আজকে কি শবে মেরাজ ২০২৪

সমগ্র মুসলিম জাতির জন্য শবে মেরাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। কেননা আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সাথে কথা বলে থাকি। মেরাজের রাতে মহান আল্লাহ পাক এই পাঁচ ওয়াক্ত নামাজ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের জন্য উপহার স্বরূপ নাজিল করেন।

যার কারণে অনেকেই এই রাতকে নেয়ামত মনে করে বিভিন্নভাবে উদযাপন করে থাকে। বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা আল্লাহর এই নেয়ামতকে উদযাপন করার জন্য জানতে চায় আজকে কি শবে মেরাজ। নিচে এই শবে মেরাজ সম্পর্কে বিস্তারিত দেওয়া হল।

শবে মেরাজ ২০২৪

শবে মেরাজের সঠিক তারিখ না জানায় অনেকেই জানতে চায় আজকে কি শবে মেরাজ। অনেক ইতিহাসবিদদের মতে হিজরতের দু’বছর আগে ইংরেজি ৬২০ খ্রিস্টাব্দের ৮ই মার্চ শবে মেরাজ সংঘটিত হয়েছিল। সেই হিসেবে অনুযায়ী ৮ ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাত হলো শবে মেরাজের রাত।

  • ইংরেজি ৮ই ফেব্রুয়ারি
  • আরবি ২৭ শে রজব দিবাগত রাত
  • বাংলা ২৫ শে মাঘ
  • রোজ বৃহস্পতিবার

শবে মেরাজ কবে

কুরআন এবং হাদীসে মেরাজ কবে সংঘটিত হয়েছিল সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায় না। মেরাজ কবে সংঘটিত হয়েছিল এই নিয়ে ইতিহাসবিদদের মধ্যে দশটির ও অধিক অভিমত রয়েছে। তবে ইমাম ইবনুল জাওযীর মতে নবুয়তের আগে আরবি রজব মাসের ২৭ তারিখ রাতে মেরাজ সংঘটিত হয়েছিল। তার এই মত অনুসারে বাংলাদেশে ২৭ তারিখ অনুযায়ী শবে মেরাজ পালিত হয়ে আসছে। 

আজকে কি শবে মেরাজ

যেহেতু আমাদের মাঝে শবে মেরাজের সময় প্রায় ঘনিয়ে এসেছে তাই অনেকে জানতে চাচ্ছে আজকে শবেবরাত কিনা। আজকে বাংলাদেশ ৭ই ফেব্রুয়ারি রোজ বুধবার, কিন্তু এই বছর ৮ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে শবে মেরাজ অনুষ্ঠিত হবে। তাই বাংলাদেশে আজকে শবে মেরাজ নয়, আগামীকাল ৮ই ফেব্রুয়ারি বাংলাদেশে শবে বরাত পালন করা হবে। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, আমিরাতসহ অন্যান্য দেশগুলোতে আজকে পবিত্র শবে মেরাজ পালিত হচ্ছে।

শবে মেরাজ কি?

মিরাজ আরবি শব্দ যার বাংলা অর্থ উপর দিকে ওঠা বা আরোহণ করা। হিজরতের পূর্বে যে রাতে আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান এবং সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ ও বাক্যলাপ করেন সেই রাতকে শবে মেরাজ বা মেরাজের রাত্রি বলা হয়ে থাকে। শবে মেরাজের এই রাতেই নবী করিম (সাঃ) জিব্রাইল (আঃ) কে সাথে নিয়ে জান্নাত ও জাহান্নাম ভ্রমণ করেন।

শবে মেরাজ কেন পালন করা হয়

মেরাজের রাত প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান সমগ্র মুসলিম জাতির সামনে তুলে ধরে। প্রিয় নবী (সাঃ) এর সম্মানকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশে শবে মেরাজ পালন করা হয়ে থাকে।

অনেকেই অনেক রকম ভাবে শবে মেরাজ পালন করে থাকে। যেমন অনেকেই শবে মেরাজের দিন রোজা রাখে আবার অনেকেই গভীর রাত পর্যন্ত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে শবেবরাত পালন করে থাকে। তবে মনে রাখতে হবে শবে মেরাজ উপলক্ষে কোন আলাদা ফজিলতপূর্ণ আমলের কথা কুরআন হাদিসে বর্ণিত হয়নি।

রজব মাসের কত তারিখে শবে মেরাজ

হিজরী ক্যালেন্ডার অনুযায়ী সপ্তম তম মাস অর্থাৎ রজব মাসে পবিত্র শবে মেরাজ পালন করা হয়। রজব মাসের ২৬ ও ২৭ তারিখের মধ্যবর্তী রাতকে শবে মেরাজের রাত বলা হয়ে থাকে। এই হিসাব অনুযায়ী চলতি বছর বাংলাদেশে ৮ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার শবে মেরাজ পালিত হবে। বাংলাদেশের ঠিক একদিন আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে পবিত্র শবে বরাত পালন করা হয়ে থাকে।

শবে মেরাজ কি বেদাত?

মেরাজ মহাসত্য একটি ঘটনা যা অস্বীকার করলে ঈমান থাকবে না। তবে বর্তমানে শবে মেরাজ নিয়ে অনেক বেদাতি নিয়ম নীতি সমাজে প্রচলিত রয়েছে। যেমন শবে মেরাজের রাতে নামাজ পড়লে সাধারণ নামাজের তুলনায় অধিক সওয়াব পাওয়া যাবে মনে করে নামাজ পড়া।

তবে আপনি চাইলে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে সাধারন নফল নামাজ পড়তে পারেন। অধিক সওয়াব পাওয়া যাবে এমন মনে করে নামাজ আদায় করলে তা বেদাত হয়ে যেতে পারে। তাই আমাদের এইসব বেদাত থেকে বিরত থাকতে হবে এবং সঠিক নিয়ম জেনে আমল করতে হবে।

শেষ কথা

আপনারা যারা আজকে কি শবে মেরাজ এ সম্পর্কে জানতে চাচ্ছিলেন আশা করছি তা জানতে পেরেছেন। শবে মেরাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস হলেও এই দিবস নিয়ে অনেক প্রচলিত কথা রয়েছে। যা পালন করলে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে।