বাংলালিংক দেশের অন্যতম টেলিসেবা প্রধানকারী প্রতিষ্ঠান। এই সিমের গ্রাহক দিন দিন বেড়েই চলেছে। বাংলালিংক তাদের অফার গুলো অল্প টাকায় বেশি দেওয়ার কারনে। নিজস্ব বাংলালিংক সিমের নাম্বার চেক করতে মাঝে মাঝে কোড ডায়াল করতে হয়। যদি আপনি সেই বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড নাম্বার টি না জানেন তাহলে নাম্বার বের করা যায় না। তাই প্রত্যেক গ্রাহকের বাংলালিংক নিজের নাম্বার দেখার কোড জানা জরুরি।
BL সিম নাম্বার দেখার কোড দিয়ে আপনার বাংলালিংক সিমের নাম্বার বের করার সহজ টেকনিক এই পর্বে আলোচনা করব। চলুন বাংলালিংক নাম্বার চেক করার কোড জেনে নেই। এবং ইহার বাস্তব ব্যবহার দেখে নেই। আপনার মোবাইল এর ডায়ালিং অপশন থেকে *৫১১# ডায়াল করে এটি দেখতে পারেন।
বাংলালিংক নাম্বার দেখার কোড
আপনি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার নাম্বারটি অন্যকে দেওয়া খুব জরুরী। সেই অবস্থায় আপনি কি করবেন আপনাকে অবশ্যই অন্যকে জানাতে হবে এই বিষয়টি। যা অনেক লজ্জা জনক। অথবা আপনার নাম্বার থেকে অন্য নাম্বারে কল করে নাম্বার বের করতে হবে।
কিন্তু আপনার ব্যালেন্স যদি হয় শূন্য তাহলে নাম্বার বের করা যাবে না। এমন পরিস্থিতিতে বাংলালিংক নাম্বার চেক করার কোড প্রয়োজন হবে। যা দিয়ে সহজেই আপনার বাংলালিংক সিমের ফোন নাম্বার বের করতে পারবেন।
বাংলালিংক নাম্বার দেখার কোড হচ্ছে *৫১১# বা *511# ইহা ডায়াল করার মাধ্যমে বাংলালিংক সিম নাম্বার পেয়ে যাবেন।
কিভাবে বাংলালিংক নাম্বার চেক করতে হয়
আপনি ইতিমধ্য বাংলালিংক নাম্বার দেখার কোড জেনে গেছে। চলুন তাহলে এবার কিভাবে বাংলালিংক নাম্বার চেক করতে হয় দেখে নিন। আপনার ফোনের বাংলালিংক সিম নাম্বার পেতে প্রথমেই আপনার ডায়াল অপশনে প্রবেশ করতে হবে।
সেখানে নাম্বার দেখার *৫১১# কোড তুলতে হবে এবং সব শেষে ডায়াল করতে হবে। ডায়াল করার কিছুক্ষন পর আপনার মোবালের স্ক্রিনে আপনার মোবাইল নাম্বার টি পেয়ে যাবেন। এভাবেই বাংলালিংক নাম্বার বের করতে হয়। তার পরও ধাপে ধাপে বাংলালিংক নাম্বার দেখার নিয়ম নিচে দেওয়া হল
- প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যাই।
- সেখানে *৫১১# কোড টি ডায়াল করি
- ২ থেকে ৪ সেকেন্ড অপেক্ষা করি
এবার আপনার সামনে আপনার সিমের নাম্বার সো করবে। আশাকরি বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড ডায়াল করে বাংলালিংক নাম্বার দেখতে পাবেন।
বাংলালিংক নাম্বার চেক করার জন্য করনীয় বিষয়
কিভাবে বাংলালিংক নাম্বার চেক করতে হয় এই আর্টিকেলে আপনাকে দেখাব। আমরা জানি বাংলালিংক নাম্বার চেক করার কোড *৫১১#। এই কোড টি মোবাইলের ডায়াল প্যাডে তুলে ডায়াল করুন। আপনার সুবিধার জন্য নিচের ছবিটির সাহায্য নিন।
এবার সরাসরি কল করুন কিছুক্ষণ পর দেখতে পাবেন। আপনার কাঙ্খিত মোবাইল নাম্বারটি। যা নিচে চিত্রের ন্যায় দেখাবে।
তাছাড়া আপনি অন্যভাবে নাম্বার বের করতে পারেন। সে ক্ষেত্রে আপনার ব্যালেন্সে টাকা থাকতে হবে। অন্যকে কল দেওয়ার মাধ্যমে অন্যের ফোনে থেকে নাম্বার সংগ্রহ করতে পারবেন।
এক্ষেত্রে আপনার পরিচিত কারও নাম্বার কল করুন। এবং তার কাছ থেকে নাম্বার টি সংগ্রহ করুন।
আপ্সের সাহায্যে বাংলালিংক নাম্বার চেক
আপনার কাছে একটি স্মার্টফোন থাকলে সহজেই বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন। এ জন্য আগে থেকেই “মাই-বাংলালিংক আপ্স” লগইন করা থাকতে হবে। সেখানে বাংলালিংক আপ্সের হোপ পেইজে প্রবেশ করার পর দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বারটি। এ ক্ষেত্রে আগে মোবাইন নাম্বার দিয়ে ইন্সটল করে নিতে হবে। তার পর বাংলালিংক সিমের নাম্বার ভুলে গেলে সেখানে প্রবেশ করার পর আপনার বাংলালিংক নাম্বার দেখতে পাবেন। আশা করি বাংলালিংক নাম্বার বের করতে পারবেন।
সর্বশেষ কথা
আশা করি পুরো পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমি এই পোষ্টের মাধ্যমে জানিয়েছি বাংলালিংক নাম্বার চেক করার কোড সম্পর্কে।
আপনি যদি বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড জানেন তাহলে আপনার মোবাইল নাম্বার বের করতে সমস্যা হবেনা । তাই প্রত্যেক বাংলালিংক গ্রাহকের উচিত বাংলালিংক নিজের নাম্বার দেখার কোড জানা থাকা।
এরপরও যদি আপনার মোবাইলের নাম্বার বের করতে কোন সমস্যা হয়। আমাদেরকে মেসেজ করবেন আমরা এর সঠিক সমাধান দিব। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুনঃ