কম টাকায় বেশি এসএমএস কিনতে এখানে এসেছেন। তাহলে আপনি চিন্তা করবেন না। আপনি সঠিক জায়গায় আসেন। এখানে এসএমএস রিলেটেড সকল তথ্য শেয়ার করা হবে। আমরা যারা মোবাইল ব্যবহার করি তাদের কম বেশি মেফেজ পাঠানোর প্রয়োজন হয়ে থাকে।
বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে শুরু করেছে। তাই এখন প্রায় মানুষের হাতে হাতে স্মার্টফোন আছে। অনেকের কাছে স্মার্টফোন থাকলে তার আপনজনদের কাছে ট্যাস ফোন না থাকায়। ইন্টারনেটের মাধ্যমে মেসেজ পাঠাতে পারে না।
তাই তাদের প্রয়োজন হয় এসএমএস কেনার কেননা টাকা দিয়ে এসএমএস সেন্ট করা অনেক ব্যয় সাপেক্ষ্য। তাই অনেকে কম টাকায় বেশি এসএমএস কেনার জন্য একে অন্যকে জিজ্ঞাসা করে থাকে। তারা জানে না কম টাকায় sms কেনার কোড বা কত টাকায় কত sms পাওয়া যায়।
চিন্তা করবেন না আমরা আজকের পর্বে দেখাব যে কোন অপারেটরে কম টাকায় বেশি এসএমএস কেনার সবচেয়ে সহজ টেকনিক। ধৈর্য সহকারে আমাদের পোস্টটি এ টু জেট পড়তে থাকুন।
জিপি ১৯ টাকায় ৫০০ এসএমএস
জিপি ১৯ টাকায় ৫০০ এসএমএস অফারটি যে কারো মন জয় করে নিবে। কেননা মাত্র ১৯ টাকায় আপনি ৫০০ মেসেজ পাঠাতে পারবেন। 19 টাকা দিয়ে ৫০০ এসএমএস ক্রয় করা হলে মেয়াদ পাবেন ৩০ দিন।
আপনি যদি চান এই অফারটি একাধিকবার নিতে পারবেন। আর এই মেসেজগুলো যে কোন অপারেটরে পাঠাতে পারবেন। গ্রামীনফোনে ৫০০ এসএমএস কেনার জন্য কোন কোড নেই। অর্থাৎ আপনি চাইলেই কোড ডায়াল করার মাধ্যমে এই অফারটি এক্টিভ করতে পারবেন না।
অফারটি নিতে আপনাকে মাই-জিপই অ্যাপস ব্যবহার করতে হবে। সেখান থেকে মাত্র ১৯.৫ টাকা খরচ করে ৫০০ এসএমএস ক্রয় করতে পারবেন।
মুলত এটাই ছিল গ্রামীনফোনে কম টাকায় বেশি এসএমএস পাওয়ার মুল তথ্য। আশা করি গ্রামীন ফোনে এই অফার সহজেই একটিভ করে নিতে পারবেন।
বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস
বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস যে কারো জন্য দারুন হবে। বাংলাদেশের সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে টেলিকম ক্ষেত্রেও এর প্রভাব কম পড়েনি। বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস আগে দিয়েছে।
কিন্তু এখন ৫০০ এসএমএস ৫ টাকায় পাওয়া যায় না। ৫০০ এসএমএস কিনতে আপনাকে খরচ করতে হবে ৩০ টাকা মেসেজ সকল অপারেটরে পাঠাতে পারবেন। একাধিক বার অফার টি একটিভ করতে পারবেন।
মেসেজ গুলো যে কোন নেটওয়ার্কের ব্যবহার করা যাবে। ৫০০ এসএমএসের মেয়াদ পাবেন ৩০ দিন।
বাংলালিংক কম টাকায় ৫০০ এসএমএস কেনার জন্য *১১০০*৯*১# যার মুল্য ৩০ টাকা। মেসেজ গুলো যে কোন নেটওয়ার্কের ব্যবহার করা যাবে। প্যাকটির মেয়াদ পাবেন ৩০ দিন। এসএমএস ব্যলেন্স চেক করতে *১২১*১০০# ডায়াল করুন।
পরিমান | টাকা | কোড | ব্যালেন্স চেক | ব্যবহার |
৫০০ এসএমএস | ৩০ টাকা | *১১০০*৯*১# | *১২১*১০০# | সব নেটওয়ার্ক |
আজকের এই ছিল বাংলালিংক সিমে কম টাকায় বেশি এসএমএস কেনার আলোচনা। আশাকরি এই অফার টি আপনার খুব পছন্দ হবে।
রবি ৫ টাকায় ৫০০ এসএমএস
এখন রবি ৫ টাকায় ৫০০ এসএমএস পাওয়া যায়। মাত্র ৫ টাকা এতগুলো মেসেজ যে কারো মন কেরে নিবে। মেসেজ গুলো যে কোন অপারেটরে ব্যবহার করা যাবে না।
