বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৫ (একদম নতুন)

বাংলালিংক বন্ধ সিমের অফার নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করব।  আপনার যদি বাংলালিংক সিম থাকে তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন। অথবা আপনার অব্যবহিত সিমটি চেক করে দেখতে পারেন বন্ধ সিমের আওতায় আছে কি না।

অফার কে না পেতে চায়। তাইতো চালাকরা কয়েকটি সিম কিনে বন্ধ সিমের অফার লুফে নিয়ে থাকে। আজ আমরা আপনাকে বাংলালিংক বন্ধ সিমের অফার দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 

Banglalink বন্ধ সিমের অফার কোড দিয়ে খুব সহজেই নাম্বারটি সমপর্কে অফার স্ট্যাটাস পেতে পারি। আর কথা বাড়াব না চলুন এবার মূল আলোচনায়।

আমরা বেশ কয়েকটি উপায়ে বাংলালিংক বন্ধ সিম আওতায় আছে কিনা জানতে পারি। আমরা সবগুলো বিষয় নিয়েই এই পোস্টে হাজির হয়েছি।  তাই ধৈর্য সহকারে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৫

বাংলালিংক কোম্পানী তাদের গ্রাহক সংখা বাড়ানোর জন্য বন্ধ সিমের উপর অফার দিয়ে থাকে। মনের মত অফার না পাওয়ার কারনে অন্য নেটওয়ার্কের সিম বেছে নেয়। এতে বাংলালিংক কোম্পানী ক্ষতির মুকে পড়ে যায়।

অর্থাৎ এই সিম থেকে কোন লাভ আসে না। তাই তারা বাংলালিংক বন্ধ সিমের উপর নানা অফার চালু করে। অফার চালুর কারনে বাংলালিংক গ্রাহক পুনরায় তার সিম টি চালু করে। এভাবে সিম ব্যবহার করার মাধ্যমে তার নাম্বারটি আইডেন্টিটি লাভ করে। যার ফলে ওই সিম টি আর বন্ধ করতে পারে না। এভাবে বন্ধ সিম চালু করার জন্য উদ্বুদ্ধ করা হয়। 

বাংলালিংক বন্ধ সিমের অফার দেখার নিয়ম

বাংলালিংক বন্ধ সিমের অফার দেখার নিয়ম জানা থাকলে সহজেই বন্ধ সিমের সকল অফার লুফে নিতে পারবেন। বাংলালিংক সিমে মোঠ তিনটি উপায়ে অফার দেখা যায়। যার প্রত্যকটি উপায়ই  নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব। আশাকরি এই পোস্টের মাধ্যমে আপনার বন্ধ সিমের ভয়েজ কল, মিনিট কল, ইন্টারনেট সেবা, এসএসএম ও কম্বো প্যাক সমপর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

বাংলালিংক বন্ধ সিম অফার কারা পাবে?

বাংলালিংক বন্ধ সিম অফার সবাই পাবে না। বন্ধ সিমের আওতায় থাকতে আপনাকে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে। বন্ধ সিমের অফার তারাই পাবে যারা দীর্ঘদিন সিম সচল রাখে না। ৯০ থেকে ১২০ দিন সিম বন্ধ রাখলেই সিম টি বন্ধ বলে গন্য করা হয়।

এই দীর্ঘসময় সিম ইনএকটিভ রাখায় বাংলালিংক এই সিম কে চালু করার জন্য কিছু সুবিধা প্রধান করে। যার কারনে গ্রাহক সিম ব্যবহার করতে বাধ্য হয়ে পড়ে। অফার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্বল্প খরচে ভয়েজ কল। অল্প টাকায় বেশী মেয়াদে ইন্টারনেট এবং মিনিট+ ইন্টারনেট কম্বো প্যাক ইত্যাদি। আর এসব সুবিধার জন্য বাংলালিংক গ্রাহক পুনরায় তার সিমটি চালু করে।

বাংলালিংক বন্ধ সিমের অফার দেখার নিয়ম

Banglalink বন্ধ সিমের অফার দেখার নিয়ম অনেক রয়েছে। আপনার সিম টি বন্ধ সিমের আওতায় রয়েছে কিনা তা আগে নির্নেয় করতে হবে। আপনার সিমটি বন্ধ সিমের আওতায় আছে কি না তা দেখার জন্য কয়েকটি উপায় রয়েছে। এই পোস্টে সবগুলো উপায় নিয়ে কথা বলব।

