বিকাশে বিদ্যুৎ বিল চেক করা একদম সিম্পল। অনলাইনে বিদ্যুৎ বিল চেক করা এবং পরিশোধ করা অনেক সহজ ও ঝামেলাহীন কাজ। আমরা চাইলেই ঘরে বসেই বিদ্যুৎ বিল চেক করতে পারি। এজন্য লম্বা লাইন বেঁধে দাঁড়িয়ে থাকার অসহ্য যন্ত্রণা এবং টাকা অপচয় থেকে মুক্তি পেতে পারি। পার্সোনাল বিকাশ একাউন্টের মাধ্যমেই অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করা যেতে পারে।
দুটি উপায়ে বিদ্যুৎ বিল চেক এবং পরিশোধ করা যায়। একটি বিকাশ অ্যাপের মাধ্যমে এবং অপরটি USSD কোড ডায়াল করে। আমরা আজকের পর্বে বিদ্যুৎ বিল কিভাবে চেক করতে হয়। সেই সাথে কিভাবে বিদ্যুৎ বিল পে করতে হয় সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ধরে আর্টিকেলটি পড়তে থাকুন।
অনলাইনে বা বিকাশে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
অনলাইনে বা বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম অত্যন্ত সহজ একটি পক্রিয়া। আমরা ইতিপূর্বে এসব বিষয়ে চিন্তা করিনি বিদায় এত সহজ বিষয় আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আপনি যে কোনো বিকাশ একাউন্টের মাধ্যমে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। দুটি উপায় পল্লী বিদ্যুৎ বিল চেক করা যায়। একটি হচ্ছে বিকাশ অ্যাপস অপরটি ইউ এস এস ডি *২৪৭# ডায়াল করে।
বিকাশ অ্যাপের মাধ্যমে বিল পে করার সময়ই বিলের পরিমাণ দেখতে পারবেন। অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার জন্য প্রথমে বিকাশ অ্যাপে পিন দিয়ে লগিন করুন। পে বিল অপশন থেকে ইলেক্ট্রিসিটি প্রিপেইড অথবা পোস্টপেইড প্রেস করুন। বিলের ধরন অনুযায়ী (Prepaid/Postpaid) সিলেক্ট করুন। এরপর আপনার বিলের কাগজে থাকা একাউন্ট নম্বর দিলেই বর্তমান মাসের পূর্বের মাসের পল্লী বিদ্যুৎ বিল দেখতে পাবেন।
পল্লী বিদ্যুৎ পোস্টপেইড (Postpaid) গ্রাহকদের বিল চেক করার নিয়ম
ইউএসএসডি (USSD) কোডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করার জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন। মোবাইলটি হাতে নিন
- প্রথমে ডায়াল পেট থেকে *247# ডায়াল করুন।
- ৬ নম্বর অপশনে যান এবং বিল পে সিলেক্ট করুন।
- Electricity Postpaid বাছাই করুন ২ নং পজিশনে দেখতে পাবেন।
- ১ নং অপশন থেকে Pally bidyut সিলেক্ট করুন।
- এখন ১ নং এ Check bill সিলেক্ট করুন।
- বিলে পেপার থেকে SMS bill A/C প্রবেশ করুন।
- MMYYYY (052022) ফর্মেটে বিলের মাস ও বছর দিন। যেমনঃ ২০২২ সালের মে মাসের বিলের জন্য 062022। আপনি যে মাসের বিল চেক করতে চাচ্ছেন সেই মাস উল্লেখ করুন।
- বিকাশ পিন দিয়ে বিল চেক শনাক্ত করুন।
- সব ঠিক থাকলে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে সেখানে আপনার বিলের পরিমান সহ বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
পল্লী বিদ্যুৎ প্রিপেইড (Prepaid) গ্রাহকদের বিল চেক করার নিয়ম
প্রিপেইড (Prepaid) গ্রাহকদের বিল চেক করার নিয়ম এখনো বিকাশ মেনুতে অ্যাড করা হয়নি। যেই মাত্র বিকাশ কর্তৃপক্ষ ইহা আপডেট করবেন সেই মাত্র আমরা এই পোস্টের মাধ্যমে শেয়ার করব। এসব বিষয়ে তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
বিকাশে বিপিডিবি BPDB বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
