বাংলালিংক এসএমএস কেনার কোড ২০২৫। সহজ উপায়ে

বাংলালিংক এসএমএস কেনার কোড পেতে পুরো পোস্টটি পড়তে থাকুন। আমাদের সকলের কম বেশি এসএমএস কেনার প্রয়োজন পড়ে এসএমএস কেনার কোড যদি আপনার জানা থাকে তাহলে খুব সহজেই কিনতে পারবেন।  আমরা দেখেছি এই বিষয়ে অনেক বাংলা লিংক ব্যবহারকারীরা অবগত নন। 

তাই তারা প্রতিনিয়ত অনলাইনে সার্চ করে থাকেন বাংলালিংক এসএমএস কেনার কোডের জন্য। বাংলালিংক কোম্পানি এসএমএস কেনার বেশ কিছু কোড নির্ধারণ করে দিয়েছেন।  মূল্য অনুসারে কোডের ডিজিটের ভিন্নতা রয়েছে। বিভিন্ন প্যাকেজ অনুসারে এস এম এস কিনতে বিভিন্ন  এসএসডি কোড ডায়াল করতে হয়। তাছাড়াও  বাংলালিংক অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আপনি সহজেই এসএমএস কিনতে পারবেন। 

বাংলালিংক এস এম এস কেনার কোড
বাংলালিংক এস এম এস কেনার কোড
পরিমাণটাকা     কোড সময়সীম
৩০ ৩ টাকা*166*330#৩ দিন
৭০ ৭ টাকা*166*770#৭ দিন
১০০৩.৯৯ টাকা*222*8#১ দিন
২০০ ১৫ টাকা*166*15#১৫ দিন
৫০০ ৩০ টাকা*166*305#৩০ দিন

৩ টাকায় ৩০ টি এসএমএস কেনার কোড

৩ টাকায় ৩০ টি এসএমএস \ক্রয় করতে পারবেন নির্দিষ্ট ডায়ালের মাধ্যমে.  এটি বাংলা লিংকের সবচেয়ে কম দামের এসএমএস প্যাক। এর নিচে এসএমএস প্যাক কেনা সম্ভব নয়। দুটি উপায়ে আমরা এসএমএস কিনতে পারি একটি হচ্ছে ইউ এস এস ডি কোড ডাইয়ালের মাধ্যমে অন্যটি হচ্ছে বাংলালিংক আপ্স ব্যবহার করে। এই প্যাকটি কিভাবে কিনতে হবে তা নিচে দেওয়া হল।  

৩ টাকায় ৩০ টি এসএমএস কেনার কোড
৩ টাকায় ৩০ টি এসএমএস কেনার কোড
  • বাংলালিংকের এই অফারটি পেতে ডায়াল করুন *১৬৬*৩৩০#
  • ৩ দিন মেয়াদের এই প্যাকটি  ব্যবহার করতে পারবেন।
  • এই প্যাকটি একাধিক বার কিনতে পারেন।
  • বাংলালিংকের সকল প্রিপেইড গ্রাহকগন এই অফারটি কিনতে পারবেন।
  • অন্য সকল অপারেটরে এসএমএস গুলো পাঠাতে পারবেন। 

৭ টাকায় ৭০ টি এসএমএস কেনার কোড

৭ টাকা আপনি ৭০ টি এসএমএস কিনতে পারবেন বাংলালিংক গ্রহক হলে। এই  এসএমএসের মেয়াদ হবে ৭ দিন।  আপনি চাইলে এই অফারটি একাধিকবার গ্রহণ করতে পারবেন। এবং বাংলালিংক কোম্পানির সকল গ্রাহকগণ এই সুবিধাটি উপভোগ করতে পারবে। সাত টাকা ৭০ টি এসএমএস কেনার কোড হচ্ছে  *১৬৬*৭৭০# ।

