বাংলালিংক সিমে টাকা দিয়ে কথা বলার চেয়ে মিনিট ক্রয় করে কথা বললে অনেক টাকা সাশ্রয় হয়। বাংলালিংক থেকে ১ মিনিট অন্য সকল অপারেটরে কথা বললে প্রতি মিনিট ২ থেকে ২.৫০ টাকা খরচ হয়। কিন্তু আপনি যদি মিনিট কিনেন তাহলে প্রতি মিনিট মাত্র ৬০ পয়সা খরচ হয়ে থাকে।
আমাদের মাঝে অনেকেই বাংলালিংক মিনিট অফার ক্রয় করে কথা বলে থাকে। এই মিনিট প্যাক কেনার পর অবশিষ্ট মিনিট চেক করার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আমাদের মাঝে অনেকেই জানেন কিভাবে বাংলালিংক মিনিট চেক করতে হয় বা বাংলালিংক মিনিট চেক করার কোড কত।
আমরা এই পোস্টের মাধ্যমে আপনাকে জানাব বাংলালিংক সিমের মিনিট চেক করার সবচেয়ে সহজ মাধ্যম। আশা করি আপনার মনের কোনের প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে মুল আলোচনায় আশা যাক।
বাংলালিংক মিনিট চেক ২০২৪
আপনি যদি বাংলালিংক মিনিট কিনেন তাহলে সেই মিনিটের পরিমান ও মেয়াদের সময় সীমা জানার জন্য চেক বা দেখার প্রয়োজন হয়ে থাকে। আমাদের মাঝে অনেকেই আছেন যারা বাংলালিংক মিনিট চেক করতে পারে না। কিন্তু তারা মিনিট ক্রয় করে ফেলেছেন।
চিন্তা করবেন না আজকের পোস্টের মাধ্যমে বাংলালিংক এ মিনিট চেক করে কিভাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। যে সকল গ্রাহক বুদ্ধমান তারা মিনিট অফার নিয়ে কথা বলে থাকে তাই তাদের মিনিট দেখার প্রয়োজন হয়ে থাকে। বাংলালিংক মিনিট চেক কয়েক ভাবে করা যায় সে গুলো হল
- বাংলালিংক মিনিট চেক কোড ডায়াল করে
- আপ্সের মাধ্যমে বাংলালিংক মিনিট চেক
- মেসেজের মাধ্যমে বাংলালিংক মিনিট চেক
উপরোক্তো তিনটি উপায়ে বাংলালিংক মিনিট চেক করার নিয়ম আলোচনা করব। ধৈর্যসহ কারে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
বাংলালিংক এ মিনিট চেক করে কিভাবে
আমাদের মাঝে অনেকের প্রশ্ন বাংলালিংক এ মিনিট চেক করে কিভাবে তার কারন হচ্ছে তারা আসলেই জানে না কিভাবে বাংলালিংক মিনিট বা বাংলালিংক টাকা চেক করতে হয়। চিন্তার কারন নেই আমরা এখানে মিনিট চেক করার যত গুলো নিয়ম আছে আলোচনা করব।
বাংলালিংক মিনিট চেক কোড ডায়াল করে
আপনার বাংলালিংক সিমে মিনিট কেনার পর তা চেক করার প্রয়োজন হয়। কোড ডায়াল করে মিনিট চেক করা হচ্ছে জন প্রিয় কেননা এতে কোন ঝামেলা নেই। যে কোন কোন মোবাইলে দিয়ে চেক করা যায়। কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয় না। তাহলে চলুন বাংলালিংক মিনিট চেক কোড ডায়াল করে কিভাবে মিনিট চেক করা যায় দেখে নেই।
- প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন চলে যান
- সেখানে *১২১*১০০# লিখে ফেলুন
- এবার বাংলালিংক সিম স্লট টি নির্বাচন করুন
- এখন কল বাটনে চাপ দিন
- ২/৪ সেকেন্ড অপেক্ষা করুন
কিছুক্ষন পর আপনার মোবাইলের স্ক্রীনে ভেসে আসা মেসেজ টি ফলো করুন। সেখানে আপনার মিনিট ব্যালেন্সের সকল তথ্য থাকবে। অথ্যাৎ কত মিনিট কিনেছেন, কত টাকায় মিনিট অফার নিছেন, কত মিনিট ব্যবহার করেছেন এবং অবশিষ্ট কত মিনিট আছে সব কিছু দেখতে পাবেন। আশা করি বাংলালিংক মিনিট চেক কোড ডায়াল করে মিনিট সহজেই চেক করতে পারবেন।
আপ্সের মাধ্যমে বাংলালিংক মিনিট চেক
