অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম ২০২৪

আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি জিপিএফ ব্যালেন্স চেক সম্পর্কে জেনে থাকবেন। জিপিএফ ব্যালেন্স চেক করা প্রতি টা সরকারি কর্মকর্তার গোপনীয় বিষয়। তাই যত টা সহজভাবে এই ব্যালেন্স চেক করা যায় ততই ভাল। অনেকেই জানেন না অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার সঠিক নিয়ম। তাদের জন্য আজকের আর্টিকেলটি বন্ধু হতে চলেছে।

এই আর্টিকেলটি পড়ার পূর্বে আপনাকে অবশ্যই উপজেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষকের নিকট থেকে জিপিএফ স্লিপ নম্বর দিয়ে ব্যালেন্স চেক করতে হত। যা ছিল একটি ঝামেলাযুক্ত এবং সময় সাপেক্ষ্য। এ ঝামেলা থেকে মুক্তি দিয়ে আপনি নিজেই ঘরে বসে একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। এ জন্য প্রয়োজন ইন্টারনেটের উপর সামান্য জ্ঞান।

আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই ব্যালেন্স চেক করে নিতে পারবেন। এ জন্য যে কোন একটি ব্রাউজার দিয়ে জিপিএফ ব্যালেন্স চেক করা যাবে। আপনি পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে নিজে নিজে পেনশনের টাকা চেক করতে পারবেন।

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম

অনলাইনে জিপিএ ব্যালেন্স চেক করার জন্য আপনাকে একটি সাইটের প্রবেশ করতে হবে। সাইটটির নাম হচ্ছে www.cafopfm.gov.bd। যেকোনো ব্রাউজার থেকে cafopfm লিখে সার্চ করলেই। প্রথমে যে সেটটি আসবে সেখানেই প্রবেশ করুন। সেখানে GPF Information নামে কলামের ঘরটিতে ক্লিক করুন।

এখন সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিন। এবার আপনার মোবাইলে একটি রেকর্ড দেওয়া হবে সেই কোডটি প্রবেশ করান। OTP কোড প্রবেশ করার সাথে সাথেই আপনার জিপিএফ ব্যালেন্সের সকল তথ্য দেখানো হবে। এখানে আপনি এক বছরে কি ধরনের লেনদেন করেছেন কত টাকা জমা হয়েছে। এর সকল তথ্য পেয়ে যাবেন। আশা করি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন।

জিপিএফ ব্যালেন্স চেক প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে জিপিএফ হিসাব দেখার জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। একজন সরকারি চাকরিজীবীর জেনারেল প্রভিডেন্ট ফান্ড হিসাব দেখার জন্য যেসব প্রয়োজনের ডকুমেন্টস এর প্রয়োজন হয় তা নিচে দেওয়া হলঃ

  • একটি ইন্টারনেট ডিভাইস যেমন ল্যাপটপ কম্পিউটার বা স্মার্টফোন
  • নেট কানেকশন
  • মোবাইল নাম্বার ( পে ফিক্সেশনে যে নাম্বা্রটি দেওয়া হয়েছিল)
  • জিপিএফ স্লিপ নাম্বার
  • এন আই ডি বা স্মার্ট কার্টের  নাম্বার

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম

অনলাইনে জিপিএফ হিসাব দেখার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা উপরে আলোচনা করা হয়েছে। আশা করি সেসব বিষয় সম্পর্কে অবগত হয়েছে। এখন আপনার ডিভাইস থেকে যে কোন একটি ব্রাউজারে গিয়ে ব্রাউজ করুন www.cafopfm.gov.bd এই ঠিকানায়। সেখানে প্রয়োজনীয় তথ্য সংযোজন করুন সবশেষে আপনার মোবাইলে যাওয়া ওটিপি করতে গিয়ে সাবমিট করুন। এবার দেখবেন আপনার জিপিএফ এর হিসেব সংক্রান্ত সকল তথ্য দেওয়া হয়েছে। নিচে ধাপে ধাপে কিভাবে অনলাইনে জিপি এর হিসাব দেখতে হয় আলোচনা করা হলো।

