রবি এমবি চেক কোড ২০২৪

আপনি যদি রবি সিমে গ্রাহক হয়ে থাকেন এবং আপনার যদি নিয়মিত ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই জানতে হবে আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স। রবি এমবি চেক কোড ডায়াল করার মাধ্যমে আমরা খুব সহজেই ইন্টারনেট ব্যালেন্স জানতে পারি। তাছাড়া রবি আপ্স ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই এম্বি বা ইন্টারনেট ব্যালেন্স চেক কতে নিতে পারি। দেশের একমাত্র সুনাম ধন্য অপারেটর হচ্ছে রবি। বর্তমানে এর গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

রবি তার সর্বনিম্ন কল রেট এবং ইন্টারনেট সেবা প্রধান করার কারনে গ্রাহক সংখ্যা নজির বিহীন ভাবে বেড়ে চলেছে। কিন্তু রবি কোম্পানীর উপযুক্ত নেটওয়ার্ক সেবা প্রদান না করার কারণে গ্রাহকরা সামান্য  বিঘ্নিত ভোধ করছে। তবে এই  পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে রবি  সিমে এমবি  চেক এবং ইন্টারনেট বালেন্স চেক করতে হয়। ধৈর্য সহকারে পোস্টটি পড়তে থাকুন।

রবি এমবি চেক কোড

যেভাবে রবি সিমের এমবি চেক করে নিতে হয় সেই সম্পর্কে এই পড়বে বিস্তারিত আলোচনা করব । রবি সিমে এমবি চেক একটি সাধারণ বিষয়।  লক্ষ্য রাখতে হবে আপনার মোবাইলের এমবি কি পরিমান রয়েছে।  আপনার সিমের ইন্টারনেটের পরিমাণ  যদি একবারে শেষ হয়ে যায় তাহলে অ্যাপসের মাধ্যমে এমবির ব্যালেন্স দেখা বোকামির কাজ।  কেননা এমবি শেষ হয়ে গেলে এমবি চেক করতে গেলে মুহূর্তেই মোটা অংকের টাকা কেটে নেওয়া হয়। তাই রবি সিমে এমবি চেক করার কোড জানা অতি জরুরী। 

রবি সিমে বিভিন্ন উপায়ে  ইন্টারনেট ব্যালেন্স চেক করা যায়। তার মধ্য একটি হচ্ছে রুবি এপস এর মাধ্যমে এমবি চেক করা।  এটি অপেক্ষাকিত সহজ। তাছাড়াও বিভিন্ন কোড ডায়াল করার মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারি। 

এপ্স এর মাধ্যমে এমবি চেকএবং ইন্টারনেট চেক

রবি অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই এমবি চেক করে নিতে পারেন।  এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে আপনার এমবির ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণ আছে কিনা।  যদি আপনার পর্যাপ্ত পরিমান ইন্টারনেট ব্যালেন্স না থাকে তাহলে আপনার কথা বলার ব্যালেন্স থেকে মোটা অংকের টাকা কেটে নেওয়া হবে খুব অল্প সময়ের মধ্যে।  সর্বপ্রথম আপনার স্মার্টফোনে রবি এসিড ডাউনলোড করে নিতে হবে।

  •  রবি অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে যান এবং লিখুন (রবি অ্যাপস)
  • এবার আপনার মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন বা  রেজিস্ট্রেশন করে নিন। 
  • এখন প্রয়োজনীয় তথ্য দিন
  • চিত্রের ন্যায় অনেক ফেচার দেখতে পাবেন।  আপনার প্রয়োজন অনুযারী ব্যালেন্স চেক করে নিন।
  •  অর্থাৎ আপনি ইন্টারনেট ব্যালেন্স চেক এই অপশনটিতে প্রেস করুন দেখতে পাবেন আপনার এমবি বা ইন্টারনেট ব্যালেন্স 
  • এখান থেকে খুব সহজেই বিভিন্ন অফার একটিভ করতে পারবেন এবং অপর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

