নিয়ে নিন এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট ২০২৪

এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট পাওয়া যায়, হ্যা ঠিকই শুনেছেন। এটা সকলের জানা এয়ারটেল সিম তরুণদের কাছে খুব জনপ্রিয়। এর কারন হচ্ছে কম মুল্যে বেশী ইন্টারনেট প্রদান করে থাকে এই কোম্পানি। কিন্তু অনেক গ্রাহক জানেন না যে কিভাবে এয়ারটেল সিমে ১০০ টাকার ও কম খরচ করে ১০ জিবি ইন্টারনেট কেনা যায় যার মেয়াদ ৩০ দিন।

এয়ারটেল ইন্টারনেট অফার ৩০ দিনের জন্য অনেক প্যাকেজ রয়েছে। এ সব অফারের অধিকাংশের মুল্য ৩০০ থেকে ৪০০ টাকায় উপরে। কিন্তু আমরা আজকে এয়ারটেল সিমে মাত্র ১০০ টাকায় মধ্যে ১০ জিবি ইন্টারনেট কেনার সকল প্রসেস দেখাব।

এই আর্টিকেলটি একজন এয়ারটেল গ্রাহকের জন্য অনেক হেল্পফুল হবে। যারা ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট কিনতে ইচ্ছুক তারা এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। এই পোস্টে সিক্রেট বিষয় শেয়ার করব যার মাধ্যমে এয়ারটেল ইন্টারনেট ক্রয় করতে পারবেন। শুধু ১০০ টাকা নয় মাত্র ৯৭ টাকা দিয়ে ১০ জিবি নেওয়ার নিজ্জা টেকনিক আপনার মাঝে শেয়ার করতে যাচ্ছি। ১০ জিবি ইন্টারনেট ৯০ টাকায় পেতে আমাদের সাথেই থাকুন। 

এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি ২০২৪

কম টাকায়, বেশী মেয়াদের ইন্টারনেট অফার কে নিতে না চায়। আশা করি এই অফার টি সকলের কাজে লাগবে। এয়ারটেল সিম ইন্টারনেটের স্প্রীড, সকল স্থানে নেটওয়ার্কের সু ব্যবস্থা করেছে। বিশেষ করে সম্প্রতি রবি এবং এয়ারটেল এক হয়ে তাদের ব্যবসার পরিধি কে বৃদ্ধি করছে। গ্রাহকের নানা মুখী অফারের মাধ্যমে সকল স্তরের গ্রাহকের মন জয় করে নিচ্ছে।

সকলের প্রিয় জনের সাথে কথা বলার জন্য সর্বনিম্ন কল রেট অফার প্রমোট করে দিয়েছে। যার কারনে সকল বয়সি মানুষ এয়ারটেল সিম ব্যবহার করে। আপনার যদি একটা এয়ারটেল সিম থাকে সেই সিমে ইন্টারনেট ইউজ করে থাকেন তাহলে এই নিবন্ধনটি আপনার জন্য। এখানে ১০০ টাকায় ও ৯৭ টাকায় ১০ জিবি ইন্টারনেট কেনার প্রসেস দেখানো হবে।

তবে এ কথাও সত্য এয়ারটেল সিমের সকল গ্রাহক এই অফারটি নিতে পারবেন না। কেননা এই অফার সকলের জন্য উন্নুক্ত করা হয়নি। যে সব গ্রাহকের মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে তারাই ১০ জিবি ইন্টারনেট এয়ারটেল সিমে কিনতে পারবেন। তবে আপনি চাইলে এয়ারটেল হেল্পলাইন নাম্বারে কল করে আপনি এই অফার পাবেন কিনা তা জেনে নিতে পারেন।

এয়ারটেল সিমে ১০ জিবি ইন্টারনেট ৩০ দিন নেওয়ার কোড

আজকের আর্টিকেলের স্লোগান হচ্ছে এয়ারটলে ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট কিভাবে পাওয়া যায় তার সিস্টেম দেখানো। তাহলে ১০ জিবি ইন্টারনেট পাওয়ার জন্য একটি কোড ডায়াল করতে হবে। ৩০ দিন মেয়াদে ১০ জিবি ইন্টারনেটের জন্য ডায়াল কোড হচ্ছে *২১২*৯৯৫#। কিভাবে কিনবেন চলুন নিচে দেখা নেওয়া যাক। এছাড়াও অনেকেই এই অফার টি ৯৭ টাকায় পেয়ে থাকেন।

এয়ারটেল ১০ জিবি ইন্টারনেট নেওয়ার প্রসেস

আশা করি এয়ারটেল সিমে ১০ জিবি ইন্টারনেট ৯০ টাকায় নেওয়ার কোড জেনে গেছেন। এখন কিভাবে সেই ইন্টারনেট অফার কিনবেন বুঝতেছেন না। চিন্তা করবেন না নিচের দিকে ফলো করুন।

এয়ারটেল ১০ জিবি ইন্টারনেট নেওয়ার নিয়ম
এয়ারটেল ১০ জিবি ইন্টারনেট নেওয়ার নিয়ম
  • প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে চলে যান
  • সেখানে লিখুন কোডটি *২১২*৯৯৫#
  • এবার আপনার ফোনের সিমের স্লট নির্বাচন করুন
  • সব শেষে কলিং বাটনে ক্লিক করুন
  • এখন ২ থেকে তিন সেকেন্ড অপেক্ষা করুন।

