টেলিটক এমবি অফার। টেলিটক ইন্টারনেট অফার ২০২৪

টেলিটক এমবি অফার সকলের কাছে প্রিয়। অল্প টাকার বেশি এমবি টেলিটক সিম দিয়ে থাকে। বাংলাদেশের একমাত্র টেলিকম কোম্পানী হল টেলিটক। এই কোম্পানীর নেটওয়ার্ক সার্ভিস তেমন ভালো না হওয়ার দিন দিন গ্রাহক সংখ্যা কমে যাচ্ছে। টেলিটক সিম অপারেটর তাদের গ্রাহক টিকিয়ে রাখতে ভাল মানের অফার প্রমোট করে থাকে। টেলিটকের সকল অফার গুলোর মধ্যে ইন্টারনেট অফার অন্য তম। কেননা একমাত্র বেশি এমবি এই সিম অপারেটর দিয়ে থাকে। এমবির মেয়াদ ও অন্যন্যা অপারেটর তুলনায় অনেক বেশি।

সে কারনে টেলিটক সিমের গ্রাহক সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তারা জানে না কিভাবে টেলিটক এমবি অফার দেখতে হয়। এবং এমবি অফার দেখার কোড কি। আপনি যদি এমন অবস্থায় পরে থাকেন। চিন্তা করবেন না। আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিব, কিভাবে টেলিটক এমবি অফার দেখতে হয়। এবং সবচেয়ে সহজ উপায়ে টেলিটক এম্বি অফার ক্রয় করতে হয়। পোস্টটি আপনার অনেক ভাল লাগবে।

টেলিটক ইন্টারনেট অফার

টেলিটক ইন্টারনেট অফার জানতে হলে এই পর্বে নজর রাখুন। আমরা সর্বশেষ টেলিটকে ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করব। টেলিটকে অপরাজিতা এবং বর্ণমালা সিমের ইন্টারনেট অফার সব চেয়ে বেশী রয়েছে।  এই সেকটরে গ্রাহকরা বেশী ইন্টারনেট লুফে নিয়ে থাকে। নিম্নে টেলিটক সিমের ইন্টারনেট অফার নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলঃ

টেলিটক ইন্টারনেট অফার

৮ টাকায় ১ জিবি ইন্টারনেট

নতুন টেলিটক অপরাজিতা সিম কেনার পর ৮ টাকায় ১ জিবি ইন্টারনেট দেয়। নতুন সংযোগে এই অফার ৩ মাস ব্যাপী চলবে। তিন মাস পর্যন্ত যত বার খুশি এই অফার নিতে পারবেন। কিন্তু ৩ মাস পার হওয়ার পর  এই অফার টি আর থাকবে না। 

এই ইন্টারনেট অফার নিলে মেয়াদ পাবেন ৭ দিন। তবে দিনে যত খুশি এই অফার নিতে পারবেন।  ৮ টাকায় ১ জিবি ইন্টারনেট কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *১১১*৮# ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১৫২#

১৯ টাকায় ১ জিবি ইন্টারনেট

১৯ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার টি অপরাজিতা অপারেটরে নেওয়া যাবে।মাত্র ১৯ টাকা দিয়ে কিনতে পারবেন ১ জিবি ইন্টারনেট। এই ইন্টারনেট প্যাক চালু করার জন্য *১১১*১৯# নাম্বারে ডায়াল করুণ যার মেয়াদ থাকবে ৩ দিন। এমবি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১৫২#

৩৮ টাকায় ২ জিবি ইন্টারনেট

৩৮ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাক নিতে আপনাকে অপরাজিতা গ্রাহক হতে হবে। এই অফার টি সপ্তাহ ব্যাপী ব্যবহার করা যাবে। এই আর্কষনীয় অফার টি নিতে ডায়াল করুন *১১১*৩৮# যার মেয়াদ হবে ৭ দিন। ৭ দিনের মধ্যে এই অফার টি নিতে অবশিষ্ট ব্যালেন্সের সাথে যোগ করা হবে। ব্যালেন্স চেক করার জন্য ডায়াল *১৫২#