সব চেয়ে সহজ ও নিরাপদ উপায় হচ্ছে বাংলালিংক এপ্সের সাহায্যে বাংলালিংক মিনিট চেক করা। এই আপ্সের সাহায্যে বাংলালিংক মিনিট ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, এসএমএস ব্যালেন্স সহ বাংলালিংকের সকল প্রমোশনাল অফার গুলো দেখা যায়। কিন্তু এত্তো সুবিধার পাশাপাশি অসুবিধা রয়েছে।
বাংলালিংক এপ্স দিয়ে মিনিট চেক করতে গেলে অবশ্যই আপনাকে স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন থাকতে হবে তা না হলে ব্যালেন্স চেক করা যাবে না। যাই হোক ধরে নিলাম আপনার কাছে ইন্টারনেট ও স্মার্টফোন উভয়েই আছে। তাহলে পরবর্তীতে যা করতে হবে তা নিচে দেওয়া হল
- প্রথমে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করে নিন
- এবার গুগল প্লে স্টোরে চলে যান
- এবং সেখানে লিখুন “মাই-বাংলালিংক”
- বাংলালিংক লোগো যুক্ত এপ্সটি ইন্সটল করে নিন
- আপ্সটি ওপেন করার সময় আপনার বাংলালিংক নাম্বার দিন
- এবার আপনার নাম্বারে ও টি পি কোডটি লিখুন
- ও টি পি কোড দেওয়ার সাথে সাথেই বাংলালিংক এপ্সের অফিসিয়াল হোম পেইজে প্রবেশ করানো হবে
- সেখান ব্যালেন্স চেক অপশনে ক্লিক করুন
মেসেজের মাধ্যমে বাংলালিংক মিনিট চেক
একটু সচেতন হলেই বাংলালিংক মিনি চেক করা যায় খুব সহজেই। আমরা যখন বাংলালিংক সিমে মিনিট ক্রয় করি তখনি মেসেজের মাধ্যমে বাংলাতার ডিটাইলস জানিয়ে দেওয়া হয়। এবার কথা বলা শেষ হলে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মিনিটের বর্তমান অবস্থা জানানো হয়। তারপর আপনার বাংলালিংক মিনিট অফারের মেয়াদ কত বা কত মিনিট আছে এবং কখন মেয়াদ শেষ হবে পূর্বের জানিয়ে দেওয়া হয়।
আপনি চাইলেই একটু মেসেজ বক্স ঘুরে দেখলেই আপনার মিনিটের পরিমান জানতে পারবেন। আশা করি মেসেজের মাধ্যমে কিভাবে বাংলালিংক মিনিট ব্যালনেস চেক করবেন ধারনা পেয়ে গেছেন।
- বাংলালিংক ১ জিবি অফার
- বাংলালিংক ফ্রি এমবি কোড
- বাংলালিংক মিনিট কেনার নিয়ম
- বাংলালিংক ৩ টাকায় ১০০
- বাংলালিংক ৫ টাকায় ১ জিবি
বাংলালিংক এ মিনিট দেখে কিভাবে
বাংলালিংক এ মিনিট দেখে কিভাবে এই প্রশ্নের উওর আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি। বাংলালিংক গ্রাহক গন তিনটি উপায়ে তাদের মিনিট ব্যালেন্স চেক করে নিতে পারেন। তিন উপায়ই উপরের অংশে বিস্তারিত আলোচনা করেছি। ইউএসএসডি কোড (*১২১*১০০#) ডায়াল করে, মাই বাংলালিংক এপ্স দিয়ে, এবং মেসেজের মাধ্যমে মিনিট বর্তমান পরিস্থিতি জানা যায়। আপনি যদি আমাদের আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে খুব সহজেই ব্যালেন্স চেক করে নিতে পারবেন।
শেষ কথা
আশাকরি আজকের নিবন্ধনটি মনোযোগ সহ কারে পড়েছেন এবং জানতে পেরেছেন বাংলালিংক মিনিট চেক করার সিস্টেম সম্পর্কে। আমরা মোঠ তিনটি মাধ্যম দেখিয়েছি মিনিট চেক করার বিষয়ে। আপনি যদি পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে বাংলালিংক মিনিট চেক করা বিষয়ে আর কোন অভিযোগ থাকার কথা না।
তারপরও যদি আপনাদের বুজতে কোন অসুবিধা হয় তবে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সঠিক উওর দিয়ে সহযোগীতা করব। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।