বিকাশে পল্লী বিদ্যুৎ বিল চেক করার মতোই বিপিডিবি বিল চেক ও পরিশোধ করা যায়। বিপিডিবি বিল্ল দুটি পদ্ধতিতে চেক করা যায় একটি হচ্ছে বিকাশ অ্যাপস অন্যকে ইউএসএসডি ডায়াল করে। এখন আমরা ডায়েল করে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম জানব।
- সর্ব প্রথমে *247# ডায়াল করুন।
- ৬ নং অপশন থেকে বিল পে সিলেক্ট করুন।
- ৪ নম্বরে Electricity Postpaid বাছাই করুন।
- তারপর, ১ নং অপশন থেকে BPDB সিলেক্ট করুন।
- ১ নম্বর থেকে Check bill সিলেক্ট করুন।
- বিলে কাগজ থেকে Consumer number input করুন।
- mmyyyy ফর্মেটে বিলের মাস ও বছর দিন। আপনি যেই মাসের বিল দেখতে চাচ্ছেন সেই মাসের বিল সহ সাল প্রবেশ করুন। যেমনঃ ২০২২ সালের জানুয়ারী মাসের বিল দেখার জন্য ০১২০২২ লিখুন।
- বিকাশ পিন দিয়ে বিল চেক নিশ্চিত করুন।
- সব ঠিক থাকলে আপনার মোবাইলে ফিরতি এসএমএস আসবে। সেখানে বিলের পরিমাণ সহ বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
বিকাশ অল্প সময়ে আমাদেরকে অনেক সুযোগ–সুবিধা দিয়েছেন। তারমধ্যে অন্যতম হচ্ছে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করা। বিকাশের মাধ্যমে প্রায় সব ধরণের বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় বর্তমানে। পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো, ডিপিডিসি, বিপিডিবি (পিডিবি), ওয়েস্টজোন ইত্যাদির প্রিপেইড ও পোস্টপেইড সকল ধর্মের বিল পরিশোধ করতে পারবেন।
বিদ্যুৎ বিলের ধারণঃ
বিদ্যুৎ বিল ২ ধরণের হয়
১) প্রিপেইড অপরটি ২) পোষ্টপেইড
প্রি–পেইড এবং পোস্ট–পেইড মিটার চেনার উপায়ঃ
প্রিপেইডঃ আপনি যদি রিচার্জের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করেন অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে বিদ্যুৎ খরচ করেন তাহলেই বুঝবেন এটি আপনার প্রি–পেইড মিটার।
পোস্টপেইডঃ আপনি যদি বিদ্যুৎ ব্যবহার করার পর বিল পরিশোধ করেন তাহলে আপনাকে পোষ্টপেইড গ্রাহক হিসেবে বিবেচনা করা হবে।
*২৪৭# ডায়াল করে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
প্রথমে আপনি জেনে নিন আপনি কোন ক্যাটাগরির গ্রাহক। অর্থাৎ আপনি প্রিপেইড না পোষ্টপেইড বিল পরিশোধ করতে যাচ্ছেন। পল্লী বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপস এবং ইউএসএসডি ডায়াল করে পরিশোধ করা যায়। বিকাশ থেকে *২৪৭# ডায়াল করে মাসিক বিদ্যুৎ বিল বা পোস্টপেইড বিল দিতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
বিল পরিশোধের জন্য নিচের ধাপটি অনুসরণ করুন।
- প্রথমে ডায়াল করুন *২৪৭#।
- ৬ নম্বর থেকে (Pay bill) পে বিল সিলেট করুন।
- ২ নম্বর (Electricity Postpaid) অপশন সিলেক্ট করুন।
- ১ নম্বর অপশন থেকে পল্লী (pally bidyut Postpaid) নিশ্চিত করুন।
- ২ নং অপশন থেকে পে বিল (Pay bill) সিলেক্ট করুন।
- ১ নং থেকে bill A/C number প্রবেশ করুন।
- পল্লী বিদ্যুৎ বিলের কাগজের উপরে দিকে এসএমএস বিল একাউন্ট নম্বর (SMS bill A/C) দিন।
- বিলের মাস ও বিলের পরিমাণ দিন।
- আপনার বিকাশ চার বা পাচ ডিজিটের পিন দিয়ে বিল পরিশোধ নিশ্চিত করুন।
- সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে কনফার্মেশন এসএমএস পাবেন। এসএমএসটি সংরক্ষণ করে রাখুন পরবর্তী বিলের কাগজ না পর্যন্ত।
বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম
বিকাশ এপস এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা অনেকটা সহজ ইউ এস এস সি ডার্লিং পদ্ধতি থেকে। এর জন্য প্রয়োজন ইন্টারনেট, স্মার্ট ফোন, বিকাশ অ্যাপস, এবং বিল পরিশোধ করার তথ্য, আমরা পল্লী বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
পোষ্টপেইড মিটারঃ
আপনারা যারা পোষ্টপেইড সংযোগ ব্যবহার করি। তারা এই প্রক্রিয়ায় বিল চেক সহ পরিশোধ করতে পারবেন।
- প্রথমে আপনার bkash অ্যাপস ইনস্টল করুন।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপসটি সাইন ইন করুন
- পে বিল (Pay bill) অপশনে চাপ দিন।
- Electricity বা বিদ্যুৎ অপশন প্রেস করুন।
- পোস্টপেইড (Palli bidyut Postpaid) সিলেক্ট করুন।
- বিল স্লিপ থেকে আপনার এসএমএস বিল A/C নম্বর প্রবেশ করুন।
- বিলের মাস সিলেক্ট করুন।
- এখন নিচে থেকে Tap to continue বা বিল পরিশোধ করতে এগিয়ে যান লেখায় ট্যাপ করুন।
- বিলের পরিমাণ দেখতে পাবেন।
- তারপর পরের ধাপে যেতে ট্যাপ করুন বা Tap to continue লেখা অপশনে চাপ দিন।
- এখন আপনার বিকাশ পিন দিয়ে বিল পরিশোধ নিশ্চিত করুন।
- বিল পরিশোধ হওয়ার পর একটি এসএমএস পাবেন। যেখানে বিল পরিশোধের সকল তথ্য উল্লেখ থাকবে। উত্ত তথ্য গুলো সংরক্ষন করুন।
বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত
বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত। বিকাশে বিদ্যুৎ বিল পরিশোদের খরচ সম্পর্কে আমাদের এই অংশে রয়েছে সকল তথ্য। বিকাশ বিল পরিশোধের মূল্যের উপর চার্জ নির্ধারণ করে থাকেন। আপনার যদি একটি পার্সোনাল বিকাশ একাউন্ট থাকে। তাহলে আপনি প্রতিমাসে দুই থেকে তিনটি বিল পরিশোধ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি। পরবর্তী বিল থেকে ১% চার্জ কাটা হবে। যদি বিকাশ এজেন্ট থাকে তাহলে প্রতি মাসে 15 টি বিল পরিশোধ করতে পারবেন ফ্রিতে।
বিদ্যুৎ বিল (টাকা) | বাড়তি চার্জ (টাকা) |
১–৫০০ | ৫ |
৫০০–৯০০ | ৯ |
৯০১–১৫০০ | ১৫ |
১৫০০+ | ১% |
বিকাশে বিদ্যুৎ বিল অফার 2025
বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল সহ অন্যান্য সকল বিল পরিশোধের রয়েছে অফার। *২৪৭# ডায়াল করে প্রতিমাসে কমপক্ষে 2 বিদ্যুৎ বিল ফ্রিতে পরিশোধ করা যায়। এজেন্ট একাউন্ট প্রতিমাসে 15 টি বিল পরিশোধ করা যায় সম্পূর্ণ ফ্রিতে।
এছাড়া মাঝে মাঝে বিকাশ কর্তৃক বিল পরিশোধের উপায় বিশেষ অফার দিয়ে থাকেন। অর্থাৎ একটি বিল পরিশোধ করলে 10 টাকা বোনাস দেওয়া হবে এবং প্রতিমাসে 5 থেকে 10 টেবিলের উপর অফার থাকে মাঝে মাঝে।
শেষ কথা
আশা করি আমাদের পোস্টের মাধ্যমে আপনারা সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিকাশ একটি জনপ্রিয় অনলাইন টাকা লেনদেনের মাধ্যম হিসেবে জানতাম। কিন্তু এখন বিকাশ নানা মুখী কাজে ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ বিল চেক এবং পরিশোধ করা। আমরা এই পর্বে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় তা অত্যন্ত সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এছাড়া বিল পরিশোধ সম্পর্কে কোন বিষয়ে জানার থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন।
Comments are closed.