২৪ টাকায় ১ জিবি ইন্টারনেট

টেলিটক সিমে বর্ণমালা প্যাকেজ এ আওতার গ্রাহকগণ এই অফারটি নিতে পারবেন।  ২৪ টাকায় ১ জিবি ইন্টারনেট নিলে তা ব্যবহার করতে পারবেন ৭ দিন। এটি একটি দুর্দান্ত অফার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 

২৪ টাকায় ১ জিবি ইন্টারনেট অফারটি ক্রয় করতে ডায়াল করুন *১১১*৬১১#। এমবির পরিমাণ এবং মেয়াদ জানতে ডায়াল করুন *১৫২#। এই অফার টি একাধিক বার নেওয়া যাবে।

টেলিটকে ১০ জিবি ইন্টারনেট অফার

টেলিটক সিমে ১০ জিবি ইন্টারনেট অফার আপনার জন্য দা্রুন হবে।যাদের বেশি মেয়েদের ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন পড়ে।  মূলত তাদের জন্যই এই অফারটি দরকার। ছেলেটাকে ১০ জিবি ইন্টারনেটের মেয়াদ ৩০ দিন। এই অফারটি একটিভ করতে ডায়াল করুন *111*610# যার মেয়াদ ৩০ দিন। অবশিষ্ট ইন্টারনেটের পরিমান জানতে *১৫২# ডায়াল করুন।

৬২ টাকায় ৩ জিবি ইন্টারনেট 

আপনার যদি বেশি মেয়েদের ইন্টারনেট ব্যবহার করার দরকার হয়। তাহলে এই ব্যক্তি আপনার জন্য দুর্দান্ত হবে।   ৬২ টাকায় ৩ জিবি ইন্টারনেট প্যাকটি ১০ দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন।

এই অফারটি নিতে ডায়াল করুন  *১১১*৬১৪#  যার মে য়াদ ১০ দিন। ইন্টারনেট ব্যালেন্স চেক ডায়াল করুন *১৫২#। এই অফারটি একাধিক বার নিতে পারবেন (ভ্যাট প্রযোজ্য)।  

টেলিটক ইন্টারনেট অফার কোড

টেলিটক ইন্টারনেট অফার কোড যদি আপনার জানা না থাকে তাহলে ইন্টারনেটের অফার উপভোগ করতে পারবেন না।  অফার কোড ডায়াল করে আপনার পছন্দ অনুযায়ী ইন্টারনেট ক্রয় করতে পারবেন। এজন্য আপনাকে ইন্টারনেট অফার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে।  টেলিটক সিমে এমবি অফার দেখার জন্য রয়েছে নির্দিষ্ট কোড।  তাছাড়া *১১১# কোড টি ডায়াল করে অফার লিস্ট দেখে নিতে পারেন।

এজন্য আপনাকে প্রথমেই *১১১# কোডটি ডায়াল করতে হবে। ডায়াল করার কিছুক্ষণ পর মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন ইন্টারনেটের অসংখ্য লিস্ট। সেখান থেকে আপনার পছন্দের প্যাকটি সিলেক্ট করে নিন। অফারটি কিনতে buy লেখায় নাম্বার অনুযায়ী ডায়াল করুন।

এবার দেখতে পাবেন অফারটি সক্রিয় হয়ে গেছে। কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার ব্যালেন্সের দিকে। আপনার ব্যালেন্স থাকা সাপেক্ষে সব গুলো টেলিটক ইন্টারনেট অফার গুলো একটিভ করতে পারবেন। তাছাড়াও রয়েছে অসংখ্য কোড যে গুলো ডায়াল করার মাধ্যমে ইন্টারনেট ক্রয় করতে পারেন। নিচে ইন্টারনেট অফারের সকল কোড সমূহ সংযুক্ত করা হল।

