বাংলালিংক সিম কোম্পানী গ্রাহকের ইন্টেনশন অনুযায়ী এমবি অফার প্রমোট করে থাকে। তাইতো দিন দিন বাংলালিংক সিমের পরিবার বড় হচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক হচ্ছে বাংলালিংক। দেশের ফাস্টেট নেটওয়ার্ক কোম্পানী হিসাবে ইতোমধ্যে নাম লিখিয়েছেন। এর অন্যতম কারন হচ্ছে অল্প মুল্যে এমবি অফার দেওয়া। বাংলাদেশের তুরুণরা এই নেটওয়ার্কের সাথে বেশি সম্পৃক্ত।
আপনার যদি একটি বাংলালিংক সিম থাকে এবং সেই সিমে এমবি কেনার কথা ভেবে থাকেন তাহলে ধৈর্য সহকারে আজকের আর্টিকেলটি পড়তে থাকুন। সর্বশেষ বাংলালিংক এমবি অফার নিয়ে আজকের পোস্টটি সাজিয়েছি। আশা করি যারা ইন্টারনেট ইউস করেন তাদের জন্য এটি দারুন হবে। তাহলে মূল আলোচনার শুরু করি।
বাংলালিংক এমবি অফার ২০২৫
বাংলালিংক এমবি অফার এর লিস্ট নিচে দেওয়া হয়েছে সেখান থেকে আপনার চাহিদা অনুযায়ী বেছে নিন। আসল কথা হচ্ছে, আপনি যদি এমবি কিনেন তাহলে এখানে দেখতে থাকুন। আর যদি এমবি না কিনে ইন্টারনেট অফার খুজে থাকেন তাহলে আমাদের বাংলালিংক ইন্টারনেট অফার পোস্টটি পড়ুন।
কেননা Banglalink MB offer বুলতে ছোট ছোট এমবি প্যাকের লিস্ট যুক্ত করেছি। আপনার যদি বড় বড় ইন্টারনেট প্যাকের প্রয়োজন হয় তাহলে এখানে পাওয়া যাবে না।
মূলত যাদের অপেক্ষাকৃত কম টাকায় এমবি প্রয়োজন তাদের জন্য এই অফারটি চমৎকার হবে। আপনার বাংলালিংক সিমে যে কোন একটি এমবি প্যাক সিলেক্ট করে ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করুন। এই পোস্টে বোনাস হিসাবে বাংলালিংক ফ্রি এমবি কোড যুক্ত করে দিয়েছি। তাই পোস্টটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
বাংলালিংক এমবি অফার কোড ২০২৫
Banglalink এমবি অফার কোড টি জানা থাকলে খুব সহজেই এমবি কেনা যায়। বাংলালিংক সিমের এমবি অফার কোড হচ্ছে তিনটি *১২১*১#, *৫০০০# এবং বাংলালিংক আমার অফার কোড *৮৮৮#। তাছাড়াও অফারভেদে কোডের ভিন্নতা রয়েছে যা নিচে আলোচনা করা হয়েছে।
আমার অফার কোড *৮৮৮# ডায়াল করলে আপনার সামনে কিছু লিস্ট সো করবে সেখান থেকে আপনার পছন্দসই এমবি প্যাকেজ সিলেক্ট করুন। তারপর ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন।
বাংলালিংক এমবি অফার ৩০ দিন
৩০ দিনের জন্য বাংলালিংক এমবি অফার আছে দুইটি। যার একটি হচ্ছে ৯৯ টাকায় ৩০০ এমবি। এটি একটি মাসিক এমবি অফার। এই অফারটি একটিভ করার জন্য ডায়াল করুন *৫০০০*৫০৩# অথবা সরাসরি রিচার্জ করুন ৯৯ টাকা। অবশিষ্ট এমবি চেক করার জন্য ডায়াল করতে হবে *৫০০০*৫০০#
অপরটি হচ্ছে ১৫০ টাকায় ৬০০ এমবি। এই অফারটি নিতে ডায়াল করুন *৫০০০*৫০৪#। এম্বি ব্যালেন্স চেক করতে *৫০০০*৫০০# ডায়াল করুন। মেয়াদ হবে ৩০ দিন। একাধিক বার এই অফার ক্রয় করতে পারবেন।
বাংলালিংক এমবি প্যাকেজ
নিচে বাংলালিংক সিমে বাংলালিংক এমবি প্যাকেজের লিস্ট সাজিয়েছি। এখান থেকে যে কোন একটি প্যাকেজ ক্রয় করে ব্যবহার করতে পারেন। এমবির অফারগুলো ছোট ছোট এবং কম মেয়াদের হয়ে থাকে। বড় কোন প্যাক কিনতে চাইলে বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ থেকে নিতে হবে।
এমবির পরিমান | টাকা | অফার কোড | মেয়াদ | চেক |
2 MB | 0.85 টাকা | *5000*519# | 1 দিন | *5000*500# |
3 MB | 1.5 টাকা | *5000*518# | 1 দিন | *5000*500# |
9 MB | 3 টাকা | *5000*513# | 1 দিন | *5000*500# |
12 MB | 4 টাকা | *5000*520# | 1 দিন | *5000*500# |
32 MB | 9 টাকা | *5000*529# | 1 দিন | *5000*500# |
45 MB | 10 টাকা | *5000*543# | 1 দিন | *5000*500# |
60 MB | 15 টাকা | *5000*502# | 3 দিন | *5000*500# |
75 MB | 13 টাকা | *50005*43# | 4 দিন | *5000*500# |
100 MB | 20 টাকা | *5000*522# | 7 দিন | *5000*500# |
120 MB | 50 টাকা | *5000*523# | 30 দিন | *5000*500# |
160 MB | 30 টাকা | *5000*501# | 7 দিন | *5000*500# |
250 MB | 75 টাকা | *5000*517# | 10 দিন | *5000*500# |
300 MB | 99 টাকা | *5000*503# | 30 দিন | *5000*500# |
500 MB | 100 টাকা | *5000*582# | 7 দিন | *5000*500# |
600 MB | 150 টাকা | *5000*504# | 30 দিন | *5000*500# |
শেষ কথা
আশাকরি আজকের পোস্টটি শুরু থেকে মনোযোগসহ পড়েছেন এবং জানতে পেরেছেন বাংলালিংক এমবি অফার সম্পর্কে। আমরা বাংলালিংক সিমের সব চেয়ে ভাল মানের এম্বি অফার গুলো সংযুক্ত করেছি। আপয়ার যদি কোন এম্বির অফার প্রয়োজন হয় তাহলে কোড ডায়াল করে কিনতে পারেন।
আমরা বাংলালিংক ৩০ দিনের এমবি অফার থেকে ৩ ঘন্টার মেয়াদের এমবি অফার সংযুক্ত করেছি। এখান থেকে যে অফার টি ভাল লাগে সেটি ক্রয় করে ব্যবহার করতে পারেন। বাংলালিংকের যে কোন তথ্যের জন্য আমাদের পোস্টটি ভিজিট করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
Comments are closed.