বিকাশ থেকে বিপিডিবি প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

বর্তমান সময়ে বিকাশ অ্যাপ দিয়ে ঘরে বসএই বিপিডিবি প্রিপেইড মিটার রিচার্জ করা সম্ভব। প্রিপেইড মিটার সবার কাছেই পরিচিত। কেননা এটি আমাদের খুবই জরুরি একটি জিনিস। আগে আমরা সকলেই পুরাতন মিটার সিস্টেম এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করতাম কিন্ত এখন তা একেবারে পরিবর্তন হয়ে ডিজিটাল মিটার বা প্রিপেইড মিটারে পরিবর্তিত হয়ে গিয়েছে।

ফলে আমরা আগে বিদ্যুৎ খরচ করার পরে টাকা পরিশোধ করলেও এখন আর ওই সুযোগটা নেই। এখন আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারের জন্য অগ্রিম টাকা রিচার্জ করতে হচ্ছে। ঠিক যেমনটা আমরা মোবাইলে করে থাকি। এই প্রিপেইড মিটারটি যেহেতু এখন অবদি প্রায় অনেকের কাছে নতুন সেহেতু ব্যবহারের ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষই দিনের পর দিন কিছু বিড়ম্বনার শিকার হই।

এই বিড়ম্বনা গুলির মধ্যে অন্যতম হচ্ছে বৈদ্যুতিক প্রিপেইড মিটার রিচার্জ করা। এই পোস্টে আমি আপনাদেরকে এই দুটি উপায় সম্পর্কে বলে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী একটি মাধ্যম অনুসরণ করে আপনার বিপিডিবি (BPDB) প্রিপেইড মিটার রিচার্জ করে নিতে পারেন।

প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

বিপিডিবি প্রিপেইড মিটারে রিচার্জ করার জন্য আমরা রিচার্জ কার্ড এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা যেমন- বিকাশ, নগদ ইত্যাদি ব্যবহার করতে পারি। আপনি চাইলে নিজেই এই কাজগুলো করতে পারবেন। এর জন্য আপনাকে কারো সাহায্যের প্রয়োজন হবে না। আশা করি এ পোস্ট পড়লে নিজেই সব জেনে যাবেন। চলুন তাহলে জেনে নিই কিভাবে এই কাজটি করবেন।

বিকাশ অ্যাপ দিয়ে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

এই মোবাইল ব্যাংকিং সেবার ক্ষেত্রে আমি বিকাশকে প্রাধান্য দিয়ে থাকি। আপনি যদি একজন বিকাশ গ্রাহক হয়ে থাকেন তাহলে খুব সহজে বিকাশ অ্যাপ থেকে আপনার ব্যবহার করা ডিজিটাল মিটার অর্থাৎ ডিপিডিবি প্রিপেইড মিটারে রিচার্জ করে নিতে পারবেন।

আমি মনে করি প্রিপেড মিটারে রিচার্জ করার জন্য বিকাশ অ্যাপ সবথেকে সহজ উপায়। কারণ এই উপায়ে আপনি চাইলে অনেকে সহজভাবে ঘরে বসে আপনার বিকাশ অ্যাপ ব্যবহার করে যেকোনো সময় যেকোনো পরিমাণ ব্যালেন্স আপনি রিচার্জ করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। সেই ধাপগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ

  • প্রথমে আপনার বিকাশ অ্যাপ টি ওপেন করুন।
  • এবার আপনার বিকাশ অ্যাপে লগইন করে নিন।
  • তারপরে আপনাকে পে বিল অপশন বেছে নিয়ে সেখানে ক্লিক করতে হবে।
  • এবার আপনাকে বিদ্যুৎ অপশন সিলেক্ট করতে হবে।
  • এখানে প্রথমে আপনার মিটারের নম্বরটি দিতে হবে। আপনি হয়তো ভাবছেন কোথায় পাবেন সেই মিটার নম্বর। আপনি যখন মিটারটি স্থাপন করেছেন তখন আপনাকে একটি কার্ড দেওয়া হয়েছে। যে কার্ডেই রয়েছে আপনার মিটার নম্বরটি। এছাড়াও আপনার মিটারের নিচে নম্বরটি রয়েছে।
  • মিটার নাম্বারটি প্রদান করার পরে নিচে একটি সচল কন্টাক্ট নাম্বার দিতে হবে।
  • এরপর নিচে “পে-বিল করতে এগিয়ে যান” এই অপশনটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন।
  • এবার টাকার অ্যামাউন্ট লিখে দিন। অর্থাৎ আপনি কত টাকা রিচার্জ করতে চান তা লিখে দিন।
  • তারপর পাশের তীর বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার মিটারটি কার নামে আছে এবং মিটার নাম্বারসহ আপনি যত টাকা রিচার্জ করতে চান তা আপনার স্ক্রিনে শো করবে।
  • সঠিক ভাবে সব তথ্য দেওয়ার পরে বিকাশের পিন নাম্বার দিয়ে আপনাকে পাশের তীর বাটনে ক্লিক করতে হবে।

ব্যাস, তাহলেই দেখবেন আপনার রিচার্জ সম্পন্ন হয়ে গেছে। তারপরে আপনার কাজ হল এবার প্রিপেইড মিটার কোড দিয়ে ব্যালেন্স চেক করা। তবে এতে রিচার্জ হয়না কেন বলে ঘাবড়ে যাওয়ার কোন কারন নেই। কারণ অনেক সময় নেটওয়ার্ক জনিত সমস্যার কারনে রিচার্জ হতে কিছুতা সময় লাগতে পারে।

