রবি ৫ টাকায় ২০০ এসএমএস ২০২৪

রবি ৫ টাকায় ২০০ এসএমএস কেনার কথা ভাবছেন কিন্তু কিভাবে কিনতে হয় তা জানেন না। তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। আজকের আর্টকেলের মাধ্যমে আমি আপনাকে জানাব রবি সিমে ৫ টাকায় ২০০ এসএমএস কেনার সঠিক গাইড লাইন।

রবি নেটওয়ার্ক দেশের দ্বিতীয় গ্রাহক সংখ্যা নিয়ে দুরবার গতি তে এগিয়ে যাচ্ছে। রবি সিমের অফার গুলো যে কোন গ্রাহকের মন কেড়ে নিবে। তাই তো এখন রবি পরিবার অনেক বড় হয়েছে। 

সাধারনত একটি সিম দিয়ে কয়েকভাবে যোগাযোগ করা যায়। যেমন ভয়েজ কল, ইন্টারনেট ব্যবহার করে ইমু অথবা হোয়াটসাপ, ও মেসেজের মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্তে কমিউনিকেশন করা যায়। আজকে মেসেজের মাধ্যমে অর্থাৎ এসএমএস দিয়ে যোগাযোগের সস্তা অফার সমন্ধে আলোচনা করব।

আপনার কাছে যদি ভয়েজ বা ইন্টারনেটের মাধ্যমে কথা বলার পরিস্থিতি না থাকে তবে এসএমএসের মাধ্যমে সহজেই দেশ বিদেশে মনের ভাব আদান প্রদান করতে পারেন। এসএমএস ক্রয় করে মেসেজ পাঠালে খরচ অনেক কম হয়। তাই রবি সিমে কম টাকায় বেশি এসএমএস কেনার উপায় আলোচনা করব।

রবি ৫ টাকায় ২০০ এসএমএস ২০২৩

রবি ৫ টাকায় ২০০ এসএমএস ২০২৩ সালের যে কোন গ্রাহকের প্রথম চয়েজ। তাই তো রবি সিম কোম্পানী সর্বাধিক সংখ্যক এই অফার বিক্রি করেছে। এই অফারের মেয়াদ থাকে ৩০ দিন। এবং আপনি চাইলে একাধিক বার এই অফারটি নিতে পারবেন।

যাদের মেসেজের মাধ্যমে তথ্য আদান  প্রদান করার প্রয়োজন হয় তাদের জন্য রবির ২০০ এসএমএস দারুন হবে। তবে রবি সিমে ২০০ এসএমএস কিভাবে কিনবে কি কোড ডায়াল করতে হবে তা অনেকের অজানা।

তাদের সুবিধার জন্য আজের পোস্টে সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আর্টিকেলটি আপনাদের অনেক হেল্পফুল হবে। ধৈর্য সহকারে এই আলোচনাটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

২০০ এসএমএস ৫ টাকায় কেনার নিয়ম

২০০ এসএসএম ৫ টাকায় কয়েকটি পদ্ধতি তে কেনা যায়। যার একটি হচ্ছে রবি-আপ্স দিয়ে অপরটি কোড ডায়াল করার মাধ্যমে। দুটি পদ্ধতিই আলোচনা করব।

রবিতে ৫ টাকায় ২০০ এসএমএস কোড

রবিতে ৫ টাকায় ২০০ এসএমএস কোড টি ডায়াল করে সহজেই এসএমএস ক্রয় করতে পারেন। এজন্য আপনাকে জানতে হবে ২০০ এসএমএস নেওয়ার কোড। রবিতে ২০০ এসএমএস কেনার কোড হল *১২৩*১*৭*১#।

রবিতে ৫ টাকায় ২০০ এসএমএস কোড
৫ টাকায় ২০০ এসএমএস কোড

কোড তো পেয়ে গেলেন তাহলে এবার প্রশ্ন হচ্ছে কিভাবে কিনবেন? চিন্তা করবেন না নিচের দিকে ফলো করেন।

