ডিজিটাল ভাবে পাসপোর্ট করার অন্য একটি নাম হচ্ছে ই–পাসপোর্ট। বাংলাদেশে এই প্রথম ই–পাসপোর্ট চালু হয়েছে। ই–পাসপোর্ট মানে হচ্ছে ইলেকট্রিক পাসপোর্ট। আপনি যদি ই পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকেন তাহলে এর স্ট্যাটাস সম্পর্কে জানা প্রয়োজন। আবেদন করার সাথে সাথে আপনাকে পাসপোর্ট এর ক্লিপ নং আইডি নং দেওয়া হবে। আপনি চাইলেই এই ডকুমেন্টস ধারা অনলাইন পাসপোর্ট এর অবস্থা জানতে পারবেন।
আপনারা যারা অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম খুজে থাকেন। তাদেরকে জানাতে চাই যে এজন্য আপনাকে যে কোনো ব্রাউজার থেকে ই–পাসপোর্ট ঠিকানায় লগইন করতে হবে। সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করার পর আপনাকে তথ্য জানানো হবে। কিভাবে আপনি সহজেই ই পাসপোর্ট চেক করতে পারবেন তার বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের এই পোষ্টের মাধ্যমে। তাহলে চলুন ঘরে বসেই মোবাইলে ই পাসপোর্ট চেক করে নেওয়া যাক।
ই পাসপোর্ট কি?
পাসপোর্ট একজন ব্যক্তির পরিচয় বহন করে। যে কোন দেশের নাগরিকের জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। পাসপোর্ট এর মাধ্যমে সহজেই একজন মানুষের পরিচয় আইডেন্টিফাই করা যায়। একটি দেশে থাকতে গেলে নাগরিকের একটি আইডি কার্ডের প্রয়োজন। তেমনি দেশের বাইরে অর্থাৎ অন্য কোন দেশে অবস্থান করলে তার পাসপোর্ট এর প্রয়োজন হয়। বাংলাদেশ থাকতে পাসপোর্ট এর তেমন প্রয়োজন হয় না। কিন্তু আপনি যখন বাইরে কোন দেশে যাবেন তখন পাসপোর্ট অবশ্যই লাগবে।
ই–পাসপোর্ট হচ্ছে ইলেকট্রিক পাসপোর্ট যা ডিজিটাল ভাবে তৈরি করা হয়েছে। এনালগ পাসপোর্ট এর মত ডিজিটাল পাসপোর্টে তথ্য লেখা থাকে না। সেখানে দেওয়া থাকে আইডেন্টিফাই করার মত পলিমারের অংশ। সে অংশ স্ক্যান করলে সকল তথ্য পাওয়া যায়।
অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। স্মার্টফোন এবং কম্পিউটারের সাহায্যে সহজ উপায় ই পাসপোর্ট চেক করা যাবে। এজন্য আপনাকে প্রথমেই যেকোনো ব্রাউজার হতে www.epassport.gov.bd সাইটে প্রবেশ করতে হবে। সেখান থেকে Check Status অপশন খুজে বের করতে হবে। সেখানে অনলাইনে রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি সহ জন্ম তারিখ দিতে হবে। তারপর I am human এ ক্লিক করতে হবে। এছাড়াও এই পেজে নিচের দিকে পাসপোর্ট চেক করার অপশন রয়েছে সেখান থেকে ই–পাসপোর্ট চেক করতে পারবেন।
অনলাইনে ই পাসপোর্ট চেক
নিচে ধাপে ধাপে অনলাইনে ই পাসপোর্ট চেক করার পদ্ধতি সম্পর্কে সহজভাবে উপস্থাপন করা হলো।
- অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য এই www.epassport.gov.bd সাইডে প্রবেশ করুন।
- Check Status মেনুটি খুজে বের করুন ।
- Online Registration ID লিখুন যা দেখতে OID1000001345 ধরণের। এটি আপনার অ্যাপ্লিকেশন স্লিপে দেওয়া থাকবে।
- আবেদন অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখুন।
- I am human লেখার পাশে টিক দিন ও ক্যাপচা পূরণ করুন।
- সবশেষে চেক বাটনে ক্লিক করুন। এখানে আপনার পাসপোর্ট স্ট্যাটাস জানতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার কোন সুবিধা দেওয়া হয়নি। আপনি চাইলে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা বা ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন।
SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক
SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য আপনাকে সঠিক নাম্বারটি খুঁজে নিতে হবে। আপনার আপনি পাসপোর্ট করার সময় যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে সকল তথ্য প্রেরণ করা বা জানিয়ে দেওয়া হবে।
মোবাইল দিয়ে পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল মেসেজ অপশনে MRP টাইপ করতে হবে এবং স্পেস দিয়ে লিখতে ENORLLMENT_ID হবে। এবং পাঠিয়ে দিতে হবে 6969 এই নাম্বারে।
উদাহরণ: MRP 36010000XXXXXXX and sent 6969.
