জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড হচ্ছে *১২১*১৫০০#। কিভাবে এই ট্রান্সফার করতে হয় তা জানা না থাকে তাহলে পুরো পোস্টি দেখতে পারেন। স্বভাবতই আমাদের ব্যালেন্স ট্রান্সফার করার প্রয়োজন হয়ে থাকে। আমাদের নিকট আত্মীয় অথবা আপনজনদের অনেক সময় ব্যালেন্স পাঠানোর প্রয়োজন পড়ে। কিন্তু সে সময় যদি আপনার নিকট টাকা পাঠানোর কোন অপশন না থাকে। সে ক্ষেত্রে আপনাকে গ্রামীণফোনে ব্যালেন্স ট্রান্সফারের সুবিধা পাবেন।
তবে এই সুবিধা গ্রামীণ সিমের সকল গ্রাহক পাবেন না। এই অফার পেতে হলে আপনাকে অবশ্যই তাদের শর্ত আওতায় থাকতে হবে। যাদের সিম অনেক পুরনো তাদের ক্ষেত্রে এই শর্ত সহজেই পূরণ হয়ে যায়। আজকে আপনাকে জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে যেসব বিষয় জানতে হবে। তা নিয়ে আলোচনা করব।
গ্রামীনফোন ব্যালেন্স ট্রান্সফার কোড ডায়াল করে সহজেই টাকা অন্য মোবাইলে পাঠানো যায়। জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স পাঠাতে পারবেন। জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে যে সব কাজ করতে হবে তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব।
জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড ২০২৪
আপনি যদি জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড সম্পর্কে জানতে চান। তাহলে আপনার সঠিক জায়গায় এসেছেন। আমরা আপনাকে জিপি থেকে অন্য জিপি নাম্বারে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব।
আপনি যদি ধৈর্য সহকারে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। তাহলে এই বিষয়ে আর কোন প্রশ্ন থাকবে না বলে মনে করছি। ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে গ্রামীন সিমে নিবন্ধন করে নিতে হবে।
মেসেজ, কোড অথবা মাই জিপি আপ্স ব্যবহার করে গ্রামীন সিমটি নিবন্ধন করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে তিন মাসের অধিক সিমটি বয়স হতে হবে । ন্যূনতম ৬০০ টাকা ব্যবহার করতে হবে অথবা একবার ৩০০ টাকা রিচার্জ থাকলেও চলবে।
প্রতিমাসে ১০০০ টাকা পর্যন্ত জিপি থেকে জিপি টাকা পাঠাতে পারবেন। এজন্য মাসে একজন কাউকে ১০ সুযোগ দেওয়া হবে। গ্রামীণফোন গ্রাহকদের ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করার অনুমতি দিয়েছে।
গ্রামীণ ব্যালেন্স ট্রান্সফারের নিবন্ধনের শর্ত
গ্রামীণ ব্যালেন্স ট্রান্সফার করতে প্রথমে আপনাকে নিবন্ধন করে নিতে হবে। আর এই নিবন্ধন করার জন্য দুটি শর্ত অবশ্য অবশ্যই মানতে হবে।
- আপনার ব্যবহার কারী গ্রামীন সিমের বয়স ৬ মাস হতে হবে
- অথবা সর্বনিম্ন একবার ৩০০ টাকা রিচার্জ করতে হবে।
উপরোক্ত দুটি শর্তের যেকোনো একটি পূরণ হলেই গ্রামীন সিম থেকে অন্য এক গ্রামীন সিমে টাকা পাঠানোর নিবন্ধনের জন্য যোগ্যতা অর্জন করবেন।
জিপি ব্যালেন্স ট্রান্সফারের রেজিষ্টাশন সিস্টেম
জিপি ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কয়েকটি নিয়মে করা যায়। যেমন মাই জিপি অ্যাপস ব্যবহার করে, মোবাইলে মেসেজ অপশন এ গিয়ে মেসেজ পাঠানোর মাধ্যমে, জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড ব্যবহার করে সহজেই গ্রামীন সিম রেজিস্ট্রেশন করা যায়।
মেসেজের মাধ্যমে রেজিষ্টেশন
- প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন “REGI”
