আমাদের মাঝে অনেকেই এয়ারটেল মিনিট কিনে কথা বলে কিন্তু তারা জানে না কিভাবে এয়াটেল মিনিট অফার সমূহ ক্রয় করা যায়। রেগুলার মিনিট প্যাকের থেকে মিনিট অফার নিয়ে কথা বললে অনেক টাকা সাশ্রয় হয়। কিন্তু তারা জানে না কিভাবে এয়ারটেল মিনিট অফার চেক করতে হয়।
আপনার যদি একটি এয়ারটেল সিম থাকে এবং আপনিও মিনিট অফার ক্রয় করতে চান তাহলে চিন্তা করবেন না। আমরা এই পর্বের মাধ্যমে আপনাকে জানাব কিভাবে এয়ারটেল মিনিট অফার চেক কোড ডায়াল করে আপনি এই প্যাকেজ কিনতে পারবেন। অনুগ্রহ করে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
এই পোস্টে বোনাস হিসাবে থাকছে এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোড ডায়াল করে ইন্টারনেট অফার কিভাবে নিতে হয়। এসএমএস অফার সমূহ কিভাবে ক্রয় করা যায়। আরো মজাদার সকল অফার। আর সময় নষ্ট করব এবার চলুন মুল আলাপ শুরু করা যাক।
এয়ারটেল মিনিট অফার চেক কোড ২০২৪
বর্তমান দেশের দুই নেটওয়ার্ক কোম্পামী এক হয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে। তাই এখন রবি এবং এয়ারটেল সিমের গ্রাহক সংখ্যা অনেক বেশী। আর এ সকল গ্রাহক তাদের কাছে রাখার জন্য বিভিন্ন সময় নানা অফার দিয়ে আসছে।
কিন্তু এই অফার সম্পর্কে আমরা জানি না। তবে কিছু কিছু মানুষ এই অফার গুলোর নিয়মিত খোজ খবর নিতে চায়। তাইতো তারা গুগলে প্রতিনিয়ত এয়ারটেল মিনিট অফার নিয়ে সার্চ করে থাকে । আমরা সেই সকল তথ্য থেকে আপনার কাছে এই পোস্টটি উৎসর্গ করছি। আশা করি এই পোস্টটি আপনাদের অনেক হেল্প করবে।
এয়ারটেল মিনিট অফার দেখার নিয়ম
অল্প টাকায় বেশি মিনিট কেনার জন্য airtel সিমটি অত্যন্ত জনপ্রিয়। বর্তমান সময়ে এয়ারটেল কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের মিনিট প্যাকেজ অফার করে থাকে। কিন্তু অনেকেই আবার এ সকল অফার সম্পর্কে অবগত নয়। আপনি সহজ দুইটি উপায়ে খুব অল্প সময়ে এয়ারটেল মিনিট অফার দেখার উপায় জেনে নিতে পারেন।
এখন আমি আপনাদের সাথে airtel মিনিট অফার দেখার নিয়ম সম্পর্কে জানানোর চেষ্টা করব। আপনি খুব সহজেই airtel মিনিট অফার দেখার কোড ডায়াল করে এবং মাই এয়ারটেল অ্যাপসের মাধ্যমে এ মিনিট অফার গুলো চেক করতে পারবেন। এ সম্পর্কে নিচের অংশে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।
এয়ারটেল মিনিট অফার চেক আপ্স সাহায্যে
এয়ারটেল মিনিট অফার চেক একটি আপ্সের মাধ্যমে করতে পারি। এই এপ্স দিয়ে শুধু মিনিট নয় যেকোন অফার চেক করা যায়। সব চেয়ে সহজ পদ্ধতিতে সেই অফার গুলো একটিভ করা যায়। এই পর্বে এয়ারটে্ল এপ্সের সাহায্য কিভাবে এয়ারটেল মিনিট অফার চেক করতে হয় তা ক্লিয়ার করব।
আপনার মোবাইলে মাই এয়ারটেল আপ্স টি না থাকলে আগে ইন্সটল করে নিন। এর জন্য…
- প্রথমে গুগল প্লে স্টোর চলে যান
- সেখানে সার্চবারে লিখুন “মাই এয়ারেল” কথা টি
- এবার আপনার স্ক্রিনে কিছু এপ্স দেখাবে
