বাংলালিংক এমবি চেক করার কোড সম্পর্কে জানতে হলে পুরো পোস্টটি ভালোভাবে পড়তে থাকুন। বাংলাদেশে দিনদিন বাংলালিংক গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলালিংক অপারেটরটি অন্য সব অপারেটরের তুলনায় অল্প টাকায় বেশি এমবির প্যাক দেওয়ার কারনে বেশি গ্রাহক অন্তর্ভক্ত হচ্ছে।
গুগলে প্রতিনিয়তই সার্চ করা হচ্ছে কিভাবে বাংলালিংক এমবি চেক করা যায়। বেশিরভাগ সিম ব্যবহারকারী এটি জানেন না যে শুধুমাত্র কোড ডায়াল করার মাধ্যমেও এমবি ব্যালেন্স চেক করা যায়। আরেকটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমেও এমবি সহ মুল ব্যালেন্স এবং সকল অফার সম্পর্কে বিস্তারিত জানা যায়। আজ আমরা দুটি পদ্ধতি সম্পর্কেই আলোচনা করব।
বাংলালিংক এমবি চেক কোড
আপনি যদি বাংলালিংক এমবি প্যাক কিনে থাকেন তাহলে সেটির অবশিষ্ট ব্যালেন্স সম্পর্কে জানার প্রয়োজন পড়ে। কি পরিমান এমবি অবশিষ্ট রয়েছে বা মেয়াদ কতদিন আছে সে সম্পর্কে বিস্তারিত জানা থাকা প্রয়োজন হয়। বাংলালিংক এমবি চেক কোড হচ্ছে দুটি যার একটি *৫০০০*৫০০# অপরটি *১২১*১#
বাংলালিংক এমবি চেক কোড *৫০০০*৫০০# এবং *১২১*১# এর মধ্যে থেকে যে কোন একটি কোড ডায়াল করার মাধ্যমে এমবি ব্যালেন্স জানা যায়।
কিভাবে এম্বি চেক কোড ব্যবহার করতে হয়?
বাংলালিংক এমবি চেক কোড থাকার পরও যদি আপনি এমবি কিভাবে চেক করতে হয় সেই বিষয়ে ধারণা না থাকে তাহলে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
- প্রথমেই আপনার ডায়াল অপশনটি সিলেক্ট করুন
- এরপর এমবি চেক কোড অর্থাৎ*৫০০০*৫০০# অথবা *১২১*১# লিখুন
- তারপর কোড টিতে কল করুন
- কিছুক্ষণ পর আপনার ডিসপ্লে তে এমবির ব্যালেন্স সহ মেয়াদের সময় সীমা দেখতে পাবেন
আরো জান্তেঃ বাংলালিংক ওয়েভ সাইটের দেখুন
আপনি যদি *১২১*১# কোড ডায়াল করার মাধ্যমে ব্যালেন্স দেখেন তাহলে আপনার সকল ব্যালান্সিং তথ্য জানতে পারবেন যেমন টাকার ব্যালেন্স, এমবি পরিমাণ, কি পরিমান এমবি ইউজ করা হয়েছে, কি পরিমাণ এমবি অবশিষ্ট রয়েছে, এবং এদের মেয়েদের সময়সীমা জানতে পারবেন।
এই ছিল এমবি চেক করার কোড এর ব্যবহার। আপনি যদি এমবি প্যাক ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই কোডটি জানা থাকা প্রয়োজন। তবে আপনারা চাইলে banglalink অ্যাপস ব্যবহার করার মাধ্যমেও ব্যালেন্স জানতে পারবেন। সে ক্ষেত্রে আপনার মোবাইলে ইন্টারনেট অথবা ওয়াইফাই এর কানেকশন থাকতে হবে। কিভাবে বাংলালিংক অ্যাপ বা সফটওয়্যার এর মাধ্যমে ব্যালেন্স জানাবেন তা নিচে আলোচনা করা হলো।
মাই বাংলালিংক অ্যাপস ব্যবহার করে ব্যালেন্স দেখার নিয়ম
আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে আপনি সহজেই আপনার এমবির ব্যালেন্স সহ সকল তথ্য apps এর মাধ্যমে জানতে পারবেন। এজন্য অবশ্যই স্মার্ট বাএন্ড্রয়েড ফোনের প্রয়োজন। আপনার ফোনে যদি মাই বাংলালিংক সফটওয়্যারটি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে মাই বাংলা লিংক অ্যাপস টি ডাউনলোড করে নিন। এবং সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করুন। রেজিস্ট্রেশন করতে আপনার বাংলালিংক মোবাইল নাম্বার দিন, আকাশে বাংলালিংক নাম্বারে একটি otp কোড দেওয়া হবে সেই কোডটি ফিলাপ করুন। এরপর লগইন বাটনে প্রেস করুন। এখন দেখতে পাবেন মাই বাংলালিংক অ্যাপস এর হোমপেজ। এবার আপনি এমবি ব্যালেন্স দেখার চেষ্টা করুন।
