বাংলালিংক নাম্বার দেখার কোড ২০২৫ । নিজের নাম্বার নিজেই দেখুন

বাংলালিংক সিম কোম্পানি বাংলাদেশের একটি অন্যতম মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান। এদেশের অধিকাংশ গ্রাহক বাংলালিংক  সিম ব্যবহার করে থাকেন।  তাদের মধ্যে অনেকেই জানেন না কিভাবে বাংলালিংক নাম্বার দেখতে হয়।  বাংলালিংক নাম্বার দেখার কোড ২০২৫ তাদের অনেকেই অজানা।  তাই তারা প্রতিনিয়ত অন্যের কাছে দারস্ত হয় নাম্বার যাচাই করার জন্য।  নানাবিধ কারণেই বাংলালিংক নাম্বার জানার প্রয়োজন পড়ে।  বিশেষ করে যারা নিজের মোবাইল নাম্বার স্মরণ রাখতে পারেন না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয়।

বাংলালিংক নাম্বার কিভাবে দেখে সে সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকায় বিপদের সম্মুখীন হতে হয়।  তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সুবিধার জন্য নিয়ে এসেছি সহজে বাংলালিংক নাম্বার চেক করার উপায়।  আপনি যদি এই পোস্টটি ভাল করে পড়েন তাহলে  বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড সহজেই পেয়ে যাবেন। 

বাংলালিংক নাম্বার দেখার কোড
বাংলালিংক নাম্বার দেখার কোড

বাংলালিংক নাম্বার দেখার কারণ ও সুবিধাঃ

আপনি যেকোনো  অপারেটরের সিম ব্যবহার করেন না কেন আপনার সিমের নাম্বার জানা জরুরী।  নিজের নাম্বার জানা না থাকলে বিভিন্ন স্থানে বিভিন্ন ঝামেলাসহ লজ্জার সম্মুখীন হতে হয়।  তাই একটু কষ্ট হলেও আপনার নাম্বার মুখস্ত রাখার চেষ্টা করবেন।  তারপরও  যদি আপনি নিজের নাম্বার স্মরণ রাখতে না পারেন তাহলে নির্দিষ্ট ইউ এস এস ডি কোড ডায়াল করে নাম্বার দেখে নিতে পারেন। আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন তাহলে  কিভাবে বাংলালিংক নাম্বার দেখতে হয় তার কোড কি সে বিষয়েই জানা  আবশ্যক। বাংলালিংক নাম্বার দেখা বিভিন্ন কারনেই হয়ে থাকে।

আপনার নাম্বার যদি অন্য কারো দেওয়ার প্রয়োজন পড়ে সে ক্ষেত্রে আপনার মোবাইলের নাম্বার জানা থাকতে হবে। তা না হলে ইউ এস এস ডি  কোড ডায়ালার মাধ্যমে নাম্বার দেখে নিয়ে অন্যকে দিতে পারবেন।

আপনার যদি মোবাইলের রিচার্জ করার প্রয়োজন হয় এক্ষেত্রে মোবাইল নাম্বারের প্রয়োজন হবে।  বাংলালিংক নাম্বার দেখার কোড ডায়াল করে সহজেই নাম্বার বের করে দোকানদারকে দিতে পারবেন।  এক্ষেত্রে ভুল নাম্বারে রিচার্জ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

বাংলালিংক নাম্বার দেখার কোড চেক করার নিয়মঃ 

বাংলালিংক নাম্বার দেখার কোড ২০২৫ চেক করা অত্যন্ত সহজ। আমরা চাইলেই সহজেই নিজের সিমের নাম্বার বের করতে পারি।  বাংলালিংক নিজের নাম্বার দেখার কোড দিয়েছে।  তাদের দেওয়া  কোডটি ডায়ালের মাধ্যমে মুহুর্তের মধ্য  নিজের মোবাইল নাম্বার দেখে নেওয়া যায়।

এছাড়াও আপনি চাইলে অন্যের নাম্বারে কল দিয়ে নিজের নাম্বার বের করতে পারবেন।  সে ক্ষেত্রে আপনার মোবাইলে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স থাকতে হবে।  অন্যের নাম্বারে কল দিলে মুহূর্তের মধ্যেই আপনার নাম্বারটি তার মোবাইলে বেশি উঠবে।  সেই নাম্বারটি সংগ্রহ করে রেখে দিতে পারেন বা অন্য কেউ দিতে পারেন। 

যেমন আপনি অন্যের নাম্বার মোবাইলে তুলে কল দিলেন কিছুক্ষণ পর দেখতে পাবেন তার মোবাইলে একটি নাম্বার থেকে কল এসেছে।  সেই নাম্বারটি সংগ্রহ করে রেখে দিতে পারবেন।

বাংলালিংক কাস্টমার কেয়ার ১২১  নাম্বারে কল দিয়েও আপনার নাম্বারটি সংগ্রহ করতে পারেন।  তবেই প্রক্রিয়াটি অনেক ঝামেলা এবং ব্যয় সাপেক্ষ।  যা আপনার অর্থ এবং সময়  নষ্ট হবে। 

 এছাড়াও বাংলালিংক অ্যাপস ব্যবহার করে সহজেই আপনার নাম্বারটি বের করতে পারবেন।  আপনি প্রথমে banglalink অ্যাপস ডাউনলোড করবেন এবং সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন।  তখন দেখতে পারবেন আপনার ব্যালেন্স সহ টাকার মেয়াদ ও আপনার কাঙ্খিত নাম্বার সহ সকল তথ্য। 

