ওমান থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে

বাংলাদেশের শ্রম শক্তির একটি বড় বাজার ওমান। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্বে কোনাতে ওমান রাষ্ট্র অবস্থিত। ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশটির সরকারী নাম সুলতানাত অফ ওমান। ওমানের বর্তমান আয়তন ৩ লাখ ৯ হাজার ৫০০ বর্গ কিলোমিটার। ওমান আয়তনে অনেক বড় হলেও জনসংখ্যা খুবই কম। কেননা ওমানের অধিকাংশ জায়গা জল বিহীন মরুভূমি। তবে তেল ও গ্যাস উৎপাদন করে দেশটি বর্তমানে অর্থনৈতিক ভাবে অনেক উন্নতি লাভ করেছে।

ওমান দেশটি সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনের সাথে স্থল সীমান্ত ভাগ করে নিয়েছে এবং ইরান ও পাকিস্তানের সাথে সামুদ্রিক সীমান্ত ভাগ করে পৃথিবীর বুকে নিজেদের মানচিত্র স্থাপন করেছে। ওমান যে সকল প্রবাসী রয়েছে তাদের মধ্যে অধিকাংশ বাংলাদেশী। বর্তমানে ওমানে প্রায় ৭ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। যারা বিভিন্ন ভিসার মাধ্যমে ওমান গিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরি করেছে। ওমানে প্রতিনিয়ত বাংলাদেশিদের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে।

ওমান থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে

বর্তমানে ওমানের অর্থনীতি অনেক উন্নত। ওমানের রাজধানীর নাম মাস্কাট। ওমানের সবথেকে বড় শহর ও রাজধানী হওয়ায় মাস্কাট থেকে অধিকাংশ ফ্লাইট পরিচালিত হয়ে থাকে। ওমান থেকে স্থল পথে বাংলাদেশে আসতে বেশ কিছুদিন সময়ের প্রয়োজন।

অপর দিকে বিমানের সাহায্যে অল্প সময় ওমান থেকে বাংলাদেশে পৌঁছানো যায়। যেমন মালয়েশিয়া এয়ারলাইন্স এর বিমান ২ টি বিরতি নিয়ে প্রায় ১ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিটে বাংলাদেশে পৌঁছায়। অপর দিকে একটি বিরতি নিয়ে ওমান থেকে বাংলাদেশে পৌঁছাতে ১৮ ঘন্টা ৫ মিনিট থেকে শুরু করে ২২ ঘন্টা ১০ মিনিট পর্যন্ত সময় লাগে।

ওমান থেকে ঢাকা আসতে কত সময় লাগে

বিমানের সাহায্যে ওমান থেকে বাংলাদেশে আসতে কতটুকু সময় প্রয়োজন তা বিমানের স্টপেজের উপর নির্ধারিত হয়ে থাকে। ওমান থেকে ঢাকার দূরত্ব আনুমানিক প্রায় ৩,৫৩৩ বর্গ কিলোমিটার। এই দীর্ঘ পথ স্থল পথে যাওয়া সম্ভব নয়। বিমানের সাহায্যে আকাশ পথে ৩,৫৩৩ বর্গ কিলোমিটার পথ অতিক্রম করতে সর্বনিম্ন ৮ ঘন্টা ১৫ মিনিট থেকে সর্বোচ্চ প্রায় ১ দিন ২০ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

ওমান থেকে বাংলাদেশে সব থেকে কম সময়ে কিভাবে যাওয়া যায়

বিভিন্ন সময় ইমার্জেন্সি ভাবে ওমান থেকে বাংলাদেশে আসার প্রয়োজন দেখা দেয়। এমতাবস্তায় সকলের মাথায় কিভাবে কম সময়ে ওমান থেকে বাংলাদেশে পৌঁছানো যায় এই চিন্তা ঘুর পাক খায়। স্থল ও জলপথে ওমান যাওয়া গেলেও অনেক দিন সময় লাগবে। একমাত্র আকাশ পথে বিমানের সাহায্যে কম সময়ে ওমান থেকে বাংলাদেশে পৌঁছানো যায়।

ওমান থেকে বাংলাদেশের দূরত্ব কত কিলোমিটার

হাজার বছর পূর্বে ওমান সমুদ্রবেষ্টিত দেশ থাকলেও বর্তমানে ওমানের প্রায় অধিকাংশ এলাকা মরুভূমি। বর্তমানে ওমানের সম্পূর্ণ আয়তনের প্রায় ৮০ ভাগেরও বেশি এলাকা মরুভূমি এবং ১৫% পর্বত ও মাত্র ৩% উপকূলীয় সমভূমি রয়েছে। ওমান থেকে বাংলাদেশের দূরত্ব আনুমানিক প্রায় ৩,৫২৮ বর্গ কিলোমিটার এবং ওমান থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দূরত্ব ৩,৫৩৩ বর্গ কিলোমিটার।

সব থেকে কম সময়ে কোন বিমান ওমান পৌঁছায়

ওমানে বর্তমানে তেল ও গ্যাসের খনি মজুদ থাকলেও সুমেরীয় সভ্যতায় প্রাচীন ফলকে তামার খনির উল্লেখ আছে। বর্তমানে ওমান থেকে বাংলাদেশে সালাম এয়ারলাইন্স সব থেকে কম সময়ে পৌঁছায়। সালাম এয়ারলাইন্স নন স্টপ ফ্লাইটে ৪ ঘন্টা ৩০ মিনিটে ওমান দেখে বাংলাদেশে পৌঁছায়। বর্তমানে সালাম এয়ারলাইন্স এর এই ফ্লাইটের টিকেট মূল্য ন্যূনতম ১৮,৯৪৩ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ১৯,৬০৬ টাকা পর্যন্ত হয়ে থাকে।

শেষ কথা

ওমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মাজলিস আল জিন এখানে অবস্থিত। যা ভ্রমণ করার জন্য প্রতিনিয়ত অসংখ্য পর্যটক ওমান যাচ্ছেএবং ভ্রমণ শেষে বাংলাদেশে ফেরত আসছে। ওমান যেতে এবং ওমান থেকে বাংলাদেশে ফেরত আসতে বিমানের টিকেট ক্রয় করতে দালাল ও এজেন্সি থেকে সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে এয়ারলাইন্সের অনুমোদিত অফিস থেকে টিকেট ক্রয় করার। ধন্যবাদ।

আরও দেখুনঃ

ওমান টু ঢাকা বিমান ভাড়া কত