কাতার এয়ারলাইন্স টিকেট চেক ২০২৪

কাতার এয়ারলাইন্স টিকেট চেক কিভাবে করতে হয় তা যদি আপনার জানা না থাকে তাহলে আজকের পোস্টটি ভালোভাবে পড়তে থাকুন।কাতার বিমানবন্দর বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবন্দর। এখানে প্রায় ৪৫ হাজার কর্মী কাজ করে থাকেন। এই এয়ারপোর্টে প্রায় ২৩৫ টি উড়োজাহাজ রয়েছে।  সারাবিশ্বে ১৫০ টিরও অধিক দেশে কাতার এয়ারলাইন্সের টিকিট সরবরাহ করা হয়।

যার বেশিরভাগ দেশি হচ্ছে মধ্যপ্রাচ্যের। কাতার এয়ারলাইন্স মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে সংযোগ স্থাপন করেছে। আজকের এই পর্বে কাতার এয়ারলাইন্সের টিকিট কিভাবে চেক করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

এয়ারলাইন্সের টিকিট  ক্রয় করার সাথে সাথেই  একটি PNR নম্বর তৈরি হবে। একটি টিকিটের সকল তথ্য বের করার জন্য পিএনআর PNR নাম্বার যথেষ্ট। অর্থাৎ পি এন আর নাম্বার দিয়ে খুব সহজেই অনলাইনে টিকিট চেক করা যায়। এই পিএনআর PNR নম্বরটি রেফার Reference নাম্বার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

কাতার এয়ারলাইন্স টিকেট চেক ২০২৪

কাতার এয়ারওয়েজ টিকিট স্ট্যাটাস জানার জন্য আপনার পিএনআর বা রেফার নাম্বারটি অবশ্যই জানতে হবে। এর জন্য আপনাকে প্রথমেই কাতার এয়ারলাইন্স এর ওয়েবসাইটে ভিজিট করতে হবে। মেনুবার থেকে My Trip অপশনটি ক্লিক করতে হবে।  

ক্লিক করার পর “Booking reference” এবং “Last name” দেয়ার জন্য একটি অপশন আসবে। পি এন আর নাম্বারটি Booking reference স্থানে দিন এবং “Last name” এর জায়গায় নামের শেষাংশ “Surname” দিন।

তথ্য সঠিকভাবে পূরণ করার পর Retrieve booking বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া তথ্যটি সঠিক হলে টিকিটের সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন।

কাতার এয়ারলাইনস টিকেট স্ট্যাটাস চেক 

কাতার এয়ারলাইন্সের টিকিট স্ট্যাটাস চেক করার ঠিকানা আমরা নিচের সংযোজন করে দিয়েছি। সেখানে ভিজিট করে সহজেই আপনার টিকিট স্ট্যাটাস টি দেখতে পাবেন। আপনার পরিচয় ছবিসহ, নাম ঠিকানা, ভ্রমণের তারিখ, নির্ধারিত এয়ারলাইন্স, এবং এয়ারপোর্ট এর নাম। এখন  আপনার টিকেট চেক করতে নিচের ঠিকানায় প্রবশ করুন এবং দিকনির্দেশনা ফলো করুন।

কাতার এয়ারলাইনস টিকেট স্ট্যাটাস চেক 

  1. address ক্লিক করার সাথে সাথে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করানো হবে
  2. মেন্যু বার থেকে My Trips  বাটনে ক্লিক করতে হবে।
  3. এবার Booking Reference এর স্থানে পি এন আর নম্বর টি দিতে হবে।
  4. Last Name অথবা আপনার নামের শেষ অংশ (Surname) সঠিকভাবে বসান।
  5. সমস্ত তথ্য দেওয়ার পর Retrieve Booking ক্লিক করলেই আপনার সামনে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
  6. আপনি চাইলে সেখান থেকে টিকেটটি সেভ অথবা প্রিন্ট করে নিতে পারেন।

অনলাইনে কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম

অনলাইনে কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম। অনলাইনে টিকিট চেক করার নিয়ম ইতিমধ্যে আমরা আলোচনা করেছি আপনি উপর থেকে দেখে নিন। টিকিট চেক করা খুব সহজ আপনার কম্পিউটার অথবা স্মার্টফোনের মাধ্যমে সহজেই করতে পারেন। যদি আপনি সঠিক তথ্য অনলাইনে না পান সেক্ষেত্রে আপনাকে সরাসরি কাতার এয়ারওয়েজ অফিসে যোগাযোগ করতে হবে।  অফিসের যোগাযোগের জন্য ফোন নাম্বার +৮৮ ০৯৬ ১০ ৮০০ ৮০০, এবং ইমেইলঃ dacreservations@bd.qatarairways.com.

কাতার এয়ারলাইনস এর টিকেট চেক করার নিয়ম

আমরা কাতার এয়ারলাইনস এর টিকেট চেক করার নিয়ম ইতিমধ্যে উপস্থাপন করেছি। স্বপন আর্টিকেলটি যদি আপনার উপরে থাকেন তাহলে জানতে পেরেছেন। কাতারের বিমান টিকিট চেক করা পানির মতো সহজ।  সামান্য কিছু টেকনিক ফলো করলে সহজেই টিকিট চেক করে নিতে পারেন। 

পূর্ব থেকেই টিকিট চেক করে নিলে পরবর্তীতে কোনো ঝামেলার সম্মুখীন হতে হয় না।  তাই সকলের উচিত ভ্রমণের পূর্বে আপনার টিকিট চেক করে নেওয়া।

কাতার এয়ারলাইন্স কত কেজি মাল নেওয়া যায়

আপনি যদি কাতার এয়ারলাইন্সের টিকেট কেটে থাকেন তবে আপনাকে কিছু তথ্য জেনে নেওয়া উচিত। আপনার টিকেট টি ডিরেক্ট না লোকাল। কখন আপনার ফ্লাইড হবে সেই ফ্লাইড কোন বিমান বন্দর থেকে হবে জেনে নিতে হবে। তার পর যে বিষয় টি না জানলেই নয় তা হচ্ছে কাতার এয়ারলাইন্সের কত কেজি মাল নেওয়া যাবে?।

এই প্রশ্নের উত্তর অনেকের না জানার কারনে এয়ারপোর্টে নিজের টাকায় জিনিসপত্র ফেলে যেতে হয়। একজন বিমান আরোহী দুইটি ল্যাগেজ সহ মোঠ ৪০ কেজি ওজনের মালামাল নিতে পারবেন। এর বেশী নিতে পারবেন না। যাত্রার পূর্ব প্রস্তুতি হিসাবে ৪০ কেজির উপর মালামালের প্রতি খেয়াল রাখুন।

শেষ কথা                              

আশা করছি পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে কাতার এয়ারলাইন্স টিকেট চেক করবেন। এই পোস্টের এর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এয়ারলাইন্সের টিকিট চেক করার বিষয়টি। আশা করছি সহজেই ঘরে বসে টিকিট চেক করে নিতে পারবেন। তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন। আমরা আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব।

আরো পড়ুনঃ

সৌদি এয়ারলাইন্সের টিকেটের দাম

Comments are closed.