ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা

দীর্ঘ একটি বছর পর আমাদের মাঝে আবারও দেখতে দেখতে রমজানের ঈদ চলে এলো। প্রত্যেক মুসলমান ঈদ আসলেই আনন্দমুখর দিন উপভোগ করে। যে যেখানেই থাকুক না কেন ঈদ শুরু হওয়ার আগেই সবাই প্রিয়জনদেরকে সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করে। এবং যারা দূরে রয়েছে তাদেরকে ছোট খুদে বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

বর্তমানে আধুনিক যুগে অনলাইনের মাধ্যমে সবাই ঈদ শুরু হওয়ার আগেই শুভেচ্ছা বার্তা প্রদান করে থাকে। অল্প কিছুদিন পরেই আমাদের মাঝে ঈদ শুরু হতে যাচ্ছে। অনেকেই ঈদ উপলক্ষে সবাইকে খুদে বার্তা পাঠানোর আগে অনলাইনের মাধ্যমে নতুন শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করার চেষ্টা করে। ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা সংগ্রহ করতে এই পোস্টটি পড়তে থাকুন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা

নতুন বছরের ঈদের আনন্দ প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে কিছু খুদে বার্তা প্রকাশ হয়েছে। কারণ ঈদ আসলেই আশে পাশের এবং আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বার্তা পেলে অনেকেই খুশি মনে গ্রহণ করে নেয়। ঈদকে ঘিরে আমরা নতুন কিছু খুঁজে বার্তা নিয়ে এসেছি। আমাদের দেওয়া খুদে বার্তা গুলো সংগ্রহ করে আপনার আশেপাশের সবার সাথে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন।

ঈদের আনন্দে মন ভরে উঠুক,হৃদয় হোক প্রেমে পূর্ণ,
আপনার জীবনে নেমে আসুক, সুখ, সমৃদ্ধি এবং বরকত।

ঈদের পোশাক, নতুন মন, সবাইকে ঈদের শুভেচ্ছা,
আপনার জীবনে নেমে আসুক, সুখ, শান্তি, সমৃদ্ধি ও বরকত।

ঈদের আনন্দে মন ভরে উঠুক,
আপনার জীবনে নেমে আসুক,
সুখ, শান্তি, এবং বরকত।

ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন,
আপনার জীবনে নেমে আসুক,
সুখ, সমৃদ্ধি, এবং বরকত।

ঈদের বাংলা এসএমএস ২০২৪

বর্তমানে অনেকেই এখন এসএমএস এর মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে থাকে। কোন দিবস শুরু হলে এখন প্রত্যেকে আত্মীয়-স্বজন এবং প্রিয়জনদের উদ্দেশ্যে মোবাইলে এসএমএস প্রেরণ করে। আর কিছুদিন পরেই আমাদের মাঝে ঈদুল ফিতর দিন চলে আসতেছে। আপনারা আমাদের দেওয়া ঈদের বাংলা এসএমএস গুলো সংগ্রহ করে প্রত্যেকের কাছে শেয়ার করতে পারবেন। দেখে নিন ঈদের বাংলা বাছাই করা এসএমএস গুলো।

ঈদের মানেই হল সকলের মুখে হাসি ও খুশি,
এই এক মুঠো খুশির জন্য ঈদকে এত ভালোবাসি।
তোমার জন্য পাঠিয়ে দিলাম এই ঈদের এক মুঠো হাসি।
তোমার জন্য রইল ঈদের শুভেচ্ছা বেশি বেশি!!

“ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়, আমার এস.এম.এস.
তোমাকে শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক”

শুভ রজনী, শুভ দিন,
রাত পেরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন। “ঈদ মোবারক”

ঈদের শুভেচ্ছা মেসেজ

বর্তমান অনলাইনের যুগে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যেকে এখন মেসেজে কথাবার্তা আদান প্রদান করে থাকে। মেসেজ এখন অতি জনপ্রিয় হয়ে উঠেছে। ঈদের আনন্দ শুধু বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বড়দের মনেও ঈদের আগমনী বার্তা নিয়ে আসে এক অপূর্ব আনন্দ। সবাই এখন একে অপরকে মেসেজের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানায়। দেখে নিন নিচের দেওয়া নতুন উল্লেখযোগ্য ঈদের শুভেচ্ছা মেসেজ সমূহ।

নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।

“নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে , দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে, ঈদ মোবারাক।

আপনার নিজের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাক,
এবং আপনি পরিবারের ভিতরে শান্তি এবং সুখ পাবেন…
আল্লাহর উপর ভরসা রাখুন… ঈদ মোবারক!

ঈদ নিয়ে উক্তি

প্রত্যেক মুসলমানের কাছে ঈদের আগে থেকেই শুরু হয় ঈদের প্রস্তুতি। ঈদের উক্তিগুলো পড়লে আরো সুন্দরভাবে ঈদ উপভোগ করা যায় এবং আনন্দ বেড়ে যায়। ঈদ নিয়ে বিভিন্ন ওলামায়ে এবং লেখক এবং বড় বড় চিন্তাবিদ বিভিন্ন উক্তি শেয়ার করে গেছেন। আপনাদের জন্য আমরা উল্লেখযোগ্য ঈদ নিয়ে কিছু উক্তি শেয়ার করেছি। দেখে নিন ঈদ নিয়ে উক্তি গুলো।

“ঈদের দিন সকলেই সমান,
রাজা-প্রজা নেই কারো কেহ।” – কাজী নজরুল ইসলাম

“ঈদের দিন সকলের প্রতি ভালোবাসা দেখাও,
সকলের সাথে আনন্দ ভাগ করে নাও।” – রবীন্দ্রনাথ ঠাকুর

“ঈদ মানে শুধু নতুন জামা,
ঈদ মানে মনের নতুন সাজ।” – আল্লামা ইকবাল

“ঈদের আনন্দে ভাগ বসুক সকলের,
ঈদের আলোয় আলোকিত হোক সকলের ঘর।” – শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, বাংলাদেশ

শেষ কথা

আপনারা যারা ঈদের আনন্দ একসাথে উপভোগ করার জন্য প্রিয়জনদেরকে এবং আত্মীয়-স্বজনের সাথে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদেবার্তা প্রদান করতে চাচ্ছেন। অনেকেই রয়েছে কিভাবে বার্তা লিখতে হবে এই তথ্যগুলো জানেনা। আপনাদের সুবিধার্থে আমরা এই পোষ্টের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা এবং ঈদ নিয়ে উক্তি ও মেসেজ গুলো উল্লেখ করেছি। আশা করি আপনি আমাদের পোস্টটি পড়ে ঈদের খুদে বার্তা, মেসেজ ও ক্যাপশন গুলো সংগ্রহ করতে পেরেছেন। ধন্যবাদ

Scroll to Top