৭ টাকায় ৭০ টি এসএমএস কেনার কোড

  • বাংলালিংকের এই অফারটি পেতে ডায়াল করুন *১৬৬*৭৭০#
  • ৭ দিন ব্যবহার করতে পারবেন।
  • আপনারা এই প্যাকটি একাধিক বার কিনতে পারেন
  • বাংলালিংকের সকল প্রিপেইড গ্রাহকগন এই অফারটি ুপভোগ করতে পারবেন।
  • অন্য সকল অপারেটরে এসএমএস গুলো পাঠাতে পারবেন। 

১৫ টাকায় ২০০ এসএমএস কেনার কোড

আপনার যদি বেশি এসএমএস কেনার প্রয়োজন হয় তাহলে ১৫ টাকার ২০০ এসএমএস প্যাকটি আপনার জন্যই।  এই ব্যক্তি আপনি ১৫ দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন।  এবং অন্য যে কোন অপারেটরে এসএমএস পাঠাতে পারবেন।  ১৫ টাকায় ২০০ এসএমএস কেনার কোডটি হচ্ছে *১৬৬*১৫#। এই কোডটি শুধুমাত্র ইউএসএসডি ডাইলিং এর মাধ্যমে ক্রয় করতে পারবেন।

১৫ টাকায় ২০০ এসএমএস কেনার কোড

  • অফারটি কিনতে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *১৬৬*১৫#
  • এই প্যাকটিরমেয়াদ পাবেন ১৫ দিন
  • যে কোন নাম্বারে এস এম এস পাঠাতে পারবেন
  • বেশির ভাগ মানুষ এই অফারটি ব্যাবহার করছেন
  • একদিনে একাধিক বার এ প্যাকটি ক্রয় করতে পারবেন।

৩০ টাকায় ৫০০ এসএমএস কেনার কোড

৩০ টাকায় ৫০০ এসএমএস কেনার কোড

৩০ টাকায় ৫০০ এসএমএস কেনার কোড হচ্ছে *১৬৬*৩০৫#। এটি হচ্ছে বাংলালিংক এর সবচেয়ে বড় এসএমএস প্যাক । আপনার যদি অধিক এসএমএস এর প্রয়োজন হয় তাহলে এই প্যাক কিনতে পারেন। এই প্যাকটি একবার কিনলে ৩০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ৩০ টাকায় ৫০০ এসএমএস কেনার জন্য আপনাকে যা করতে হবে তা হল।

  •  প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করতে হবে। 
  • এই প্যাকটি ক্রয় করতে ডায়াল করবেন  *১৬৬*৩০৫#
  • কেনার পর মেয়াদ পাবেন ৩০ দিন
  • এই প্যাকটি ক্রয় করতে আপনার মুল অ্যাকাউন্ট থেকে ৩০ টাকা থাকতে হবে
  • যে কোন নাম্বারে পাঠাতে পারবেন এই এস এম এস গুলি

বাংলালিংক ফ্রি এসএমএস কোড

বাংলালিংক সব সময়ই ফ্রি এসএমএস প্রোভাইড করে না।  মাঝে মাঝে গ্রাহকদের ফ্রি এসএমএস প্রদান করে থাকেন।  শেষ সময় প্রতিটা মোবাইলেই এসএমএস এর মাধ্যমে ফ্রি এসএমএসের কোড জানিয়ে দেওয়া হয়।  এক এক সময় এক এক কোড ব্যবহার করে থাকেন।  তাই সঠিক কোড দেওয়া সম্ভব হচ্ছে না।

তাছাড়া বাংলালিংকে এক টাকায় ১০০ এসএমএস কেনা যায়।

১০০ এসএমএস ১ টাকায় কেনার কোড

এক টাকায় আপনি চাইলে ১০০ এসএমএস কিনতে পারেন।  মেয়াল পাবেন ২৪ ঘন্টা এবং এই পাকটি কিনতে  আপনার সর্বমোট ১ টাকা ১৫ পয়সা খরচ করতে হবে।

