বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস কিভাবে নিতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। বাংলালিংক দেশের সেরা নেটওয়ার্কের স্থান দখলের অপেক্ষায়। দিন দিন এই অপারেটরে গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সময় নানা অফার নিয়ে হাজির হয় এ কোম্পানী। তাদের অফার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলালিংক এসএমএস প্যাক। যা অন্য নেটওয়ার্কের তুলনায় অল্প টাকায় বেশী এসএমএস প্রভাইড করে থাকে।
বাংলালিংক ৩ টাকায় ১০০ এসএমএস প্যাক এবং ৫ টাকায় ১০০ এসএমএস প্যাক তার জলন্ত প্রমান। কিন্তু ৫ টাকায় ৫০০ এসএমএস অফারটি বর্তমানে বন্ধ আছে। তার পরিবর্তে বাংলালিংক ৩০ টাকায় ৫০০ এসএমএস অফার চালু করেছে। আবার যদি ৫ টাকায় অফার চালু করে তাহলে সেই অফারটি সহজেই নিতে পারবেন।
আমরা আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে ফ্রি দেখাব কিভাবে বাংলালিংক ফ্রি এসএমএস কোড ডায়াল করে ফ্রি এসএমএস পাওয়া যায়। তা ছাড়া বাংলালিংক এসএমএস কেনার কোড ডায়াল করে sms কেনার সকল প্রসেস।
বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস ২০২৪
বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস ২০২৪ অফার টি যে কোন ব্যবহার কারীর জন্য আকর্ষনীয়। তবে এই অফার টি বর্তমানে সকল গ্রাহকের দেওয়া হয় না। এই অফারটি কিছু কিছু গ্রাহকের দেওয়া হয়।
এই অফারটি নিতে কিছু নিয়ম ফলো করতে হবে। যা আমরা নিচে দিয়ে দিচ্ছি।
- Banglalink ৫ টাকায় ৫০০ এসএমএস নিতে ডায়াল করুন *132*1#।
- ৫০০ এসএমএস প্যাকের মেয়াদ হবে ৭ দিন।
- ৫ টাকার সাথে ভ্যাট কাটা হবে।
বালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১# অথবা মাই বাংলালিংক আপ্স ব্যবহার করু। এই ছিল বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস প্যাক নিয়ে সামান্য আলোচনা আশাকরি উত্তর পেয়ে গেছেন। আগেই বলেছি এই অফারটি সকল ইউজার পাবেন না। আপনাকে Banglalink ৫ টাকায় ৫০০ এসএমএস কেনার কোড ডায়াল করে দেখতে হবে।
যদি লেখা আসে you are not eligible for this offer তাহলে পাবেন না। তাই আগে নিশ্চিত হয়ে নিন। আপনি এই অফারের আওতায় আছেন কি না।
বাংলালিংক এসএমএস কেনার কোড ২০২৪
অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আদান প্রদান করার জন্য আমরা বিভিন্ন কোম্পানির এসএমএস সার্ভিস ব্যবহার করে থাকি। আজকে যেহেতু আমরা বাংলালিংক অপারেটর এর এসএমএস প্যাক নিয়ে আলোচনা করতেছি। তাই এখন আমি আপনাদের সাথে banglalink এসএমএস কেনার কোড নিয়ে আলাপ করব। আপনি বাংলালিংক ৫০০ এসএমএস বা ৩০০ এসএমএস সহ আরো বিভিন্ন ধরনের প্যাকেজ সমূহ সহজে ক্রয় করতে পারেন।
বর্তমানে বাংলালিংক অপারেটরটি ১ দিন মেয়াদ থেকে শুরু করে ৩০ দিন মেয়াদী পর্যন্ত বিভিন্ন এসএমএস কেনার প্যাকেজ রেখেছে। আপনি কি জানেন বাংলালিংক এর এ সকল এসএমএস প্যাক গুলো কেনার জন্য আপনাকে কোন কোডটি ডায়াল করতে হবে? আপনি যদি এটা পূর্বে এই কোডগুলো না জেনে থাকেন তাহলে দয়া করে নিচের অংশ হতে এখনই তা জেনে নিন।
