বাংলালিংক এ এসএমএস কিনে কিভাবে সে সম্পর্কে আপনার ধারণা না থাকলে। চাইলে আপনি বাংলালিংক ফ্রি এসএমএস কোড ব্যবহার করে ফ্রি এসএমএস নিতে পারেন। ফ্রি অফার কে না নিতে না চায় আর সেটি যদি হয় বাংলালিংক নেটওয়ার্ক তাহলে তো কথাই নেই। আমরা এই পর্বে বাংলালিংক ফ্রি এসিএমিএস কোড ডায়াল করার মাধ্যমে এসএমএস অফার নেওয়ার কৌশল দেখাব।
আপনি যদি বাংলালিংক সিমে ফ্রি এসএমএস পেতে চান তাহলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তবে বলে রাখা ভাল কিছু নির্দিষ্ট গ্রাহকগন এই অফার টি পাবেন।
বাংলালিংক ফ্রি এসএমএস কোড ডায়াল করে সাথে সাথেই বুঝে নিন এসএমএস প্যাক। নিচে ফ্রি এসএমএসের পাশাপাশি BL সিমের সকল এসএমএস অফার গুলোর তথ্য তুলে ধরব। ধৈর্য সহকারে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
বাংলালিংক ফ্রি এসএমএস চেক কোড ২০২৪
বর্তমানে বাংলালিংক ফ্রি এসএমএস নেয়ার অফার বন্ধ আছে। এই অফারটি সব সময় চালু থাকে না। ফ্রি এসএমএস সার্ভিস যদি চালু করা হয় তবে এই পোস্টের মাধ্যমে জানানো হবে। স্পেশাল কোন দিবস উপলক্ষে বাংলালিংক তার গ্রাহকদের জন্য ফ্রি এসএমএস এর অফার প্রদান করে থাকে। আপনি যদি ফ্রি এসএমএস নেওয়ার উপযোগী হয়ে থাকেন তাহলে আপনাকে তা মোবাইল মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে।
বাংলালিংক এ এসএমএস কিনে কিভাবে
বাংলালিংক এ এস এমএস কিনে কিভাবে সে সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য তুলে ধরব। বাংলালিংক সিমে এসএমএস কেনার জন্য আপনাকে প্রথমে ডায়াল করতে হবে একটি কোড। সে কোডের মাধ্যমে সহজেই এসএমএস প্যাক একটিভ করতে পারবেন।
Banglalingk এসএমএস কিনতে প্রথমে মোবাইলের ডায়াল অপশনে যান এবং লিখুন *১১০০*৫*৫# টি। কিছু ক্ষন পর আপনার মোবাইলের স্ক্রিনে দুটি এসএমএস প্যাকের লিস্ট পাবেন। একটি ৭ টাকায় ৭০টি এসএমএস যার মেয়াদ পাবেন ৭ দিন। অপরটি ৩০ টাকায় ৫০০ এসএমএস যার মেয়াদ হবে ৩০ দিন।
উভয় এসএমএস প্যাকের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#। দুটি লিস্ট থেকে আপনার পছন্দের প্যাকটি বেচে নিন। সে অনুসারে নাম্বার তুলেন এবং কল দিন।
অফারটি ক্রয় করতে buy now press 1 click করুন। সাথে সাথেই আপনার মোবাইলে একটি মেসেজ পাবেন সাকসেসফুল মেসেজ পাবেন। সেখানে এসএমএস কেনার সকল তথ্য পাবেন।
এই ছিল বাংলালিংক এসএমএস কেনার কোড ডায়ালের প্রসেস। আশাকরি এই পদ্ধতি অবলম্বন করে এসএমএস কিনতে পারবেন।
বাংলালিংক ৩০ টাকায় ৫০০ এসএমএস
Banglalingk ৩০ টাকায় ৫০০ এসএমএস কেনার জন্য ডায়াল করুন *১২১*৩০#। মেয়াদ হবে ৩০ দিন। অবশিষ্ট ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২১*১০০#।
বাংলালিংক ৩ টাকায় ১০০ এসএমএস
আপনি যদি বাংলালিংক ৩ টাকায় ১০০ এসএমএস পেতে কল করুন *১২১*১০১৩# যার মেয়াদ হবে ৩ দিন। এই অফারটি একাধিক বার নিতে পারবেন। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#।
বাংলালিংক ১ টাকায় ১০০ এসএমএস
এক সময় বাংলালিংক সিমে ১ টাকায় ১০০ এসএমএস অফার টি খুব জন প্রিয় ছিল। অল্প টাকায় এই অফারটি এসএমএস প্রেমীরা দারুনভাবে উপভোগ করত। কিন্তু বর্তমানে এই অফারটি সচল আছে কিনা আমার জানা নেই। যদি এই অফারটি এখনো সচল থাকে তাহলে নিচের দেখানো সিস্টেম ফলো করে কিনতে পারবেন।
- এসএমএস অফারটির মোঠ খরচ হবে ১ টাকা ১৫ পয়সা
- ১০০ এসএমএস ক্রয় করতে ডায়াল করুন *২২২*৮#
- অবশিষ্ট এসএমএস বা এসএমএস ব্যালেন্স চেক করতে *১২৪*৩# ডায়াল করুন
- এই অফারটি De active করতে ডায়াল করুন *২২২*৯#
- মেয়াদ পাবেন ১ দিন
শেষ কথা
এই ছিল আজকের পোস্টের মুল আলোচনা বাংলালিংক ফ্রি এসএমএস কোড নিয়ে সকল তথ্য। ফ্রি এসএমএস সব সময় পাওয়া যায় না। আপনাদে সব সময় খোজখবর রাখতে হবে। ফ্রি এসএমএস অফার কখন দেয়।
ফ্রি এসএমএস অফারের পাশাপাশি অন্যন্যা গুরুপ্ত পূর্ণ এসএমএস অফার নিয়ে এই পোস্টে তুলে ধরেছি। আশাকরি, এই আর্টিকেল টি আপনার অনেক ভাল লেগেছে। আমাদের ওয়েভসাইটের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।