গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে

মানুষ সহ পৃথিবীর সকল প্রাণী তাদের বংশবিস্তার করার জন্য গর্ভধারণ করে থাকে। গর্ভধারণকালে শরীর পূর্বের মতো স্বাভাবিক না থাকায় তাদের সচেতন থাকতে হয়। মানুষ সৃষ্টির সেরা ও বুদ্ধিমান জীব তাই তারা গর্ভধারণকালে শিশু সুস্থ রাখতে অধিক সচেতনতা অবলম্বন করে থাকে।

বাংলাদেশে শিশু সুস্থ রাখতে বিভিন্ন করণীয় সম্পর্কে ঘরোয়া বৈঠক বা প্রশিক্ষণ দেওয়া হয় যা মেনে চললে সুস্থ শিশুর জন্ম দেওয়া যায়। গর্ভাবস্থায় শিশু বা নবজাতককে সুস্থ রাখার জন্য অনেকেই জানতে চায় গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে যা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে

মায়ের অসচেতনতা বা সঠিক জ্ঞান না থাকার কারণে প্রতিবছর অসংখ্য শিশু মৃত্যুবরণ করে। বাচ্চা ভুল পজিশনে থাকলে মারাত্মক ক্ষতি হতে পারে তাই গর্ভাবস্থায় মায়ের পেটে বাচ্চা কোন পাশে থাকে তা জেনে রাখা জরুরি। বর্তমান সময়ে ও আমরা অনেকেই ভেবে থাকি বাচ্চা পেটের যেকোনো এক পাশে থাকবে যা সম্পূর্ণ ভুল।

বাচ্চা মায়ের পেটের যে কোন পাশে থাকতে পারে। তবে গর্ভধারণের শুরুতে বাচ্চা পেটের ঠিক মাঝখানে তৈরি হয়। বাচ্চার বয়স বৃদ্ধির সাথে সাথে বাচ্চা আস্তে আস্তে নড়াচড়া শুরু করে। যা বাচ্চাকে মায়ের পেটের একপাশ থেকে অন্য পাশে নিয়ে যায়।

গর্ভাবস্থায় ছেলে বাচ্চা পেটের কোন পাশে থাকে?

পৃথিবীর সকল খুশির মধ্যে অন্যতম হলো বাবা-মা হওয়া। অনেকেই ছেলে বাচ্চা হবে কিনা তা বোঝার জন্য ছেলে বাচ্চা পেটের কোন পাশে থাকে তা জানতে চায়। ছেলে বাচ্চা বিভিন্ন সময়ে মায়ের পেটের বিভিন্ন পাশে থাকতে পারে। তবে আল্ট্রাসনোগ্রাফি করার মাধ্যমে গর্ভের বাচ্চাটি ছেলে বাচ্চা কিনা তা বোঝা সম্ভব।

গর্ভাবস্থায় মেয়ে বাচ্চা পেটের কোন পাশে থাকে?

মায়ের পেটে বাচ্চা যেহেতু পানিতে ভাসমান অবস্থায় থাকে তাই মায়ের পেটে বাচ্চা যেকোনো পাশে থাকতে পারে। তবে কিছু লক্ষণ দেখে কিছুটা ধারণা করা যায় মায়ের গর্ভে মেয়ে বাচ্চা আছে কিনা। লক্ষণ গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মিষ্টি খাওয়া প্রবণতা বেশি দেখা, পেটের বাচ্চার হৃৎস্পন্দন হার বেশি হওয়া ইত্যাদি।

গর্ভাবস্থায় বাচ্চার পজিশন কেমন থাকে

গর্ভে মূলত বাচ্চাকে স্বাভাবিকভাবে তিনটি পজিশনে থাকতে দেখা যায়। আপনাদের জানার সুবিধার্থে নিচে তা দেওয়া হলো।

ব্রীচ পজিশনঃ এই অবস্থানে নবজাতকের পা নিচের দিকে অর্থাৎ মাথার পরিবর্তে প্রথমে পা বেরিয়ে আসার মতো অবস্থান করে থাকে।

আড়াআড়ি অবস্থানঃ এই অবস্থানে শিশুটি সম্পূর্ণ জরায়ুতে মাথা একদিকে ও পা আরেকদিকে দিয়ে অনুভূমিকভাবে শুয়ে থাকে।

পশ্চাৎপদ অবস্থানঃ এই অবস্থানে নবজাতক তার পিঠ মায়ের পেটের দিকে না দিয়ে মুখ দিয়ে থাকে। এই অবস্থানকে “সানি-সাইড-আপ পজিশন” ও বলা হয়।

গর্ভাবস্থায় কোন পাশে ঘুমাবেন

মানুষ স্বাভাবিক থাকাকালীন যেকোনো ভাবে ঘুমোতে পারলেও গর্ভাবস্থায় ঘুমের ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। কেননা আপনি সঠিক নিয়মে না ঘুমালে তার ক্ষতিকর প্রভাব আপনার শিশুর উপর পড়তে পারে। তাই নবজাতক শিশুর উপর যাতে কোন চাপ না পড়ে সেদিকে খেয়াল রেখে গর্ভধারিনীকে ঘুমাতে হবে।

শেষ কথা

অনেকে শিশুকে সুস্থ রাখতে বা নবজাতকের সঠিক খেয়াল রাখতে গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে তা জানতে চায়। আজকের পোস্টটিতে বাচ্চার পজিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা আপনাদের বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করবে। ধন্যবাদ।

Scroll to Top