শবে বরাত ২০২৪ – ২৫ শে ফেব্রুয়ারি রোজ রবিবার

মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ও বেশ কিছু দিবস রয়েছে। এই সকল দিবসের মধ্যে উল্লেখযোগ্য দিবস হলো শবে বরাত। পৃথিবীর সকল মুসলিম দেশগুলো সহ বাংলাদেশর মুসলমানরাও শবে বরাত পালন করে থাকে। পৃথিবীর অনেক দেশে অনেক ভাবে শবে বরাত উদযাপন করা হয়ে থাকে। ইতোমধ্যেই বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ২০২৪ সালের শবে বরাতের তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে।

শবে বরাত কে বলা হয় ভাগ্য পরিবর্তনের রাত। তাই বাংলাদেশের অনেক মুসলিম ভাই বোনেরা শবে বরাত পালন করার জন্য শবে বরাত ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানতে চায় যা নিচে আলোচনা করা হয়েছে। চলতি বছর আগামী ২৫শে ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাতে পবিত্র এই শবে বরাত পালন করা হবে।

শবে বরাত ২০২৪

অন্যান্য রাতের তুলনায় শবে বরাত ২০২৪ এর রাত মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত। এছাড়াও শাবান মাস রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস হওয়ায় শাবান মাসে আমাদের অধিক পরিমাণে নামাজ পড়া এবং রোজা রাখা উচিত। আগামী ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ দিবাগত রাত হল শবে বরাতের রাত।

  • ইংরেজি তারিখ – ২৫ শে ফেব্রুয়ারি
  • বাংলা তারিখ – ১২ ফাল্গুন, ১৪৩০
  • আরবি তারিখ – ১৪ শাবান, ১৪৪৫
  • রোজ- রবিবার

শবে বরাত কি

হিজরী শাবান মাসের ১৪ ও ১৫ তারিখ দিবাগত রাতকে শবে বরাতের রাত বলা হয়ে থাকে। এছাড়াও এ রাতকে গুনাহ মাফের রাত বা ক্ষমা পাওয়ার রাত ও বলা হয়ে থাকে। এই ক্ষমা সম্পর্কে একটি হাদিস যা সুনানে ইবনে মাজাহ এর ইকামাতুস সালাত অধ্যায়ে আবু মুসা আল আশআরী থেকে বর্ণিত হয়েছে যে,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মধ্য সাবানের রাতে তার সমস্ত সৃষ্টির দিকে বিশেষ নজর দেন এবং আল্লাহর সাথে শিরককারী ও হিংসুক ব্যতীত সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

শবে বরাত ২০২৪ কি বার

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি আমল করেছেন এবং রোজা রেখেছেন। বাংলাদেশের অনেকেই শবে বরাত উদযাপনের জন্য জানতে চায় ২০২৪ সালে শবে বরাত কি বারে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবারে শবে বরাত পালন করা হবে। আমরা সকলেই জানি যে শবে বরাতের এবাদত একটি নফল ইবাদত। তাই আমরা এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করব।

শবে বরাতের রাতে কি হয়েছিল?

আম্মাজান আয়েশা (রাঃ) মধ্য শাবানের রাত সম্পর্কে বলেন, আল্লাহর নবী এক রাতে নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সময় সেজদারত অবস্থায় ছিলেন যেন আমি এই ভেবে ভয় পেয়ে গেলাম রাসূলুল্লাহ সাঃ ইন্তেকাল করেছেন কিনা।

তাই আমি তাকে স্পর্শ করলে তিনি তার আঙ্গুল নাড়ালেন এবং আমি বুঝতে পারলাম তিনি জীবিত আছেন।অতঃপর তিনি নামাজ শেষে বললেন আজকের রাত্রি হল মধ্য শাবানের রাত আজকের রাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন।

শবে বরাত পালন করে কেন?

যেহেতু শবে বরাত ক্ষমা পাওয়ার রাত তাই সবাই ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে শবে বরাত পালন করে থাকে। অনেকেই মধ্য সাবানের রাতে গভীর রাত পর্যন্ত আল্লাহর ইবাদত করে থাকে। এছাড়া শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের তুলনায় আল্লাহর ইবাদত বন্দেগী অনেকাংশে বাড়িয়ে দিতেন।

সাবান মাস সম্পর্কে আম্মাজান আয়েশা (রাঃ) বলেন,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত অন্য সকল মাসের তুলনায় শাবান মাসে বেশি রোজা রাখতেন। এবং আল্লাহর নবী (সাঃ) অন্য মাসের রোজার থেকে শাবান মাসের রোজা অধিক পছন্দ করতেন।

শবে বরাত কত তারিখ 2024

বাংলাদেশের অনেকেই রোজা রাখার মাধ্যমে শবে বরাত উদযাপন করতে চায়। এছাড়াও শবে বরাতের রোজা সম্পর্কে আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি মধ্য শাবানের দিন রোজা রাখবে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। এবং যে ব্যক্তি শাবান মাসে একদিন রোজা রাখবে সে আমার শাফায়াত পাবে।

যার কারণে অনেকেই শবে বরাতের দিন রোজা রাখার জন্য জানতে চায় বাংলাদেশে কত তারিখে শবে বরাত পালন করা হবে। সংযুক্ত আরব আমিরাতের তথ্য অনুযায়ী ইংরেজি মাসের ২৫ শে ফেব্রুয়ারি শবে বরাত পালন করা হবে।

শেষ কথা

পুরো বছরে একবার শবে বরাত পালিত হওয়ার কারণে আপনারা যারা শবে বরাত ২০২৪ সম্পর্কে জানতে চেয়েছিলেন আশা করছি তা জানতে পেরেছেন। তবে শবে বরাত নিয়ে সমাজে অনেক কুসংস্কার ও বেদাত প্রচলিত আছে যেগুলো থেকে সাবধানে থাকতে হবে। পবিত্র এ রাতে আমরা নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহতালার কাছে ক্ষমা চাইতে পারি।

আরও দেখুনঃ

শবে কদর ২০২৪ কত তারিখে

শবে বরাত ২০২৪ কত তারিখে

শবে বরাতের নামাজ কবে ২০২৪

শবে বরাত ২০২৪ সৌদি আরব, দুবাই ও বাংলাদেশ

Scroll to Top