ঝট পট রবি ৩০ জিবি ফ্রি ইন্টারনেট নিয়ে নিন ২০২৫

রবি সব সময় গ্রাহকের জন্য দারুন দারুন অফার ফ্রি দিয়ে থাকে। আজ পর্যন্ত যত অফার নিয়ে লিখেছি তার মধ্য সব চেয়ে ভাল অফার হচ্চে রবি ৩০ জিবি ইন্টারনেট। তবে আগেই বলে রাখি এই অফার সকল গ্রাহন পাবেন না। যাদের মোবাইলে রবি সিমের ৩০ জিবি ইন্টারনেট ফ্রি মেসেজ এসেছে শুধু তারাই ইন্টারনেট ফ্রি নিতে পারবেন।

আজকে এই পোস্টের মাধ্যমে আমরা আপনাকে দেখাব কিভাবে রবি সিমে ৩০ জিবি ইন্টারনেট ফ্রি নেওয়া যায়। ৩০ জিবি ইন্টারনেট ফ্রি নেওয়া পাশাপাশি রবি ১ জিবি ফ্রি নেওয়ার টেকনিক দেখাব। আশা করি আর্টিকেল্ টি রবি গ্রাহকের জন্য দারুন হতে চলেছে।

৩০ জিবি ইন্টারনেটের মেয়াদ পাবেন ৩০ দিন। তবে এই ফ্রি জিবি একজন রবি গ্রাহক এববারের বেশী নিতে পারবেন না। আপনার যদি রবি সিম থাকে তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

রবি ৩০ জিবি ফ্রি ২০২৫

রবি দেশের ৪’৫ জি গতি সম্পন্ন নেটওয়ার্ক কোম্পনী। এর গ্রাহক সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেশ চট্রগ্রামে রবি সিমের ইউজার সংখ্যা বেশী।

বর্তমানে রবি এবং এয়ারটেল সিম কোম্পানী এক হয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক কোম্পানী হিসাবে স্থান নিয়েছে। এমন অফার প্রমোট করায় রবি সিম কোম্পানী এখন শীর্ষ নেটওয়ার্কের তালিকায় এসে যাবে।

তাই এয়ারটেল এবং রবি সিম এক হয়ে নানা মুখী অফার দিয়ে যাচ্ছে। একটি রবি সিম যদি আপনার থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারেন। আপনার সিমের রবি ৩০ জিবি ফ্রি রয়েছে কিনা।

এ জন্য রয়েছে একটি কোড যার মাধ্যমে সহজেই চেক করতে পারবেন আপনি এই অফারের আওতায় আছেন কিনা। ৩০ জিবি ইন্টারনেট রবি সিমে পাওয়ার কোড নিচে দিয়ে দিচ্ছি।

রবি ৩০ জিবি ফ্রি ইন্টারনেট অফার কোড

আপনার যদি একটি রবি সিম থাকে সেই সিমে মেসেজের মাধ্যমে ফ্রি ইন্টারনেটের তথ্য জানিয়ে দেওয়া হয়। কিন্তু সেই মেসেজ অনেকে দেখেন না বিদায় এতো বড় বড় অফারের সুযোগ হাত ছাড়া হয়ে যায়।

তাদের জন্য রয়েছে কোড এই কোড ডায়াল করার মাধ্যমে জানতে পারবেন অফার টি আপনি পাবেন কি না।

রবি ৩০ জিবি ফ্রি ইন্টারনেট অফার কোড হচ্ছে  *১২১*১৪৯৫*১#।

রবি ৩০ জিবি ফ্রি কিভাবে নিবেন

আশাকরি রবি সিমে ৩০ জিবি ফ্রি নেওয়ার কোড জেনে গেছেন। আর যদি না জেনে থাকেন তাহলে উপরের অংশ থেকে দেখে নিন। আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যান।

রবি ৩০ জিবি ফ্রি কিভাবে নিবেন

 সেখানে লিখুন *১২১*১৪৯৫*১# কোডটি। এবার মোবাইলের সিমের স্লট নির্বাচন করুন। তার পর কল দিন। ২ থেকে ৩ সেকেন্ড অপেক্ষা করুন। যদি নিচের স্ক্রীন শটের মত আসে তাহলে রবি ৩০ জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন।

৩০ জিবি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#। মেয়াদ পাবেন ৩০ দিন।

রবি ১ জিবি ফ্রি কোড

রবি ১ জিবি ফ্রি কোড

যে সব গ্রাহক রবি সিমে ৩০ জিবির অফার নিতে পারেন নি তাদের জন্য রবি ১ জিবি ফ্রি ইন্টারনেট নেওয়ার সুযোগ রয়েছে।

এক জিবি ফ্রি ইন্টারনেট নিতে ডায়াল করুন *১২১*১২৬৬#। মেয়াদ থাকবে ৩ দিন। এই অফারটি একবার ফ্রি নিতে পারবেন। পরবর্তীতে ১ জিবি কিনতে ৩৬ টাকা খরচ করতে হবে। রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#।

রবিতে ৩০ জিবি কত টাকা

অনেক গ্রাহকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় রবি সিমে ৩০ জিবি ইন্টারনেটের দাম কত। ৩০ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে কিভাবে। হ্যা ঠিকই শুনেছেন, রবি ৩০ জিবি ইন্টারনেট রবি সিম কোম্পানী ফ্রি দিচ্ছে।

আপনি যদি রেগুলার প্রাইচে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করে থাকেন তাহলে দাম পরবে ৩৯৯ টাকা। যার মেয়াদ পাবেন ৩০ দিন। এই অফারটি এখাধিকবার নিতে পারবেন।

শেষ কথা

আশাকরি আপনি মনের মত একটি অফার পেয়ে গেছেন। রবি ৩০ জিবি ফ্রি অফার যে কারো মন কেড়ে নিবে। এই অফারটি চেক করার জন্য কোডটি ডায়াল করুন যদি এলিজিবল হোন তাহলে নিয়ে নিন।

আর যদি ফ্রি ৩০ জিবি ইন্টারনেটের জন্য আপনি এলিজিবল না হোন তা হলে এই অফার টি নিতে পারবেন না। তাহলে আপনি রবি সিমে ১ জিবি ফ্রি কোড টি ডায়াল করে দেখতে পারেন। এই অফারটি আপনার জন্য ফ্রি দিয়েছে কিনা। যদি ফ্রি পান তাহলে ১ জিবি ইন্টারনেট নিয়ে নিন।

টেলিকম সংক্রান্ত যেকোন তথ্যের জানতে আমাদের সাইটের সাথেই থাকুন। এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আরো পড়ুনঃ

রবি মিনিট চেক করার কোড

Scroll to Top