অনলাইনে বিদ্যুৎ বিল চেক ও পরিশোধ করার নিয়ম ২০২৪

অনলাইনে বিদ্যুৎ বিল চেক করারসঠিক নিয়ম জানাতে আজকের এই পোস্ট। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। সাথে সাথে সেবার মান দিন দিন উন্নত করা হচ্ছে। সরকার কর্তৃক চেষ্টা করা হচ্ছে বিদ্যুৎ এর আওতায় সকল কাজ যেন জনগণ সহজভাবে করতে পারে।

এরই ধারাবাহিকতায় বাড়ানো হচ্ছে সেবার পরিধি। প্রযুক্তিনির্ভর এই যুগে গ্রাম্য পর্যায়ে জনগনেরও ডিজিটালের ছোঁয়া লেগেছে। বাংলাদেশ ডিজিটাল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে বিদ্যুৎ। তার প্রেক্ষিতে দেশে বিদ্যুৎ সেবার মান উন্নত করতে হয়েছে।

এখন মানুষ চাইলেই নিজের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন ঘরে বসেই। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার দিন শেষ। একটি স্মার্টফোন দিয়ে অনলাইনে পল্লী বিদ্যুৎ সহ সকল বিদ্যুৎ বিল চেক করা যায়। 

একটি বিল সম্পর্কে সম্পূর্ণ তথ্য অনলাইনে থেকে সংগ্রহ করা যায়। বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এসব তথ্য আমরা পেয়ে থাকি।  আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে বিদ্যুৎ বিল চেক করা যায়।

পল্লী বিদ্যুৎ বিল

বর্তমানে বাংলাদেশ প্রায় প্রতিটি ঘরেই বিদ্যুতের সংযোগ রয়েছে। হিসাব করে দেখা গেছে বাংলাদেশের প্রায় একতৃতীয়াংশ পল্লী বিদ্যুৎ ব্যবহার রয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে পল্লী বিদ্যুতের ব্যবহার বেশি দেখা যায়। 

পল্লী বিদ্যুৎ সরাসরি সরকারকর্তৃক পরিচালনা করা হয় না। সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমান বিদ্যুৎ ক্রয় করে জনগণকে সাপ্লাই দেওয়া হয়। আজকে পল্লী বিদ্যুৎ নিয়ে সকল প্রকার তথ্য শেয়ার করব।  কিভাবে  অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক, পরিশোধ, বিলের পরিমান, বিলের পরবর্তী আপডেট, বিলের কাগজ সংগ্রহ ইত্যাদি ইত্যাদি বিষয়ে সকল তথ্য উপস্থাপন করব।

অনলাইনে বিদ্যুৎ বিল চেক

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম। বর্তমানে আপনি এক মাসে কত টাকা বিদ্যুৎ খরচ করেছেন তার হিসাব জানতে কাগজের জন্য অপেক্ষা করতে হবে না। এখন আর লম্বা লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করতে হবে না। 

Online বিদ্যুৎ বিল চেক করতে হলে আপনাকে অবশ্যই মোবাইল ব্যাংকিংয়ের সাহায্য নিতে হবে।  মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে  বিল চেক করা যায়। তাই কোন চিন্তা না করে বা অনলাইনে ঘোরাঘুরি না করে বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চেক করে নিন। 

কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক করা যায় আরেকটি মজাদার আর্টিকেল রয়েছে। আপনারা চাইলে আর্টিকেলটি দেখে নিতে পারেন।

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে এখন আমরা আলোচরা করব। আপনি যদি ঘরে বসেই পল্লী বিল চেক করতে চান তাহলে আপনি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমেই চেক করতে পারবেন। 

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কেবলমাত্র বিকাশ মোবাইল ব্যাংকিং সাথে বিলিং পরিশোধ সংক্রান্ত চুক্তি হয়েছে। তারপরও আপনি চাইলে বিকাশ বা নগদ এর মাধ্যমে আপনার এই বিল চেক করতে পারেন। কিভাবে বিদ্যুৎ বিল চেক করতে হয় তার নিয়ম নিচে step-by-step দেওয়া হল।

  • *247# ডায়াল করুন।
  • নম্বর অপশনে যান।
  • Electricity Postpaid বাছাই করুন নং পজিশনে দেখতে পাবেন।
  • নং থেকে Pally bidyut সিলেক্ট করুন।
  • এখন Check bill সিলেক্ট করুন।
  • বিলে পেপার থেকে SMS bill A/C প্রবেশ করুন।
  • MMYYYY (052022) ফর্মেটে বিলের মাস বছর দিন।
  • আপনার পিন দিয়ে বিল চেক শনাক্ত করুন।
  • সব ঠিক থাকলে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে সেখানে আপনার বিলের পরিমান সহ বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ

Online বিদ্যুৎ বিল পরিশোধ কিভাবে করবেন সেই সম্পর্কে আমরা পূর্বের একটি প্রশ্নের বিস্তারিত আলোচনা করেছি। আপনি চাইলে সেই আর্টিকেলটি দেখে নিতে পারেন যে কোন জায়গা থেকেই যেকোনো সময় পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। 

এতে করে আপনার কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না। আপনি চাইলে সহজেই বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। বিকাশের সাথে পল্লী বিদ্যুৎ সমিতি চুক্তির স্বাক্ষরিত হয়েছে। তাই আমরা চাইলে অন্য কোন  মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বিল পরিশোধ করতে পারবোনা।

অনলাইনে বিদ্যুৎ বিল দেখা

চাইলেই অনলাইনে বিদ্যুৎ বিল দেখা এখন মাত্র সময়ের ব্যাপার। অনলাইনে বিদ্যুৎ বিল দেখতে হলে অবশ্যই আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে।  

আপনি চাইলে বিপিডিবি বিলে সকল তথ্য জানতে পারবেন এবং পল্লী বিদ্যুৎ সকল তথ্য জানতে পারবেনচলতি মাসের কারেন্ট বিল কত টাকা তথ্য পেয়ে যাবেন

 কোনো কারণবশত আপনার হাতে বিলের কান্না পেলে সহজে অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিলের কাগজ সংরক্ষণ করতে পারেন।

আরো পড়ুনঃ

বিপিডিবি বিদ্যুৎ বিল চেক – BPDB Bill check

বিপিডিবি বিদ্যুৎ বিল চেক করতে গেলে অবশ্যই আপনাকে বিপিডিবি গ্রাহক হতে হবে। বিপিডিবি মূলত সরকার কর্তৃক পরিচালনা করে থাকে।  যা আমরা গ্রাম্য ভাষায় অফ দা বিদ্যুৎ নামে দিকে থাকি। 

তার মাসিক বিদ্যুৎ বিল কত টাকা এসেছে তা আপনি সহজেই চেক করতে পারেন। সাথে সাথে বিলের কাগজ  প্রিন্ট করতে পারবেন। এসব তথ্য পাওয়ার জন্য আপনাকে সহজেই নিচের দেওয়া লিংকে প্রবেশ করতে হবে।

তারপর আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে বিলের কাগজ সংরক্ষণ করতে হবে। লিংকে প্রবেশ করার পর আপনার কাছে যেসব বিষয় জানতে চাবে তা হল

  • বিলের কাগজ থেকে (8 digit) consumer no খালি ঘর পূরণ করতে হবে।
  • এবার লোকেশন কোড দিন এবং আপনার কাঙ্ক্ষিত মাসের নাম দিতে হবে।
  • জেনারেট রিপোর্ট চাপ দিলেই আপনার কাঙ্ক্ষিত মাসের বিলের কাগজ দেখা যাবে।
  • আপনি চাইলে সেটি সেভ করে প্রিন্ট করে নিতে পারেন।

তাছারা আপনি মেনু বার থেকে বিলের তথ্য (Bill Information) ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রবেশ করলেই আপনার বিলের সমস্ত তথ্য পেয়ে যাবেন।

শেষ কথা

বাংলাদেশে বিদ্যুৎ সেবার মান উন্নয়নের এক চূর্ণ মাধ্যম হচ্ছে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করা। বিল সংক্রান্ত সকল তথ্য মুহূর্তের মধ্যেই জানতে পারা। বিল পরিশোধ করতে আগের দিনে অসহ্য যন্ত্রণা পোহাতে হতো। সেই কষ্টের দিন অবসান ঘটিয়ে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ বসবাস করছি।

আশা করছি আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনারা অনলাইনে বিদ্যুৎ বিল চেক করারসঠিক নিয়ম পেয়ে গেছেন।  আমরা চেষ্টা করেছি বিদ্যুৎ বিল চেক ও পরিশোধ সম্পর্কে সকল তথ্য সহজভাবে উপস্থাপন করার জন্য। আপনাদের মনে এই বিষয়ে কোন তথ্য জানার থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। সর্বদা সঠিক তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন।

Scroll to Top