রবি ব্যালেন্স চেক কোড সম্পর্কে আজকের পোস্টটি সাজাতে যাচ্ছি। যে সব গ্রাহক রবি সিম ইউস করেন তাদের জন্য এই আর্টিকেল টি চমৎকার হবে। আমাদের মাঝে অনেকেই আছি যারা প্রতিনিয়ত রবি সিমের ব্যালেন্স দেখতে বিভিন্ন সমস্যার সম্মখীন হই।
কিন্তু আমরা কি জানি, এই সমস্যা থেকে মুক্তি খুব সহজেই পেতে পারি। এ জন্য আপনাকে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। আমরা আজকে এই পর্বে রবি সিমের ব্যালেন্স চেক করার সকল উপায় নিয়ে আলোচনা করব।
রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড,রবি মিনিট ব্যালেন্স চেক কোড, রবি পোস্টপেইড ব্যালেন্স চেক কোড, রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড, রবি এসএমএস চেক কোড, রবি লোন ব্যালেন্স চেক কোড
উপরোক্ত কোড গুলো ছাড়াও কোন কোড ডায়াল না করে একটি মাত্র আপের সাহায্য সকল ব্যালেন্সিং ডাটা দেখার কৌশল আপনাদের মাঝে শেয়ার করব। চলুন আর কথা বাড়াব না, এবার আমাদের মুল আলোচনার ফিরে আসি।
রবি ব্যালেন্স চেক কোড ২০২৪
আপনি যে কোন সিম ব্যবহার করেন না কেন। সেই সিমে কথা বলতে চাইলে অবশ্যই ব্যালেন্স বা টাকা রিচার্জ করতে হবে। আর ব্যালেন্স রিচার্জ করার পর তা দেখার প্রয়োজন হয়। যে আপনার বেলেন্সে এখন কত টাকা আছে।
কত মিনিট কথা বলেছেন, আর কত টাকা অবশিষ্ট আছে বা বর্তমান ব্যালেন্সের মেয়াদ আর কত দিন আছে। এ সব সমস্যা সমাধান পেতে ব্যালেন্স চেক কোড জানা একান্ত প্রয়োজন।
তাই আমরা এই পোস্টে রবি ব্যালেন্স চেক কোড নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব। আশাকরি রবি সিমের ইউজারদের ইহা খুব উপকারে আসবে। আপনার রবি সিমের ব্যালেন্স চেক করতে যে কোড ডায়াল করতে হবে তা নিচে দেওয়া হল।
রবি সিমের ব্যালেন্স চেক কোড কত?
Robi সিমের ব্যালেন্স চেক কোড কত তা অনেকেই অজানা কিন্তু এখন আর অজানা থাকবে না। কেননা এই অনুচ্ছেদে আমি আপনাকে রবি সিমের ব্যালেন্স দেখার নিয়ম জানাব।
রবি সিমের ব্যালেন্স চেক কোড *222#
রবি সিমের ব্যালেন্স চেক করার নিয়ম
আপনার রবি সিমের ব্যালেন্স জানতে উপরের কোড টী ডায়াল করতে হবে। তার পর নিম্নের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরন করতে হবে।
- প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যান
- সেখানে লিখুন *২২২#
- এরপর কল করুন
- এবার ২ থেকে ৪ সেকেন্ড অপেক্ষা করুন
কিছুক্ষন পর আপনার মোবাইলের স্ক্রিনে রবি সিমের ব্যালেন্সের সকল তথ্য দেখতে পাবেন।
কোড ডায়াল না করে ব্যালেন্স চেক
রবি সিমে কোড ডায়াল না করে ব্যালেন্স সহ সকল তথ্য উপভোগ করতে পারবেন। এ জন্য আপনার একটি স্মার্টফোন থাকতে হবে। সেই ফোনে মাই রবি এপ্স টি ইন্সটল করতে হবে।
এবার আপনার মাই রবি এপ্সের হোম পেইজে প্রবেশ করলে দেখতে পাবেন অনেক গুলো মেনু রয়েছে। সেই মেনু গুলো থেকে আপনার কাংখিত মেনুতে প্রস করলে সেই ব্যালেন্স দেখতে পাবেন।