- এরপর সেন্ড করুন 1000 নাম্বারে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে একটি পিন দেওয়া হবে
সেই পিন টি আপয়ার মনে রাখতে হবে কেননা প্রতিবার জিপি টূ জিপি টাকা পাঠাতে এই পিন প্রয়োজন হবে।
জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড মাধ্যমে
- এ জন্য আপনাকে জিপি টূ জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড *১২১*১৫০০# ডায়াল করতে হবে
- সেখানে একটি লিস্ট আসবে সেখান থেকে ১ নং সিলেক্ট করে হবে।
- কোন চার্জ ছাড়ই ফ্রি রেজিস্ট্রেশন হয়ে যাবে
রেজিঃ হয়ে গেলে আপনার মোবাইলে একটি মেসেজ পাঠানো হবে। সেই মেসেজে আপনার একটি পিন দেওয়া থাকবে সেই পিন দিয়ে জিপি টু জিপি ব্যালেন্স পাঠাতে পারবেন। তাই এই পিন নাম্বার টি মনে রাখতে হবে। তবে পিন নাম্বার ভূলে গেলে পুনয়ায় রিসেট করা যায়। পিন রিসেট সমপর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে।
জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম
জিপি থেকেজিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম দুটি উপায়ে সম্পন্ন করা যায়।
প্রথম সিস্টেমঃ
- আপনার গ্রামীন ব্যালেন্স ট্রান্সফার রেজিষ্টেশন সম্পন্ন হলে একটি পিন পাবেন।
- এখন জিপি থেকে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করতে *121*1500# ডায়াল করুন।
- এবার, মেনু লিস্ট থেকে ২ নম্বর অপশন সিলেক্ট করুন।
- তারপর ব্যালেন্সের পরিমান লিখুন,
- জিপি ব্যালেন্স ট্রান্সফারের পিন কোড টি দিন।
দ্বিতীয় সিস্টেমঃ
- প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান
- এরপর মেসেজ বক্স লিখুন BTR এবং স্পেস দিন
- তারপর লিখুন পিন নাম্বার এবং স্পেস দিন
- এখন গ্রামীনফোন নাম্বারটি লিখুন এবং স্পেস দিন
- এরপর টাকার পরিমান লিখুন
- এখন পাঠিয়ে দিন ১০০০ নাম্বারে ।
আরো জানুনঃ
- জিপিতে মিনিট ব্যালেন্স চেক
- জিপি এসএমএস কেনার কোড
- জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার
- ১৯ টাকায় ৫০০ এসএমএস
- জিপি ইমো প্যাক ৩০ দিন
- জিপি মিনিট কেনার কোড
- জিপি থেকে জিপি ব্যালেন্স টান্সফার
উদাহরন স্বরপ নিচে মেসেজের ফরমেট দেখানো হল BTR(space)****(PIN)(space)01712558757***(Mobile Number)(space)100(Amount) Then, the message sent 1000
Finally, you find a successful message where stay full details of GP to GP balance transfer.
জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার
শুধুমাত্র গ্রামীন থেকে গ্রামীন সিমে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এরকমটি নয়। আপনি চাইলে খুব সহজেই আপনার জিপি থেকে অন্য যেকোনো অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে জিপি ব্যালেন্স ট্রান্সফার এর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ইতোমধ্যেই উপরে দেখানো উপায়ে আপনি খুব সহজেই আপনার যে কোন জিপি সিম থেকে অন্য যে কোন অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
শেষ কথা
এই পোস্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর এই পোষ্টের মাধ্যমে পেয়ে গেছে। আমাদের দেখানো পদ্ধতি যদি আপনি সঠিকভাবে এপ্লাই করতে পারেন। তবে সহজেই গ্রামীণফোন থেকে অন্য এক গ্রামীণফোনে পাঠাতে পারবেন। এরপরেও যদি আপনার মনের কোণে প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্স করুন আমি সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করব।