প্রথমেই লক্ষ্য করুন আপনার বাংলালিংক এপস এর হোম পেইজে কোথায় ইন্টারনেট লোগো আছে সেখানে অর্থাৎ ডিটাইলস এ ক্লিক করুন। সেখানে দেখতে পাবেন আপনার এমবি কতটুকু পরিমান অবশিষ্ট রয়েছে।
এই ছিল banglalink অ্যাপস এর সাহায্যে mb দেখার পদ্ধতি। আপনি বাংলালিংক অ্যাপস ডাউনলোড করে উপরোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করলে সহজেই ব্যালেন্স সহ সকল অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমি এ পোষ্টের মাধ্যমে আপনাদেরকে অত্যন্ত সহজ ভাষায় এমবি ব্যালেন্স চেক কোড ও মাই বাংলালিংক অ্যাপস এর সাহায্যে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় সেই সমপর্কে তথ্য তুলে ধরেছি।
বাংলালিংক সকল ইউএসএসডি কোড সমূহ
বাংলালিংক এর সকল ইউএসএসডিকোড জানা থাকলে সহজেই যেকোনো ধরনের ব্যালেন্স জানা যায়। চাইলেই বিভিন্ন ধরনের মিনিট ও ইন্টারনেট প্যাক কেনা যায়।
- বাংলালিংক নাম্বার চেক কোড*৫১১#
- বাংলালিংক ব্যালেন্স চেক কোড*১২৪#
- বাংলালিংক এমবি চেক কোড*৫০০০*৫০০#
- বাংলালিংক মিনিট চেক কোড *১২৪*২#
- বাংলালিংক এসএমএস প্যাক চেক কোড *১২৪*৩#
- বাংলালিংক এম এম এস চেক কোড *১২৪*২#
- বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ১২১
বাংলালিংক এমবি প্যাক লিস্ট
বাংলালিংক কোম্পানির দিচ্ছে আকর্ষণীয় সেরা ইন্টারনেট অফার. অন্যান্য সিম কোম্পানির তুলনায় বাংলালিংক অপেক্ষাকৃত কম টাকায় বেশি ইন্টারনেট প্রদান করে। সে এমবির ব্যালেন্স আপনি নিজে নিজে জানতে পারবেন। আমরা কিছু এমবি প্যাক এর লিস্ট করেছি এর পাশাপাশি বাংলালিংক লাইভ চ্যাট করেও বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারবেন। লিখে দিলাম
- 2MB TK 0.85 Buying code *5000*519# 1 Day
- 3MB TK 1.5 Buying code *5000*518# 1 Day
- 9MB TK 3 Buying code *5000*513# 1 Day
- 12MB TK 4 Buying code *5000*520# 1 Day
- 32MB TK 9 Buying code *5000*529# 1 Day
- 45MB TK 10 Buying code *5000*543# 1 Day
- 60MB TK 15 Buying code *5000*502# 3 Days
- 75MB TK 13 Buying code *5000*543# 4 Days
- 100MB TK 20 Buying code *5000*522# 7 Days
- 160MB TK 30 Buying code *5000*501# 7 Days
- 250MB TK 75 Buying code *5000*517# 10 Days
- 500MB TK 100 Buying code *5000*582# 7 Days
- 1GB TK 36 Buying code *5000*36# 4 Days
- 1GB TK 76 Buying code *5000*76# 7 Days
- 2GB TK 49 Buying code *5000*49# 4 Days
- 3GB TK 99 Buying code *5000*799# 7 Days
- 5GB TK 108 Buying code *5000*108# 7 Days
- 10GB TK 199 Buying code *5000*199# 7 Days
শেষ কথা
আশা করি পুর আর্টিকেলটি ভালোভাবে পড়েছেন এবং জানতে পেরেছেন ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য কি কোড ডায়াল করতে হয়। আমি এই পোষ্টের মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি কিভাবে বাংলালিংক এমবি চেক কোড ডায়াল করে এমবির ব্যালেন্সের পরিমান জানা যায়। পাশাপাশি মাই বাংলালিংক অ্যাপস এর সাহায্যে ও কিভাবে এমবির ব্যালেন্স চেক করতে হয় সে সম্পর্কে বিশদ আলোচনা করেছি। এরপরেও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের কি ইনফর্ম করুন আমরা আপনার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কৃতজ্ঞ থাকব।
Comments are closed.