ভারত বর্ষের প্রত্যেকটা শহরের একটা নিজস্ব বিশেষত্ব রয়েছে । যে বিশেষত্ব সেই শহরটাকে অনন্য করে তোলে। তবে এর মধ্যে কলকাতার নিজস্বতা বিশেষভাবে উল্লেখযোগ্য। কলকাতা ১৯১১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এবং দেশের সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর হিসেবে বিরাজমান। অপরদিকে হায়দ্রাবাদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যে কোন ক্রিকেট খেলা প্রদর্শনের একমাত্র স্থান হল ইডেন গার্ডেন নামক ১৮৬৪ সালে নির্মিত হওয়া একটি বিশাল স্টেডিয়াম। খেলা দেখা কিংবা উচ্চশিক্ষা, উন্নত চিকিৎসার জন্য প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ কলকাতা গিয়ে থাকে। বিভিন্ন প্রয়োজনে কলকাতা থেকে হায়দ্রাবাদ ইমারজেন্সি যাওয়ার প্রয়োজন হয়। ইমারজেন্সি সময়ে যাতায়াতের ক্ষেত্রে বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কলকাতা টু হায়দ্রাবাদ বিমান ভাড়া কত
ভারতের বৃহত্তম শহর কলকাতায় অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে। কলকাতা শহরের পর্যটন কেন্দ্র অর্থাৎ দর্শনীয় স্থানগুলির মধ্যে হাওড়া ব্রিজ অন্যতম। ভারতের গঙ্গা নদীর উপর প্রায় ৭১ফিট লম্বা এই ব্রিজ নির্মাণ করা হয় ১৯৪৩ সালে যা হাওড়া এবং কলকাতা শহর দুটিকে একত্রিত করেছে।
কলকাতা শহর ভ্রমণের পর অনেকেই হায়দ্রাবাদ ভ্রমণের পরিকল্পনা করে। সময় স্বল্পতার কারণে এ সময় দ্রুত বিমানের সাহায্যে হায়দ্রাবাদ যাওয়ার প্রয়োজন দেখা দেয়। বর্তমানে কলকাতা টু হায়দ্রাবাদ বিমান ভাড়া আনুমানিক সর্বনিম্ন প্রায় ৮১ হাজার ১৬৩ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১ লাখ ১২ হাজার ৬২৪ টাকা পর্যন্ত হয়ে থাকে।
কলকাতা টু হায়দ্রাবাদ ইন্ডিয়া গো এয়ারলাইন্স বিমান ভাড়া ২০২৪
ভারতের বৈচিত্র্যময় শহর কলকাতা যেন ভারতের বুকে এক টুকরো বাংলা। বর্তমানে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে চিকিৎসা আর ভ্রমনের জন্য সবার প্রথম পছন্দ কলকাতা। বর্তমানে সবার ইন্ডিয়া গো বিমান এয়ারলাইন্স নিয়মিত কলকাতা থেকে হায়দ্রাবাদ যাত্রী সরবরাহ করে থাকে।
বিমানের ক্যাটাগরির উপর ইন্ডিয়া গো এয়ারলাইন্সের বিমান ভাড়া নির্ধারিত হয়ে থাকে। বর্তমানে ইন্ডিয়া গো এয়ারলাইন্সের বিমান ব্যবহার করে কলকাতা থেকে হায়দ্রাবাদ পৌঁছাতে সর্বনিম্ন প্রায় ৮,১৬৩ থেকে ৮,৯৫৯ টাকা পর্যন্ত হয়ে থাকে। ইন্ডিয়া গো এয়ারলাইন্সের এই ফ্লাইট এর মাধ্যমে সরাসরি কলকাতা থেকে হায়দ্রাবাদ যাত্রী পৌঁছানো হয়।
কলকাতা টু হায়দ্রাবাদ বিমান এয়ারলাইন্স সমূহ ২০২৪
হায়দ্রাবাদ মুছি নদীর তীরে অবস্থিত। বর্তমানে ভারতের নিজস্ব কিছু বিমান এয়ারলাইন্স নিয়মিত কলকাতা থেকে হায়দ্রাবাদ রুটে যাতায়াত করছে। একটি নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী সকল বিমান এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে। আপনাদের সুবিধার্থে কলকাতা টু হায়দ্রাবাদ রুটে চলাচল কারী বিমান এয়ারলাইন্স গুলোর নাম ও ফ্লাইটের সময় তুলে ধরা হলো।
এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সঃ বর্তমানে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স সকাল ৮ টা থেকে দুপুর ১২ তার মধ্যে সবথেকে বেশি ফ্লাইট পরিচালনা করে।
ইন্ডিয়া গো এয়ারলাইন্সঃ ইন্ডিয়া গো বিমান সংস্থা সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে তাদের অধিকাংশ ফ্লাইট পরিচালনা করে থাকে।
ভিস্তারা এয়ারলাইন্সঃ জনপ্রিয় বিমান সংস্থা ভিস্তারা সকাল ৮ তা থেকে ১১ টা পর্যন্ত কলকাতা টু হায়দ্রাবাদ রুটে চলাচল করে থাকে।
কলকাতা থেকে হায়দ্রাবাদ কত কিলোমিটার
হায়দ্রাবাদ ও কলকাতা ভারতের দুইটি বৃহত্তম শহর দুই প্রান্তে অবস্থিত। কলকাতা থেকে হায়দ্রাবাদ আনুমানিক প্রায় ১৪,৯২.২ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে কলকাতার জনসংখ্যা আনুমানিক ১৫,৫৭০,৭৮৬ অর্থাৎ প্রায় দেড় কোটিরও বেশি। অপরদিকে ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দ্রাবাদের বর্তমান জনসংখ্যা প্রায় ৬৯ লক্ষ।
কলকাতা থেকে হায়দ্রাবাদ যেতে কত সময় লাগে
কলকাতা থেকে হায়দ্রাবাদ প্রায় হাজার কিলোমিটার দূরে অবস্থিত। যার পরিপ্রেক্ষিতে ইমারজেন্সি সময়ে স্থল পথে হায়দ্রাবাদ যাওয়া সম্ভব নয়। কেননা স্থল পথে কলকাতা থেকে হায়দ্রাবাদ পৌঁছাতে আনুমানিক প্রায় ২৮ ঘন্টা সময় লাগে। অর্থাৎ স্থলপথে হায়দ্রাবাদ পৌঁছাতে ১ দিন ৪ ঘন্টা সময় লাগে।
অপর দিকে বিমানের সাহায্যে অল্প সময়ে কলকাতা থেকে হায়দ্রাবাদ পৌছানো সম্ভব। বর্তমানে কলকাতা থেকে হায়দ্রাবাদ নন স্টপ ফ্লাইটের মাধ্যমে পৌঁছাতে সর্বনিম্ন প্রায় ২ ঘন্টা থেকে সর্বোচ্চ প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে। ইন্ডিয়া গো এয়ার এয়ারলাইন্সের বিমান ব্যবহার করলে সব থেকে কম সময়ে কলকাতা পৌঁছানো যায়।
শেষ কথা
কলকাতা থেকে হায়দ্রাবাদ সরাসরি বিভিন্ন ফ্লাইট পরিচালিত হয়। এ সব ফ্লাইট উপভোগ করতে বিমানের টিকেট ক্রয় করতে হবে। এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা অনুমোদিত অফিস থেকে বিমানের টিকেট সংগ্রহ করা যায়। বিমানের টিকেট ক্রয় করতে এজেন্সি বা দালাল থেকে অধিক সতর্ক হতে হবে। ধন্যবাদ।
আরও দেখুনঃ