মাতৃত্বকালীন ভাতা কত টাকা ২০২৪

গর্ভাবস্থায় থাকাকালীন প্রয়োজনীয় পুষ্টির অভাবে বাংলাদেশে প্রতিবছর অসংখ্য নবজাতক বা শিশু মৃত্যুবরণ করে থাকে। এক গণনায় দেখা যায় ২০১৮ সাল থেকে ২০২০ সাল র্পযন্ত ১ থেকে ১১ মাস বয়সী এক হাজার শিশুর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে দেখা যায় গর্ভাবস্থায় থাকাকালীন সময়ে সঠিক যত্ন না নেওয়া।

তাই বাংলাদেশ সরকার সকল গর্ভবতী নারীদের প্রতি মাসে মাতৃত্বকালীন ভাতা প্রদান করে থাকে। যাতে করে তারা নিজেদের সন্তানের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে। তবে অনেকেই জানেনা মাতৃত্বকালীন ভাতা কত টাকা করে দেওয়া হয়। গর্ভাবস্থায় কত টাকা করে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয় তা নিচে আলোচনা করা হয়েছে।

মাতৃত্বকালীন ভাতা কত টাকা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাতৃত্বকালীন ভাতা পাওয়ার অনুমোদন পেলে আপনি প্রতি মাসে ৮০০ টাকা করে মাতৃত্বকালীন ভাতা পাবেন। মাতৃত্বকালীন ভাতার টাকা প্রতি মাসে মাসে প্রদান করা হয় না। প্রতি ছয় মাস পর পর ৮০০ টাকা হারে মোট ৪৮০০ টাকা করে ২৪ মাসে ৪ বার ১৯ হাজার ২০০ টাকা করে প্রদান করা হয়।

তবে যাদের দুইটি সন্তান রয়েছে তারা তারা আরো বেশি টাকা মাতৃত্বকালীন ভাতা পেয়ে থাকেন। তারা প্রতি মাসে ৮০০ টাকা হারে ৩৬ মাসে মোট ২৮ হাজার ৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা পেয়ে থাকেন। বর্তমানে মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধির আলোচনা করা হচ্ছে যা অতি দ্রুত কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।

মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচী ২০২৪

অপুষ্টি হীনতার কারণে শিশুর অপমৃত্যু হার কমানোর জন্য বাংলাদেশ সরকার ২০০৮ সাল থেকে মাতৃত্বকালীন বা গর্ভকালীন ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। যার কারণে শিশু বা নবজাতকের মৃত্যুহার আগের তুলনায় অনেকাংশে কমেছে।

বর্তমানে মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আওতায় বাংলাদেশে প্রায় ৭ লাখ ৭০ হাজার গর্ভবতী নারী মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন। ২০ থেকে ৩৫ বছর বয়সী মা-বোনদের এই মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়ে থাকে।

মাতৃত্বকালীন ভাতার টাকা কিসের মাধ্যমে পাবো

গর্ভকালীন বা মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করার সময় আবেদন ফরমে পেমেন্টের তথ্য দেওয়ার জন্য ফাঁকা ঘর থাকবে। সেখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোন ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর তথ্য সঠিকভাবে দিতে হবে। যে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর তথ্য আপনি আবেদন ফ্রম এ দেবেন সেই একাউন্টে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হবে।

মাতৃত্বকালীন ভাতা কিভাবে পাবো?

অনেকেই গর্ভাবস্থায় থাকাকালীন সময়ে মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করে থাকেন। মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে পাওয়া ফরমটি সঠিকভাবে পূরণ করে জমা দেওয়ার পর তারা আপনার ফর্মটি যাচাই বাছাই করে দেখে মাতৃত্বকালীন ভাতার জন্য অনুমোদন দিবে।

এছাড়াও আপনি চাইলে অনলাইনে মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এর জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মাতৃত্বকালীন ভাতা আবেদন ফরম পূরণ করে তা সাবমিট করতে হবে। তবে আরও বেশকিছু নিয়ম বা শর্ত রয়েছে যা মেনে আপনাকে আবেদন করতে হবে।

শেষ কথা

আপনারা যারা মাতৃত্বকালীন ভাতা কত টাকা প্রদান করা হয় তা জানতেন না আশা করছি তা জানতে পেরেছেন। শিশু অপমৃত্যু রোধ করতে গর্ভাবস্থায় থাকাকালীন শিশুর বা নবজাতকের সঠিক যত্ন নিতে হবে। আর যাদের সঠিক যত্ন নেওয়ার সামর্থ্য নেই তারা অবশ্যই মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করবেন।