শবে বরাত শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে রাসূলুল্লাহ সাঃ পূর্বের তুলনায় অধিক নামাজ আদায় করতে বলেছেন। এছাড়াও আল্লাহ তায়ালা বলেছেন, অতঃপর যখন তোমরা নামাজ সম্পন্ন কর, তখন দন্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও, তখন নামাজ ঠিক করে পড়। নিশ্চয় নামাজ মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে। (সূরা: নিসা, আয়াত: ১০৩)
মেরাজের রাতে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তবে এই ফরজ নামাজের পাশাপাশি অতিরিক্ত নামাজ হিসেবে নফল নামাজ আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে। শবে বরাত উপলক্ষে নফল নামাজ আদায় করার জন্য অনেকেই শবে বরাতের নামাজ কবে তা জানতে চায় যা নিচে জানানো হয়েছে।
শবে বরাতের নামাজ কবে
নামাজ হলো সকল মুসলমানের কবরের সাথী। মৃত্যুর পর যখন সবাই হবে পর তখন নামাজ হবে আমাদের একমাত্র সঙ্গী। হাদিসে বলা হয়েছে নামাজ হল বেহেস্তের চাবি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজের তাগিদ দিতেন।
শবে বরাতের রাত হল সকল পাপ থেকে মুক্তি ও ক্ষমা পাওয়ার রাত। মহান আল্লাহ পাক ঐ ব্যক্তিকে দেখতে অধিক ভালোবাসেন যে নামাজের মধ্যে সেজদায় কপাল মাটিতে ঠেকায়। তাই শবে বরাতের রাতে মহান আল্লাহ তাআলার কাছে থেকে ক্ষমা পেতে হলে নামাজের কোন বিকল্প নেই।
শবে বরাত নামাজ কত তারিখে
শবে বরাত উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোন নামাজের নির্দেশনা প্রদান করেননি। তাই শবে বরাতের নামাজ সাধারণ নফল নামাজের মত করে দুই রাকাত, দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আদায় করা যাবে।
হিজরী মধ্যে শাবানের রাত অর্থাৎ শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত হল শবে বরাতের রাত। এছাড়া ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালন করা হবে। সেই হিসেবে অনুযায়ী বলা যায় শবে বরাতের নামাজ ২৫ তারিখের রাতে পড়তে হবে।
শবে বরাতের নামাজ কোন দিন
মধ্য শাবানের রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে শাবানের রাত অর্থাৎ শবে বরাত হাজির হয় তখন তোমরা সেই রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত বন্দেগি তথা জিকির, কুরআন তেলাওয়াত নামাজ আদায় করো।
এছাড়াও মহান আল্লাহ রব্বুল আলামীন বলেছেন, “তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন- বিনীতদের জন্যে ছাড়া” ( সূরা: বাকারাহ, আয়াত ৪৫)। তাই আমাদের বেশি বেশি নামাজ পড়তে হবে। আগামী ২৫ শে ফেব্রুয়ারি রবিবার দিন শবে বরাতের নামাজ আদায় করতে হবে।
শবে বরাতের নামাজের নিয়ম কানুন
এশার ফরজ নামাজ আদায়ের পর ও বেতের নামাজ আদায়ের আগে অতিরিক্ত শবে বরাতের নফল নামাজ আদায় করতে হবে। শবে বরাতের নফল নামাজ পড়ার জন্য আলাদা কোন নিয়ম নেই। সাধারণ নফল নামাজ যেভাবে আদায় করতে হয় ঠিক সেই ভাবেই শবে বরাতের নফল নামাজ আদায় করতে হবে।
শবে বরাতের নফল নামাজ আদায়ের জন্য প্রথমে নিয়ত করতে হবে। তারপর সূরা ফাতিহার সাথে অন্য যে কোন সূরা মিলিয়ে পড়ে রুকু সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করতে হবে। পূর্বের ন্যায় দ্বিতীয় রাকাত সম্পূর্ণ করে শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরানোর মাধ্যমে দুই রাকাত নফল নামাজ শেষ করতে হবে।
শেষ কথা
আপনারা যারা শবে বরাতের নামাজ কবে সে সম্পর্কে জানতে চাচ্ছিলেন আশা করছি তা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। শবে বরাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। তাই আমাদের উচিত মহান আল্লাহকে খুশি করতে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করা।
আরও দেখুনঃ