বাংলাদেশে সারা বছর জুড়ে কমবেশি অনেক দিবস পালন করা হয়। তবে ফেব্রুয়ারি মাস এলে মনে হয় দিবস পালনের ধুম পরে যায়। একের পর এক দিবসের দিন আসতেই থাকে এবং বাংলাদেশের মানুষ তা পালন করায় ব্যস্ত হয়ে পড়ে।
ফেব্রুয়ারি মাসের আরেকটি দিবস হল ভালোবাসা দিবস। অনেকে ভালোবাসা দিবস পালন করতে আগ্রহী হয় যার কারণে তারা বিশ্ব ভালোবাসা দিবস কবে তা জানতে চায়। নিচে ভালোবাসা দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বিশ্ব ভালোবাসা দিবস কবে
একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য ভালোবাসা দিবস বিশ্বের অনেক দেশে পালন করা হয়ে থাকে এবং বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। প্রতিবছরই এদেশের যুবসমাজ ভালোবাসা দিবস পালন করে আসছে।
ভালোবাসা দিবসে অনেক প্রেমিক তার প্রেমিকার প্রতি বা প্রেমিকা তার প্রেমিকের প্রতি অথবা স্বামী তার স্ত্রীর প্রতি ও স্ত্রী তার স্বামীর প্রতি বিভিন্ন ভাবে ভালোবাসা প্রকাশ করে থাকে। যার কারণে তারা ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চায়। আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে বাংলাদেশে ভালোবাসা দিবস পালন করা হবে।
বাংলা বছরের ভালোবাসা দিবস কবে
বাংলাদেশ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হলেও অনেকেই বাংলা ক্যালেন্ডার ব্যবহার করেন। যার কারণে তারা বাংলা বছরের কত তারিখে ভালোবাসা দিবস পালন করা হবে তা জানতে চায়। ইংরেজি ২০২৪ সালের হিসাব অনুযায়ী বাংলা বছরের ফাল্গুন মাসের ১ তারিখে ভালোবাসা দিবস পালন করা হবে।
বিশ্ব ভালোবাসা দিবস কি বারে
অনেকেই সারা বছর ব্যস্ততার মধ্য দিয়ে পার করেন। যার কারণে কাছের মানুষকে তেমন সময় দিতে পারেন না। তাই তারা ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে নিয়ে আলাদা কিছু করার জন্য জানতে চায় ভালোবাসা দিবস কি বারে। আগামী ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ অনুযায়ী বুধবারে ভালোবাসা দিবস পালন করা হবে।
ভালোবাসা দিবস কবে থেকে শুরু হয়?
২৬৯ সালে রোমে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসককে ১৪ই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড প্রদান করা হয়। যার মৃত্যুবার্ষিকী হিসেবে ৪৯৬ থেকে প্রতিবছর বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রে ভ্যালেন্টাইন ডে পালন করা হতো। যা আস্তে আস্তে ভালোবাসা দিবসের রূপ নিয়েছে। আগে বাংলাদেশে ভালোবাসা দিবস পালন করা হত না।
তবে ১৯৮০ সাল থেকে বাংলাদেশ ভালোবাসা দিবস অধিক হারে পালন করা শুরু হয়। বর্তমানে ১৪ই ফেব্রুয়ারি বিভিন্ন পার্কে বা পর্যটন কেন্দ্রে ভালোবাসা দিবস উদযাপন করার জন্য অনেকেই গিয়ে থাকে। সম্পূর্ণ ভিন্নভাবে তারা ভালোবাসা দিবসের এই দিনটি কাটানোর চেষ্টা করেন।
ভালোবাসা দিবস কেন পালন করা হয়
তৎকালীন রোম সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্ম প্রচার করেন এবং রোম সম্রাটের হাতে বন্দি হন। বন্দি থাকাকালীন তিনি একটি অন্ধ মেয়েকে ভালোবেসে ফেলেন এবং চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলেন।
অতঃপর রোম সম্রাটের হুকুমে ১৪ই ফেব্রুয়ারি তার মৃত্যুদন্ড দেওয়া হয়। সেন্ট ভ্যালেন্টাইনের এই আত্মত্যাগের কথা স্মরণে রাখতে ভ্যালেন্টাইন ডে পালন করা হতো। এছাড়াও অনেকেই পছন্দের মানুষকে তাদের মনের কথা বলতে ভালোবাসা দিবস পালন করে থাকে।
শেষ কথা
যারা বেশি ভালোবাসা দিবস কবে জানতে চাচ্ছিলেন আশা করি জানতে পেরেছেন। এছাড়া বর্তমান যুবসমাজ ভালোবাসা দিবসের নামে প্রেমিকা নিয়ে পার্কে ঘুড়া সহ নানা ধরনের অশ্লীল কাজ করে বেড়ায়। একজন মুসলমান হয়ে মুসলিম দেশে এ ধরনের অশ্লীল কাজ করা থেকে বিরত থাকা উচিত।