কলকাতা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৃহত্তম শহর। কলকাতা ব্রিটিশ আমলে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা ও বিজ্ঞান চর্চা এবং সাংস্কৃতিক রাজনৈতিক আন্দোলনের প্রধান কেন্দ্র। কলকাতা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী ও ভারতের বৃহত্তম শহর গুলোর মধ্যে একটি। কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। অপর দিকে বেঙ্গালুরুর দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। শহরটির মোট জনসংখ্যা প্রায় ৮৫ লক্ষ।
বেঙ্গালুরু মহীশূর মালভূমি অঞ্চলের অর্ন্তগত একটি শহর। এই শহরের আয়তন প্রায় ৭৪১ বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় ২৮৬ বর্গ মাইল। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা ও ব্যবসা সহ নানা কাজে কলকাতা গিয়ে থাকে। বিভিন্ন প্রয়োজনে আবার কলকাতা থেকে বেঙ্গালুরু আসতে হয়। এক্ষেত্রে স্থল পথে বাস অথবা ট্রেন ব্যবহার করে বেঙ্গালুরু পৌঁছানো গেলেও ইমার্জেন্সি সময়ে আকাশ পথে অর্থাৎ বিমানের প্রয়োজন পড়ে।
কলকাতা থেকে বেঙ্গালুরু বিমান ভাড়া কত
বেঙ্গালুরু ও কলকাতা উভয়েই ভারতের শহর। বিভিন্ন কারণে অনেক বাংলাদেশী কলকাতায় গিয়ে থাকে। প্রয়োজনের স্বার্থে কলকাতা থেকে আবার বেঙ্গালুরু যাওয়ার প্রয়োজন পড়ে। ইমারজেন্সি সময়ে কলকাতা থেকে বেঙ্গালুরু স্থলপথে যাওয়া সম্ভব হয় না। কেননা স্থলপথে বেঙ্গালুরু পৌছাতে আনুমানিক প্রায় ১ দিন ১০ ঘন্টা অর্থাৎ ৩৪ ঘন্টা সময়ের প্রয়োজন হয়।
যার পরিপ্রেক্ষিতে আকাশপথে কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার প্রয়োজন দেখা দেয়। অনেক ভারতীয় বিমান সংস্থা কলকাতা থেকে বেঙ্গালুরু সরাসরি তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে। সর্বনিম্ন মাত্র ৯ থেকে ১১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১২৫,৫১৫ হাজার টাকা খরচ করে আকাশ পথে অল্প সময়ে কলকাতা থেকে বেঙ্গালুরুপৌঁছানো যায়।
বেঙ্গালুরু থেকে কলকাতা বিমান ভাড়া কত?
বর্তমানে কলকাতায় অসংখ্য বড় বড় হাসপাতাল রয়েছে। উন্নত চিকিৎসার জন্য অনেক সময় ইমার্জেন্সি বেঙ্গালুরু থেকে কলকাতায় আসতে হয়। ইমারজেন্সি সময় বিমানের কোন বিকল্প নেই। বর্তমানে বেঙ্গালুরু থেকে কলকাতা আসতে বিমান ভাড়া বাবদ সর্বনিম্ন প্রায় ৮ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
কলকাতা থেকে বেঙ্গালুুরু ইন্ডিয়া গো এয়ারলাইন্স বিমান ভাড়া
বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় বিমান এয়ারলাইন্স গুলোর মধ্যে ইন্ডিয়া গো বিমান এয়ারলাইন্স অন্যতম। ইন্ডিয়া গো এয়ারলাইন্সের বিমান ব্যবহার করে কলকাতা থেকে ২ ঘন্টা থেকে ২ ঘন্টা ৫০ মিনিটের মধ্যে বেঙ্গালুরু পৌঁছানো যায়। এক্ষেত্রে বিমান ভাড়া বাবদ সর্বনিম্ন ৯,২৩৭ টাকা থেকে শুরু করে প্রায় ১০,৩৪৬ টাকা পর্যন্ত খরচ হয়।
কলকাতা থেকে বেঙ্গালুুরু এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স বিমান ভাড়া
নিয়মিত কলকাতা থেকে বেঙ্গালুরু রুটে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্রতিদিন একাধিক ফ্লাইটের মাধ্যমে যাত্রী স্থানান্তরিত করে থাকে। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স ব্যবহার করে কলকাতা থেকে বেঙ্গালুরু আসতে সর্বনিম্ন প্রায় ১১,৪৫০ টাকা থেকে শুরু করে প্রায় ১৪,০০০ টাকা পর্যন্ত খরচ করতে হয়।
কলকাতা থেকে বেঙ্গালুুরু যেতে কত সময় লাগে
কলকাতা থেকে বেঙ্গালুরু পৌঁছাতে কত সময় লাগবে তা বিমানের স্টপেজের উপর নির্ভর করে। ইমারজেন্সি ফ্লাইট অর্থাৎ নন স্টপ ফ্লাইটে কলকাতা থেকে বেঙ্গালুরু পৌঁছাতে ২ ঘন্টা ২৫ মিনিট থেকে ২ ঘন্টা ৪০ মিনিট পর্যন্ত সময় লাগে। অপরদিকে ওয়ান স্টপে বেঙ্গালুরু পৌঁছাতে সময় লাগে ১২ ঘন্টা থেকে ১২ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত।
শেষ কথা
ভারতের বৃহত্তম শহর কলকাতা থেকে অপর শহর বেঙ্গালুরুর দূরত্ব মাত্র ১৮৭৪ কিলোমিটার। কম দূরত্ব হওয়ায় কয়েক ঘন্টায় কলকাতা থেকে বেঙ্গালুরু পৌঁছানো যায়। তবে অনেক সময় যাত্রী বেশি থাকার কারণে টিকেট পাওয়া যায় না। তাই বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা থাকলে যাওয়ার কিছু দিন আগেই টিকেট কেটে রাখা ভালো। ধন্যবাদ।