আজকে ৫ টাকায় ৫০০ এসএমএস নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব। বাংলাদেশে মোট ৫ টি নেটওয়ার্ক কোম্পানী রয়েছে। এ সব কোম্পানী কম টাকায় বেশি এসএমএস অফার করে থাকে।
বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। এখন প্রায় প্রত্যকের কাছে স্মার্টফোন রয়েছে যার কারনে তারা ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে। এরপরও অনেক আছেন যাদের স্মার্টফোন নেই। তাদের এসএমএসের মাধ্যমে তথ্য শেয়ার করতে হয়। এমতাবস্থায় তারা কম টাকায় বেশি এসএমএস কেনার জন্য বিভিন্ন সোর্সে সন্ধান করে থাকেন।
আমরা দেখিছি, অনেকেই প্রতিদিন গুগুলে সার্চ করেন যে ৫ টাকায় ১০০ এসএমএস কেনার কোড কত। বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস কিভাবে কিনব। এবং ৫ টাকায় ৫০০ এসএমএস এয়ারটেল কত ডায়াল করতে হয়।
মানে যে কোন গ্রাহক কম টাকায় বেশি এসএমএস কিনতে চায়। উপযুক্ত তথ্যের অভাবে কম টাকায় বেশি এসএমএস প্যাক কিনতে পারে না। তাই আমরা এই পোস্টটি সাজিয়েছি সেই সব গ্রাহকের সমস্যার সমাধানের জন্য। যারা মাত্র ৫ টাকায় এসএমএস কিনতে চান।
আর কথা বাড়াব না। চলুন এবার মুল আলোচনায় ফিরে আসি।
৫ টাকায় ৫০০ এসএমএস ২০২৫
বাংলাদেশে পাচটি টেলিকম অপারেটর রয়েছে। এ নেটওয়ার্ক অপারেটর গুলো এসএমএস সার্ভিস প্রভাইড করে। গ্রাহকের ইন্টেন্ট বুঝে এরা ৫ টাকায় ১০০ অথবা ৫০০ এসএমএসের অফার রেখেছে। কিন্তু অনেক গ্রাহক এ বিষয়ে অবগত নন যে ৫ টাকায় এসএমএস সার্ভিস পাওয়া যায়।
তাদের জন্য আজকের এ আয়োজন, এই আর্টিকেলে সকল অপারেটরে ৫ টাকায় সকল এসএমএস অফার গুলো নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেব।
আপনি যদি ৫ টাকায় এসএমএস কিনতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। সমপূর্ন পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ পড়তে থাকুন। আপনি যেই অপারেটরের হন না কেন। অল্প টাকায় বেশি এসএমএস কেনার টেকনিক আপনাদের সাথে শেয়ার করব।
জিপি ৫ টাকায় ১০০ এসএমএস
জিপি ৫ টাকায় ১০০ এসএমএস কিভাবে কিনতে হয় সে বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। গ্রামীনফোন এসএমএস প্যাকের মধ্যে এটিই ১০০ এসএমএস প্যাক। যার মেয়াদ পাবেন ৪দিন। এই এসএমএস গুলো সকল অপারেটরে ব্যবহার করা যাবে। গ্রামীনফোন ৫ টাকায় ১০০ এসএমএস একাধিক বার নিতে পারবেন।
জিপি ৫ টাকায় ১০০ এসএমএস কেনার কোড হচ্ছে * 121 * 1015 * 1 # যা আপনি ৪ দিন মেয়াদ পাবেন। ইহা যে কোন অপারেটরে ব্যবহার করা যাবে। এই অফার নিলে সর্বমোট ৭ টাকা খরচ হবে। এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১*২#।
আশাকরি গ্রামীন ফোনে ৫ টাকায় ১০০ এসএমএস কেনার তথ্য পেয়ে গেছেন। কিছু দিন আগে জিপি সিমে ৫ টাকায় ৫০০ এসএমএস দেওয়া হত। তার কিছু দিন পর ২০০ এসএমএস দিতো। কিন্তু বর্তমানে ৫ টাকায় ১০০ এসএমএসের উপর দেয় না।