রবি এমবি চেক কোড ডায়াল করে ব্যালেন্স চেক

রবি এমবি চেক কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই আপনার বর্তমান এমবি ব্যালেন্স দেখে নিতে পারবেন।  এর জন্য আপনাকে কিছু কোড মনে রাখতে হবে। উক্ত কোড গুলোর মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক করে নিতে পারবেন। কোড ডায়াল করার মাধ্যমে কিভাবে রবি সিমে এমবি চেক করা যায়  তা নিম্নে বিশ্বদ আলোচনা করা হলো।

  • প্রথমেই আপনার মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করুন
  • এবার এই *৮৪৪৪*৮৮# কোড টি তুলুন।
  • এরপর কল করুন
  • কিছুক্ষন পর ফিরতি এস এম এস মাধ্যমে দেখতে পাবেন আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেস্ন আছে এবং এর সময় সীমা।

উপরের দেওয়া কোডের মাধ্যমে অনেক সময় ইন্টারনেট ব্যালেন্স চেক করা যায় না।  ফলে  গ্রাহকরা  মাঝে মাঝে অনেক বিড়ম্বনার পড়ে থাকেন।  ্তারা চিন্তা করবেন না তাদের জন্য রয়েছে আর একটি কোড। *১২৩*৩*৫# কোডটি ডায়াল করার মাধ্যমে আপনার এম্বি এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করে নিতে পারবেন। 

এই কোডটি ডায়াল করার মাধ্যমেও যদি ইন্টারনেট ব্যালেন্স চেক  না করতে পারেন তাহলে আরো দুটি কোড ডায়াল করুন *৩# এবং *২২২*৮১#। এই চারটি কোড মনে রাখলে কখনো অফলাইনে ইন্টারনেট চেক করা নিয়ে টেনশন করতে হবে না।  আর অন্যকে জিজ্ঞেস করতে হবে না  রবি সিমে এমবি চেক করার কোডটি জান কিনা।

রবি সিমে এমবি দেখার নিয়ে কিছু কমন প্রশ্ন

১ প্রশ্নঃ রবি সিম ইন্টারনেট ব্যবহারের স্পিড কেমন?

উত্তরঃ বর্তমানে দেশের সবচেয়ে ফাস্ট ৪৫ জি গতিতে রবি সিম দিয়েছে। তবে কোথায়ও নেটওয়ার্কে এর অনেক সমস্যা রয়েছে।  আপনার এরিয়াতে রবি সিমের স্পিড কেমন দেখে নিন। 

২ প্রশ্নঃ আমি কি রবি আপ্সথেকে রবি সিমের এমবি চেক এবং কিনতে পারবো?

উত্তরঃ হ্যাঁ অবশ্যই কিনতে পারবেন। তবে রবি Apps ব্যবহারের সময় আপনার সিমে অবশ্যই এমবি রাখতে হবে। না হলে অনেক টাকা কেটে নিবে।

৩ প্রশ্নঃ অফলাইনে বা বাটন ফোনে রবি সিমের এমবি চেক করা যায়?

উত্তরঃ হ্যাঁ যায়। *১২৩*৩*৫# অথবা *৮৪৪৪*৮৮# অথবা *৩# অথবা *২২২*৮১# চারটি কোড ডায়াল করে রবি সিমে এম্বি চেক করে নিতে  পারবেন। 

৪ প্রশ্নঃ রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড কতো?

উত্তরঃ রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স এমবি চেক করার জন্য প্রথমেই চলে যান ফোনের ডায়াল প্যাডে। এরপর ইউএসএসডি কোড ডায়াল করুন *8444*88#। 

শেষ কথা

আশা করি আজকের আর্টিকেলটি আপনার অনেক ভালো লেগেছে। আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে জানিয়েছি কিভাবে কোড ডায়াল করার মাধ্যমে ইন্টারনেট বা এম্বি বালেন্স চেক করতে হয়।

উপরে চারটি কোড নিয়ে কথা বলেছি আপনি যদি চার টি কোড মনে রাখতে পারেন তাহলে আর কখনো রবি এমবি চেক কোড সম্পর্কে ভুল হবে না। তার পর ও যদি কোন সমস্যা হয় তাহলে কমেন বক্স জানাবেন। আমরা সঠিক উত্তর দিয়ে সাহায্য করব।

আরো পড়ুনঃ

এয়ারটেল এমবি চেক কোড

বাংলালিংক এমবি চেক কোড

টেলিটক এমবি চেক কোড

Comments are closed.