রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ২০২৪

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। কবিতা, গান, নাটক, উপন্যাস, প্রবন্ধ – সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি ছুঁয়ে গেছেন অসামান্য সাফল্য। তার কবিতাগুলি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, যা আজও পাঠকদের মন ছুঁয়ে যায়। তাইতো শিশু কিংবা বৃদ্ধ প্রায় সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা খুঁজে বেড়ায়।

প্রায় সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গুলো আবৃত্তি করে অনেক প্রতিযোগিরা। আপনি যদি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন ভালো কবির ভালো বা সুন্দর একটি কবিতা নির্বাচন করতে হবে। এক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বিকল্প নেই।

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা

বাংলাদেশসহ সারা বিশ্বের সকলেই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত কবি ও লেখক। তিনি বাংলা ভাষায় প্রচুর কবিতা লিখেছেন এবং তার লেখা কবিতাগুলো বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছে। রবীন্দ্রনাথের কবিতাগুলি বিভিন্ন বিষয়বস্তু ও ভাবধারায় সমৃদ্ধ। প্রকৃতি, প্রেম, দেশপ্রেম, মানবজীবনের বিভিন্ন দিক, আধ্যাত্মিকতা – এসব বিষয় তার কবিতায় বারবার উঠে এসেছে।

এসকল কবিতা গুলো সুন্দর এবং আবেগপূর্ণভাবে লেখা এবং বাংলা সাহিত্যের ক্লাসিক হিসাবে বিবেচিত হয়। তাইতো সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা গুলো সংগ্রহ করতে চায়। বলতে গেলে রবীন্দ্রনাথের প্রায় সকল কবিতায় বেশ জনপ্রিয়। তবুও আপনাদের জন্য সর্বাধিক বিখ্যাত কিছু কবিতার তালিকা পোষ্টের এই অংশে শেয়ার করা হলো।

কোন কবিতাটি সেরা তা নির্ধারণ করা কঠিন, কারণ পাঠকের রুচি ও পছন্দের উপর নির্ভর করে। তবে, “গীতাঞ্জলি”, “সোনার তরী”, “চল্ চল্ চল্”, “আমার সোনার বাংলা”, “এই যে ছিল দুঃখের দিন”, “কাগজের নৌকা” ইত্যাদি কবিতাগুলি সর্বকালের সেরা কবিতা হিসেবে বিবেচিত হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কবিতা pdf

ইতোমধ্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কবিতা গুলোর পিডিএফ সংস্করণ তৈরি হয়েছে। আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার পছন্দের কবিতা গুলো পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবেন। আপনি যদি সকল কবিতা গুলো আপনার মোবাইলে সংগ্রহ করতে চান তাহলে গুগলে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কবিতা পিডিএফ লিখে সার্চ করুন। আপনার সামনে বেশ কিছু ওয়েবসাইট উপস্থাপন করা হবে। সেগুলো থেকে আপনার পছন্দের ওয়েবসাইট বাছাই করে নিন এবং কবিতাগুলোর পিডিএফ ফাইল সংগ্রহ করুন।

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা কবিতা

কবিতার জনপ্রিয়তা নির্ধারণ করা বেশ কষ্টসাধ্য। কারণ পাঠক ভেদে এক এক ধরনের কবিতা একেক রকম জনপ্রিয়তা অর্জন করে। তবুও সার্বজনীন স্বীকৃত রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত একটি কবিতা হচ্ছে সোনার তরি। আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা কবিতা খুজতেছেন তাদের জন্য সোনার তরী কবিতাটি নিচে শেয়ার করা হলো।

সোনার তরী
       – রবীন্দ্রনাথ ঠাকুর

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।

একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা–
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।

গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে–
দেখে যেন মনে হয় চিনি উহারে।

ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।

যত চাও তত লও তরণী-‘পরে।
আর আছে?– আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে–
এখন আমারে লহ করুণা করে।

ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি–
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।

রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি কবিতা কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি। যা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। অনেকেই রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা গুলোর তালিকা খুঁজে থাকেন। তাই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে এখানে যে কোন একটি কবিতার নমুনা আপনাদের জন্য শেয়ার করা হলো।

ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা,
মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা।
সারা জনম তোমার লাগি
প্রতিদিন যে আছি জাগি,
তোমার তরে বহে বেড়াই
দুঃখসুখের ব্যথা।
মরণ, আমার মরণ, তুমি
কও আমারে কথা।

যা পেয়েছি, যা হয়েছি
যা-কিছু মোর আশা।
না জেনে ধায় তোমার পানে
সকল ভালোবাসা।
মিলন হবে তোমার সাথে,
একটি শুভ দৃষ্টিপাতে,
জীবনবধূ হবে তোমার
নিত্য অনুগতা;
মরণ, আমার মরণ, তুমি
কও আমারে কথা।

বরণমালা গাঁথা আছে,
আমার চিত্তমাঝে,
কবে নীরব হাস্যমুখে
আসবে বরের সাজে।
সেদিন আমার রবে না ঘর,
কেই-বা আপন, কেই-বা অপর,
বিজন রাতে পতির সাথে
মিলবে পতিব্রতা।
মরণ, আমার মরণ, তুমি
কও আমারে কথা।

শেষ কথা

সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন। যেকোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গুলো আবৃত্তি করা হয়ে থাকে। আজকের এই পোস্টে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা গুলোর কিছু নমুনা বা তালিকা শেয়ার করার চেষ্টা করেছিলাম। আশা করি ইতিমধ্যেই এই পোষ্টের মাধ্যমে রবীন্দ্রনাথের বিখ্যাত কিছু কবিতার নমুনাগুলো সংগ্রহ করতে পেরেছেন।