জিপি ৩০০ মিনিট কেনার নিয়ম ২০২৫”Eratechtips.com “

18জিপি ৩০০ মিনিট কেনার নিয়ম না জানেন তাহলে পুরো  পোস্টটি পড়তে থাকুন আশা করি সকল মিনিট কেনার নিয়ম সম্পর্কে অবগত হবেন। বাংলাদেশের সর্বোচ্চ এবং সুনামধন্য নেটওয়ার্ক অপারেটর হচ্ছে গ্রামীণফোন। জিপি নেটওয়ার্ক অনেক শক্তিশালী দেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে কথা বলতে কোন রকম ঝামেলার সম্মুখীন হতে হয় না।  

গ্রামীণফোনের গ্রাহক গ্রহণের একটিমাত্র সমস্যা সেটি হলো অন্যান্য নেটওয়ার্ক অপারেটরের তুলনায় অনেক বেশি খরচ হয়।  ইন্টারনেট,  ভয়েস কল,  এসএমএস প্যাক সহ সকল  প্যাকের খরচ বেশি হয়ে থাকে।  গ্রামীণফোনের গ্রাহকদের মধ্যে যারা সবচেয়ে চালাক তারাই বিভিন্ন মিনিট বান্ডেল পাকেজ ব্যবহার করে থাকেন। 

গ্রামীণফোন গ্রাহক চাইলেই নির্দিষ্ট পরিমাণ রিচার্জে যে কোনো জিপি মিনিট অফার উপভোগ করতে পারেন। এছাড়াও তাদের মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে সহজেই যেকোন মিনিট অফার ক্রয় করতে পারেন।

তিনটি উপায়ে জিপি ৩০০ মিনিট কেনা যায়।  একটি হচ্ছে সরাসরি রিচার্জ পয়েন্ট থেকে রিচার্জ করে আর একটি হচ্ছে মাই জিপি আপ্স ব্যবহার করে এবং অপরটি হচ্ছে কোড ডায়াল করার মাধ্যমে।  আমরা এই পোষ্টের মাধ্যমে তিনটি মাধ্যম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।  আপনারা যদি না জেনে থাকেন কিভাবে জিপি সিমে মিনিট কেনা যায়  তাহলে আমাদের পোস্টটি ভালোভাবে পড়ুন। 

জিপি ৩০০ মিনিট কেনার নিয়ম কি?

গ্রামীণফোন বা জিপি ৩০০ মিনিট অফার ক্রয় করার জন্য সরাসরি ১৯৯ টাকা রিচার্জ করুন। যার মেয়াদ থাকবে ৩০ দিন। অবশিষ্ট মিনিট চেক করার জন্য ডায়াল করুন *১২১*১*২#। তবে এই অফারটি বর্তমানে সচল আছে কি না তা আমার জানা নেই। সম্ভবত এই অফারটি এখন বন্ধ আছে।

এখন ৩০০ মিনিট কেনার মত কোন অফার গ্রামীনফোন দেয়নি। তবে আপনি চাইলে ২০০ মিনিট ৩০ দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন। তাছাড়া ৪০০ মিনি ট কেনা যাবে মাত্র ২৫৮ টাকা রিচার্জের মাধ্যমে। যার মেয়াদ থাকবে ৩০ দিন এবং মিনিট চেক করতে ডায়াল করুন *১২১*১*২#। 

যে সব গ্রাহক জিপি মিনিট কিনে কথা বলেন তাদের জন্য একটি ছোট উপদেশ হচ্ছে আপনাদের মিনিট চেক করে কথা বলবেন। কেননা মিনিট শেষ হওয়ার পর মাত্রারিক্ত টাকা কেটে নেওয়া হয়। তাই মিনিট শেষ হওয়ার সাথে সাথে পুনরায় মিনিট অফার কিনে ফেলুন। তা না হলে মোঠা অংকের অর্থ লোকসান গুনতে হবে।

