এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন। এয়ারটেল গ্রাহকের চাহিদা অনুযায়ী ইন্টারনেট অফার প্রমোট করে থাকে। যারা এয়ারটেল ইউজার মাসব্যাপী ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হয়। তাদের জন্য মাসিক ইন্টারনেট অফার গুলো বেশ আনন্দের হবে।
বর্তমানে এয়ারটেল সিম এবং রবি সিম দুটি এক হয়ে কাজ করছে। তাই তাদের গ্রাহক সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এয়ারটেল নেটওয়ার্ক অপারেটর গ্রাহকের ইনটেন্ট অনুযায়ী নানা মুখী অফার দিয়ে থাকে। সে সব অফার গুলোর মধ্য এয়ারটেল মাসিক ইন্টারনেট নিয়ে আলোচনা করব।
কিভাবে এয়ারটেল ইন্টারনেট অফার কম টাকায় বেশী কেনা যায় তার কৌশল আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়াও এয়ারটেল ইন্টারনেট অফার দেখার নিয়ম সহ কোড নিয়ে বিস্তারিত তথ্য ধরব। তাছাড়াও আজকের এয়ারটেল ইন্টারনেট অফার সহ সকল ইন্টারনেট অফার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব।
এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৫
এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৩। কম বেশী সকল গ্রাহক ইন্টারনেট ব্যবহারের সাথে জরিত। কেউ ডাইলি ইন্টারনেট কিনে ইউস করে আবার দেউ সাপ্তাহিক এমবি এবং অর্ধ্মাসিক ইন্টারনেট প্যাক কিনে ব্যবহার করে। কিন্তু তারা জানে না মাসিক ইন্টারনেট প্যাক গুলো ক্রয় করে নেট পরিচালনা করলে অনেক টাকা সাশ্রয় হয়।
তাই যে সব এয়ারটেল গ্রাহক ইন্টারনেট বেশী বেশী ইউস করেন তাদের জন্য এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন প্যাক রয়েছে। আমরা আজকে এয়ারটেল সিমে মাসিক ইন্টারনেট অফার নিয়ে সকল তথ্য শেয়ার করব। কিভাবে এয়ারটেল ইন্টারনেট অফার দেখতে হয়
সে বিষয়ে যদি পরিষ্কার ধারনা না থাকে তাহলে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। আশা করি এয়ারটেল ইন্টারনেট বা এমবি অফার সমপর্কে আর কোন প্রশ্ন থাকবে না। তাহলে চলুন এবার মূল আলোচনা ফিরে আসা যাক।
এয়ারটেল ২৪৯ টাকায় ২ জিবি ইন্টারনেট
২৪৯ টাকায় বিনিময়ে ২ জিনি ইন্টারনেট কিনতে পারবেন এয়ারটেল সিম। এই অফারটি তাদের জন্য তাদের খুব কম পরিমান ইন্টারনেট ইউস করতে হয় কিন্ত সারা মাস ব্যাপী লাগে। এই অফারটি নেয়ার জন্য ২৪৯ টাকা রিচার্জ করতে।
কোড ডায়াল করেও এ অফারটি কিনতে পারবেন। ২ জিবি ইন্টারনেট কেনার জন্য ডায়াল করুন হবে অথবা *১২৩*২৪৯# অবশিষ্ট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#। এই অফার যে কোন সময় নিতে পারবেন।
এয়ারটেল ৩৯৯ টাকায় ১৫ জিবি ইন্টারনেট
৩৯৯ টাকায় ১৫ জিবি ইন্টারনেট পেতে এখানে চোখ রাখুন। সারা মাস ব্যাপী ইন্টারনেট চালাতে এখনি ৩৯৯ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *১২৩*৩৯৯#। এই অফার একাধিক বার নিতে পারবেন। অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#।

শর্তাবলীঃ
- সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক গন এই অফার উপভোগ করতে পারবেন,
- প্যাক্টি ডায়ালের মাধ্যমে প্যাক কিনতে পারবেন।
- এই ইন্টারনেট ২জি/৩জি/৪জি নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।
- ডেটা প্যাক বা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#
- কম্বো প্যাক চেক করতে ডায়াল করুন *৭৭৮*০#
৪৯৭ টাকায় ১৬ জিবি
৪৯৭ টাকায় ১৬ জিবি ইন্টারনেট নিতে ডায়াল করুন *১২৩*২১৩# এই অফার টি কিনলে ErosNow & Shadhin সাবস্ক্রিপশন ফ্রী পাবেন। এই অফারটি মেয়াদ পাবেন ৩০ দিন। এই অফারটি সরাসরি ৪৯৭ টাকা রিচার্জ করলেও একটিভ হয়ে যাবে। এই অফার একাধিক বার নিতে পারবেন। অবশিষ্ট মিনিট অফার চেক করতে ডায়াল করুন *৩#।
৫ জিবি ৩০ দিন ইন্টারনেট অফার