ইন্টারনেট কেনা হয়ে গেলে এক মেসেজ পাবেন। যেখানে ইন্টারনেট কেনার সকল  তথ্য পেয়ে যাবেন। আর যদি আপনার সিমে ইন্টারনেট না আসে তাহলে বুঝে নিবেন আপনার জন্য এই অফারটি প্রযোজ্য নয়।

এয়ারটেল সিমে ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে ৩০ দিন। এই অফারটি একবার পাবেন। তারপর ইন্টারনেট কিনতে রেগুলার প্রাইচ কোস্ট করা হবে।

এই অফার সহ যেকোন অফার ক্রয় করার পূর্বে আপনার মেইন ব্যালেন্স চেক করে নিন। অফার কেনার জন্য পর্যাপ্ত পরিমান ব্যালেন্স আছে কি না। অফার কেনার মত টাকা থাকা সাপেক্ষে অফার গুলো একটিভ করতে পারবেন। 

এয়ারটেল ইন্টারনেট অফার কম টাকায়

গ্রাম কিংবা শহর কিংবা পাহাড় অঞ্চলে প্রায় সকল জায়গায় এয়ারটেল সিমের নেটওয়ার্ক পাওয়া যায়। এছাড়াও যে সকল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন তাদের মধ্যে airtel এ গ্রাহক সংখ্যা অন্যান্য সিমের তুলনায় কিছুটা বেশি। কারণ হচ্ছে গ্রাহকগণ অল্প টাকার মধ্যে বেশ ভালো ইন্টারনেট অফার পেয়ে থাকেন। যারা এয়ারটেল ইন্টারনেট অফার কোন টাকায় পাওয়া যায় কিনা তা জানতে চেয়ে থাকে। আপনাদেরকে জানাতে চাই যে বর্তমানে 100 টাকার মধ্যে এয়ারটেল এর ১০ জিবির এক মাস মেয়াদী ইন্টারনেট প্যাকেজ কিনতে পাওয়া যায়।

এয়ারটেল ১০০ টাকা ১০ জিবি ইন্টারনেট কে পাবে?

এই প্রশ্নটি অনেকের মনে যে এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট কি সবার জন্য না নির্দিষ্ট কিছু গ্রাহক পাবেন। প্রথমে বলব এই অফার টি সবার জন্য না। যাদের সিমে এই অফারের জন্য মেসেজ এসেছে শুধু তারাই এই অফার নিতে পারবেন।

১০ জিবি ইন্টারনেট নেওয়ার নিয়ম
১০ জিবি ইন্টারনেট নেওয়ার নিয়ম

তবে কারিগরি ত্রুটির কারনে অনেকের মোবাইলে এই মেসেজ নাও আসতে পারে। সেই ক্ষেত্রে *২১২*৯৯৫# কোড টি ডায়াল করুন। যদি অফার পেয়ে যান তাহলে এই অফারটি আপনার জন্য। আর যদি না পান তাহলে এই অফারটি আপনার জন্য নয়। আশাকরি কনসেপ্ট টি ক্লিয়ার হয়ে গেছে। এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট অফার আপনার জন্য কি না।

৯৭ টাকায় ১০ জিবি এয়ারটেল

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল অপারেটর হচ্ছে এয়ারটেল। কেননা প্রায় সকল স্থানেই এর নেটওয়ার্ক পাওয়া যায়। তাছাড়া অন্যান্য কোম্পানির তুলনায় এই কোম্পানিটি তুলনামূলক কম টাকায় এম বি অফার করে থাকেন। বর্তমান সময়ে 100 টাকার কম মূল্যে এয়ারটেলের ৩০ দিন মেয়াদী ইন্টারনেট প্যাকেজ কিনতে পাওয়া যায়। অনেকেই ৯৭ টাকায় ১০ জিবি এয়ারটেল ইন্টারনেট অফার এর মেসেজ পেয়ে থাকেন। তারা চাইলে  *21291*837# এই কোডটি ডায়াল করে খুব সহজেই এই অফারটি উপভোগ করতে পারেন।

আরো পড়ুনঃ

শেষ কথা

আশা করি পুরো আর্টিকেলটি পড়েছেন এবং জানতে পেরেছেন এয়ারটেল ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট কিভাবে নিতে হয়। আমরা আগেই বলেছি এই অফারটি সবাই পাবে না।  আপনি এই অফারটি পাবেন কিনা চেক করতে উপরে দেওয়া কোডটি ডায়াল করুন। যদি এলিজিবল হয় তাহলে ১০ জিবি নেট পাবেন ৯০ অথবা ১০০ টাকায় বিনিময়ে। আর যদি আনএলিজিবল হোন তাহলে পাবেন না।

এয়ারটেল সিম সহ বাংলাদেশের সকল অপারেটরের ইন্টারনেট অফার জানতে আমাদের সাথেই থাকুন। সর্বপরি আমাদের ওয়েব সাইটের সাথে কানেক্ট থাকার জন্য  আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Comments are closed.