ডেকাসন ট্যাবলেট এর কাজ কি

সম্মানিত পাঠক, আপনি কি ডেকাসন ট্যাবলেট এর কাজ কি তা জানতে চাচ্ছেন? তাহলে এই মেডিসিন নিয়ে বিস্তারিত যাবতীয় তথ্য জানতে একেবারে সঠিক জায়গাতেই এসেছেন। কেননা আপনি যদি এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে আশা করছি ডেকাসন ট্যাবলেট সম্পর্কিত যত অজানা তথ্য রয়েছে জানতে পারবেন। আমাদের কাজই হল আপনাকে সবসময় সঠিক তথ্য প্রদান করা। যাতে যেকোন বিষয়ে জানতে এসে কোনরকম বিভ্রান্তিতে পড়তে না হয়।

আমরা অনেকেই হয়তো জানি না যে ডেকাসন ট্যাবলেট কিসের ওষুধ বা কেন খায়? এই বিষয়ে একজন রোগীর জানা থাকলে ওষুধ সেবন করা নিয়ে চিন্তা থাকে না। এজন্য আমরা তাদের জানানোর উদ্দেশ্যে এই পোষ্টে আলোচনা করতে যাচ্ছি। অনেকেই ডেকাসন কিসের ঔষধ তা জানার জন্য গুগলে এসে সন্ধান করে থাকে। তো আপনি যদি তাদের মধ্যে হয়ে থাকেন তাহলে এই পোষ্ট মনযোগ দিয়ে পড়ুন।

decason কিসের ঔষধ

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে decason কিসের ঔষধ বা এই ওষুধ কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে আসুন কথা না বাড়িয়ে decason কিসের ঔষধ তা নিচের অংশ থেকে জেনে নেই।

এটি মূলত যাদের চর্মরোগ রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের দেহে চর্মরোগ দেখা দিলে ডাক্তাররা এই ওষুধ প্রেসক্রাইব করে থাকে। আবার যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেয়া হয়। কেননা এটি এলার্জি জনিত সমস্যা নিরাময় করতে পারে।

  • রিউমাটয়েড আর্থ্রাইটিস বা কোলাজেন জনিত সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকে।
  • মাইকোসি ফাংগয়েডস (Mycoceae fungoides) রোগের ক্ষেত্রেও বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকে।
  • ক্যানসারজনিত রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকে।
  • আবার যাদের পরিপাকতন্ত্র রোগ রয়েছে তারা এই ওষুধ ব্যবহার করে থাকে।

ডেকাসন ট্যাবলেট এর কাজ কি

উপরের অংশ থেকে decason কিসের ঔষধ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তবে এবার আমরা ডেকাসন ট্যাবলেট এর কাজ কি বা ডেকাসন ট্যাবলেট কি কাজ করে তা জেনে নিব। তাহলে চলুন, আর বেশী কথা না বাড়িয়ে ডেকাসন ট্যাবলেট আমাদের দেহে কি কাজ করে তা জেনে নেওয়া যাক।

  • মেনিনজাইটিস রোগ দূর হয়ে থাকে।
  • যক্ষা নিরাময় করতে সহায়ক।
  • বাতের ব্যথা নিরাময় করতে সহায়ক।
  • নিউমোনিয়া নিরাময় করতে সাহায্য করে।
  • বিভিন্ন প্রদাহ জনিত সমস্যা দূর করে।
  • রক্তস্বল্পতার সমস্যা দূর করে।
  • থাইরয়েডজনিত সমস্যা দূর করে থাকে।
  • স্নায়ুতন্ত্রের সমস্যা নিরাময় করতে সহায়ক।
  • চোখের বিভিন্ন সমস্যা নিরাময় করতে সহায়ক।
  • কিডনির বিভিন্ন সমস্যা নিরাময় করতে সহায়ক।
  • পরিপাকতন্ত্রের সমস্যা নিরাময় করতে সহায়ক।
  • এলার্জি জনিত সমস্যা নিরাময় করতে সহায়ক ইত্যাদি।

আপনার দেহে যেই রোগ দেখা দিক না কেন ডাক্তারের পরামর্শ ব্যতিত ওষুধ সেবন করা একদমই উচিত নয়। এই ওষুধ শুধুমাত্র মোটা হওয়ার জন্য সেবন করলে আপনার দেহে অনেক ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। সেগুলো আমরা ধাপে ধাপে একটু পরে আলোচনা করব।

ডেকাসন ট্যাবলেট কেন খাবেন

আমরা ইতিমধ্যে decason কিসের ঔষধ তা নিয়ে উপরের পাঠে বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা ডেকাসন ট্যাবলেট কেন খায় সেই বিষয়েও ক্লিয়ার ধারনা নিয়ে নিব।

  • লিউকেমিয়া রোগ দূর করতে এই ঔষধ ব্যবহার করা যায়।
  • কিডনির বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ওষুধ খুবই উপকারি ভূমিকা পালন করে থাকে। কেননা এই ওষুধ সেবনে কিডনি জনিত সমস্যা নিরাময় হয়ে যায়।
  • বাতজনিত আথ্রাইটিস তীব্রমাত্রায় হয়ে থাকলে একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক নিয়ম মোতাবেক গ্রহণ করতে পারেন।

উপরের উল্লিখিত সমস্যাগুলো ছাড়াও আরও বিভিন্ন রোগের ক্ষেত্রে এই ওষুধ সেবন করা হয়। তবে বিশেষ করে এই ওষুধ শুধুমাত্র চর্ম রোগের ক্ষেত্রে ভালো ধরনের উপকারে আসবে বলে আশা করা যায়।

আবার যাদের হাঁপানিজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি কার্যকরী ভুমিকা পালন করে থাকে। তবে একটা বিষয় আমাদের সকলকেই সচেতন থাকতে হবে সেটা হচ্ছে কখনোই ভুল করেও এই ওষুধ একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিত সেবন করবেন না।

কেননা আপনার রোগের অবস্থার উপর ভিত্তি করেই ডাক্তাররা এই ট্যাবলেট সেবন করার কথা বলবেন। তাই অযথা শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে এমন কাজ করবেন না। ডেকাসন ট্যাবলেট কেন খাবেন আশা করছি আপনারা এতক্ষণেতা বুঝতে ও জানতে পেরেছেন।

ডেকাসন ট্যাবলেট খেলে কি হয়

আমরা ইতিমধ্যে ডেকাসন ট্যাবলেট এর কাজ কি সেই সম্পর্কে জেনেছি। এবার আসুন ডেকাসন ট্যাবলেট খেলে কি হয় তা জেনে নেই। এই ঔষধটি মূলত এক ধরনের সিনথেটিক জাতীয় ঔষধ। যা পিটুইটারি গ্রন্থির প্রতিবন্ধক হিসেবে সহায়ক। এছাড়াও দেহের স্টেরয়েড হিসেবে নানান ধরণের প্রদাহ নিরাময় করতে সাহায্য করে। এছাড়াও এই ওষুধ খেলে আর কি কাজ হয় তা নিচে তুলে ধরা হলঃ

  • বমিনাশক নিরাময় করে।
  • এলার্জিজনিত সমস্যা নিরাময় করে।
  • সেরিব্রাল ইডেমা প্রতিরোধ করে।
  • ক্যান্সার এর চিকিৎসায় ব্যবহার হয়।
  • চর্মরোগ এর চিকিৎসায় ব্যবহার করা হয়।
  • পরিপাকতন্ত্রের নানান ধরণের সমস্যা নিরাময় করে।
  • স্নায়ুতন্ত্রের নানান ধরণের সমস্যা নিরাময় করে।
  • চোখের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়।
  • কিডনিজনির সমস্যা থেকে মুক্ত রাখে।
  • শ্বাসতন্ত্রের সমস্যা থেকে মুক্তি দেয় ইত্যাদি।

ডেকাসন ট্যাবলেট বেশি খেলে কি হয়

আমাদের আসলে যেকোন ঔষধ সেবন করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এর কারণ আপনি যদি প্রয়োজনের তুলনায় বেশি পরিমানে মেডিসিন সেবন করেন, তাহলে আমাদের দেহে উপকার না হয়ে অবিলম্বে ক্ষতি হতে পারে।

আমরা এখন ডেকাসন ট্যাবলেট বেশি খেলে কি হয় সেই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। ডেকাসন ট্যাবলেট বেশি খেলে যেগুলো সমস্যা দেখা দিতে পারে তা নিম্নে উল্লেখ করে দেয়া হলঃ

  • ডায়রিয়ার সমস্যা হতে পারে
  • বমি বমি ভাব দেখা দেয়
  • অনেক সময় বমিও হয়ে যায়।
  • দেহের বিভিন্ন অঙ্গ শক্ত হয়ে যায়।
  • প্রচন্ড মাথা ব্যথা হতে পারে।
  • এছাড়াও মাথা ঘোড়ানো শুরু হতে পারে।
  • ঘন ঘন ঘুম আসতে পারে।
  • শরীরের ওজন হঠাৎ করেই বেড়ে যেতে পারে।
  • ত্বকে ফুসকুড়ির দেখা দিতে পারে
  • ক্ষুধার পরিমান কমে যেতে পারে।
  • শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।
  • চোখ হলুদ হয়ে যেতে পারে।
  • শরীরে ঘামের মাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি।

আশা করছি আপনারা এতক্ষণে ডেকাসন ট্যাবলেট বেশি খেলে বা অতিমাত্রায় সেবন করলে কি হয় তা জেনে গেছেন। এবার আসুন, ডেকাসন ট্যাবলেট সেবনে আমাদের দেহে কি কি ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে তা জেনে নেওয়া যাক।

ডেকাসন ট্যাবলেট এর পার্শপ্রতিক্রিয়া

আপনি কি জানেন প্রতিটা মেডিসিনের উপকারিতা থাকে এর পাশাপাশি তাতে সামান্য পরিমাণ হলেও পার্শপ্রতিক্রিয়া বিদ্যমান থাকে। ঠিক তেমনি এই মেডিসিনটিও তার তার ব্যতিক্রম নহে। আর আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা এই ওষুধ নিয়মিত সেবন করতে চাচ্ছেন কিন্তু এটি সেবনে দেহে কি কি ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে তা জানা নেই।

