পহেলা ফাল্গুন ২০২৪ – ১৪ই ফেব্রুয়ারি রোজ বুধবার

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশের এই ছয়টি ঋতুর মধ্যে বসন্তকে বলা হয় রঙের ঋতু। দুইটি মাস নিয়ে একটি ঋতু গঠিত হয়। যেমন পোষ ও মাঘ মিলে শীতকাল তেমনি ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে হয় বসন্তকাল। বসন্তকালে নানারকম ফুল ফুটে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হল শিউলি, পলাশ ও শিমুল ফুল। শিমুল গাছ যেন তার ফুল ফোটানোর মাধ্যমে বসন্তকে বরণ করে নেয়।

পহেলা ফাল্গুন বাংলার এই ঐতিহ্যবাহী উৎসব অনেক আগে থেকেই পালিত হয়ে আসছে। ইতিহাস থেকে জানা যায় বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে বাংলাদেশে পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব উদযাপিত হয়ে আসছে। প্রতিবছরের মতো পহেলা ফাল্গুন ২০২৪ ঢাকায়, রমনা পার্ক, চারুকলা অনুষদ, এবং ধানমণ্ডি লেক এলাকা সহ বিভিন্ন স্থানে পালন করা হবে।

পহেলা ফাল্গুন ২০২৪

বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে বসন্ত কে বলা হয় ঋতুরাজ। বসন্ত ঋতুর প্রথম মাসের প্রথম দিনকে পহেলা ফাল্গুন বলা হয়। ফাল্গুন মাসে পহেলা ফাল্গুন পালন করার লক্ষে “এসো মিলি প্রাণের উৎসবে” এই স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে পহেলা ফাল্গুন ২০২৪ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে পালন করা হবে।

  • ইংরেজি ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ সাল
  • বাংলা ১লা ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
  • আরবি ৩ই শাবান ১৪৪৫ হিজরী
  • রোজ বুধবার

১লা ফাল্গুন ২০২৪

বসন্তের প্রথম দিন অর্থাৎ ফাল্গুন মাসের ১ তারিখ কে ১ লা ফাল্গুন বলা হয়ে থাকে। বাংলাদেশের অনেক জায়গায় সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে ১লা ফাল্গুনের উৎসব শুরু করা হয়। ফাল্গুন মাস এলে মানুষ রঙিন রঙের সঙ্গে খেলা করে আবার কেউবা নানা রঙের আলপনা দিয়ে বসন্তকে বরণ করে নেয়।

২০২৪ সালের পহেলা ফাল্গুন কত তারিখ

পহেলা ফাল্গুন বাঙালি সংস্কৃতির আরো একটি উল্লেখযোগ্য দিন। এই দিন অনেক বাঙালি মেয়েরা শাড়ি পড়ে মাথায় রঙ বেরঙের ফুলের খোপা দিয়ে সেজেগুজে বসন্ত উৎসব পালন করে। আর বাঙালি ছেলেরা বসন্ত উৎসব উপলক্ষে পাঞ্জাবি পড়ে থাকে। বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে পহেলা ফাল্গুন পালন করা হবে।

বসন্ত কবে ২০২৪

বসন্তের বাতাস সকলের মনকে প্রশান্ত করে দিয়ে যায়। বসন্ত উপলক্ষে গ্রাম ও শহরে বিভিন্ন মেলা হয়ে থাকে। বিশেষ করে ঢাকার কারুকলা বিভাগের শিক্ষার্থীরা বসন্ত উপলক্ষে বিভিন্ন উৎসব মুখর পরিবেশ তৈরি করে। বসন্ত নিয়ে রবি ঠাকুর বলেছেন “আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে, কোরো না বিড়ম্বিত তারে”

এছাড়া কবি সুবাস মুখোপাধ্যায় বসন্ত পালন উপলক্ষে বলেছেন—“ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। গাছের শাখায় শাখায় রঙিন ফুলের পসরা সাজিয়ে, ঝরিয়ে দিয়ে মলিন পাতার রাশি”

পহেলা ফাল্গুন ২০২৪ ইংরেজি কত তারিখ

ফাল্গুন মাস শীতকালের কনকনে ঠান্ডা আবহাওয়াকে বিদায় জানিয়ে বসন্তকে স্বাগত জানায়। ফাল্গুনের বাতাসে বসন্তের গন্ধে বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। পহেলা ফাল্গুন বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশ যেমন ভারতেও পালন করা হয়। বাংলাদেশে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৪ ই ফেব্রুয়ারি পালন করা হবে

১লা ফাল্গুন ২০২৪ কি বার

পহেলা ফাল্গুন পালন বাঙালি সংস্কৃতির একটি অংশ হওয়ায় বাংলাদেশের অনেক জায়গায় ১ লা ফাল্গুনে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। তবে রমনার বট মূলে পহেলা ফাল্গুন সবথেকে বড় আয়োজনের মাধ্যমে ও গুরুত্বের সাথে পালন করা হয়ে থাকে।

ফাল্গুনের এই দিন ঢাকার অধিকাংশ মানুষ রিক্সার মাধ্যমে রমনার বট মূলে ঘোরাঘুরি করে বসন্ত উৎসব পালন করেন। বাংলাদেশে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ বুধবার পহেলা ফাল্গুন বা বসন্ত বরণ উৎসব পালন করা হবে।

Pohela Falgun 2024

ফাল্গুন শীতের শুষ্কতা আর জীর্ণতার অন্ধকার কে দূর করে বসন্তের নবীন আলোর প্রভাত নিয়ে আসে। বসন্তকাল Pohela Falgun 2024 গাছে গাছে নতুন পাতা নিয়ে আসে ও রং বে রঙের ফুল ফোটায়। ফাল্গুনের বাতাসে বিভিন্ন ফুলের রেনু ছড়ায় আর প্রকৃতি হয়ে ওঠে অপরূপ সুন্দর। যা দেখে ডালে ডালে কোকিলের ডাক শুরু হয়।

শেষ কথা

বাঙালি এই সংস্কৃতির চেতনা বুকে ধারণ করতে প্রতিবছরের মত এই বছরেও পহেলা ফাল্গুন ২০২৪ ফেব্রুয়ারি মাসে পালন করা হবে। বর্তমানে আধুনিক সভ্যতার ছোঁয়ায় বাংলাদেশ থেকে পহেলা ফাল্গুন সহ বাঙ্গালী সংস্কৃতির বিভিন্ন উৎসব বিলীন হয়ে যাচ্ছে।

Scroll to Top