এবার নগদ এ চালু হলো ব্যাংক থেকে টাকা আনার ধারুণ সুবিধা। এর ফলে গ্রাহকগণ নিজেদের ব্যাংক একাউন্ট থেকেই নগদে টাকা জমা করতে পারবেন অর্থাৎ নগদে ক্যাশ ইন করতে এজেন্টের কাছেে আর যেতে হবেনা।
কেননা এখন নগদ দিচ্ছে ব্যাংক থেকে নগদে টাকা জমা করার সুযোগ। আপনি নিজে ব্যাংক একাউন্ট ব্যবহার অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে নগদ একাউন্টে টাকা আনতে পারবেন। নগদের এই অ্যাড সার্ভিস এর ফলে দেশ–বিদেশের যেকোন প্রান্ত হতেই ব্যাংক একাউন্ট এর টাকা ঝামেলাহীনভাবে নগদ একাউন্টে ট্রান্সফার করা যায়।
তবে এই অ্যাড মানি দৈনিক এবং মাসিক কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা আজ এই পর্বে ব্যাংক থেকে কিভাবে নগদ একাউন্টে টাকা জমা করা যায় এবং কিভাবে করতে হবে তার বিস্তারিত আলোচনা করব। আপনি যদি নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকে এবং আপনার অ্যাড মানি প্রয়োজন হয় তাহলে এই পোষ্টটি আপনার জন্য সাথেই থাকুন
যেসব ব্যাংক থেকে নগদে টাকা আনতে পারবেন
এখন পর্যন্ত বাংলাদেশের মোট 13 টি ব্যাংক থেকে নগদে টাকা আনা যাবে। নগদে অ্যাড মানি করার জন্য অ্যাপস এবং ওয়েভ ব্যবহার করা হয়। কিছু ব্যাংক আছে যারা অ্যাপস আর কিছু ব্যাংক আছে ওয়েভের মাধ্যমে ব্যাংক থেকে নগদে টাকা জমার সিস্টেম রেখেছে। যেসব ব্যাংক থেকে নগদে টাকা আনা যাবে, সেসব ব্যাংকগুলো হলোঃ

- মিডল্যান্ড ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে করা যাবে)
- এক্সিম ব্যাংক (ওয়েব এর মাধ্যমে করা যাবে)
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (ওয়েব এর মাধ্যমে)
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে)
- কমিউনিটি ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে করা যাবে)
- শাহ্জালাল ইসলামী ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে করা যাবে)
- এনআরবি ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে করা যাবে)
- সোস্যাল ইসলামী ব্যাংক (অ্যাপ এর মাধ্যমে করা যাবে)
- প্রিমিয়ার ব্যাংক (অ্যাপ ও ওয়েব এর মাধ্যমে করা যাবে)
- আইএফআইসি ব্যাংক (ফান্ড ট্রান্সফার পোর্টাল এর মাধ্যমে)
- ইউনিয়ন ব্যাংক (অ্যাপ ও ওয়েব এর মাধ্যমে করা যাবে)
- এনআরবিসি ব্যাংক (অ্যাপ ও ওয়েব এর মাধ্যমে করা যাবে)
- ন্যাশনাল ব্যাংক ব্যাংক (ওয়েব এর মাধ্যমে করা যাবে)
ব্যাংক থেকে নগদে টাকা আনার নিয়ম
ব্যাংক থেকে নগদে টাকা আনার জন্য প্রথমেই আপনাকে বেনিফিশিয়াল অ্যাড মানি সম্পর্কে জানতে হবে কেননা বেনেফিশিয়াল এর মাধ্যমেই ব্যাংক থেকে নগদ একাউন্টে টাকা জমা করা যায়
বেনিফিশিয়াল অ্যাড মানি কি
ব্যাংক থেকে অর্থ বা টাকা মোবাইল ব্যাংকিং সিস্টেমে জমা করার সুবিধাই হচ্ছে বেনেফিশিয়াল অ্যাড মানি।
- নগদ অ্যাপ এ প্রবেশ লগইন করুন
- অ্যাড মানি” অপশন সিলেক্ট করুন
- ব্যাংক টু নগদ” সিলেক্ট করুন
- কাঙ্খিত ব্যাংক সিলেক্ট করুন
- ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ বা ওয়েব এ লগ ইন করুন
- অ্যাড বেনিফিশিয়ারি” অথবা “ম্যানেজ বেনিফিশিয়ারি” ক্লিক করুন (ফান্ড ট্রান্সফার / ট্রান্সফার টু নগদ এর নিচে)
- উপরোক্ত নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে ‘নগদ’ একাউন্ট অ্যাড করুন
- এখন বেনিফিশিয়ারি ‘নগদ’ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন
বেনিফিশারি অ্যাড করার পর ব্যাংক থেকে ‘নগদ’ একাউন্টে টাকা জমা করতে পারবেন। ব্যাংক থেকে নগদে টাকা আনতেঃ
- নগদ অ্যাপ এ লগইন করুন
- অ্যাড মানি” সিলেক্ট করুন
- ব্যাংক টু নগদ” সিলেক্ট করুন
- কাঙ্খিত ব্যাংক নির্বাচন করুন
- ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ বা ওয়েব–সাইন ইন করুন
- ফান্ড ট্রান্সফার / ট্রান্সফার টু ‘নগদ’ সিলেক্ট করুন
- বেনিফিশিয়ারি লিস্ট থেকে ‘নগদ’ একাউন্ট সিলেক্ট করুন
- ব্যাংক ডেবিট একাউন্ট নির্বাচন করুন
- টাকার পরিমাণ দিন এবং কারণ লিখে দিন
- ওটিপি প্রবেশ করা
- কনফার্ম বাটনে প্রেস করুন
- ট্রান্সফার শেষে কনফার্মেশন এসএমএস পাবেন
ব্যাংক থেকে নগদে টাকা আনার ফি
ব্যাংক থেকে টাকা নগদ অ্যাড মানিতে কোন খরচ নেই অর্থাৎ ফ্রী। আপনি সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক থেকে নগদ টাকা আনতে পারবেন। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দেশের বাইরে থেকেও নগদে টাকা অ্যাড মানি করা যায়।
তবে নগদ অ্যাপস শুধু বাংলাদেশে ব্যবহার করা যায় বিধায় এই সুবিধাটি ভালোভাবে নেওয়া করা যায় না ।আশা করি কিছুদিন পরে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে।
শেষ কথা
দেশি এবং বিদেশি প্রায় 13 টি ব্যাংক থেকে নগদ মোবাইল ব্যাংকিং অ্যাড মানি করা যায়। ডিজিটাল টাকা লেনদেনের অন্যতম এক অনলাইন মাধ্যম হচ্ছে অ্যাড মানি। অ্যাড মানি করলে অতিরিক্ত ফ্রী কাটা হয় না। কিছু কিছু ব্যাংক থেকে অ্যাড মানি করলে বোনাস দেওয়া হয়।
যদি আপনি আজকের এই আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়েছেন। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা সহজেই নগদে আড মানি করতে পারেন।
এরপরেও যদি আপনাদের কিছু জানার আগ্রহ থাকে। তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুনঃ