বিভিন্ন কবি,সাহিত্যিক এবং মনীষীগণ নতুন বছরের আগমনকে উল্লেখ করে বিভিন্ন কবিতা এবং ছন্দ রচনা করে গিয়েছেন। যেই কবিতা এবং ছন্দ গুলো একজন কবি এবং মনীষীগনদের মনের আবেগ থেকে তৈরি হয়েছে। আপনারাও চাইলে এই কবিতা এবং ছন্দ গুলোকে ব্যবহার করে আপনাদের মনের কথা প্রকাশ করতে পারেন।
এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির জন্য নতুন বছর হতে পারে আনন্দ উল্লাসের দিন। এদিন পুরো বিশ্ব জুড়ে একযোগে আনন্দ উল্লাসে মেতে ওঠে। আপনিও চাইলেও এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পারেন। তাই আপনার মনের কথা এবং নতুন বৎসরকে কেন্দ্র করে নতুন বছর নিয়ে কবিতা ও ছন্দ সবার মাঝে ছড়িয়ে দিন।
নতুন বছর নিয়ে কবিতা ও ছন্দ
দেখতে দেখতে ২০২৩ সাল চলে যাচ্ছে, আসছে আগামী ২০২৪ সাল। তাই পুরাতনকে ভুলে গিয়ে নতুনকে সাদরে গ্রহণ করা উচিত। নতুন বছর কে গ্রহণ করার মধ্য দিয়ে বিভিন্ন আনন্দ উল্লাস করা যায়। আপনার বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয় মানুষদের সাথে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নিন। এক্ষেত্রে কবিতা এবং ছন্দ আপনার হতে পারে সব থেকে সহজের মাধ্যম।
আপনি আপনার মনের অব্যক্ত কথাগুলো কবিতা এবং ছন্দের মধ্য দিয়ে প্রকাশ করতে পারেন। আপনি একটি কবিতা ও ছন্দ ফেসবুক অথবা ব্যক্তিগত ভাবে একে অপরকে পাঠিয়ে নতুন বছরের আনন্দ ছড়িয়ে দিতে পারেন। তাই যারা অনলাইনে এসে নতুন বছর নিয়ে কবিতা ও ছন্দ অনুসন্ধান করছিলেন তারা একটু নিচে প্রবেশ করে তার সংগ্রহ করুন।
আরও দেখুনঃ নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস
নতুন বছর নিয়ে কবিতা
যারা নতুন বছরকে উল্লেখ করে বিভিন্ন কবিতা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে চান তারা অবশ্যই এখান থেকে সুন্দর কিছু কবিতার সংগ্রহ করুন। আমরা বিভিন্ন জায়গা থেকে সুন্দর এবং পছন্দনীয় সকল কবিতা উল্লেখ করেছি। এছাড়া আপনার প্রিয়জনকে নিত্য নতুন কবিতা পাঠিয়ে নতুন বছরের আনন্দে একসাথে পালন করতে পারেন। সুন্দর এবং সেরা কবিতা সংগ্রহ করতে নিচে প্রবেশ করুন।
১. বছর শেষে মেঘের ঘন, ঝড়ো হাওয়ায় ভেসে যায়, নতুন বছর আসে আলোকিত, নতুন স্বপ্ন নিয়ে আয়।
২. পুরোনো বছরের বেদনার ভার, ভুলে যাই মনের কোণে, নতুন বছরের আশার আলো, জ্বলে উঠুক প্রতিটি মনে।
৩. নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন, নতুন সংকল্পে এগিয়ে চলি, নতুন বছরকে স্বাগত জানাই, আনন্দে মুখরিত হই।
৪. ভালোবাসা, সুখ, সমৃদ্ধি, নতুন বছরে হোক ভরা, সকলের জীবনে আসুক আলো, দুঃখ-কষ্ট হোক দূরে সরা।
৫. নতুন বছরের প্রথম দিনে, শুভেচ্ছা জানাই সকলে, সুখে-শান্তিতে কাটুক সকলের, নতুন বছরের প্রতিটি দিন।