টেলিটক আগামী ইন্টারনেট অফার 

টেলিটক সিমে  আগামী ইন্টারনেট অফার  নিতে আমাদের পোস্টটি ভাল্ভাবে পড়ুন। আমরা টেলিটক আগামীর জন্য ইন্টারনেট অফার কোড গুলোকে টেবিল আকারে দিয়ে দিচ্ছি।

প্যাকেজটাকাকেনার কোডমেয়াদ
1  জিবি২২ টাকা*111*600#7 দিন
1 জিবি৪৫ টাকা*111*601#30 দিন
2 জিবি৮১ টাকা*111*602#30 দিন
3 জিবি৫৫ টাকা*111*603#10 দিন
5 জিবি৯১ টাকা*111*605#15দিন
10 জিবি১৭৭ টাকা*111*610#30 দিন

টেলিটক সিমে রেগুলার ইন্টারনেট অফার 

টেলিটক সিমে রেগুলার ইন্টারনেট অফার সমূহ থেকে আপনি সহজেই ইন্টারনেট অফার ক্রয় করতে পারেন। আমরা নিচে ইন্টারনেট কেনার কোড সংযুক্ত করে দিচ্ছি এখান থেকে পছন্দ অনুযায়ী প্যাক ক্রয় করতে পারেন। 

প্যাকেজমুল্যকেনার কোডমেয়াদ
১  জিবি২১ টাকা*111*534#৩ দিন
১ জিবি২৭ টাকা*111*27#৭ দিন
১ জিবি৪৯ টাকা*111*49#৩০ দিন
২ জিবি৯৩ টাকা*111*93#৩০ দিন
৩ জিবি৯৪ টাকা*111*44#৫ দিন
৩ জিবি৬৬ টাকা*111*66#১০ দিন
১০ জিবি৯৭ টাকা*111*97#১০ দিন
২৫ জিবি১৯৮ টাকা*111*198#১০ দিন
৩০ জিবি৩৪৪ টাকা*111*344#৩০ দিন
১০০ জিবি৯ টাকা*111*501#৫ দিন
৫০০ জিবি২৬ টাকা*111*503#৩০ দিন
৩ জিবি১৩৯ টাকা*111*531#৩০ দিন
৩.৫ জিবি৭৮ টাকা*111*511#১০ দিন
০৫ জিবি২০১ টাকা*111*532#৩০ দিন
১০ জিবি২৩৯ টাকা*111*550#৩০ দিন
২০ জিবি৩০১ টাকা*111*552#৩০ দিন
১৫ জিবি১২৯ টাকা*111*551#৭ দিন
৪৫ জিবি৪৪৫ টাকা*111*445#৩০ দিন

টেলিটক বর্নমালা  ইন্টারনেট অফার 

টেলিটক সিমে বর্নমালা ইন্টারনেট অফার নিচে টেবিল আকারে দেওয়া হল। আপনার পছন্দ অনুসারে যেকোন অফার ক্রয় করতে পারেন। 

প্যাকেজমুল্যকেনার কোডমেয়াদ
১ জিবি২৪ টাকা*111*611#৭ দিন
১ জিবি৪৬ টাকা*111*612#৩০ দিন
২ জিবি৮৩ টাকা*111*613#৩০  দিন
৩ জিবি৬২ টাকা*111*614#১০  দিন
১০ জিবি১৮৬ টাকা*111*616#৩০  দিন
৫ জিবি৯৬ টাকা*111*615#১৫  দিন

টেলিটক অপরাজিতা ইন্টারনেট অফার ২০২৪

টেলিটকের একটি জনপ্রিয় ভাইকে জানানো হচ্ছে টেলিটক অপরাজিতা। এই প্যাকেজের আওতাভুক্ত বেশ কয়েকটি ইন্টারনেট অফার রয়েছে। যে সকল অপরাজিতা রাগ করেছেন তারা প্রতিনিয়ত টেলিটক অপরাজিতা ইন্টারনেট অফার সম্পর্কে জানতে চাই। নিচের টেবিল থেকে অফার এবং কেনার কোড সহ যাবতীয় তথ্যগুলো দেখে নিন।

