এয়ারটেল টাকা চেক করার উপায় ২০২৪

এয়ারটেল বাংলাদেশের সেরা নেটওয়ার্ক কোম্পানী। এ নেটওয়ার্কের সার্ভিস অন্যন্য নেটওয়ার্ক তুলনায় অনেক ভাল। বর্তমান দেশের দুই নেটওয়ার্ক কোম্পানী এক হয়ে ব্যবসা পরিচালনা করছে। গ্রাহক সংখ্যা দিক দিয়ে দেশের দ্বিতীয় নেটওয়ার্কের স্থান দখল করে নিয়েছে। আর এ সকল গ্রাহক কে একত্রে করতে অফার প্রমোড করছে অপারেটর গুলো।

নতুন অফার পেয়ে অনেকে তাদের বন্ধ থাকা সিম টি ওপেন করছে। এয়ারটেল সিম খোলার সাথে সাথে রিচার্জ করার প্রয়োজন হচ্ছে। আর রিচার্জ করলে টাকা দেখার প্রয়োজন হচ্ছে। দীর্ঘ দিন এয়ারটেল অথবা রবি সিম বন্ধ করে রাখায় এয়ারটেল টাকা চেক কোড সহ অনেক কোড মনে করতে পারছে না। আমরা দেখেছি বিশেষ করে এয়ারটেল সিমে বিভিন্ন কোড নিয়ে তথ্য অনুসংদ্ধান করতে।

আপনার যদি একটি এয়ারটেল সিম থাকে সেই সিমেও যদি এয়ারটেল মেইন ব্যালেন্স চেক কিভাবে করতে হয় তার ধারনা না থাকে। তাহলে চিন্তা করবেন না আমরা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাকে এয়ারটেল টাকা চেক করার উপায় জানিয়ে দিব। আশা করি পোস্টটি আপনার অনেক উপকার হবে। তাই ধৈর্য সহ কারে আমাদের নিবন্ধনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ূন।

এয়ারটেল টাকা চেক করার উপায় ২০২৪

মানুষ মাত্রই ভুলে যাওয়া এটা স্বাভাবিক। কিছু দিন কোন একটি কাজের বাইরে থাকলে মানুষ স্বাভাবিকভাবেই তা ভুলে যায়। এয়ারটেল সিমের কিছু গুরুপ্তপূর্ন কোড তার ব্যতিক্রম নয়। দীর্য দিন সিমের সাথে একটিভিটি না থাকায় সিম সম্পর্কে অনেক কিছুই ভুলে যায়।

তেমনি আপনিও একজন হয় তো বা আপনিও এয়ারটেল সিমের টাকা চেক করা বিষয় টি ভুলে গেছেন। যার কারনে আপনাকে এখানে দেখা যাচ্ছে। কিন্তু গাবড়াবেন না আমি আপনাকে জানিয়ে দিব এয়ারটেল ব্যালেন্স চেক করার তিন টি মাধ্যম। 

তিনটি সিস্টেমের মধ্যে সবচেয়ে সহজ উপায় হল কোড ডায়াল করে টাকা বা ব্যালেন্স চেক করা। এয়ারটেল টাকা চেক কোড হচ্ছে *৭৭৮#। কিভাবে টাকা দেখবেন তা নিচে ধাপে ধাপে দেখানো হল।

  • প্রথমে আপনার মোবাইলে ডায়াল অপশনে চলে যান
  • সেখানে লিখুন *৭৭৮#
  • এরপর আপনার সিম স্লট নির্বাচন করুন
  • সিম নির্বাচন শেষ হলে কলিং বাটনে প্রেস করুন
  • এবার ২/৩ সেকেন্ড অপেক্ষা করুন
  • একটু পর দেখবেন আপনার মোবাইলের পর্দায় এয়ারটেল সিমের বর্তমান ব্যালেন্স, মেয়াদের সময় সীমা এবং গুরুপ্ত পূর্ন সকল অফার লিস্ট।

এভাবেই এয়ারটেল সিমের টাকা দেখা যায়। আশা করি ব্যালেন্স চেক করা বিষয়ে আর কোন প্রশ্ন থাকবে না।

এয়ারটেল মেইন ব্যালেন্স চেক কোড

আপনার যদি একটি এয়ারটেল সিম থাকে আর সেই সিমে মেইন ব্যালেন্স চেক করতে না পারেন। তাহলে এর মত লজ্জার আর কি হতে পারে। হুম ঠিকই শুনেছেন। এটা একটা লজাই বটে। কিন্তু আপনি চিন্তা করবেন না। আপনার যদি ব্যালেন্স চেক করার কোডটি জানা থাকে তাহলে আর চিন্তা নেই।

এয়ারটেল মেইন ব্যালেন্স চেক কোড হচ্ছে *৭৭৮#। আর কিভাবে চেক করবে তা উপরের প্যারাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।

এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোড

আমাদের মাঝে অনেকেই আছেন যারা ইন্টারনেট চেক করতে পারেন না। ইন্টারনেট করার জন্য যে কোড টি প্রয়োজন সেটি না জানার কারনে এয়ারটেল সিমে এম্বি পরিমান জানতে পারি না। এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স কয়েক ভাবে চেক করা যায়। 

এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোড

যেমন কোড ডায়াল করে, আপ্স দিয়ে, মেসেজের মাধ্যমে, এয়ারটেল অফিসিয়াল সাইট থেকে। এর মধ্যে সব চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কোড ডায়াল করে ইন্টারনেট ব্যালেন্স চেক। এয়ারটেল এন্টারনেট ব্যালেন্স চেক কোড টি হচ্ছে *৩# অথবা *৮৪৪৪*৬#।

এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড

আপনার এয়ারটেল সিমে মেইন ব্যালেন্স কোন টাকা নাই। এমন অবস্থায় আছেন যেখানে রিচার্জ এবং অন্য কোন মাধ্যম নেই। সে অবস্থায় ইমারজেন্সি ব্যালেসের প্রয়োজন হবে। ইমারজেন্সি ব্যালেন্স নিতে একটি কোড ডায়াল করতে হয়। আর ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হচ্ছে *১৪১*৮#। ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পর সে ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়ে থাকে। এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড হচ্ছে *৭৭৮# অথবা *১#। 

এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক কোড

আপনার এয়ারটেল সিমে মিনিট ব্যালেন্স কিভাবে চেক করতে হয় সে বিষয়ে ধারনা না থাকলে পোস্টটি পড়তে থাকুন। এয়ারটেল সিমে টাকা দিয়ে কথা বলায় চেয়ে মিনিট কিনে কথা বললে কম খরচে বেশী কথা বলা যায়। আমাদের মাঝে অনেকে এয়ারটেল মিনিট অফার নিয়ে কথা বলে থাকেন। অবশিষ্ট মিনিটের পরিমান চেক করার প্রয়োজন হয়ে থাকে। এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *৬৬৬#।

এয়ারটেল কোড সমূহ

উপরে গুরুপ্ত পূর্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আশাকরি ওই সব বিষয়ে কোন সমস্যা নেই। তার পরও অনেকে এয়ারটেল সিমের বিশেষ কিছু কোড না জানায় সমস্যা সম্মীখীন হতে হয়। তাদের কথা চিন্তা করে নিচে এয়ারটেল কোড সমূহ তুলে ধরা হল

  • মিনিট ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *৭৭৮*৫# অথবা *৭৭৮*৮#
  • এসএমএস ব্যালেন্স চেক কোড হচ্ছে *৭৭৮*২# অথবা *২২২*১০#
  • সিমের নাম্বার দেখার কোড হল *২# অথবা *১২১*৬*৩#
  • এয়ারটেল সিমে মেইন ব্যালেন্স দেখার কোড *৭৭৮#
  • এয়ারটেল সিমে বিভিন্ন প্যাকেজ দেখার কোড *১২১*৮#
  • এয়ারটেল সিমে ইন্টারনেট সিটিং কোড হচ্ছে  *১৪০*৭#
  • এয়ারটেল কাস্টোমার কেয়ার নাম্বার হল ১২১
  • এম এম এস জানার কোড *২২২*১৩#
  • এয়ারটেল এমবি কেনার কোড হচ্ছে *১২১# অথবা *৩# বা *৮৪৪৪#
  • এয়ারটেল টাকা চেক করার কোড হল *৭৭৮*
  • ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল *৮#
  • মিনিট চেক করতে ডায়াল করুন *৭৭৮*৫#
  • এয়ারটেল সিমের মিনিট ব্যান্ডেল অফার দেখতে *০#
  • এয়ারটেল সিমের ইন্টারনেট প্যাক ক্রয় করতে *৪#
  • সিমের প্যাকেজ চেক করতে *৬#
  • ইন্টারনেট সেটিং করতে *৫#
  • এয়ারটেল সিমের ডি এন ডি বন্ধ করতে *৭#
  • এয়ারটেল সিমে এফ এন এফ সেট করতে *১২১*৭*১১#
  • এয়ারটেল সিমে এফ এন এফ নাম্বার দেখতে *১২১*৭*১৩#
  • এয়ারটেল সিমের স্পেশান অফার জানতে *৯৯৯#
  • এয়ারটেল সিমে এফ এন এফ ডিলিট করতে *১২১*৭*১২#
  • এয়ারটেল সিমে গান সেট করতে *১২১*৪*১১#
  • এয়ারটেল সিমের কল ব্যাক করতে ডায়াল *১২১*৭২#
  • এয়ারটেল সিমে গান সেট করতে *১২১*৪*১২#
  • অপ্রয়োজনীয় এসএমএস বন্ধ করতে *১২১*৭*৫#
  • এয়ারটেল সিমের কল রিকোস্ট করতে ডায়াল *১২১*৫#
  • এয়ারটেল সিমে মিস কল এলাট (অন) করতে *১২১*৪*১২#
  • এয়ারটেল সিমে মিস কল এলাট (অফ) করতে *১২১*৪*২২#

More Info

শেষ কথা

পরিশেষে বলতে পারি, আজকের আর্টিকেলটি আপনাদের অনেক হেল্প করবে। এই পোস্টের মাধ্যমে এয়ারটেল সিমের সকল গুরুপ্ত পূর্ন কোড সমূহ নিয়ে আলোচনা করেছি। এয়ারটেল টাকা চেক কিভাবে করতে হয় সে বিষয়ে সুপষ্ট ধারনা দিয়েছেই।

আশা করি আপনারা এয়ারটেল সিমের মেইন ব্যালেন্স চেক সহ অন্যন্যা গুরুপ্ত পূর্ণ কোড গুলো আর ভুলবেন না। প্রয়োজনে ফেজবুকে শেয়ার করে রেখে দিতে পারেন। এয়ারটেল সিম বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন। আমরা সঠিক তথ্য দিয়ে সহযোগীতা  করব। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Comments are closed.

Scroll to Top