ইংরেজী নববর্ষ নিয়ে কবিতা
প্রতিবছরেই ইংরেজি নববর্ষ কে কেন্দ্র করে পুরো বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং আয়োজনে ভরপুর হয়ে থাকে। গান বাজনা, আতশবাজির আনন্দ যেন ছড়াছড়ি। এক্ষেত্রে আপনি নতুন বছরের আনন্দকে আরো উচ্ছ্বাসিত করতে কবিতা হতে পারে সুন্দর একটি মাধ্যম।
কবিতার মাধ্যমে একজন ব্যক্তির আবেগ, ভালোবাসার কথা বেদনা কথা খুব সহজেই প্রকাশ করা যায়। তাই আপনার নতুন বছরকে কেন্দ্র করে যতটা মনের কথা রয়েছে তা শেয়ার করুন নিচে দেওয়া উল্লেখিত কবিতাগুলোর মাধ্যমে।
৬. বছর শেষে, পুরোনো স্মৃতি, মনের আঙিনায় ভেসে যায়, নতুন বছরের আশায়, হৃদয় আনন্দে ভরে ওঠে।
৭. নতুন বছরের প্রথম সূর্য, উঠুক আশার আলো নিয়ে, নতুন দিগন্ত উন্মোচন করুক, সকলের জীবনে।
৮. নতুন বছরের প্রতিটি দিন, হোক সুখ-শান্তিতে ভরা, ভালোবাসা, সহানুভূতি, পূর্ণ হোক প্রতিটি হৃদয়।
৯. নতুন বছরের শুভেচ্ছা, জানাই সকল ভাই-বোনকে, নতুন বছর হোক, সকলের জন্য সমৃদ্ধির বছর।
১০. নতুন বছরে, নতুন করে, শুরু করি জীবনের যাত্রা, নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন, নিয়ে এগিয়ে চলি।
নতুন বছর নিয়ে ছন্দ
ছন্দে ছন্দে আমরাও আমাদের মনের কথা প্রকাশ করতে পারি। এক্ষেত্রে নতুন বছরের আনন্দটা ছন্দের মাধ্যমেও প্রকাশ করতে পারি। অনেকে রয়েছেন যারা ছন্দ পড়তে ভালোবাসেন। আবার এমনও অনেক রয়েছেন যারা মুখে মনে কথা না বলতে পারলেও ছন্দের মাধ্যমে তা প্রকাশ করে থাকে।
তাই আপনি যদি নতুন বছরকে নিয়ে কোন কথা প্রকাশ করতে চান। তাহলে নিচের দেওয়া ছন্দ গুলো হতে পারে আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনাদের পছন্দ মতো ছন্দ গুলো নির্বাচন করুন।
১. নতুন বছর এসেছে, নতুন আশা নিয়ে, পুরোনো বছরের বেদনা ভুলে, নতুন স্বপ্ন দেখি।
২. নতুন বছরের প্রথম দিন, শুভেচ্ছা জানাই সকলে, সুখে-শান্তিতে কাটুক, নতুন বছরের প্রতিটি দিন।
৩. নতুন বছরের আলোকিত পথে, এগিয়ে চলি সকলে মিলে, নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন, নিয়ে নিজের হৃদয়ে।
৪. ভালোবাসা, সুখ, সমৃদ্ধি, নতুন বছরে হোক ভরা, সকলের জীবনে আসুক আলো, দুঃখ-কষ্ট হোক দূরে সরা।
৫. নতুন বছরের শুভেচ্ছা, জানাই সকল প্রিয়জনকে, নতুন বছর হোক, সকলের জন্য সুখের বছর।
শেষ কথা
আশা করতেছি এই পোস্ট থেকে আপনারা নতুন বছর নিয়ে কবিতা ও ছন্দ আপনাদের পছন্দমত সংগ্রহ করতে পেরেছেন। আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। যদি এই পোষ্ট আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশে থাকা ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