তবে আরেকটি বিষয় জেনে রাখা ভালো তা হল আপনার মিটারে টাকা অ্যাড হয়ে যাওয়ার পর পরই খেয়াল করবেন বিদ্যুৎ সংযোগের আনুষাঙ্গিক কিছু চার্জ রয়েছে সেগুলো কেটে নেয়া হবে।

তো আশা করছি আপনারা এই অংশ থেকে বিকাশ অ্যাপ দিয়ে আপনি কিভাবে প্রিপেইড মিটার রিচার্জ করতে তার কমপ্লিট নিয়ম জেনে নিয়েছেন। আপনি USSD কোড দিয়ে কিভাবে আপনার প্রিপেইড মিটার রিচার্জ করবেন তার নিয়ম বিস্তারিত জেনে নিব।

USSD কোড দিয়ে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের কাছে বিকাশ অ্যাপ নেই। অথবা এমনও হতে পারে যে আপনার কাছে বিকাশ অ্যাপ রয়েছে কিন্তু কোন কারণবশত সেই অ্যাপটি চালু হচ্ছে না। কিন্তু আপনার মিটারে টাকা শেষ হয়ে গেছে। তাহলে এখন আপনি কি করবেন?

এটি কিন্তু বেশ জটিল বিষয় তাই এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে USSD কোড দিয়ে প্রিপেইড মিটার রিচার্জ করে নেওয়া। এটি আপনি সাধারণ মোবাইল কল এর মত ডায়াল করে করে ফেলতে পারবেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

  • প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে *247# ডায়াল করতে হবে।
  • এরপরে আপনাকে সেখান থেকে পে বিল (Pay Bill) অপশনে বাছাই করতে হবে।
  • তারপরের ধাপে প্রথম অপশনটি Electricity(Prepaid) সিলেক্ট করুন।
  • এবার ৪ নং এ থাকা BPDB সিলেক্ট করুন।
  • এরপর Make Payment নামক অপশনটি সিলেক্ট করুন।
  • তারপর আপনার মিটারের নাম্বারটি দিতে হবে।
  • মিটার নাম্বার দিয়ে আপনার সচল মোবাইল নাম্বারটি প্রদান করতে হবে।
  • এরপরে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট নির্ধারণ করতে হবে।
  • এবার শেষ ধাপে আপনার বিকাশ পিন নাম্বার দিতে হবে। আর কোন কাজ নেই। এখন রিচার্জ হয়ে যাবে।

আপনি উপরের দেখানো নিয়ম গুলো অনুসরণ করে আপনার বা অন্য কারো ব্যবহার করা প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করে নিতে পারবেন। আশা করি পোস্টটি পড়ার পর আপনাকে কারো কাছে যেতে হবে না।

প্রিপেইড মিটার চার্জ কত

বর্তমান সময়ে এসে মানে ২০২৫ সালে এসে প্রিপেইড মিটার সর্বনিন্ম ১১২ টাকা থেকে-১১৫ টাকা সার্ভিস চার্জ কাটবে এর মধ্যে ভ্যাট এবং মিটার ভাড়া ইমপ্লিমেন্ট থাকবে। এই মিটার চার্জ বাদ রেখে আপনাকে আপনার প্রিপেইড মিটারে রিচার্জ করতে হবে। আশা করছি প্রিপেইড মিটার চার্জ কত তা জানতে পেরেছেন। এবার চলুন, প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার সমূহ জেনে নেই।

প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার

প্রিপেইড মিটারে সমস্যা দেখা দিলে কিংবা প্রিপেইড মিটার টাকা রিচার্জ না হলে অনেকেই কাস্টমার কেয়ারে কল দিতে চান কিন্তু তাদের নাম্বার না থাকার কারণে সমস্যার কথাটি বলে সমাধান করতে পারে না। মূলত আপনাদের সুবিধার কথা ভেবেই পোষ্টের এই অংশে আমরা প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার উল্লেখ করে দিয়েছি। এখান থেকে নাম্বার কালেক্ট করে তাদের সাথে কথা সমস্যার কথা বলে সমধান করে নিতে পারবেন।

  • নেসকো হেল্প লাইন ১৬৬০৩
  • ডেসকো হেল্প লাইন ১৬১২০
  • ডিপিডিসি হেল্প লাইন ১৬১১৬
  • বিপিডিবি হেল্প লাইন ১৬২০০
  • বিআরইবি হেল্প লাইন ০১৭৯২ ৬২৩৪৬৭
  • ওজোপাডিকো হেল্প লাইন ১৬৬০৩

শেষ কথা

আশা করি আপনারা এই পুরো পোস্টটি ভালভাবে পড়েছেন এবং জানতে পেরেছেন কিভাবে বিকাশ থেকে বিপিডিবি প্রিপেইড মিটার রিচার্জ করা যায়। আপনি মূলত ২ উপায়ে আপনার বিপিডিবি প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন। আমরা বিকাশ অ্যাপ দিয়ে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম এবং USSD কোড দিয়ে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম এই পোষ্টের মাধ্যমে জানানো হয়েছে।

এর পাশাপাশি প্রিপেইড মিটার চার্জ কত ও আপনার সুবিধার জন্য প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার উল্লেখ করে দিয়েছি। এরপরও যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন আমরা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব।

Scroll to Top