বাংলালিংক নাম্বার দেখার কোড ২০২৫

বাংলালিংক নাম্বার দেখার কোড হচ্ছে *৫১১# গ্রাহকরা তাদের নিজের নাম্বার বের করতে পারবে *৫১১# এই কোডটি ডায়াল করার মাধ্যমে। বাংলালিংক কোম্পানী তাদের কাস্টেমারকে বাংলালিংক সিম নাম্বার দেখার কোড দিয়ে রেখেছেন যেন তারা সহজেই নিজের সিমের নাম্বার জানতে পারেন।

বাংলালিংক নাম্বার বের করার উপায়ঃ 

বাংলালিংক নাম্বার বের করার উপায় হচ্ছে তাদের কোডটি মনে রাখা।  তাদের দেওয়া কোডটির মাধ্যমে সহজেই  বাংলালিংক নাম্বার বের করা যায়। আমরা অনেকেই জানি বাংলালিংক নাম্বার দেখার কোড হচ্ছে *৫১১# ।শুধুমাত্র এই কোডটির মাধ্যমেই মুহূর্তের মধ্যে নিজের নাম্বার বের করা সম্ভব।

  • প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে যান
  • ডায়াল করুন *৫১১#
  • এবং কল করুন
  • কিছু ক্ষনের মধ্যে আপনার নাম্বার ডিসপ্লেতে দেখাবে

তাছাড়াও অন্য একটি নাম্বারে কল দিয়ে নিজের নাম্বার বের করা যায়।  এজন্য আপনার ব্যালেন্সে টাকা রাখতে হবে কেননা টাকা ছাড়া কল দেওয়া যাবে না।  অন্যজনের নাম্বার  ডায়াল করার পর দেখতে পাবেন আপনার কাঙ্খিত নাম্বারটি সেই নাম্বারটি সংরক্ষণ বা সেভ করে রাখতে পারেন।

এছাড়াও বাংলালিংক আপ্স ব্যবহার করে বাংলালিংক নাম্বার পেতে পারি। এজন্য প্রথমে আপ্সটি এন্সটল করে রেজিষ্টাশন করে নিতে হবে। রেজিষ্টাশন প্রক্রিয়া শেষ হও্যার পর আপনি আপনার আপ্সে প্রবেশ করে আপনার সকল ব্যালেন্স সহ আপনার কাংক্ষিত নাম্বারটি দেখতে পারেন। এ ক্ষেতে সমস্যা হল আপনার সিমে ইন্টারনেট বালেন্স রাখতে হবে কেননা ইন্টারনেট ছাড়া বাংলালিংক সফটও্যার চলে না।

পরিশেষে বলতে পারি বাংলালিংক  নাম্বার কোড ব্যবহারের মাধ্যমে কোন রকম ঝামেলা ছাড়াই নিজের সিম নাম্বার দেখতে পারবেন। অন্যন্যা যে পদ্ধতি রয়েছে বাংলালিংক নাম্বার চেক করার জন্য সে সব পদ্ধতিতে মুল ব্যালেন্স টাকা বা ইন্টারনেট থাকতে হবে কিন্তু কোড ডায়ালের মাধ্যমে কোন খরচ ছাড়াই বাংলালিংক ফোন নাম্বার দেখতে পারবেন।

বাংলালিংক ফোন নাম্বার চেক কোড

 বাংলালিংক ফোন নাম্বার চেক কোড হচ্ছে *৫১১# এই কোটি ডের মাধ্যমে সহজেই বাংলালিংক ফোন নাম্বার পাওয়া যায়।  আপনি যদি আপনার নাম্বারটি না জেনে থাকেন তাহলে ইউ এস এস ডি কোডটি  ডায়াল করার পর নাম্বার জেনে নিতে পারেন।

বাংলালিংক ব্যালেন্স চেক কোডসমূহ

  • বাংলালিংক মোবাইল ব্যালান্স চেক কোড

বাংলালিংক মোবাইল ব্যালান্স চেক কোড *১২৪#

  • বাংলালিংক মিনিট চেক কোড 

বাংলালিংক মিনিট চেক কোড হচ্ছে *১২১*১০০#

  • বাংলালিংক এসএমএস চেক কোড

বাংলালিংক এসএমএস চেক কোড হচ্ছে *১২৪৮৪#

  • বাংলালিংক ইন্টারনেট ব্যালান্স চেক কোড 

বাংলালিংক ইন্টারনেট ব্যালান্স চেক কোডটি হল *৫০০০*৫০০# অথবা *১২৪*৪#

বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর

যেকোনো সময় বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন করার জন্য ১২১  এই নাম্বারটি ব্যবহার হয়। এখানে ফোন দিয়ে প্রথমে ভাষা সিলেট করুন এবং গ্রাহক সেবা প্রতিনিধির সাথে কথা বলতে নির্দিষ্ট ডিজিট প্রেশ করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলুন। 

আরো জানুনঃ

সর্বশেষ

আশা রাখছি এই পোষ্টটি আপনি পড়েছেন এবং জানতে পেরেছেন কিভাবে বাংলালিংক নাম্বার দেখার কোড ডায়ালের মাধ্যমে মোবাইল নাম্বার জানা যায়।  আরো বিভিন্ন পদ্ধতিতে আমরা মোবাইল নাম্বার পেতে পারি সে সম্পর্কেও বিশদ আলোচনা করা হয়েছে।  আপনি যদি বাংলালিংক নাম্বার বের করতে কোনরূপ ঝামেলা সম্মুখীন হন তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন।  আমি সমস্যার সমাধান করার জন্য সদা প্রস্তুত ধন্যবাদ।

Scroll to Top