  1. বাংলালিংক আপ্স ব্যবহার করে
  2. মেসেজের মাধ্যমে বন্ধ সিম চেক
  3. বাংলালিংক বন্ধ সিমের অফার কোড ডায়াল মাধ্যমে 
  4. বাংলালিংক অফিসিয়াল সাইট থেকে

মাই-বাংলালিংক আপ্স ব্যবহার করে

মাই-Banglalink অ্যাপস ব্যবহার করে সহজেই বন্ধ সিমের আপডেট পেতে পারি।  এজন্য আপনাকে প্রথমেই মাই বাংলালিংক অ্যাপ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে।  আপনার স্মার্টফোনে যদি এই অ্যাপসটি না থাকে।  তাহলে প্লে স্টোর থেকে এখনই ইন্সটল করে নিন।

banglalink অ্যাপস এর হোমপেজে প্রবেশ করার পর খুজে বে্র করুন। নিচের ডানপাশে তিনটি ডট চিহ্ন দেখতে পাবেন। সেই মেনুতে ক্লিক করুন। 

এবার নিচের চিত্রের নেয় অনেকগুলো অপশন দেখতে পাবেন।  সেখান থেকে Bondho sim offer খুঁজে বের করুন।

বাংলালিংক বন্ধ সিম অফার চেক করার জন্য সেই মেনু তে ক্লিক করুন।

এবার আপনার বাংলালিংক নাম্বার দেওয়ার জন্য একটা বক্স পাবেন। সেই বক্সে যে নাম্বার চেক করতে চান সে নাম্বারটি প্রবেশ করুন।

সব কিছু ঠিক ঠাক থাকলে Check Status ক্লিক করুন।

এবার আপনার সিম টি যদি বন্ধ সিমের আওতায় থাকে তাহলে নিচের স্ক্রীনশটের মত দেখতে পাবেন। কনগ্রাচুলেশন বলে আপনাকে জানিয়ে দেয়া হবে । এবার আপনি Check Offer Now Option click করুন।

এখানে আপনার অফার গুলো দেখতে পাবেন। আপনার পছন্দ মত অফার সিলেক্ট করুন। অবশেষে কিনে ফেলুন।

এই ছিল মাই বাংলালিংক অ্যাপস ব্যবহার করে বন্ধ সিম দেখার প্রথম উপায়।  এভাবে শত শত বাংলালিংক বন্ধ সিম চেক করতে পারবেন।  মাই বাংলালিংক অ্যাপস এর মাধ্যমে সহজেই আপনার অব্যহিত সিমটি চেক করে নিতে পারেন। 

খুব সহজেই banglalink সিম অফার গুলো চেক করতে পারেন।  চাইলে বেশ কয়েকটি উপায়ে আমরা বাংলালিংক সিম বন্ধ কি না তা চেক করেতে পারি। 

মেসেজের মাধ্যমে বন্ধ সিম চেক

মেসেজের মাধ্যমে বন্ধ সিম চেক করা  অত্যন্ত সহজ।  আপনি যদি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে মনোযোগ সহকারে দেখতে থাকুন।  বাংলালিংক সিমটি বন্ধ অফারে আওতায় আছে কিনা সেটি চেক করার জন্য।  মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করুন।

মেসেজের মাধ্যমে বন্ধ সিম চেক

এবং লিখুন আপনার বাংলালিংক নাম্বার এবং পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে

ফিরতি এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে বাংলালিংক সিম বন্ধ সিমের অফার আওতায় আছে কি না। যদি বন্ধ সিমের আওতায় থাকে তাহলে বন্ধ সিমের সকল অফার উপভোগ করতে পারবেন।

বাংলালিংক বন্ধ সিমের অফার কোড ডায়াল মাধ্যমে 

বাংলালিংক বন্ধ সিমের অফার কোড ডায়াল।  আপনার সিমটি বন্ধ সিমের অফার আওতায় আছে কি না। সে সমপর্কে আগে নিশ্চিত হতে হবে। উপরে এই বিষয়ে দুটি উপায় নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছি। আপনি যদি সে সব প্রসেস এপ্লাই না করতে পারেন। তাহলে এই সিস্টেমে অবশ্যই বন্ধ সিমের অফার জানতে পারবেন।

বাংলালিংক বন্ধ সিমের অফার কোড

এই পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। মেসেজের মাধ্যমে বাংলালিংক বন্ধ সিমের অফার জানার জন্য *১২১*২০০# এই নাম্বারে ডায়াল করতে হবে। যদি মোবাইলের পর্দায় বিভিন্ন অফারের লিস্ট দেওয়া হয়। তাহলে আপনি বন্ধ সিমের আওতায় রয়েছেন। 

