এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ সিঙ্গাপুর। এশিয়া মহাদেশের উন্নত দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। দক্ষিণ পূর্ব অঞ্চলের দেশ সিঙ্গাপুরের অধিকাংশ লোক বৌদ্ধ ধর্মের অনুসারী। তবে বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুরের মোট জনসংখ্যার আনুমানিক ১৪ শতাংশ মুসলিম প্রবাসী থাকায় অনেকেই সিঙ্গাপুর আজকের ইফতারের সময় সম্পর্কে জানার জন্য অনলাইনে অনুসন্ধান করছে।
আরবি বছরের নবম মাস অর্থাৎ রমজান মাসে মহান আল্লাহ সকল মুসলমানের জন্য ৩০ টি রোজা ফরজ করেছেন। বর্তমানে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা ও ব্যবসা সহ নানা প্রয়োজনে সিঙ্গাপুরে অবস্থান করছে। এ সকল মানুষের কথা চিন্তা করে আজকের এই পোস্টে আমরা সিঙ্গাপুরের ১ম রোজার ইফতারের সময় সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করব।
সিঙ্গাপুর আজকের ইফতারের সময়
ইতিমধ্যেই সিঙ্গাপুরের ইসলামিক চাঁদ দেখা কমিটি পবিত্র রমজান মাসের রোজা কবে থেকে শুরু হতে যাচ্ছে তা প্রকাশ করেছে। সিঙ্গাপুর ইসলামিক চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আগামী মার্চ মাসের ১১ তারিখ পবিত্র রমজান মাসের প্রথম রোজা পালন করা হবে। অর্থাৎ সিঙ্গাপুরের প্রথম রোজা ১১ই মার্চ বৃহস্পতিবার পালন করা হবে।
রমজান মাস বিশ্বের সকল মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ফরজ আদায়ের মাস অর্থাৎ রোজা পালন করার মাস। সিঙ্গাপুর মুসলিম দেশ না হলেও বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশের অনেক মুসলমান সিঙ্গাপুরে বসবাস করেন। ২০২৪ সালের মার্চ মাসের ১১ তারিখ অর্থাৎ সিঙ্গাপুর আজকের ইফতারের সময় সন্ধ্যা ৭ টা ১২ মিনিট।
দিন | সেহরি | ইফতার | তারিখ |
---|---|---|---|
1 | 06:02 AM | 7:18 PM | 11 মার্চ 2024 |
2 | 06:02 AM | 7:18 PM | 12 মার্চ 2024 |
3 | 06:01 AM | 7:18 PM | 13 মার্চ 2024 |
4 | 06:01 AM | 7:18 PM | 14 মার্চ 2024 |
5 | 06:01 AM | 7:18 PM | 15 মার্চ 2024 |
6 | 06:00 AM | 7:17 PM | 16 মার্চ 2024 |
7 | 06:00 AM | 7:17 PM | 17 মার্চ 2024 |
8 | 06:00 AM | 7:17 PM | 18 মার্চ 2024 |
9 | 05:59 AM | 7:17 PM | 19 মার্চ 2024 |
10 | 05:59 AM | 7:16 PM | 20 মার্চ 2024 |
11 | 05:59 AM | 7:16 PM | 21 মার্চ 2024 |
12 | 05:58 AM | 7:16 PM | 22 মার্চ 2024 |
13 | 05:58 AM | 7:15 PM | 23 মার্চ 2024 |
14 | 05:58 AM | 7:15 PM | 24 মার্চ 2024 |
15 | 05:57 AM | 7:15 PM | 25 মার্চ 2024 |
16 | 05:57 AM | 7:15 PM | 26 মার্চ 2024 |
17 | 05:57 AM | 7:14 PM | 27 মার্চ 2024 |
18 | 05:56 AM | 7:14 PM | 28 মার্চ 2024 |
19 | 05:56 AM | 7:14 PM | 29 মার্চ 2024 |
20 | 05:56 AM | 7:14 PM | 30 মার্চ 2024 |
21 | 05:55 AM | 7:13 PM | 31 মার্চ 2024 |
22 | 05:55 AM | 7:13 PM | 01 এপ্রিল 2024 |
23 | 05:54 AM | 7:13 PM | 02 এপ্রিল 2024 |
24 | 05:54 AM | 7:13 PM | 03 এপ্রিল 2024 |
25 | 05:54 AM | 7:12 PM | 04 এপ্রিল 2024 |
26 | 05:53 AM | 7:12 PM | 05 এপ্রিল 2024 |
27 | 05:53 AM | 7:12 PM | 06 এপ্রিল 2024 |
28 | 05:53 AM | 7:12 PM | 07 এপ্রিল 2024 |
29 | 05:52 AM | 7:11 PM | 08 এপ্রিল 2024 |
30 | 05:52 AM | 7:11 PM | 09 এপ্রিল 2024 |
সিঙ্গাপুর ১ম রোজার ইফতারের সময়
বর্তমানে সিঙ্গাপুর উন্নত দেশ হওয়ায় অধিক অর্থ উপার্জনের লক্ষ্যে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশ থেকে অসংখ্য মানুষ প্রবাসী হিসেবে সিঙ্গাপুরে বসবাসরত আছেন। সকল মুসলিমগণ বিশ্বের যে কোন দেশেই অবস্থান করুক না কেন রমজান মাসের রোজা তাকে বাধ্যতামূলক পালন করতেই হবে। সিঙ্গাপুরে ২০২৪ সালের ১ম রোজায় সন্ধ্যা সাতটা ১২ মিনিটে ইফতার করার মাধ্যমে শেষ করা হবে।
আজকের ইফতারের সময় সিঙ্গাপুর
রোজা মুসলমানদের জন্য ফরজ ইবাদত হওয়ায় সকল মুসলমান ঈমানের সহিত রোজা পালন করে থাকে। রোজা পালন করার জন্য সময় মতো সেহরি খাওয়া এবং ইফতার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সময় হওয়ার পূর্বে ইফতার করলে রোজা বাতিল বলে গণ্য হবে। তাই ইফতারের সময় জানা অত্যন্ত জরুরী। ২০২৪ সালে সিঙ্গাপুর আজকের ইফতারের সময় ৭ টা ১২ মিনিট।
আজকে সিঙ্গাপুর ইফতার কয়টায়
রোজার বিধান বা নিয়ম নির্দিষ্ট হওয়ায় নির্দিষ্ট নিয়ম মেনেই রোজা পালন করতে হবে। যেমন ইফতারের সময় হলেই কেবল ইফতার করা যাবে। সময় হওয়ার আগে ইফতার করলে রোজা নষ্ট হয়ে যাবে। তাই রোজা পালন করার আগে রোজার ইফতারের সময় জেনে নিতে হবে। সিঙ্গাপুরে ১১ই মার্চ সন্ধ্যা ৭ টা ১২ মিনিটে ইফতার করতে হবে।
শেষ কথা
ইতিমধ্যে আমরা জেনেছি ২০২৪ সালে ১১ই মার্চ মধ্যপ্রাচ্যের সকল দেশের মতো সিঙ্গাপুরেও রোজা পালন শুরু হয়েছে। রোজা পালন করার জন্য ইফতারের সময় জানা জরুরী। তাই এই পোস্টের মাধ্যমে সিঙ্গাপুর আজকের ইফতারের সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।