এয়ারটেল ৩০ দিন মেয়াদে ৫ জিবি ইন্টারনেট নিতে খরচ হবে ৩৪৪ টাকা। অফারটি একাধিকবার নিতে পারবেন। ৫ জিবি ইন্টারনেট ক্রয়ের জন্য ডায়াল করুন *১২৩*৩৪৪# অথবা রিচার্জ করুন ৩৪৪ টাকা। অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *৩#।
এই অফারটি তাদের জন্য যাদের সারা মাস ব্যাপী নেট ব্যবহার করতে হয়। কিন্তু খুব সামান্য পরিমান এমবি ব্যবহার হয়। আশা করি এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন ৫ জিবি নিতে আর কোন সমস্যা হবে না।
এয়ারটেল সিমে ২৯৯ টাকায় ইন্টারনেট অফার
আপনি যদি এয়ারটেল সিমের গ্রাহক হোন তাহলে ২৯৯ টাকায় ৬ জিবি ইন্টারনেট কিনতে পারবেন। ৬ জিবি ইন্টারনেটের মেয়াদ পাবেন ৩০ দিন। এই প্যাকটি একাধিক বার নিতে পারবেন। সকল প্রিপেইড গ্রাহক গন এই অফারের অন্তর্ভুক্ত থাকবে। ২৯৯ টাকায় ইন্টারনেট অফারটি গ্রাহন করতে রিচার্জ করুন ২৯৯ টাকা। অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#।
এয়ারটেল ইন্টারনেট অফার কম টাকায়
কম টাকায় এয়ারটেল ইন্টারনেট অফার নিতে নিচের ইন্টানেট অফার গুলোর দিকে নজর দিন। আমরা এয়ারটেল সিমে সর্বনিম্ন ইন্টারনেট অফারটি নিচে তুলে ধরেছি। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী প্যাক সিলেক্ট করে ব্যবহার করতে পারেন।
- 1 জিবি 29 টাকা 3 দিন * 123 * 025 # ব্যলেন্স চেক *৩#
- 2GB 3 দিন 44 টাকা *123*044# ব্যলেন্স চেক *৩#
- 3 জিবি 49 টাকা 3 দিন * 123 * 049 # ব্যলেন্স চেক *৩#
- 1.5 জিবি 3 দিন 38 টাকা *123*038# ব্যলেন্স চেক *৩#
- 7GB 10 দিন 179 টাকা *123*179# ব্যলেন্স চেক *৩#
- 2GB 5 দিন 59 টাকা *123*059# ব্যলেন্স চেক *৩#
- 1GB 4G 3 দিন 22 টাকা *123*022# ব্যলেন্স চেক *৩#
- 3GB 3 দিন 54 টাকা *123*054 ব্যলেন্স চেক *৩#
এয়ারটেল ইন্টারনেট অফার দেখার নিয়ম
আপনি যদি এয়ারটেল সিমে ইন্টারনেট সহ মিনিট বা কম্বো প্যাক অফার দেখতে চান তাহলে আপনাকে মাই এয়ারটেল আপ্স ব্যবহার করতে হবে। এয়ারটেল এপ্স টি ইন্সটল করার পর সেখান থেকে সকল অফার সমূহ দেখতে পারবেন।
তাছাড়াও আপনি কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল সিমের সকল অফার দেখাতে পাবেন। এয়ারটেল ইন্টারনেট অফার দেখার জন্য ডায়াল করুন *১২১#।
সেকানে ইন্টারনেটের অনেক গুলো লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে যে কোন একটি অফার সিলেক্ট করে ব্যবহার করতে থাকুন।
এভাবে এয়ারটেল ইন্টারনেট অফার দেখে নিতে পারবেন। আশা করি দুটি নিয়েমে ইন্টারনেট অফার দেখতে পাবেন।
আরো জান্তেঃ
- এয়ারটেল মিনিট অফার কোড
- এয়ারটেল ইমো প্যাক ৩০ দিন
- এয়ারটেল মাসিক মিনিট অফার
- এয়ারটেল মিনিট কেনার কেনার কোড
- এয়ারটেল ২ টাকায় মিনিট প্যাক
- এয়ারটেল ৫ টাকায় কত মিনিট
- এয়ারটেল কত টাকায় কত মিনিট
- এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি
আজকের এয়ারটেল ইন্টারনেট অফার
আজকের এয়ারটেল ইন্টারনেট অফার মানে প্রতিদিনের ইন্টারনের অফার সমপর্কে বলতে চাচ্ছি। আপনার এয়ারটেল সিমে প্রতিদিন কত ইন্টারেন্ট অফার রয়েছে। কত দিনের ইন্টারনেট অফার আছে তা দেখার জন্য আপনার মাই এয়ারটেল এপ্স দিয়ে দেখতে হবে।
তাছাড়াও *১২১# কোড ডায়াল করেও প্রতি দিনের ইন্টারনেট অফার দেখে নিতে পারবেন।
শেষ কথা
আশাকরি পোস্ট টি ভালকরে পড়েছেন এবং জানতে পেরেছেন কিভাবে এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিন খুজে পাওয়া যায়। তাছাড়াও এয়ারটেল ইন্টারনেট অফার কিভাবে দেখা যায়। যে সব গ্রাহক দিন রাত ২৪ ঘন্টা ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এয়ারটেল মাসিক ইন্টারনেট অফার দারুন হবে।
আমরা আপনাদের সুবিধার জন্য এয়ারটেল সিমের ৩০ দিনের ইন্টারনেট এই পোস্টে সংযুক্ত করেছি। এক মাসের জন্য এমবি কিনে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এয়ারটেল সিম সহ সকল অপারেটরের ইন্টারনেট বিষয়ে সঠিক তথ্য পেতে আমাদের সাইটের সাথেই থাকুন।