প্যাকেজ নাম | মূল্য | এক্টিভেট কোড | মেয়াদ | ব্যালেন্স চেক |
১০০ এসএমএস | টাকা ৫ | *121*1015*1# | ৪ দিন | *১২১*১*২# |
অফারের শর্তাবলীঃ
- এই অফারটি নিতে, *121*1015*1# ডায়াল করুন ।
- জিপি এসএমএস অফারটির মেয়াদ 04 দিন পাবেন।
- এই অফারের দাম ৫ টাকা ভ্যাট সহ ৭ টাকা
- অবশ্যই এই অফারটি ব্যবহার করুন (জিপি-জিপি)।
- এই অফারের সাথে ভ্যাট যুক্ত associated
- একাধিকবার অফার কিনতে পারবেন।
- বাকি এসএমএস মেয়াদ শেষ হওয়ার পরে ব্যবহার করা হবে না।
বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস
বাংলালিংক ৫ টাকায় ৫০০ এসএমএস প্যাক টি সকলের জন্য দারুন ছিল। কিন্তু বর্তমান বাজারে সব জিনিসের দাম বেড়ে যাওয়ার বাংলালিংক এসএমএসের দাম বৃদ্ধি পেয়েছে। এখন যদি বাংলালিংকের ৫ টাকায় এসএমএস অফার নিত চান তাহলে ৭০ টি এসএমএস পাবেন।
এই এসএমএস গুলো বাংলালিংক সহ সকল অপারেটরে পাঠাতে পারবেন। ৭০ টি এসএমএসের দাম ৫ টাকা কিন্তু ভ্যাট সহ ৭ টাকা কেটে নেওয়া হবে।
বাংলালিংক ৭ টাকায় ৭০এসএমএস নিতে ডায়াল করুন *১১০০*৫*৫# এই প্যাক মেয়াদ পাবেন ৭ দিন। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২৪*১৭#। এই এসএমএস সকল নাম্বারে পাঠানো যাবে।
অফারের শর্তাবলীঃ
- এই অফারটি নিতে, *১১০০*৫*৫# ডায়াল করুন ।
- বাংলালিংক এসএমএস অফারটির মেয়াদ ৭ দিন পাবেন।
- এই অফারের দাম ৫ টাকা ভ্যাট সহ ৭ টাকা
- অবশ্যই এই অফারটি সকল অপারেটরে পাঠাতে পারবেন।
- এই অফারের সাথে ভ্যাট যুক্ত associated
- একাধিকবার অফার কিনতে পারবেন।
৫ টাকায় ৫০০ এসএমএস এয়ারটেল
৫ টাকায় ৫০০ এসএমএস এয়ারটেল নিতে আপনি সঠিক জায়গায় আছেন। এই পর্বে আপনাকে দেখাব ৫ টাকায় কিভাবে ৫০০ এসএমএস নিতে হয়। কম টাকায় বেশি এসএমএস দেওয়ার জন্য এয়ারটেল সেরা।
এয়ারটেল ৫ টাকায় ৫০০ এসএমএস নিতে ডায়াল করুন *৩২১*১১৫১# যার মেয়াদ পাবেন ৩ দিন। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*২#। এই এসএমএস গুলো এয়ারটেল এবং রবি সিমে পাঠানো যাবে।
অফারের শর্তাবলীঃ
- এই অফারটি নিতে, *৩২১*১১৫১# ডায়াল করুন ।
- এয়ারটেল এসএমএস অফারটির মেয়াদ ৩দিন পাবেন।
- এই অফারের দাম ৫ টাকা ভ্যাট সহ ৭ টাকা
- এই অফারটি এয়ারটেল এবং রবি নাম্বারে পাঠাতে পারবেন।
- এই অফারের সাথে ভ্যাট যুক্ত হবে
- ব্যালেন্স চেক করতে ডায়াল *৭৭৮*২#
- একাধিকবার অফার কিনতে পারবেন।
এই ছিল ৫ টাকায় ৫০০ এসএমএস এয়ারটেল অফার। আশাকরি এখন এয়ারটেল থেকে সহজেই এই অফার টি লুফে নিতে পারবেন।
রবি ৫ টাকায় ৫০০ এসএমএস
রবি ৫ টাকায় ৫০০ এসএমএস কেনার জন্য কোড ডায়াল করতে হবে। রবি সিমে কম টাকায় বেশি এসএমএস অফার দিয়ে থাকে। কিন্তু এই ৫০০ এসএমএস অফার বর্তমানে নেই। এখন আপনি ৫ টাকায় ১৮০ এসএমএস পাবেন
