বাংলালিংক দেশের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক অপারেটর হওয়ার পর ও তাদের উপযুক্ত প্রচার প্রসার না হওয়ার অনেক গ্রাহক বাংলালিংক মিনিট অফার থেকে বঞ্চিত। এ সকল গ্রাহক গন Banglalink minute kenar niyom সঠিক ভাবে জানেন না। তাই তারা টাকা দিয়ে কথা বলে থাকে। আপনি জানেন কি, বাংলালিংক সহ সকল অপারেটরে টাকা দিয়ে কথা বললে দ্বিগুন খরচ। হ্যা ঠিকই শুনছেন। তাই আজকে বাংলালিংক মিনিট কেনার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করব।
এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ কারে পড়লে বাংলানিংক মিনিট কেনার পাশাপাশি আরো জানতে পারবেন। বাংলালিংক ফ্রি মিনিট কোড, আজকের বাংলালিংক মিনিট অফার, বাংলালিংক ৫ মিনিট কেনার কোড। তাছাড়াও বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক করার কোড সমপর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব।
বাংলালিংক মিনিট কেনার নিয়ম ২০২৪
অনেকে আছেন যারা বাংলালিংক মিনিট সম্পর্কে সঠিক জ্ঞান নেই। তাই তারা টাকা দিয়ে কথা বলে থাকেন। কিন্তু তারা আদৌ জানেন না যে টাকা দিয়ে কল করলে খরচ অনেক বেশি হয়।
কিন্তু তারা যদি বাংলালিংক সিমে মিনিট কিনে কথা বলে তাহলে কম টাকায় অধিক কথা বলতে পারবে। তাই যারা একটু চালাক তারা মিনিট কিনে কথা বলে থাকে। কিন্তু বাংলালিংক সিমে মিনিট কেনার পদ্ধতি অনেকের জানা নেই। তাই তারা বাংলালিংক মিনিট অফার উপভোগ করতে পারেন না।
এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে শিখাব সহজে বাংলালিংক মিনিট কেনার সিস্টেম। মোঠ ৪ টি পদ্ধতির মাধ্যমে বাংলালিংক মিনিট ক্রয় করা যায়। আর এ চার টি প্রক্রিয়া হল
- বাংলালিংক আমার অফার কোড ডায়াল করে
- মাই-বাংলালিংক আপ্স ব্যবহার করে
- বাংলালিংক অফিসিয়াল সাইট থেকে মিনিট কেনার নিয়ম
- বাংলালিংক মিনিট কেনার কোড ডায়াল করে
এই চারটি প্রক্রিয়া এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা কর হবে। তাই এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। আশাকরি বাংলালিংক বাংলালিংক মিনিট সম্পর্কে আর কোন ডাউট থাকবে না।
বাংলালিংক আমার অফার কোড ডায়াল করে
আমার অফার কোড ডায়াল করে সহজেই বাংলালিংক মিনিট সহ ইন্টারনেট ক্রয় করতে পারবেন। কিন্তু আমরা আজকে ইন্টারনেট ও অন্যন্যা প্যাক নিয়ে কথা বলব না। আপনাদের যদি বাংলালিংক ইন্টারনেট অফার সমপর্কে জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাইটে দেওয়া আছে দেখে নেন।
এই প্রক্রিয়ায় মিনিট কেনার জন্য প্রথমে আপনাকে বাংলালিংক আমার অফার কোড কত তা জানতে হবে। আমার অফার কোড জানা না থাকলে মিনিট কেনা সম্ভব নয়। বাংলালিংক আমার অফার কোড হচ্ছে *৮৮৮# এই কোড ডায়াল করে কিভাবে মিনিট ক্রয় করা যায় সে সম্পর্কে নিচে দেওয়া হল
- প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যান
- সেখানে আমার অফার কোড *৮৮৮# সিলেক্ট করুন
- এবার আপনার সামনে মিনিট এবং ইন্টারনেটের কিছু লিস্ট দেওয়া হবে।
- সেখান থেকে মিনিট প্যাক সিলেক্ট করুন
- নিশ্চিত করতে পুনরায় ১ লিখে সেন্ট করুন
- এবার ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার মিনিট বুঝে নিন।
এভাবে বাংলালিংক সিমে মিনিট কেনা যায়। এভাবে মিনিট কিনতে সমস্যা হলে নিচে আরে তিন টি প্রক্রিয়া দেখানো হল। সে প্রকিয়া গুলো অনুসরন করুন।
মাই-বাংলালিংক আপ্স ব্যবহার করে মিনিট কেনা