যেমন ইন্টারনেট ব্যালেন্স দেখবেন সে ক্ষেত্রে ইন্টারনেট দেখার আইকন টিতে প্রেস করতে হবে। এভাবে সকল তথ্য জানতে পারবেন।
এ জন্য আপনার একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড
আপনার রবি সিমে যদি ইন্টারনেট ক্রয় করে থাকেন তাহলে তা চেক করা প্রয়োজন হবে। রবি ইন্টারনেট ব্যালেন্স দেখতে কল করুন *8444*88# বা *222*81#। সর্বশেষ ইন্টারনেটের পরিমান, মেয়াদ সহ সকল তথ্য এখানে দেখতে পাবেন।
মিনিট ব্যালেন্স চেক কোড রবি
মিনিট ব্যালেন্স চেক কোড রবি সিমে ডায়াল করুন *222 *3# এবং *222*9#। অবশিষ্ট মিনিট এবং এর মেয়াদ জানতে পারবেন।
রবি পোস্টপেইড ব্যালেন্স চেক কোড
আপনার পোস্টপেইড ব্যালেন্স চেক করতে ডায়াল *১# ডায়াল করতে হবে। রবি পোস্ট পেইড সিমের ক্রিডিট লিমিট চেক করার জন্য ডায়াল করুন *২২২*৬৬৬#।
রবি সিমে এসএমএস ব্যালেন্স চেক
এসএমএস কি পরিমান আছে এবং কি পরিমান ব্যবহার করেছেন তা জানতে ডায়াল করুন *২২২*১০#।
রবি সিমের নাম্বার দেখার কোড
আপনার রবি সিমে নাম্বার দেখার কোড হচ্ছে *১৪০*২*৪#।
রবি সিমের সকল ব্যালেন্স দেখার কোড
রবি সিমের সকল অফার | কোড |
রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক কোড | *8444*88# বা *222*81# |
রবি ব্যালেন্স চেক কোড হচ্ছে | *222# |
রবি পোস্ট পেইড ব্যালেন্স চেক | *২২২*৬৬৬# |
রবি এমএমএস চেক কোড | *222 *13# |
রবি সিমের নাম্বার দেখার কোড | 140*2*4# |
রবি ইমারজেন্সি ব্যালেন্স | *১২৩*০০৭# |
রবি সিমের মিনিট চেক কোড | *222 *3# এবং *222*9# |
ইমারজেন্সি লোন ব্যালেন্স চেক | *১২৩*০০৭# |
রবি সিমের এসএমএস চেক কোড | *222 *10# |
রবি সিমের প্যাকেজ চেক কোড | *140 *14# |
শেষ কথা
আশা করি আর্টিকেল টি পড়েছেন এবং আপনার রবি ব্যালেন্স চেক কোড সমপর্কে সঠিক ধারনা পেয়ে গেছেন। রবি সিমে ব্যালেন্স চেক করতে আর কোন সমস্যা হবে না।
কোড ডায়াল করে ব্যালেন্স চেক করার পাশাপাশি মাই রবি আপ্সের সাহায্যে ব্যালেন্স অনুসন্ধান করার নিয়ম জানিয়েছি। এরপরও যদি রবি সিমে ব্যালেন্স দেখা নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন।
আপনার প্রশ্নের আলোকে পোস্টটি আপডেট করার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
এই আর্টিকেল নিয়ে লোকজনের কিছু প্রশ্ন
প্রশ্নঃ রবি পোস্টপেইড ব্যালেন্স চেক কোড কত?
উত্তরঃ রবি পোস্টপেইড ব্যালেন্স চেক করতে *১# ডায়াল করতে হবে। রবি পোস্ট পেইড সিমের ক্রিডিট লিমিট চেক করার জন্য ডায়াল করুন *২২২*৬৬৬#।
প্রশ্নঃ রবি সিমে এসএমএস ব্যালেন্স চেক কত?
উত্তরঃ রবি এসএমএস প্যাক কেনার পর কি পরিমান এসএমএস অবশিষ্ট আছে তা জানতে ডায়াল করুন *২২২*১০#।
প্রশ্নঃ রবি সিমের নাম্বার দেখার কোড ?
উত্তরঃ আপনার রবি সিমে নাম্বার দেখার কোডটি হচ্ছে *১৪০*২*৪#।
Comments are closed.