২ টাকায় এসএমএস সকল অপারেটরে কেনার টেকনিক ২০২৫

২ টাকায় এসএমএস নিয়ে আজের পোস্টে আলোচনা করব। প্রায় সকল অপারেটরে ২ টাকায় এসএমএস অফার রয়েছে। টেলিকম অপারেটর গুলো সর্বনিম্ন মুল্যে এসএমএস সার্ভিস প্রভাইড করে থাকে। কিন্তু আমরা জানি না কি কোড ডায়াল করে মাত্র ২ টাকায় এসএমএস কেনা যায়।

গ্রামীনফোন বাংলালদেশের সেরা নেটওয়ার্কের একটি। এ সিমের গ্রাহন সংখ্যা ৭ কোটির উপরে। বাংলালদেশের প্রত্যান্ত অঞ্চলে জিপি সিমের নেটওয়ার্ক সর্বরাহ রয়েছে।

বর্তমানে দেশের মানুষ স্মার্টফোন ব্যবহারের প্রতি আকৃষ্ট হওয়ায় অনলাইনে যোগাযোগ বেশী হয়। তাই বাটন ফোনে এসএমএস প্রচলন অনেক কমে গেছে। তারপর ও অনেকেই এসএমএসের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। 

কিন্তু বর্তমান বাজার মান বৃদ্ধি হওয়ার সকল পন্যের দাম বেড়েছে। বাদ যায় নি টেলিকম নেটওয়ার্ক সার্ভিস। নেটওয়ার্ক অপারেটর গুলো ভয়েজ, ইন্টারনেট, সহ সকল অফার সমুহের দাম বাড়িয়েছে। এবং অফার গুলোর দাম বৃদ্ধির পাশাপাশি মেয়াদের সিমা কমিয়ে দিয়েছে।

জিপি সিমে ২ টাকায় ৫০ এসএমএস আগে গ্রাহকরা উপভোগ করত কিন্তু বর্তমানে সেই অফার টি ২ টাকায় ২৫ এসএমএস দেয়। যার মেয়াদ থাকে মাত্র ৩ দিন। তাই নতুন সকল এসএমএস অফার সহ সকল জিপি সিমের এসএমএস অফার নিয়ে বিস্তারিত তথ্য এই আর্টিকেলে আলোচনা করা করব।

আশাকরি আর্টিকেল আপনাদের অনেক উপকারে আসবে। চলুন  তাহলে জিপি ২ টাকায় এসএমএস ও গ্রামীনফোন এসএমএস কেনার কোড সম্পর্কে সকল তথ্য জেনে নেই।

জিপি ২ টাকায় এসএমএস ২০২৫

বাংলাদেশে সময়ের সাথে সকল জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। গ্রামীনফোনের সকল অফার ও এসএমএস প্যাকের দাম বেড়েছে কয়েক গুন। কিছু দিন আগে জিপি সিমে ২ দিয়ে ৫০ টি এসএমএস কেনা যেত। 

যা বর্তমানে কেনা সম্ভব নেয়। এখন জিপি ২ টাকায় ২৫ এসএমএস দেওয়া হয়। এই এসএমএস প্যাকের মেয়াদ মাত্র ৩ দিন। এই অফারটি জিপি সিমের সকল গ্রাহক উপভোগ করতে পারবেন। গ্রামীনফোনে ২ টাকায় ২৫ এসএমএস দিনে একাধিক বার নিতে পারবেন।

জিপি ২ টাকায় ২৫ টি এসএমএস কেনার কোড

জিপি ২ টাকায় ২৫ টি এসএমএস কেনার কোড কী? সে সমপর্কে যদি আপনার সঠিক ধারনা না থাকে তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি আপনাকে জানাব কিভাবে ২ টাকায় ২৫ এসএসএম নিতে হয়। গ্রামীনফোনে ২ টাকায় ২৫ এসএমএস কেনার কোড ব্যবহার করে কিভাবে কনতে পারি।

জিপি সিমে ২ টাকায় ২৫ টি এসএমএস কেনার কোড হল *121*1015*2# যার মেয়াদ পাবেন ৩ দিন। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১*২#।

আরো পড়ুনঃ

আপনি চাইলে এসএমএস মাধ্যমে এই অফারটি একটিভ করতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। তারপর লিখতে হবে S3 পাঠাতে হবে 8426 নাম্বারে।

ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে মেসেজ কেনার বিস্তারিত তথ্য দেওয়া হবে।

রবি ২ টাকায় এসএমএস

আপনি যদি রবি সিম ব্যবহার করেন তাহলে রবি ২ টাকায় এসএমএস প্যাক দেখতে পারেন। যারা অল্প টাকায় অধিক পরিমান এসএমএস কিনতে চান তাদের জন্য ২ টাকার এসএমএস প্যাক দারুন হবে। দিনে এখাধিক বার এই অফারটি নিতে পারবেন। 

রবি ২ টাকায় এসএমএস কেনার জন্য ডায়াল করুন *৮৬৬৬*৪০#। ৪০ টি এসএমএস পাবেন যার মেয়াদ থাকবে ২৪ ঘন্টা। এই এসএমএস অফার টি দিনে যত বার খুশি নিতে পারবেন।

 ২ টাকায় এসএমএস প্যাক লিস্ট।

২ টাকায় এসএমএস প্যাক লিস্ট আমরা এই পোষ্টের মাধ্যমে সংযুক্ত করেছে।  যাতে সহজেই অল্প টাকায় ২ টাকায় এসএমএস প্যাক উপভোগ করতে পারেন। নিচে ছক থেকে ২ এসএমএম কোড ডায়াল করে কিনে ফেলুন।

২ টাকায় এসএমএস প্যাক লিস্ট

প্যাকটাকাঅপারেটরকোডমেয়াদ
২৫ এসএমএস২ টাকাজিপি*121*1015*2#৩ দিন
৪০ এসএমএস৩ টাকারবি*8666*40#২৪ ঘন্টা
৪০ এসএমএস৩ টাকাএয়ারটেল*321*200#১২ ঘন্টা

শেষ কথা

আশা করি পুরো আর্টিকেলটি ভালোভাবে পড়েছেন এবং জানতে পেরেছেন ২ টাকা এসএমএস কেনার সকল টেকনিক। আমরা এই পোস্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করেছি জিপি ২ টাকায় এসএমএস ও রবি ২ টাকায় এসএমএস কেনার সহজ টেকনিক।

বলতে পারি আপনি এখন সহজে এই অল্প টাকার এসএমএস প্যাক কিনতে পারবেন। তার পর ও যদি কিনতে কোন রকম সমস্যা হয়। তাহলে আমাদের কে জানাবেন আমরা আপনাদে মেসেজ কিনতে সর্বাত্তক সহযোগীতা করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদে অসংখ্য ধন্যবাদ।

Scroll to Top