ধাপ নম্বর ১ঃ

প্রথমেই www.cafopfm.gov.bd ঠিকায় প্রবেশ করুন এবং পরবর্তী নির্দেশিকা অনুসরণ করুন। লিংকে ক্লিক করলেও আপনি সেই ঠিকানায় পৌঁছে যাবেন।

ধাপ নম্বর ২ঃ

তোর তো ঠিকানায় প্রবেশ করার পর সেই সাইটের হোমপেজে আপনাকে প্রবেশ করানো হবে। সেখানে দেখতে পাবেন তিনটি কলাম রয়েছে। সেখান থেকে মাঝখানের যে কলামটি আছে অর্থাৎ GPF Information লেখা টিতে ক্লিক করুন। যা নিচের চিত্রের ন্যায় দেখাবে।

ধাপ নম্বর ৩ঃ

GPF Information ক্লিক করার সাথে সাথেই নিচের ছবির মত একটি উন্ডো পাবেন সেখানে সকল তথ্য ইনপুট  করুন। এই স্থানে আপনার NID Number এবং Mobile Number (যে নাম্বার টি পে ফিক্সেনে ব্যবহার করেছিলেন। এই নাম্বার গুলো দিয়ে SUBMIT বাটনে ক্লিক করুন।

ধাপ নম্বর ৪;

সাবমিট করার সাথে সাথেই আপনার একটি টেমপোরারি ওটিপি নাম্বার চাওয়া হবে। যা আপনার মোবাইলে মেসেজ আকারে পাঠানো হবে সেখান থেকে কোড টি নিয়ে আবার সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনার তথ্য যদি সঠিক বা নির্ভুল হয় তাহলে পরবর্তী পেইজে জিপিএফ ব্যালেন্স হিসাব দেখতে পাবেন। সেখানে সে সব বিষয় জানতে পারবেন তা হল Financial Year, Subscriber Name, Account Number, NID, Volume Number and Page Number

জিপিএফ স্লিপ বের করার নিয়ম

জিপিএফ স্লিপ বের করার নিয়ম এরপর রচনা করা হবে। General Provident Found এর মাধ্যমে একজন সরকারি কর্মকর্তার অবসর সময়ে একটি মুনাফা সংযোজন করে দেওয়া হয়। যা দিয়ে তারপর পরবর্তী জীবন সুখে শান্তিতে কাটাতে পারে। জি পি এর স্লিপের মাধ্যমে এসব তথ্য পাওয়া যায়। তাই একজন চাকরিজীবির উচিত বের করার সঠিক নিয়ম জানা। আপনি যদি জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ক্লিপ কিভাবে বের করতে হয় তা না জানেন তাহলে অনুসরণ করতে থাকেন।

  • প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে
  • সেখানে লিখতে হবে www.cafopfm.gov.bd ঠিকানাটি
  • ঠিকানায় প্রবেশ করা মাত্রই আপনি তিনটি কলাম দেখতে পাবেন
  • সেখান থেকে মাঝখানে GPF Information ক্লিক করে দিন
  • এরপর আপনার সকল তথ্য প্রবেশ করান
  • আপনার মোবাইলে একটি OTP কোড যাবে সে কোডটি প্রবেশ করিয়ে দিন
  • সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন

আপনার তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার জিপিএফ ব্যালেন্স সংক্রান্ত একটি স্লিপ দেখতে পাবেন। চাইলেই সেই স্লিপটি প্রিন্ট করে নিতে পারেন।