ই পাসপোর্ট চেক করতে যা লাগবে
ই পাসপোর্ট চেক করার জন্য ইন্টারনেট সংযোগ সহ একটি স্মার্টফোন বা ল্যাপটব লাগবে। এছাড়া আপনার passport ডকুমেন্টস এর প্রয়োজন হবে। যা আপনার পাসপোর্ট অফিস কর্তৃক দেওয়া হয়েছে।
- Application ID অথবা Online Registration ID (OID)
- আপনার জন্ম তারিখ যা আপনি রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করেছেন।
MRP পাসপোর্ট চেক করার নিয়ম
MRP পাসপোর্ট চেক করার সঠিক নিয়ম আপনার জানা না থাকলে আর্টিকেলের এই অংশটি আপনাকে অনেক হেল্প করবে। এই ধরনের পাসপোর্ট চেক করার জন্য আপনাকে passport.gov.com ওয়েভ সাইটে ভিজিট করতে হবে। এবং পরবর্তী স্টেপ গুলো ফলো করতে হবে। নিচের স্টেপ গুলোর কাজ করার পূর্বে কিছু বিষয় আপনার হাতে রাখুন যেমন পাসপোর্টের স্লিপ নং, ডেলিভারি স্লিপের একাংশ, আপনার জন্ম তারিখ ইত্যাদি।
- MRP Passport check করতে পাসপোর্ট চেক ক্লিক করুন
- এখন আপনাকে পাসপোর্টের অফিসিয়াল সাইটের হোম পেইজে প্রবেশ করানো হবে
- সেখানে একটি বক্স পাওয়া যাবে সেখানে
- আপনার হাতে থাকা পাসপোর্টের ডেলিভারি স্লিপের Enrolment number টি প্রবেশ করুন
- অপরটি বক্সে আপনার জন্ম তারিখ প্রবেশ করুন
- এখন ক্যাপচা ঘরটি পূরণ করুন
- সবশেষে সার্চ বাটনে ক্লিক করলে আপনার পাসপোর্টের রানিং স্টাস্টাস দেখতে পাবেন।
এভাবেই MRP Passport check করতে হয়। আশাকরি সহজেই এই MRP পাসপোর্ট চেক করতে পারবেন।
শেষ কথাঃ
আশা করি আপনারা এই আর্টিকেল এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করার নিয়ম সহ ই–পাসপোর্ট সম্পর্কিত সকল তথ্য জানতে পেরেছেন। আমরা অত্যন্ত সহজ ভাবে ই পাসপোর্ট অনলাইনে চেক করার বিষয়ে জানানোর চেষ্টা করেছি। তার পরেও যদি কোন তথ্য মিসিং থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আমরা উক্ত তথ্যের পোস্ট টি আপডেট করার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের ওয়েভসাইটের সাথে থাকার জন্য।
আরো পড়ুনঃ
ই পাসপোর্টের টাকা জমা দেয়ার নিয়ম
Comments are closed.