- সেখান থেকে এয়ারটেল চিহিত আপ্সটি বেছে নিন
- এবার এপ্সটি ইস্নটল করুন
- ব্যস আপনার কাজ শেষ
এখন এয়ারটেল এপ্সের হোম পেইজ সো করবে সেখান থেকে মিনিট অফার খুজে বের করুন। আশাকরি এই কাজ টুকু করতে পেরেছেন। এই আপ্সের সাহায্যে সকল বিষয় কন্ট্রোলিং করতে পারবেন। এখানে শুধু মিনিট নয় ধারাবাহিক ভাবে ইন্টারনেট, ভয়েজ, এসএমএস ইত্যাদি।
কোড ডায়াল করে এয়ারটেল মিনিট অফার চেক
এই পদ্ধতিটি অনেক সহজ অর্থ্যাত যে কোন মোবাইল দিয়ে নেট কানেকশন ব্যাতীত সকল অফার চেক করা যায়। এই জন্য প্রয়োজন শুধু এয়ারটেল সিম এবং মোবাইল। এয়ারটেল মিনিট অফার চেক কোড লাগবে। *৬৬৬# বা *১২১# ডায়াল করে মিনিট অফার গুলো দেখে নেওয়া যাবে। এ জন্য আপনার
- প্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে যান
- লিখুন *৬৬৬# বা *১২১# এবং কল করুন
- আপনার সামনে কিছু অফারের লিস্ট আসবে
- সেখান থেকে আপনার পছন্দসই মিনিট অফার নির্বাচন করুন
- তারপর পরবর্তী প্রক্রিয়া অনুসরন করুন
এভাবে যে কোন অফার কেনার পূর্বে আপনার ব্যালেন্স পর্যাপ্ত টাকা রাখুন। টাকা না থাকলে কোন অফার সচল হবে না।
এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোড
উপরের অংশটুকু যদি পড়ে থাকেন তাহলে এয়ারটেল সিমে ইন্টারনেট কিনতে পারবেন। আর ইন্টারনেট ব্যালেন্স কেনার পর তা আবার চেক করার প্রয়োজন হয়। কেননা এক অফার কেনার পর কত টুকু পরিমান ব্যবহার করেছেন বা কি পরিমান আপনার ব্যালেন্স অবশিষ্ট আছে তা চেক করার জন্য *৩# ডায়াল করতে হবে।
আর যদি আপনি এয়ারটেল মিনিট অফার ক্রয় করে থাকেন তাহলে *৭৭৮০# ডায়াল করতে হবে। যদি আপনি এয়ারটেল এসএমএস অফার ক্রয় করে থাকেন তবে ্ব্যালেন্স চেক করতে ডায়াল *৭৮৮*৬#।
- এয়ারটেল মিনিট অফার কোড
- এয়ারটেল মাসিক মিনিট অফার
- এয়ারটেল এসএমএস কেনার কোড
- এয়ারটেল মাসিক মিনিট অফার
- এয়ারটেল মিনিট অফার
- এয়ারটেল মিনিট কেনার কেনার কোড
- এয়ারটেল ইমু প্যাকেজ
- এয়ারটেল ২ টাকায় মিনিট প্যাক
শেষ কথা
পরিশেষে বলতে পারি, আমাদের এই পোস্টটি মনোযোগ সহ কারে ভালভাবে পড়েছেন এবং এয়ারটেল মিনিট অফার চেক কোড সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে গেছেন। আমরা অত্যান্ত সহজ ভাষায় এই পোস্টটি ব্যাখ্যা করেছি। এই পোস্টটি পড়ে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমাদের সার্থকতা।
এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স ও এসএমএস অফার কিভাবে নেওয়া যায় তার একটি জালাময়ী আলোচনাও এখানে রয়েছে। আশাকরি সকল কিছু বুঝতে পেরেছেন। তারপরও যদি এয়ারটেল মিনিট অফার মাসিক নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাবেন। আমরা আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার চেষ্টা করব। সর্বপরি এয়ারটেল সিমের সকল ইনফোরমেশন পেতে আমাদের ওয়েভসাইটের সাথেই থাকুন।
Comments are closed.