অনলাইনে জিপিএফ হিসাব

অনলাইনে জিপিএফ হিসাব দেখার জন্য আপনার অবশ্যই একটি স্মার্টফোন বা কম্পিউটার থাকতে হবে। এরপর আপনার কম্পিউটার বা মোবাইলের ইন্টারনেট কানেকশন সংযুক্ত করতে হবে। এবার যে কোন একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে এবং টাইপ করতে হবে www.cafopfm.gov.bd ঠিকানা। সেখানে GPF Information নামে একটি ঘর পাবেন সেখানে ক্লিক করতে হবে। এবং সেখানে প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে। সকল তথ্য ইনপুট করার পর আপনার জিপিএফ হিসাব দেখানো হবে।

জিপিএফ ক্যালকুলেটরের সাহায্যে জিপিএফ হিসাব করার নিয়ম

জিপিএফ হিসাব ক্যালকুলেটরের সাহায্যে সহজেই জিপিএফ হিসাব করে নিতে পারবেন। এজন্য আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্রাউজ করতে হবে www.cafopfm.gov.bd/calculator.php ঠিকানায়। এখানে প্রবেশ করার পর আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। এই কাজটি কিভাবে করতে হয় তা ধাপে ধাপে নিচে আলোচনা করা হলো।

GPF Calculator এর সাহায্যে কিভাবে জিপিএফ হিসাব বের করতে হয় তা নিচে দেখানো হলো। যেসব কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে তা ধাপে ধাপে আলোচনা করার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে।

  • বছরের শুরু থেকে শেষ পর্যন্ত হিসেবে তারিখ সংযোজন করুন।
  • মাসে কত টাকা কর্তন করা হয়েছে তার পরিমাণ লিখুন।
  • আপনি যদি অগ্রিম উত্তোলন করে থাকেন তা লিখে ফেলুন।
  • উত্তোলনের তারিখ যদি মনে না থাকে তাহলে এড়িয়ে যান।
  • এরপর মাসিক কর্তনের পরিমাণটি লিখে ফেলুন।
  • উপরোক্ত কাজগুলো হয়ে গেলে ফলাফল বাটনে প্রেস করুন। এবং দেখুন আপনার জিপিএফ ব্যালেন্সের সর্বশেষ তথ্যাদি।

আশা করি উপরোক্ত নিয়ম গুলো ফলো করে জিপিএফ ক্যালকুলেটর ব্যবহার করে আপনার হিসাবটি দেখতে পারবেন।

জিপিএফ কি

জিপিএফ এর ইংরেজি নামের সংক্ষিপ্ত রুপ হল PDF যার ফুল অর্থ General Provident Found. যা একজন সরকারি চাকরি জীবির অর্থ-বছরের সকল তথ্যের হিসাব। আর এই তথ্য গুলোকে জিপিএফ স্লিপ বলা হয়ে থাকে। অনলাইন থেকে এ জিপিএফ স্লিপের এর হিসাব দেখা যায়। লেনদেনের সকল তথ্য জিপিএফ স্লিপে লিপি বদ্ধ করা থাকে।

জিপিএফ স্লিপ কি

আমাদের মাঝে অনেকেই জিপিএফ স্লিপ কি শেষ সম্পর্কে সঠিক ধারণা নেই। জিপিএফ স্লিপ হচ্ছে একজন সরকারি চাকরিজীবীর বাৎসরিক অর্থ হিসাবের তথ্য বই। যার মাধ্যমে এক বছরের সকল লেনদেনের তথ্য দেওয়া থাকে। এই স্লিপ অনলাইন থেকে সরাসরি সংগ্রহ করা যায় এবং সেখান থেকে প্রিন্ট করেও সংরক্ষণ করা যেতে পারে। জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সকল তথ্য এ স্লিপে লিপিবদ্ধ করে রাখা হয়।

শেষ কথা  

আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে হয়। সেই সাথে জিপিএফ সম্পর্কিত সকল তথ্য এই পোষ্টের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। আশা রাখছি জিপিএফ সম্পর্কিত সকল প্রশ্নর উত্তর এই প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছেন।

এরপরও যদি জিপিএফ বা পেনশনের টাকা অনলাইনে কিভাবে চেক করতে হয় না বুঝে থাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আপনার প্রশ্নের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।