জিপি ৩০০ মিনিট কেনার নিয়ম

জিপি ৩০০ মিনিট ক্রয়ের নিয়মটাকাস্টাটাসএক্টিভেশন কোডমিনিট চেক

রিচার্জ

১৯৯ টাকাবন্ধ*১২১*৪০১৮# *১২১*১*২#

মাই জিপি অ্যাপ

১৯৯বন্ধএপ্স থেকে

*১২১*১*২#

বর্তমানে গ্রামীনফোন মিনিট কেনার কোডসমূহ নিচে দেওয়া হল।

গ্রামীণফোন তাদের অফার গুলো প্রতিনিয়ত পরিবর্তন করে থাকে। তারা একটি অফার দীর্ঘদিন চালান না।  বর্তমানে গ্রামীণফোনের সকল মিনিট প্যাকেজ গুলোর উপর পরিবর্তন এনেছেন।  তাই পূর্বের নিয়মে রিসার্চ করলে অথবা কোড ডায়াল করার মাধ্যমে  মিনিট অফার গুলো কেনার সম্ভব হবে না।

জিপি সিমে মিনিট কেনার কোড সমূহ পরিবর্তন করা হয়েছে।  আমরা নতুন কোড গুলোকে এই পোস্টের মধ্যমে পুনরায় সংযুক্ত করেছি।  নিচের টেবিল এ গ্রামীণফোনের অসংখ্য মিনিট প্যাকেজ গুলো।  যে মিনিট অফার গুলো আপনার ভালো লাগে সেই মিনিট গুলো কোড ডায়াল করার মাধ্যমে মিনিট কিনতে পারবেন। 

মনে রাখবেন মিনিট কেনার পূর্বে আপনার ব্যালেন্সে কাঙ্খিত পরিমাণ টাকা যেন জমা থাকে।  নির্দিষ্ট পরিমাণ টাকা জমা না থাকলে জিপি সিমের মিনিট কেনার কোড ডায়াল করলেও মিনিট কেনা যাবে না।  তাই ব্যালেন্সের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

আরো জানুন; এয়ারটেল মিনিট অফার

জিপি মিনিট অফারমূল্যমেয়াদকোডমিনিট চেক কোড
৮ মিনিট৫ টাকা৪ ঘণ্টা*১২১*৪০২২#*১২১*১*২# 
১১ মিনিট৭ টাকা৬ ঘণ্টা*১২১*৪০২৪#*১২১*১*২# 
২৭ মিনিট১৯ টাকা২৪*১২১*৪৪০২#*১২১*১*২# 
১১০ মিনিট৭৪ টাকা৭ দিন*১২১*৪৪০৩#*১২১*১*২# 
২০০ মিনিট১৫৭ টাকা১৫ দিন*১২১*৫০৭৪#*১২১*১*২# 
২০০ মিনিট১৭৪ টাকা৩০ দিন*১২১*৪৪১০#*১২১*১*২# 
২০০ মিনিট১৩২ টাকা১০ দিন*১২১*৪৪০৮#*১২১*১*২# 
২০০ মিনিট১২৪ টাকা৭ দিন*১২১*৪৪০৭#*১২১*১*২# 
৪৫ মিনিট২৯ টাকা২ দিন*১২১*৪৪০৫#*১২১*১*২# 
৬০০ মিনিট৩৭৮ টাকা৩০ দিন*১২১*৪৪১১#*১২১*১*২# 
৪০০ মিনিট২৫৮ টাকা৩০ দিন*১২১*৪৪১৪#*১২১*১*২# 
৮০ মিনিট৪৮ টাকা৩ দিন*১২১*৪৪০৬#*১২১*১*২# 
৮০০ মিনিট৪৮৮ টাকা৩০ দিন*১২১*৪৬৫৭#*১২১*১*২# 

আরো জানুনঃ

শেষ কথা

আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কিভাবে মিনিট কিনতে হয়।  ১৯৯ টাকা রিচার্জে ৩০০ মিনিট প্যাকের অফার টি বর্তমানে বন্ধ আছে তাই আপনারা ১৯৯ টাকা রিচার্জ করবেন না। যদি আপনি চান তাহলে ৪০০ মিনিট অফারটি কিনতে পারেন।

এটি ক্রয় করার জন্য ২৫৮ টাকা সরাসরি রিচার্জ করতে হবে। অন্য থায় সরাসরি মাইজিপি এপ্স থেকে ৪০০ মিনিটের অফার ক্রয় করতে পারবেন। মিনিট অফার সমপর্কে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখেন আমরা সঠিক উওর দিয়ে সহযোগিতা করব। 

Scroll to Top