প্যাকেজমুল্যমেয়াদ কেনার কোড
১ জিবি৮ টাকা৭ দিন*111*8#
২ জিবি৩৮ টাকা৭ দিন*111*38#
২ জিবি১৯ টাকা৩ দিন*111*19#
১০ জিবি১৫৬ টাকা১৫ দিন*111*156#

টেলিটক কম্বো অফার ২০২৩

যে সব গ্রাহক মিনিট এসএমএস এবং এমবি একসাথে কিনতে চান তাদের জন্য রয়েছে টেলিটক কম্বো অফার। নিচে টেলিটক কম্বো অফারের ছক দেওয়া হল।

প্যাকেজমুল্যকেনার কোডমেয়াদ
১ জিবি+২৫ মিনিট+১০ এসএমএস৩৩*111*106# ৩ দিন
৩৭*111*116#৭  দিন
৪১*111*117#১৫  দিন
৪৩*111*118# ৩০ দিন
১ জিবি+৫৫মিনিট+৫০ এসএমএস৪২*111*120# ৩  দিন 
৫০*111*102#৭  দিন
৫৪*111*115#১৫  দিন
৬৩ *111*121#৩০ দিন
১.২ জিবি+১৫০মিনিট+১২০ এসএমএস৯৪ *111*122# ৩  দিন 
৯৬ *111*123#7 দিন
৯৮*111*124#15 দিন
১০১*111*103#30 দিন 
৫ জিবি+২৫০ মিনিট+৩০০ এসএমএস১৬৮*111*125# ৩ দিন
১৮১*111*126# 7 দিন
১৮৭ *111*128# 15 দিন
১৯৯*111*104#30 দিন
১০জিবি+১০০মিনিট+৫০ এসএমএস১৯৩*111*129# ১৫ দিন 
২০৯*111*107# ৩০ দিন 
২জিবি+৩৫০মিনিট+২০ এসএমএস২১৩ *111*130# ৩দিন 
২১৭*111*132# ৭দিন 
২২১*111*133# ১৫ দিন 
২২৪*111*108# ৩০ দিন 
১০জিবি+৩৫০মিনিট+১০০ এসএমএস২৮৭ *111*134# ১৫ দিন 
২৯৯*111*105# ৩০ দিন 
৫জিবি+৪৫০মিনিট+৫০ এসএমএস২৭৩*111*135#৩ দিন 
২৮৬*111*136# ৭ দিন 
২৯২ *111*137#১৫ দিন 
৩৯৭*111*109#৩০ দিন 
১২জিবি+৫০০মিনিট+৫০ এসএমএস৩৮৭*111*138# ১৫ দিন 
৩৯৯*111*110# ৩০দিন 
৩৫জিবি+৮০০মিনিট+১০০ এসএমএস ৫৩৭*111*138# ১৫ দিন 
৫৪৮*111*111# ৩০দিন 
৪০জিবি+৯০০মিনিট+১০০ এসএমএস ৫৮৭*111*139#১৫দিন 
৫৯৮*111*112#৩০ দিন 
৫০জিবি+১০০০মিনিট+২০০ এসএমএস ৬৩৩*111*140# ১৫ দিন 
৬৪৮*111*113#৩০দিন 

আরো জানতেঃ

শেষ কথা

আশা করি পুরো পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন।  টেলিটক ইন্টারনেট অফার সম্পর্কিত সকল উত্তর পেয়ে গেছেন।  নেটওয়ার্ক কোম্পানি তাদের অফার গুলো প্রতিনিয়ত পরিবর্তন করে।  আমরা পরিবর্তনের উপর আপডেট করার চেষ্টা করব।  এরপরেও যদি আপনার মনের কোণে প্রশ্ন থাকে।  তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে অবহিত করুন।  আপনার প্রশ্নের উত্তর এই পোস্টের মাধ্যমে দিয়ে দিব। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Comments are closed.