বাংলালিংক বন্ধ সিমের অফার কোড

আর যদি লেখা আসে আপনি এই অফারের জন্য উপযুক্ত নন তাহলে আপনি অফারের তালিকায় নেই।

বাংলালিংক অফিসিয়াল সাইট থেকে

Banglalink অফিসিয়াল সাইট ভিজিট করার মাধ্যমেও আপনার সিমটি বন্ধ সিমের আওতায় রয়েছে কিনা চেক করে নিতে পারেন। বাংলালিংক অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে।  খুঁজে বের করতে হবে বন্ধ সিম অফার লিখাটি। 

বাংলালিংক অফিসিয়াল সাইট থেকে

সেখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার বক্স পাবেন। সেখানে আপনার বাংলালিংক সিম নাম্বার দিয়ে চেক স্টেটাস ক্লিক করুন। আপনি যদি এলিজিবল হোন তাহলে কনগ্রাচুলেশন বলে স্বাগত জানানো হবে।

বাংলালিংক বন্ধ সিমের অফার পাওয়ার শর্ত

বিস্তারিত

  • শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকেরা এই অফারটি পাবেন
  • আপনি অফারটি পাবেন কি না জানতে, নিজের নম্বরটি লিখে ফ্রি পাঠিয়ে দিন ৪৩৪৩ নম্বরে (যেকোনো বাংলালিংক নম্বর থেকে) অথবা ডায়াল করুন *১২১*২০০#
  • একই প্যাক একাধিকবার কেনার ক্ষেত্রে, সর্বশেষ প্যাকের মেয়াদটি প্রযোজ্য হবে
  • এই অফারটি অটো-রিনিউয়াল যোগ্য নয়
  • অব্যবহৃত ইন্টারনেট, মিনিট, এসএমএস অন্য প্যাকের সাথে যুক্ত হবে না
  • কলরেট অফারটি বন্ধ করতে চাইলে ডায়াল *১৬৬*২২০#
  • এই অফারটি সীমিত সময়ের জন্য

(সুত্রঃ বাংলালিংক সাইট)

বাংলালিংক বন্ধ সিম ইন্টারনেট অফার

Banglalink বন্ধ সিমে ইন্টারনেট অফার বেশ আকর্ষণীয় হয়ে থাকে। অল্প টাকায় বেশি পরিমাণ ইন্টারনেট পাওয়া যায়।  যার মেয়াদ থাকে অনেক দিন। আমরা নিচে বাংলালিংক বন্ধ সিমের উপর যে ইন্টারনেট প্যাকগুলো রয়েছে।  সেগুলোর উপর বিস্তারিত তথ্য তুলে ধরব। 

বাংলালিংক বন্ধ সিম ইন্টারনেট অফার

বাংলালিংক ৩ জিবি ৪৯ টাকা অফার

বাংলালিংক ৩ জিবি ৪৯ টাকায় নিতে পারবেন।  এর জন্য আপনার ব্যালেন্সে ৪৯ টাকা থাকতে হবে।  এবং ডায়াল করতে হবে *১২১*২০০# সেখান থেক আপনার এই প্যাক কিনে ফেলুন। 

  • মেয়াদ ৭ দিন। এই অফার একাধিক বার নিতে পারবেন। 
  • কোড *১২১*২০০#
  • ব্যালেন্স চেক কোড *৫০০০*৫০০#

বাংলালিংক ৬৮ টাকায় ৬ জিবি ইন্টারনেট অফার

বাংলালিংক বন্ধ সিমে ৬৮ টাকায় ৬ জিবি ইন্টারনেট পাবেন যার ৩ জিবি সরাসরি এবং ৩ জিবি বোনাস। যার মেয়াদ ৭ দিন। অফার নিতে ডায়াল করুন *১২১*২০০# এবং বালেন্স জানতে *৫০০০*৫০০# ডায়াল করুন।

বাংলালিংক বন্ধ সিমে মিনিট অফার

বাংলালিংক বন্ধ সিমে মিনিট অফার কয়েকটি আছে। যার মধ্যে অন্যতম হচ্ছে ৫৭ টাকার অফার। বাংলালিংক এর সকল অফার সম্পর্কেই নিয়ে আলোচনা করা হবে। 

