করতে আপনার মেসেজ অপশনে গিয়ে লিখুন “REGI” এবং পাঠিয়ে দিন 1000 নাম্বারে।
ফিরতি এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পিন নাম্বার টি। এই পিন এর সাহায্যে যে কোন নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তাই পিন নাম্বারটি যত্ন সহকারে সংরক্ষন করে রাখুন।
গ্রামীনফোনে ব্যালেন্স ট্রান্সফারের পদ্ধতি
বাংলাদেশে পাচটি নেটওয়ার্ক অপারেটর রয়েছে। তার মধ্যে অন্যতম নেটওয়ার্ক হচ্ছে গ্রামীনফোন। জিপি সিমের নেটওয়ার্ক সার্ভিস অন্য অপারেটরের তুলনায় অতুলনীয়। ভয়েজ এবং ইন্টারনেট স্প্রীড সবচেয়ে দ্রুত গতি সমপন্ন।
গ্রামীনফোনে ব্যালেন্স ট্রান্সফারের পদ্ধতির জন্য আপনার দরকার হবে পিন নাম্বারের। আশা করি আপনার ব্যালেন্স ট্রান্সফারের পিন নাম্বারটি পেয়ে গেছেন। কেননা এই পোস্টে আগেই আলোচনা করেছি কিভাবে জিপি ব্যালেন্স ট্রান্সফারের জন্য সিম রেজিঃ করতে হয়। জিপি তে ব্যালেন্স ট্রান্সফার করতে বেশ কয়েকটি উপায়ে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। যা আমরা এই পর্বে আলোচনা করব।
মাইজিপি আপ্স দিয়ে ব্যালেন্স ট্রান্সফার
মাইজিপি এপ্স এর সাহায্যে ব্যালেন্স ট্রান্সফার করা খুব সহজ। আপনি চাইলেই মুহুর্তেই টাকা অন্য এক মোবাইলে পাঠাতে পারেন। এ জন্য আপনার দরকার পিন নাম্বারের। ব্যালেন্স ট্রান্সফার জন্য রেজিষ্টেশন করলে পিন নাম্বার পেয়ে জাবেন।
আপ্সের হোম পেইজে প্রবেশ করে আপনি তিন ডকের একটি মেন্য পাবেন। সেখানে প্রেস করলেই অনেক গুলো অপশন পাবেন। সেখান থেকে ব্যালেন্স ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। তারপর টাকা পাঠানোর মোবাইল নাম্বার দিন। সব শেষে আপনার পিন নাম্বারটি প্রবেশ করুন। এরপরেই আপনাকে সাকসেক ফুল মেসেজের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার নিশ্চিত করা হবে।
জিপি ব্যালেন্স টান্সফার কোড
জিপি ব্যালেন্স টান্সফার কোড ডায়াল করে সহজেই জিপি থেকে জিপি ব্যালেন্স টান্সফার করতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন কোড যা ডায়ালের মাধ্যমে জিপি সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন।
প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যান এবং লিখে ফেলুন *121*1500# টি। এবার প্রথমে রেজিষ্টেশন করে পিন নাম্বারটি নিয়ে নিন। ব্যালেন্স ট্রান্সফারের পিন নাম্বারটি পেতে। ডায়াল করুন *121*1500# কোড টি তারপর ১ প্রেস করুন। ফিরতি এসএমএসের মাধ্যমে আপনাকে পিন নাম্বার জানিয়ে দেওয়া হবে। যা সমপূর্ন ফ্রি
গ্রামীনফোন থেকে গ্রামীন ফোনে ব্যালেন্স টান্সফার করতে নিচে দিকে নজর দিন।
- প্রথমে ডায়াল করুন কোডটি *121*1500# এরপর ২ প্রেস করুন। প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করুন।
- এখন আপনার কাঙ্খিত মোবাইল নাম্বারটি দিন। নাম্বারটি পুনরায় যাচাই করে নিন।
- এবার আপনার পিন নাম্বারটি প্রবেশ করেন
- সবশেষে ওকে বাটনে প্রেস করুন।
ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স ট্রান্সফার নিশ্চিত হয়েছে কিনা জানতে পারবেন। এভাবে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। মাসের সর্বোচ্চ দশটি নাম্বারে টাকা পাঠানো যাবে। অর্থাৎ ১০ টি ট্রানজেকশনের উপর করা যাবে না।
মেসেজের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার।
মেসেজের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করা অনেক সহজ। আপনি যে কোন প্রক্রিয়ার মাধ্যমেই ব্যালেন্স ট্রান্সফারের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। উপরের দুটি পদ্ধতি আমরা আলোচনা করেছি। এখানেও ব্যালেন্স ট্রান্সফারের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আলোচনা করা হবে।
চলুন তাহলে কিভাবে মেসেজের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করা যায় সিস্টেম টি জেনে নেই।
- রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান এবং লেখুন “REGI” sent 1000 নাম্বারে সেন্ট করুন।
- ফিরতি এসএমএস্ জানতে পারবেন আপনার পিন।
এবার চলুন কিভাবে মেসেজের মাধ্যমে টাকা পাঠানো যায় সে সমপর্কে আলোচনা করি।
- প্রথমে আপনি মোবাইলের মেসেজ অপশনে যান।
- সেখানে BTR লিখুন এবং স্পেস দিন
- তারপর পিন নাম্বার দিন এবং স্পেস দিন
- এরপর মোবাইল নাম্বারটি লিখুন এবং স্পেস দিন
- এখন আপনার টাকার পরিমান দিন তারপর স্পেস দিন।
- এবং সে সম্পূর্ন মেসেজ পাঠিয়ে দিন ১০০০ নাম্বারে।
ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার ট্রান্সজেকশন সাকসেকফুল হয়েছে কিনা জানানো হবে।
কিভাবে জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করবেন
আপনি যদি না জেনে থাকেন। কিভাবে জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। তাহলে আজকের পোস্টটি আপনার জন্যই চমৎকার হতে যাচ্ছে। কেননা আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করছি। গ্রামীণফোন থেকে অন্য সকল অপারেটরে টাকা পাঠানোর সবচেয়ে সহজ উপায়। তাই আর দেরি কিসের চলন দেখে নেই।
আশা করি পিন নাম্বারটি পেয়ে গেছেন। তাহলে নিম্নোত্ত আলোচনা হতে জেনে নেই।
কিভাবে জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করবেন | প্রথমে আপনি মেসেজ অপশনে যান। |
BTR লিখুন এবং স্পেস দিন | |
এরপর পিন নাম্বার দিন এবং স্পেস দিন | |
এরপর মোবাইল নাম্বারটি লিখুন এবং স্পেস দিন | |
এখন আপনার টাকার পরিমান দিন তারপর স্পেস দিন। | |
এবং সে সম্পূর্ন মেসেজ পাঠিয়ে দিন ১০০০ নাম্বারে। |
জিপি ব্যালেন্স টান্সফার কোড ভুলে গেলে
আপনার যদি আপনার বন্ধুর মোবাইল নাম্বারে টাকা পাঠাতে চান। সেক্ষেত্রে আপনার প্রথমেই প্রয়োজন হবে পিন নাম্বারের। আর সেই পিন যদি আপনি ভুলে যেয়ে থাকেন। তাহলে চিন্তা করবেন না আমরা আজকে কিভাবে সেই পিনকে পুনরায় ফিরিয়ে আনা যায়। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
- প্রথমে এই কোডটি ডায়াল করুন *121*1500#
- তারপর ৩ নাম্বার অপশনে প্রবেশ করুন।
- সেখানে পিন রিসেট অপশন টি সিলেক্ট করুন
- সেখানে দেওয়া সকল ইনফরমেশন দিন।
দেখবেন আপনার পিন পরিবর্তেনের সকল কার্যক্রম পেয়ে যাবেন।
জিপি থেকে বাংলালিংক ব্যালেন্স টান্সফার
জিপি থেকে বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। আপনি যদি আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। তাহলে আমি আশা রাখতেই পারি আমি শুধু জিপি থেকে বাংলালিংক নাম্বারে নয়। অন্য সকল অপরাধের এই জিপি থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
জিপি থেকে রবি তে ব্যালেন্স টান্সফার
জিপি থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার পদ্ধতি একই। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন। তবে জানতে পেরেছেন জিপি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার করার সকল নিয়ম। আমরা এয়ারটে গেলে জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফারের সকল পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি।
ব্যালেন্স ট্রান্সফারের শর্তসমূহ
জিপি থেকে জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলোর নিচে দেওয়া হল। এই শর্তগুলোর আলোকে আপনি সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তাই ধৈর্য সহকারে শর্তগুলো পড়ে নিন।
আরো জানুনঃ
- জিপিতে মিনিট ব্যালেন্স চেক
- জিপি ইমো প্যাক ৩০ দিন
- জিপি মিনিট কেনার কোড
- জিপি থেকে জিপি ব্যালেন্স টান্সফার
- জিপি থেকে এমবি টান্সফার
সর্বশেষ কথা
আশা করি আর্টিকেলটি পড়েছেন এবং আপনার উত্তরটি পেয়ে গেছেন। এয়ারটেলের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করেছি জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফারের সকল প্রসেস। তাই আপনি যদি পুরো আর্টিকেলটি দেখে থাকেন। তাহলে সহজেই গ্রামীণফোন থেকে গ্রামীণফোনে টাকা পাঠাতে পারবে।