রবি ৫ টাকায় ৫০০/১৮০ এসএমএস নিতে কোড ডায়াল করুন *123*2*7*1#। এই প্যাক টির মেয়াদ পাবেন ৩০ দিন। এসএমএস রবি এবং এয়ারটেল সিমে ব্যবহার করা যাবে। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *২২২*১২#।
অফারের শর্তাবলীঃ
- এই অফারটি নিতে, *123*2*7*1# ডায়াল করুন ।
- রবি এসএমএস অফারটির মেয়াদ ৩দিন পাবেন।
- এই অফারের দাম ৫ টাকা ভ্যাট সহ ৭ টাকা
- এই অফারটি এয়ারটেল এবং রবি নাম্বারে পাঠাতে পারবেন।
- এই অফারের সাথে ভ্যাট যুক্ত হবে
- ব্যালেন্স চেক করতে ডায়াল *২২২*১২#
- একাধিকবার অফার কিনতে পারবেন।
টেলিটক ৫ টাকায় ১০০ এসএমএস
টেলিটক ৫ টাকায় ১০০ এসএমএস কেনার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি ইচ্ছা করলেই এই অফার টি লুফে নিতে পারেন। টেলিটক ৫ টাকায় ১০০ এসএমএস অফার এখন সচল আছে কিনা সে বিষয়ে জান নেই। যদি এখনও অফার টি থাকে তাহলে নিচে অনুসরন করুন।
৫ টাকায় ১০০ এসএমএস কেনার জন্য ডায়াল কোড নেই। আপনাদে্র মেসেজের মাধ্যমে এই অফারটি নিতে হবে।
টেলিটক ৫ টাকায় ১০০ এসএমএস কেনার জন্য মেসেজ অপশনে যান এবং লিখুন SB এবং পাঠিয়ে দিন 111 নাম্বারে ফিরতি এসএমএসের মাধ্যমে অফার ক্রয় নিশ্চিত করা হবে।
তা ছাড়াও টেলিটকে ১০ টাকায় ৯৬ এসএমএস পাওয়া যায়। এ জন্য আপনাকে ডায়াল করতে হবে *১১১*১০# অথবা মেসেজ দিন TS/Ts/ts লিখে 111 নম্বরে।
এই এসএমএস যে কোন নাম্বারে ব্যবহার করা যাবে। যার মেয়াদ পাবেন ৫ দিন। এই অফারটি একাধিক বার ক্রয় করতে পারবেন।
এই ছিল টেলিটক ৫ টাকায় ১০০ বা ১০ টাকায় ৯৬ এসএমএস কেনার কোড বা মেসেজ। আশাকরি এই বিষয়ে আর কোন ডাউট নেই।
নিচে সকল অপারেটরের ৫ টাকায় এসএমএস প্যাকের লিস্ট সংযুক্ত করে দেওয়া হল। আপনার পছন্দ অনুসারে কোড ডায়াল করে এসএমএস অফার এক্টিভ করতে পারবেন।
অপারেটর | টাকা | এসএমএস | কোড | মেয়াদ | চেক |
গ্রামীনফোন | ৫ টাকা | ১০০ | *১২১*১৯১৫*১# | ৪ দিন | *১২১*১*২# |
বাংলালিংক | ৫ টাকা | ৭০ | *১১০০*৫*৫# | ৭ দিন | *১২৪*১৭# |
এয়ারটেল | ৫ টাকা | ৫০০ | *৩২১*১১৫১# | ৩০ দিন | *৭৭৮*২# |
রবি | ৫ টাকা | ১৮০ | *১২৩*২*৭*১# | ৩০ দিন | *২২২*১২# |
টেলিটক | ৫ টাকা | ১০০ | *১১১*১০# | ৫ দিন | *১১১# |
আরো পড়ুনঃ
সর্বশেষ কথা
আশাকরি আমাদের নিবন্ধনটি পড়েছেন এবং জেনেছেন ৫ টাকায় এসএমএস অফার গুলো। আমরা সকল অপারেটরের ৫ টাকা দিয়ে এসএমএস কেনার প্রসেসে দেখিয়েছি। ৫ টাকার এসএমএস অফার সকল গ্রাহকের প্রথম চয়েজ।
৫ টাকায় এসএমএস অফার গুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাল লেগেছে রবি সিমের। তারা রবি ৫ টাকায় ৫০০ এসএমএস প্রদান করে। তবে এসএমএস গুলোর শুধু মাত্র রবি থেকে রবি এবং এয়ারটেল সিমে ব্যবহার করা যাবে।
আপনার কাছে কোন অফারটা বেশী ভাল লেগেছে সেটি লিখে আমাদের কমেন্ট বক্স জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্য বাদ।