৫৭ টাকায় ৮৫ মিনিট অফার

বাংলালিংক বন্ধ সিমে ৫৭ টাকায় ৮৫ মিনিট অফারটি যে কোন গ্রাহকের জন্য আকর্ষনীয়। এই অফারটির মেয়াদ ১৫ দিন। অফারটি নিতে ডায়াল করুন *১২১*২০০# এবং ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#। 

  • মেয়াদ ৭ দিন। এই অফার একাধিক বার নিতে পারবেন। 
  • কোড *১২১*২০০#
  • ব্যালেন্স চেক কোড *১২১*১০০# 
  • অবশিষ্ট মিনিটের সাথে নতুন মিনিট যোগ করা হবে।( যদি একই প্যাকেজ ক্রয় করে থাকেন)

বাংলালিংক বন্ধ সিমে ১৯ টাকায় ৩০ মিনিট

বাংলালিংক বন্ধ সিমে ১৯ টাকায় ৩০ মিনিট নিতে ডায়াল করুন *১২১*২০০#। যার মেয়াদ ৩০ দিন। অবশিষ্ট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#।

  • মেয়াদ ৭ দিন। এই অফার একাধিক বার নিতে পারবেন। 
  • কোড *১২১*২০০#
  • ব্যালেন্স চেক কোড *১২১*১০০# 
  • অবশিষ্ট মিনিটের সাথে নতুন মিনিট যোগ করা হবে।( যদি একই প্যাকেজ ক্রয় করে থাকেন)

বাংলালিংক বন্ধ সিমে কম্বো অফার

বাংলালিংক বন্ধ সিমে কমবো অফার নিতে অনেক গ্রাহকে ইচ্ছুক।  কেননা এই প্যাকের সাথে ইন্টারনেটের পাশাপাশি মিলিত দেওয়া হয়।  যাদের ভয়েস কল এবং ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয় তাদের জন্য বাংলালিংক কম্বো প্যাকটি অসাধারণ।

বাংলালিংক বন্ধ সিমের অফার গুলোর মধ্যে বাংলালিংক কমবো অফার অন্যতম। যা অল্প টাকায় বেশি পরিমাণ মিনিটে এবং ইন্টারনেট পাওয়া যায় যার মেয়াদ অনেক। 

১৯৮ টাকার কম্বো প্যাক

বাংলালিংক ১৯৮ টাকায় পাবেন মিনিট+ইন্টারনেট(২০০ মিনিট+ ১০ জিবি ইন্টারনেট) যার মেয়াদ থাকবে ৩০ দিন।

  • অফার টি নিতে ডায়াল করুন *১২১*২০০#।
  • এই অফার একাধিকবার নিতে পারবেন।
  • অবশিষ্ট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#।

বাংলালিংক বন্ধ সিমে ইন্টারনেট অফার ২০২৩

৬ জিবি ইন্টারনেট অফার৬৮*১২১*২০০#*৫০০০*৫০০#৭ দিন
৩ জিবি ইন্টানেট অফার৪৯*১২১*২০০#*৫০০০*৫০০#৭ দিন

বাংলালিংক বন্ধ সিমের মিনিট অফার

৩০ মিনিট১৯*১২১*২০০#*১২১*১০০#৭ দিন
৮৫ মিনিট৫৭*১২১*২০০#*১২১*১০০#১৫ দিন

বাংলালিংক কম্বো অফার

২০০ মিনিট +৫ জিবি১১৮*১২১*২০০#*১২১*১০০#৩০ দিন
২০০ মিনিট  + ১০ জিবি১৯৮*১২১*২০০#*১২১*১০০#৩০ দিন

আরো জানুনঃ

সর্বশেষ কথা

পরিশেষে বলতে চাই বাংলালিংক বন্ধ সিমের অফার সম্পর্কে সকল তথ্য পেয়ে গেছেন.  এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে বন্ধ সিমের অফার বন্ধ সিমের অফার নিতে হয়। তাছাড়া বন্ধ সিমের মিনিট, ইন্টারনেট,  এসএমএস ও কম্বো অফার সহ সকল তথ্য তুলে ধরেছি।

আশা করি আপনার প্রশ্নের উত্তর এই পোস্টের মাধ্যমে পেয়ে গেছেন। তারপর যদি এই বিষয়ে কোন প্রশ্নে থাকে কমেন্ট করুন। আমরা আপনাকে সঠিক উওর দিতে সহযোগীতা করব। আমাদের সাইট ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Comments are closed.

Scroll to Top