  • প্যাকটি কিনতে ডায়াল করুন ইউএসএসডি কোড *২২২*৮#
  •  অফারটি  নিল খরচ হবে 1 টাকা 15 পয়সা
  • বালেন্স চেক করতে ডায়াল করুন *১২৪*৩#
  • বন্ধ করতে ডায়াল করুন= *২২২*৯#
  • মেয়াদ ১ দিন।

বাংলালিংক এস এম এস অফার ২০২৫ এর শর্তাবলী:

  • সমস্ত প্রিপেইড বাংলালিংক গ্রাহকগণ এই এসএমএস প্যাক বা বান্ডিল অফারের জন্য যোগ্য।
  • যে কোনও ব্যবহারকারী মাইবিএল অ্যাপ থেকে অফারটি কিনতে পারবেন বা ডায়াল করতে পারেন *১৬৬*৩০৫#
  • সমস্ত বাংলালিংক বান্ডিল এসএমএস প্যাক কেবল স্থানীয় এসএমএসের জন্য প্রযোজ্য, কোনও অপারেটরের এসএমএসের জন্য নয়।
  • বান্ডিল এস এম এস প্যাকের মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত এস এম এস বা অব্যবহৃত এস এম এস আর সময় ব্যবহার করা যাবে না।
  • এই সমস্ত অফার আপনি যে কোনও সময় এবং সীমাহীন সময় কিনতে পারবেন।
  • সমস্ত বাংলালিংক এস এম এস প্যাক আপনি ২৪ ঘন্টা ব্যবহার করতে পারেন।
  • বাংলালিংকয়ের এস এম এস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১০০#
  • ভ্যাট, এসডি এবং এসসি সহ
  • এটি একটি সীমিত সময়ের জন্য

বাংলালিংক এসএমএস কেনার কোড কোথায় পাবে?

বাংলালিংক এসএমএস কেনার কোড এখানেই পাবেন আমাদের পুরো পোস্টটি ভালভাবে পড়লে জানতে পারবেন সকল ধরনের এস এম এস কেনার কোড।

বাংলালিংক ৩ টাকায় ১০০ এস এম এস কি দেয়?

না, এই অফারটি বর্তুমানে বন্ধ আছে। এখন এ টাকায় ১০০ এস এম এসের পরিবর্তে ৩০ টি এস এম এস ক্রয় করতে পারবেন। এর জন্য আপনাকে ডায়াল করতে হবে *১৬৬*৩৩০# অথবা মাই অফার কোড (*৮৮৮#) ডায়াল করে কিনে নিতে পারবেন। 

আরো জানুনঃ

কিভাবে ৫০০ এসএমএস কিনব?

৫০০ এসএমএস কেনার জন্য   * 166 * 305 #  কোডটি ডায়াল করে কিনতে হবে। তাছাড়া *৮৮৮# কোডটি ডায়াল করেও অফারটি ক্রয় করতে পারবেন। আরো একটি কোড রয়েছে * 123 * 500 # টি ডায়াল করেও পাক টি কিনতে পারেন।

সর্বশেষ 

আশা করি পুরো  পোস্টটি পড়েছএবং জানতে পেরেছেন কিভাবে বাংলালিংকের এসএমএস কেনা যায়। বাংলালিংক এসএমএস কেনার কোড সম্পর্কে আমি পূর্ণাঙ্গ তথ্য দিয়েছি।  তারপরও যদি আপনাদের বুঝতে কোন অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন।  আমি আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব ধন্যবাদ।

বি;দ্র == কিছুদিন পর পর বাংলালিংক কোম্পানি তাদের অফার বা প্যাক পরিবর্তন করে থাকেন। অর্থাৎ  প্যাকেজের মুল্য কম বা বেশি হতে পারে। এ রকম ত্রুটি দেখা দিলে আমাকে সরাসরি মেসেজ করেন আমি তাৎক্ষণাৎ আর্টিকেলটি আপডেট করব

Scroll to Top