  • প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যান।
  • সেখানে লিখেন *১২৩*১*৭*১# কোড টি
  • এবার কল করুন
  • নিশ্চিত করতে ১ প্রেস করুন
  • এখন ২ থেকে ৪ মিনিট অপেক্ষা করুন।

এবার আপনার সামনে একটি বার্তা পাবেন যেখানে রবি এসএমএস কেনার হিস্টোরি থাকবে। 

এটাই ছিল রবি সিমে কোড ডায়াল করে ৫ টাকায় ২০০ এসএমএস কেনার নিয়ম। এই নিয়ম ফলো করে বার বার এসএমএস কিনতে পারবেন।

মনে রাখতে হবে এসএমএস কেনার পূর্বে আপনার ব্যালেন্স ৫ টাকায় বেশি যেন থাকে। তা না হলে এই এসএমএস অফারটি ক্রয় করতে পারবেন না।

আরো জানতে

মাই রবি এপ্স দিয়ে এসএমএস ক্রয়

মাই রবি আপ্সের মাধ্যমে সহজেই এসএমএস প্যাকটি একটিভ করতে পারবেন। এজন্য আপনার মোবাইলে রবি এপ্স ইন্সটল করতে হবে। রবি হোম পেইজে এসএমএস অফার নামে একটি মেনু রয়েছে। সে মেনুতে ক্লিক করে রবি ৫ টাকায় ২০০ এসএমএস কিনতে পারবেন।

রবি ৫ টাকায় ২০০ এসএমএস চেক কোড

ধরে নিলাম রবি সিমের ২০০ এসএমএস অফারটি ক্রয় করেছেন। এখন এসএমএসের পরিমান, বা মেয়াদের সময় সীমা জানা প্রয়োজন আর তা জানার জন্য একটি কোড রয়েছে। সেই কোড হচ্ছে *২২২*১০#

শেষ কথা

এই আর্টকেলের মাধ্যমে রবি সিমের চম্থকার একটি এসএমএস অফার সমপর্কে ধারনা পেয়েছেন। এখন আপনি চাইলেই রবি সিমের ২০০ এসএমএস অফার ৫ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।

আমরা উপরে অংশে রবি ৫ টাকায় ২০০ এসএমএস কেনার প্রসেস দেখিয়েছি। আশা করি রবি এসএমএস অফারটি নিতে আর কোন সমস্যা হবে না। 

তবে দেশের সকল জিনিষের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারি ধারাবাহিকতায় সকল টেলিকম অপারেটর তাদের সকল অফারের মুল্য বাড়াচ্ছে। এই অফারের প্রাইচ বৃদ্ধি পেলে ৫ টাকায় ২০০ এসএমএস কিনতে পারবেন না বা মেয়াদের তারতম্য হতে পারে।

সর্বপরি যে কথা না বললেই নয়, আপনাকে আমাদের সাইটের পক্ষ থেকে অভিন্দন। আমাদের সাথে থাকার জন্য আপনাদে ধন্য বাদ। আর যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে ঢেলে দিন।

কিছু কমন প্রশ্ন

প্রশ্নঃ রবি ৫ টাকায় ৫০০ এসএমএস

উত্তরঃ না, রবি ৫ টাকায় এখন ৫০০ এসএমএস পাওয়া যায় না। তবে কিছু কিছু গ্রাহক এই অফারটি পেয়ে থাকে। আপনি ট্রাই করে দেখতে পারেন।

প্রশ্নঃ রবি ৩ টাকায় ১০০ sms কেনার কোড কত?

উওরঃ রবি ৩ টাকায় ১০০ এসএমএস কেনার কোড টি হচ্ছে *111*10*6#। তবে এই অফার টি সব রবি গ্রাহক পাবে না।

Comments are closed.