মাই-বাংলালিংক এপ্স ব্যবহার করে মিনিট কেনার জন্য আপনার দরকার একটি স্মার্টফোন এবং নেট কানেকশন। তার পর সে টুলস টি প্রয়োজন সেটি হচ্ছে মাই বাংলালিংক এপ্স। এই আপ্সটি কিভাবে ইন্সটক করতে হয় এবং কিভাবে মিনিট ক্রয় করা যায় সে বিষয়ে নিচে দেওয়া হল
- প্রথমে গুগল প্লে স্টোরে চলে যান
- এরপর সার্চ বারে লিখুন মাই বাংলালিংক এপ্স
- সেখান বাংলালিংক লোগো যুক্ত আসল আপ্স টি ইন্সটক করে নিন
- ইন্সটল করার পর আপনার বাংলালিংক নাম্বার দিন
- সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি প্রবেশ করুন
- ওটিপি দেওয়ার সাথে সাথেই মাই বাংলালিংক এপ্সের হোম পেইজে প্রবেশ করবেন
- এবার হোম পেইজ থেকে মিনিট লেখা খুজে বের করুন এবং ক্লিক করুন
- এবার আপনার সামনে বাংলালিংক মিনিটের প্যাকেজ লিস্ট সো করবে
- সেখান থেকে আপনার কাংক্ষিত মিনিট অফার সিলেক্ট করে কিনে ফেলুন
এভাবেই মাই-বাংলালিংক এপ্স ব্যবহার করে বাংলালিংক মিনিট ক্রয় করতে পারবেন।
বাংলালিংক অফিসিয়াল সাইট থেকে মিনিট কেনার নিয়ম
Banglalink official site থেকে খুব সহজে মিনিট অফার নিতে পারবেন। এজন্য আপনাকে বাংলালিংক সাইটে প্রবেশ করতে হবে।
- সেখানে মিনিট প্যাকের অনেক লিস্ট পাবেন সেখান থেকে আপনার পছন্দ সি প্যাক সিলেক্ট করে নিন।
- এরপর সেখানে মিনিট কেনার অপশন পাবেন সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিন।
- মোবাইল বালেন্স ব্যবহার করে না রিচার্জ করে প্যাকেজ কিনবেন সেটা নির্বাচন ক্রুন
- সব কিছু দেওয়ার পর আপনার মোবাইল রিচার্জ নিশ্চিত করে নিন।
- এ ক্ষেত্র আপনার ব্যালেন্স এ পর্যাপ্ত পরিমান টাকা রাখুন
বাংলালিংক মিনিট কেনার কোড ডায়াল করে
BL মিনিট কেনার কোড ডায়াল করেও মিনিট কেনা যায়। এজন্য আপনাকে মানিট কেনার কোড জানতে হবে। তা হলে মিনিট প্যাকেজ কিনতে পারবেন না। এই কোড ডায়াল করে বাটন এবং স্মার্টফোনে মিনিট ক্রয় করতে পারবেন।
বাংলালিংক সিমে মিনিট কেনার কোড হচ্ছে *১১০০# যা স্মার্টফোন এবং ফেচার ফোন উভয়েই ক্ষেত্রে ব্যবহার করা যায়।
- প্রথমে মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করুন
- এরপর *১১০০# নাম্বার তুলুন এবং কল করুন
- এখন আপনার মোবাইলে মিনিট প্যাকের একটি লিস্ট পাবেন
- সেখান থেকে পছন্দসই অফারের নাম্বার দিন
- মিনিট অফারটি কিনতে ১ লিখে সেন্ট করুন
- ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার মিনিট ক্রয় নিশ্চিত হয়ে নিন।
এভাবেই বাংলালিংক মিনিট অফার ইউএসএসডি কোড ডায়ালের মাধ্যমে কেনা যায়।
বাংলালিংক রিচার্জ করে মিনিট প্যাক ক্রয়
রিচার্জের মাধ্যমে বাংলালিংক মিনিট প্যাক ক্রয় করতে পারবেন। এ জন্য আপনাকে জানতে হবে কত টাকা রিচার্জে কত মিনিট কেনা যায়। আপনার নিকটতম আই টপ আপ দোকানে গিয়ে চার্ট অনুযায়ী নির্দিষ্ট টাকা রিচার্জ করলে মিনিট প্যাক সরাসরি একটিভ হয়ে যাবে।
শেষ কথা
আশাকরি বাংলালিংক মিনিট কেনার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পারছেন কত সহজে বাংলালিংক মিনিট ক্রয় করা যায়। উপরে চারটি প্রক্রিয়ায় বাংলালিংক মিনিট কেনার বিষয়ে আলোচনা করেছি। আপনি চাইলে যে কোন একটি প্রক্রিয়া ব্যবহার করে মিনিট ক্রয় করে নিতে পারেন।
এরপরও যদি আপনাদের বাংলালিংক মিনিট ক্রয় করা বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে জানাবেন। সঠিক তথ্য দিয়ে আমাদের এই পোস্টটি আপডেট করে দিব। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
Comments are closed.