বাংলালিংক ৩ টাকায় ১০০ sms
বর্তমান সময়ে বাংলালিংক ৩ টাকায় ১০০ sms প্যাক টি আপনার জন্য দারুন হতে যাচ্ছে। কিন্তু এই অফার এখন আর সচল নেই। এখন ৩ টাকায় ১০০ এসএমএসের পরিবর্তে ৩০ টি এসএমএস পাবেন। যার মেয়াদ থাকবে ৩ দিন। বাংলালিং ৩ টাকায় ৩০ এসএমএস কেনার জন্য ডায়াল করুন *১২১*১০১৩# যার মেয়াদ ৩ দিন। এসএমসের ব্যালেন্স জানতে *১২১*১০০# ডায়াল করুন।
বাংলালিংক ৩০ টাকায় ৫০০ এসএমএস
বাংলালিংক ৩০ টাকায় ৫০০ এসএমএস ৩০ দিনের জন্য যে কোন গ্রাহকের প্রথম পছন্দ। যারা প্রতি মাসে রেগুলার এসএমএস পাঠানোর প্রয়োজন হয় তাদের জন্য এই প্যাক টি সহযোগী হতে যাচ্ছে। আপনি চাইলেই এই প্যাক কিনে নিতে পারেন। এই এসএমএস যে কোন অপারেটরে পাঠানো যাবে।
৫০০ এসএমএস অফারটি একাধিক বার ক্রয় করা যাবে। অব্যবহিত এসএমএস গুলো পরবর্তী অফারের সাথে যোগ করা হবে। Banglalingk ৩০ টাকায় ৫০০ sms কেনার জন্য ডায়াল করতে হবে *১২১*৩০# ব্যালেন্স চেক করতে ডায়াল *১২১*১০০#। এই ৫০০ এসএমএস অফারের মেয়াদ হবে ৩০ দিন।
বাংলালিংক ফ্রি এসএমএস কোড
বাংলালিংক ফ্রি এসএমএস কোড 166*333#। সবসময় এই অফার সব সময় দেয় না। অনেকের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। তবে এই কোড টি ডায়াল করে দেখতে পারেন। এই ফ্রি এসএমএস প্যাক যদি পান তাহলে আপনি ভাগ্যবান। তবে অনেকেই এই বাংলালিংক ফ্রি এসএমএস পেয়ে থাকেন।
আরো জানুনঃ
- বাংলালিংক অফিস নাম্বার
- বাংলালিংক বন্ধ সিমের অফার
- বাংলালিংক এমবি অফার ২০২৪
- Banglalink emergency balance
- বাংলালিংক ফ্রি এমবি কোড
- বাংলালিংক নাম্বার চেক কোড
বাংলালিংক সিমে এসএমএস কিনে কিভাবে
বিভিন্ন পায়ে আপনি বাংলালিংক সিমে এসএমএস করে করতে পারবেন। আপনার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে শুরুতে আপনি কোন প্যাকেজটি ক্রয় করতে চান তা নির্বাচন করুন। এরপর আপনার মোবাইলের ডায়ালিং অপশন থেকে প্যাক কেনার কোডটি ডায়াল করে খুব সহজেই এসএমএস কিনতে পারবেন। এছাড়াও আপনার হাতে যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে মাই বাংলা লিংক অ্যাপস এর মাধ্যমেও আপনি বাংলালিংক সিমে এসএমএস কিনতে পারবেন। তবে আপনার সিমে অবশ্যই যথেষ্ট পরিমাণ টাকা থাকতে হবে। তো আশা করি বাংলালিংক সিমে এসএমএস কিনে কিভাবে তা জানতে পেরেছেন।
শেষ কথা
আশাকরি আর্টকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং জানতে পেরেছেন বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস কিভাবে কিনতে হয়। ৫০০ এসএমএস অফার সব সময় থাকে না। আবার অনেক সময় বন্ধ সিমের গ্রাহকদের দিয়ে থাকে। তবে আপনি ট্রাই করে দেখতে পারেন। এই অফারের জন্য আপনি এলিজিবল কি না। যদি এই অফারটি আপনার জন্য না হয় তাহলে ৫ টাকায় ৩০ টি এসএমএস কিনতে পারবেন। যার মেয়াদ পাবেন ৩০ দিন।
Comments are closed.