রবি এসএসএম চেক কিভাবে করে সেই বিষয়ে না জানার কারনে আপনি এখানে এসেছেন। চিন্তা করবেন না আমি আপনাকে শিখিয়ে দিব রবি সিমের এসএমএস চেক করার নিয়ম। আপনি যদি রবি সিমের এসএমএস চেক কোড জেনে থাকেন তাহলে খুব সহজেই SMS চেক করতে পারবেন। এ জন্য আগে কোড জানতে হবে। রবি বাংলাদেশের সেরা নেটওয়ার্কের একটি। এই কোম্পানী তাদের গ্রাহকদের নানা অফার প্রমোট করে যাচ্ছে। রবি এসএমএস অফার তার মধ্যে অন্যতম।
আগের দিনে এসএমএসের প্রচলোন ছিল বেশী কিন্তু বর্তমানে এসএমএস বেশী ব্যবহার হয় না। তারপরও অনেকেই আছেন যাদের এসএমএস ব্যবহার করতে হয়। একটি এসএমএস প্যাক কেনার পর সেই প্যাকের অবশিষ্ট এসএমএস কি পরিমান আছে তা দেখার প্রয়োজন। আপনিও যদি এমন পরিস্থিতে পড়ে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখানে রবি এসএমএস চেক কোড ডায়াল করে এসএমএস চেক করার নিয়ম আলোচনা করা হবে।
রবি এসএমএস চেক কোড ২০২৪
রবি এস এম এস চেক কোড ২০২৪। আজকে শেয়ার করতে যাচ্ছি এসএমএস চেক করার সবচেয়ে সহজ নিয়ম। আপনি যদি কোন এস এম এস প্যাক কিনেন তাহলে সেগুলো চেক করার দরকার হয়। কত গুলো এসএমএস খরচ করেছেন, আর কত গুলো এসএমএস অবশিষ্ট আছে তা জানার জন্য রবি sms চেক করার প্রয়োজন হয়।
কিন্তু রবি এসএমএস দুটি উপায়ে চেক করা যায় যার একটি হচ্ছে মাই রবি আপ্স ব্যবহার করে অন্যটি হচ্ছে রবি এসএমএস কোড। আমরা দুটি বিষয় নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব। প্রথমে কোড ডায়াল করার মাধ্যমে এসএমএস চেক করার নিয়ম জানব।
এসএমএস চেক করার জন্য রবি সিমে নির্দিষ্ট একটি কোড নেই। অফারের ভিক্তিতে মোঠ চারটি কোড ব্যবহার হয়ে থাকে। অথ্যাত আপনি রবি সিমে এসএমএস চেক করার জন্য মোঠ চারটি কোড ইউস করতে পারেন। সেই কোড টি কাজ করবে সেই কোড ডায়াল করে আপনার মেসেজের পরিমান দেখে নিতে পারবেন।
নিচে রবি সিমের sms চেক করার জন্য চারটি কোড তুলে ধরা হল।
Robi SMS Check | USSD Code |
firstly | *222*10# |
secondly | *222*11# |
Thirdly | *222*12# |
forth | *222*20# |
রবি এসএমএস চেক করার নিয়ম
আশা করি রবি সিমের এসএমএস চেক করার কোড পেয়ে গেছেন। টোটাল চারটি কোড রয়েছে রবি সিমের এসএমএস চেক করার জন্য। এখন আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে সহজেই চেক করে নিতে পারবেন। নিচে ধাপে ধাপে নিয়ম গুলো দেওয়া হল
- প্রথমেই মোবাইলের মেসেজ অপশনে চলে যান
- সেখানে লেখেন যে কোন একটি কোড
- এরপর আপনার সিমের স্লট নির্বাচন করুন
- এবার কল বাটনে ক্লিক করে দিন।
২ থেকে ৩ সেকেন্ড অপেক্ষা করুন। ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার এসএমএসের পরিমান জানিয়ে দেওয়া হবে। এভাবে চারটি কোড ডায়াল করুন সে কোড টি কাজ করে সেই কোড মনে রেখে আপনার sms balance check করুন।
রবি এসএমএস চেক এপ্স দিয়ে
আপনি চাইলে সহজেই আপ্স দিয়ে এসএমএস সহ সকল ব্যালেসিং তথ্য জানতে পারেন। এ জন্য আপনার একটী স্মার্টফোন লাগবে। সেই ফোনে মাই রবি এপ্স টি ইন্সটল করে নিতে হবে। মাই রবি আপ্সের হোম পেইজে প্রবেশ করলে ব্যালেন্স চেক ট্যাপ করলেই মেইন ব্যালেন্স সহ এসএমএস এর পরিমান জানা যাবে।
রবি ২০ টাকায় ১৫০০ এসএমএস চেক কোড
মাত্র ২০ টাকায় ১৫০০ এসএমএস নিতে পারবেন। এই অফারের মেয়াদ পাবেন ৩০ দিন। যেকোন অপারেটরে ব্যবহার করতে পারবেন। অফারটি একটিভ করতে ডায়াল *১২৩*২*৭*৩#। একাধিক বার এই প্যাকেজ কিনতে পারবেন। রবি ২০ টাকায় ১৫০০ এসএমএস চেক কোড *২২২*১২#।
বিঃ-দ্রঃ এই অফারটি অনেকদিন আগের তাই অফারটি এখন সচল আছে কিনা আমাদের জানা নেই। যদি উপরোক্ত কোড কাজ করে তাহলে আপনি সহজেই প্যাকেজ উপভোগ করতে পারবেন ।
রবি সিমের কিছু এসএমএস প্যাকেজের তালিকা
SMS Pack | Active Code | Price | Duration |
40 SMS | *8666*40# | 3 Taka | 24 hour |
100 SMS | *8666*100# | 10 Taka | 1 Days |
500 SMS | *123*6*5*7# | 10 Taka | 1 Days |
200 SMS | *123*6*5*5# | 5 Taka | 1 Days |
250 SMS | *8666*07# | 15 Taka | -7 Days |
100 SMS | *8666*5555# | 5 Taka | 2 Days |
200 SMS | *123*6*5*7# | 10 Taka | 2 Days |
500 SMS | *123*223# | 6.09 Taka | 1 Days |
1500 SMS | *123*2*7*3# | 20 Taka | 30 Days |
1000 SMS | *8666*2000# | 173.91 Taka | 28 Days |
1000 SMS | *123*6*5*8# | 10 Taka | 03 Days |
500 SMS | *123*2*7*2# | 10 Taka | 30 Days |
2000 SMS | *8666*1500# | 130 Taka | 28 Days |
আরো পড়ুনঃ
শেষ কথা
আশাকরি জানতে পেরেছেন রবি এসএমএস চেক কোড ডায়াল করে এসএমএস চেক করার কৌশল। তাছাড়াও মাই রবি আপ্স দিয়েও এসএমএস সহ সকল ব্যালেসিং তথ্য জানা যায়। যে ভাবেই চেক করেন না কেন সঠিক ব্যালেন্স তথ্য জানা একান্ত প্রয়োজন। কি পরিমান ব্যবহার করেছেন আর কি পরিমান অবশিষ্ট আছে সেই বিষয়ে একটি সুষ্পষ্ট ধারনা থাকা দরকার। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকলে রবি sms চেক নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না।
Comments are closed.