রবি সিমে ৫ টাকায় ৫০০ এসএমএস কেনার জন্য ডায়াল করুন *১২৩*২*৭*১# যার মেয়াদ পাবেন ৩০ দিন। ব্যালেন্স চেক করতে ডায়াল করতে *২২২*৮# মেসেজ রবি থেক রবি এবং এয়ারটেল পাঠানো যাবে। একাধিক বার এই অফার নিতে পারবেন।
অফার শর্তাবলীঃ
- অফার এর মেয়াদ ৩০ দিন
- এসএমএস এর মূল্য ৫ টাকা
- এসএমএস প্যাকেজটি কিনতে ডায়াল করুন *১২৩*২*৭*১
- এসএমএস গুলো রবি থেক রবি এবং এয়ারটেল ব্যবহার করা যাবে।
- প্যাক একাধিকবার কেনা যাবে
After all, রবি ৫০০ এসএমএস কেনার প্রসেস সম্পর্কে বিস্তারিত ধারনা পেয়ে গেছেন। আশা করি এসএমএস কিনতে পারবেন।
রবি ১০০০ এসএমএস ১৮ টাকায়
রবি সিমে ১০০০ এসএমএস মাত্র ১৮ টাকায় নিতে ডায়াল করুন *১২০*২*৩*২# যার মেয়াদ থাকবে ৩০ দিন। রবি টু রবি এবং এয়ারটেল সিমে এই মেসেজ গুলো পাঠানো যাবে। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *২২২*৮#। একাধিক বার অফার ক্রয় করতে পারবেন।
অফার শর্তাবলীঃ
- অফার এর মেয়াদ ৩০ দিন
- এসএমএস এর মূল্য ১৮ টাকা
- এসএমএস প্যাকেজটি কিনতে ডায়াল করুন *১২০*২*৩*২#
- এসএমএস গুলো রবি থেক রবি এবং এয়ারটেল ব্যবহার করা যাবে।
- প্যাক একাধিকবার কেনা যাবে
এয়ারটেল ৫ টাকায় ২০০ এসএমএস
এয়ারটেল ৫ টাকায় ২০০ এসএমএস পেতে আপনারে দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি কোড ডায়াল করে অপরটি মাই-এয়ারটেল এপ্স ব্যবহার করে।
মাই-এয়ারটেল এপ্স ব্যবহার করে সহজেই এসএমএস গুলো কিনতে পারবেন। এজন্য আপনাকে এয়ারটেল আপসে প্রবেশ করতে হবে। এরপর এসএমএস প্যাক অপশন দেখতে হবে কম টাকায় ২০০ এসএমএস কোথায় আছে।
এয়ারটেল ৫ টাকায় ২০০ এসএমএস কেনার জন্য ডায়াল *৩২১*১৫০# যার মেয়াদ পাবেন ৩০ দিন। এসএমএস যে কোন অপারেটরে ব্যবহার যাবে। এসএমএস ব্যালেন্স চেক করতে *৭৭৮*৬#
অফার শর্তাবলীঃ
- অফার এর মেয়াদ ৩০ দিন
- এসএমএস এর মূল্য ৫ টাকা
- ২০০ এস এম এস পাবেন
- এসএমএস প্যাকেজটি কিনতে ডায়াল করুন *৩২১*১৫০#
- এসএমএস চেক করতে *৭৭৮*৬#
- এসএমএস গুলো এয়ারটেল থেকে যে কোন অপারেটরে ব্যবহার করা যাবে।
- প্যাক একাধিকবার কেনা যাবে
২০০ টাকা ৫ টাকা টেলিটক
টেলিটক সিমে ২০০ এস এম এস কিনতে এখনি ডায়াল *১১১*৫#। এই অফারের মেয়াস পাবেন ৩ দিন এবং এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১৫২#। মেসেজ গুলো যে কোন অপারেটরে ব্যবহার করা যাবে।
অফার শর্তাবলীঃ
- অফার এর মেয়াদ ৩ দিন
- এসএমএস এর মূল্য ৫ টাকা
- ২০০ এস এম এস পাবেন
- এসএমএস প্যাকেজটি কিনতে ডায়াল করুন *১১১*৫#
- এসএমএস চেক করতে *১৫২#
- এসএমএস গুলো যে কোন অপারেটরে ব্যবহার করতে পারবেন।
- প্যাকটি একাধিকবার কেনা যাবে
Finally, এটাই ছিল এয়ারটেল ৫ টাকায় ২০০ এসএমএস কেনার কোড আশাকরি আপনি সঠিক ভানে কাজ টি করত পেরেছেন।
শেষ কথা
আশাকরি আজকের পর্বটি ভাল্ভাবে পড়েছেন এবং জানতে পেরেছেন। কিভাবে কম টাকায় বেশি এসএমএস পাওয়া যায়। আমরা সকল নেটওয়ার্কের বেশী টাকায় এসএমএস নেওয়া কোড সহ মেসেজ সিস্টেম আলোচনা করেছি।
বাংলাদেশের অপারেটর গুলো সকল অফার পরিবর্তন করে। তাই আমাদের দেওয়া sms কেনার কোড সহ টাকার পরিমান পরিবর্তন হতে পারে।
all things considered, আমরা প্রতিনিয়ত পোস্ট আপডেট করার চেষ্টা করব। আপনারা যদি জানেন কত টাকায় কত sms পাওয়া যায়। তাহলে আমাদের কমেন্ট বক্স লিখুন। আমরা সঠিক তথ্য দিয়ে আপনাকে সহযোগীতা করব।