মূলত এজন্যই আমরা আপনাদের সুবিধার কথা ভেবেই পোষ্টের এই পাঠে ডেকাসন ট্যাবলেট এর ক্ষতিকর দিক বা পার্শপ্রতিক্রিয়াগুলো তুলে ধরেছি। ডেকাসন ট্যাবলেট সেবনে যেগুলো পার্শপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা নিম্নে উল্লেখ করা হলঃ

  • উচ্চরক্তচাপ,
  • ইউফোরিয়া,
  • অন্যান্য মানসিক সমস্যা
  • পটাসিয়াম ঘাটতি,
  • হাইপোক্যালেমিক অ্যালকালোসিস।
  • পটাশিয়াম এর ঘাটতি।
  • গ্লুকোজ টলারেন্স কমে যাওয়া
  • পরিপাকতন্ত্রের সমস্যা সৃষ্টি করে।
  • ত্বকে অতিরিক্ত লালচে দাগ
  • সোডিয়াম এবং ফ্লুইড রিটেনশন
  • গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল আলসা
  • টিকার কার্যকারিতা কমে যাওয়া ইত্যাদি।

ডেকাসন ট্যাবলেট খেলে কি ওজন বাড়ে

আপনি দেখতে অনেকটা পাতলা এজন্য হয়তো মোটা হওয়ার চিন্তাটা আপনার মধ্যে অনেক ইচ্ছা পোষন হচ্ছে। এই সমস্যা যদি কোন ডাক্তারের সাথে শেয়ার না করেই এই ওষুধ  খাওয়া শুরু করলেন তাহলে আপনার কি হতে পারে। এই ওষুধ খেলে আপনার খাওয়ার রুচি আগের তুলনায় ঠিকই বাড়বে।

তবে এখানে একটি বিষয়ে ধারনা রাখতে হবে তা হচ্ছে আপনি বা আপনার পরিচিত কেউ ২ থেকে ৩ মাস মেডিসিন সেবন করার পরে একেবারে বাদ দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে দেখবেন সেই ব্যক্তি অরুচি বোধ করবে যার ফলে কিন্তু আবারও আগের মত চিকন হতে থাকবে।

আসলে এই ডেকাসন ট্যাবলেটটি খেলে ওজন বাড়ে ঠিকই কিন্তু পরে গিয়ে যে করার সেই হয়ে যায় মানে আগে যেমন্টা ছিলেন ওষুধ খাওয়া বাদ দিলে আবার সেই অবদথাতেই ফিরে আসবেন। এই ওষুধটি যদি আপনি সে শুধু মোটা বা ওজন বাড়ানোর ক্ষেত্রে সেবন করেন তাহলে ভুল কাজ করবেন।

ডেকাসন ট্যাবলেট এর দাম কত

আপনারা অনেকেই প্রায়ই গুগলের কাছে একটা বিষয়ে জানতে চান সেটা হল যে ডেকাসন ট্যাবলেট এর দাম কত বা প্রতি পিচ ডেকাসন ট্যাবলেট এর দাম কত? তো আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই অংশ টুকু পড়ে এর সঠিক দাম কি সেটা জেনে নিন।

ডেকাসন ট্যাবলেট অপসোনিন ফার্মা লিমিটেড (Opsonin Pharma Ltd) কোম্পানি বাজারজাত করে যার জেনেরিক নাম বা গ্রুপের নাম ডেক্সামিথাসন (Dexamethasone)। ডেকাসন ট্যাবলেট এর প্রতি পিচের মূল্য মাত্র ১ টাকা।

ডেকাসন ট্যাবলেট সম্পর্কে প্রশ্ন ও উত্তর

ডেকাসন ট্যাবলেট কি কাজে লাগে?

এটি মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর পাশাপাশিপ্রদাহ জনিত সমস্যাগুলো দূর করতে সাহায্য করে থাকে।

ডেকাসন ট্যাবলেট এর মূল্য কত?

প্রতি পিচ ডেকাসন ট্যাবলেট এর দাম হচ্ছে মূলত ১ টাকা করে।

ডেকাসন ট্যাবলেট এর জেনেরিক নাম কি

ডেক্সামিথাসন (Dexamethasone)।

ডেকাসন মেডিসিন সম্পর্কে লেখকের মতামত

আমরা ইতিমধ্যে ডেকাসন কিসের ঔষধ ও ডেকাসন ট্যাবলেট খেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি এই ব্লগ পোষ্টটি শুরু থেকে শেষ অবদি পড়ে থাকেন, তাহলে হয়তো নিশ্চয় এতক্ষণে এই ওষুধ নিয়ে ক্লিয়ার ধারনা পেয়ে গেছেন। আপনার যদি ডেকাসন মেডিসিন সম্পর্কে কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।

Scroll to Top